নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মহা সংবাদ

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫




সনেট-০১: সূরা নাবা (আয়াত ০১-১১)
বিষয়: আল্লাহর সৃষ্টির মাহাত্ম

আল্লাহর নামে করি আরম্ভ সতত
দয়ালু মহান রব সেঁ মহিমান্বিত,
কি নিয়ে একে অপরে ওরা জিজ্ঞাসিত?
মহাসংবাদ সম্পর্কে, (ওরা নয় ভীত)?
নানান মতবিরোধে সু-স্পষ্টত লিপ্ত
করুক মত বিরোধ (দেখি পারে কত)!
ঠিকক্ষণ হলে পরে জেনে যাবে সত্য
অবশ্যই ঠিকক্ষণে জানবেই সত্য।

বিছানায় পরিনত করিনি ভূমিকে?
পেরেক হিসেবে এই পর্বতমালাকে?
তোমাদের সকলকে জোড়া সৃজিলাম।
তব নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী
আবরন দিয়ে আমি (নিশি) রাত্রি গড়ি
জীবিকা উপার্জনেতে দিন বানালাম।

সনেট-০২: সূরা নাবা (আয়াত ১২-২০)
বিষয়: আল্লাহর সৃষ্টি ও কেয়ামত শুরুর অবস্থা

মজবুত সপ্ত আকাশ করেছি নির্মান
তোমাদের উপরেই ছাদসম করি,
স্থাপন করেছি এক উজ্জল প্রদীপ
জলধর মেঘ থেকে বৃষ্টিপাত করি।
সেখানেই সব প্রাণে জীবন সঞ্চারী
শস্য-লতা-গুল্ম এতে করি উৎপাদন,
আরো ঘন পত্রপুষ্প শোভিত বাগান
তোমাদের তরে সব মহোত্তম করি।

নিশ্চয়ই নির্ধারিত বিচারের দিন
শিঁঙ্গায় ফুৎকার দেয়া হবেই সেদিন
তোমরা মিলিত হবে সেদিন মিছিলে।
দৃশ্যমান আকাশকে দেয়া হবে খুলে
বহুত দরজা সৃষ্টি সেদিনই হবে
মরিচিকাসম যাবে পর্বতেরা চলে।


সনেট-০৩: সূরা নাবা (আয়াত ২১-৩০)
বিষয়: পাপীদের প্রতিদান

জাহান্নাম প্রতিক্ষায় আছে নিশ্চয়ই
বিদ্রোহীদের আবাস এটা চিরস্থায়ী,
মখমল স্বাধ সেথা ওরা নাহি পাবে
ক্ষতঝরা তপ্ত পুঁজ সেখানেই খাবে।
জাহান্নামে নেয়া হবে পাপীদের টেনে
আরামদায়ক ঠান্ডা পাবেনা সেখানে
তৃষ্ণা নিবারণকারী সেথা নাহি রবে
পাপকাজ যত তার প্রতিফল পাবে।

হিসাব নিকাশে আশা করেনি কখনো
প্রত্যাখ্যান করেছিলো সব নিদর্শন
প্রতিটি জিনিস আমি গুনে লিখলাম।
তখন বলবো আমি স্বাদ নাও মর্মে
আজাব আর আজাব নিজ কৃতকর্মে
পাপীর আবাস ইহা শক্ত জাহান্নাম।


সনেট-০৪: সূরা নাবা (আয়াত ৩১-৩৯)

বিষয়: পূণ্যবানদের পুরষ্কার

নিশ্চয় সাফল্য আছে মুত্তাকীর তরে
বাগিচারা অপেক্ষায় শোভিত আঙ্গুরে
নবযৌবনা তরুণী সমবয়সীরা
উচ্ছসিত পানপাত্রে সেথা দিবে ধরা।
শুনবেনা সেথা কোন বাজে মিথ্যা কথা
তাঁর কাছ থেকে পাবে প্রতিদান যথা
আকাশ জমিন আরো এ' দু'য়ের মাঝে
দয়াময় তিনি ছাড়া মালিক না আছে।

তাঁর আগে কথা বলে শক্তি নাহি পাবে
ফেরেশতা ও আত্মারা কাতারে দাঁড়াবে।
দয়াময় অনুমতি ঠিক যাকে দিবে
সেই শুধু কিছু কথা যথার্থ বলিবে।
কেয়ামত নির্ধারিত সেদিনেই হবে
এখন যার ইচ্ছা সে তাঁর পথ নিবে।

সনেট-০৫: সূরা নাবা (আয়াত ৪০)
বিষয়: পাপীদের হা-হুতাশ যেমন হবে

(এখনো কি সন্দিহান আল্লার ব্যাপারে?
বিশ্বাস হয়না তবু উঠাবে হাশরে?
চোখ মেলে দেখ তার শত কল্যাণ
নিশ্চয়ই বেড়ে যাবে তোমার ঈমান।
তাঁকে ভুলে যদি থাকো শয়তান পিছে
এত কিছু দেখে যদি ঈমান না আসে
জীবনের ষোল আনা হয়ে যাবে মিছে
হাশরের মাঠে হবে মহা অপমান।)

নির্ধারিত শাস্তি নিয়ে করছি সতর্ক
যা নিয়ে সতত করো তোমরা বিতর্ক
জীবনের কৃতকর্ম সেদিন দেখবে।
"আহা রে, মৃত্তিকা হলে?" কাফের বলবে
(কেন যে করিনি আমি সত্য কর্ম ভবে
হা-হুতাশ যা করুক লাভ নাহি হবে।)

সরল অনুবাদ ও বিস্তারিত: এখানে দেখুন....

মন্তব্য ৫৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

মাহমুদুর রহমান বলেছেন: সনেট গুলোতে ভালো লাগা রেখে গেলাম।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

হাবিব বলেছেন: সুন্দর মন্তব্যে ভালবাসা জানালাম

২| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সাইন বোর্ড বলেছেন: ভাল প্রয়াস, শুভ কামনা ।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

হাবিব বলেছেন: শুভ সন্ধ্যা জানবেন...... আপনার ছবিগুলো দেখলাম....। অনেক ভালো লাগছে

৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক কথায় অসাধারণ !!
তুলনাহীন!! আল্লাহ আপনাকে
পুরস্কৃত করবেন ইনসাআল্লাহ!

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ....... জাযাকাল্লাহ খাইরান। মন্তব্যে আপ্লুত। অনেক অনেক ভালোবাসা জানবেন শ্রদ্ধেয় নূর মোহাম্মদ ভাই

৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

আরোহী আশা বলেছেন: খুব ভালো লাগলো.....++

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.......

৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৫

ঝিগাতলা বলেছেন:


অনেক সুন্দর..
মাশাআল্লাহ.....

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, সদা আরোগ্য থাকুন............

৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুবহান আল্লাহ, সহজ ভাষায় সনেটে ভালো লাগা............

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খাইরান............

৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আরোগ্য বলেছেন: আল্লাহ আপনাকে ও আপনার পরিবার পরিজনকে উত্তম প্রতিদান দিন।
আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দান করেছেন যার প্রমাণ এই কবিতাগুলো।ইসলামের পথে... (৩) এ আমন্ত্রণ রইলো।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

হাবিব বলেছেন:




প্রিয় আরোগ্য ভাইয়া পড়েছি এবং মন্তব্যও করেছি.........
আসলে আমার অগোচরে পোস্ট দিয়েছিলেন .............
একটু সিক্রেট আছে পড়ে বলবো

৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

করুণাধারা বলেছেন: সুরার কথাকে আপনি সুন্দর ভাবে সনেটে রূপান্তরিত করতে পারেন- এটা আপনার অনন্য প্রতিভা! মনে হয় আল্লাহর বিশেষ রহমত রয়েছে আপনার উপর। এই রহমাত বজায় থাকুক সবসময়। সূরা তাকভীর, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক- কেয়ামতের বর্ণনা দেয়া এই তিন সূরা আশা করি কবিতার ছন্দে অনুবাদ করবেন।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ.....। অসাধারন মন্তব্যে অনেক বেশি অনুপ্রানিত হলাম।
আল্লাহর রহমত অবশ্যই আছে...। তা না হলে কক্ষনো এটা সম্ভব হতো না....।
সূরা তাকভীর সমাপ্তির পথে..... অন্যগুলোও করবো ইনশাআল্লাহ.........।
ওয়ামা তাওফিকি ইল্লাহ বিল্লাহ

৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

আরোগ্য বলেছেন: অপেক্ষায় রইলাম।

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

হাবিব বলেছেন: প্রিয় ভাই কিসের অপেক্ষায় রইলেন.........?

১০| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আরোগ্য বলেছেন: একটু সিক্রেট আছে পড়ে বলবো
কি যেন বলতে চেয়েছিলেন?

২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন:



জি জি অবশ্যই সে কথা হবে ইনশাআল্লাহ............।
সদা আরোগ্য থাকার প্রার্থনা করি আল্লাহর কাছে.........

১১| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নজসু বলেছেন:




প্রিয় স্যার
কঠিন পরিশ্রমের কাজ।
ইনশায়াল্লাহ আল্লাহ আপনাকে
উপযুক্ত পারিশ্রমিক দেবেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১

হাবিব বলেছেন: সোবহান আল্লাহ..... কত সুন্দর মন্তব্য....জাযাকাল্লাহ

১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার....

মহান আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২২

হাবিব বলেছেন: আমিন..... আল্লাহ আপনাকেও যথাযথ পুরষ্কার দিবেন

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ ...... অনেক ধন্যবাদ রাজিব ভাই

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

হাবিব বলেছেন: প্রিয় সনেট কবি আমার জন দোয়া করবেন....

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২

পদাতিক চৌধুরি বলেছেন: এক কথায় চমৎকার!! ইউ আর জিনিয়াস। ++++++

গোটা পরিবারকে ভালোবাসা ও শুভকামনা রইল।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

হাবিব বলেছেন: সুবহান আল্লাহ.... ঊচ্ছসিত মন্তব্য.... আবেগে আপ্লুত হলাম.....জাযাকাল্লাহ.... আল্লাহ যেন আমাকে অহঙ্কার মুক্ত করেন ...

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: আরো লিখতে থাকুন

ভালোবাসা রইলো কবি।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

হাবিব বলেছেন: প্রিয় কবির ভাই... আপনার ভালবাসা নিলাম....আপনিও ভালবাসা জানবেন

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট দেয়ার জন্য। আরও লিখুন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ .... আল্লাহ আপনাকে কল্যাণ দিন

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

নতুন নকিব বলেছেন:



মা-শাঅাল্লাহ, সুন্দর প্রচেষ্টা।

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫

হাবিব বলেছেন: সুবহান আল্লাহ...... জাযাকাল্লাহ...... নকিব ভাই ভালোবাসা জানবেন

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

ফেইরি টেলার বলেছেন: চমৎকার হাবীব স্যার

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

হাবিব বলেছেন:



বলেছেন ফেইরি টেলার
চমৎকার হাবীব স্যার,
কি'বা দেব উপহার
ভালবাসা নেন হাজার.......

২০| ২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! মাশাল্লাহ খুব ভাল লাগলো।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০

হাবিব বলেছেন: প্রিয় ফারিহা আপু......আশা করি ভালো আছো। মন্তব্যে খুব ভাল লাগা জানিও।

২১| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৭

কানিজ রিনা বলেছেন: অত্যান্ত সুন্দর পোষ্ট আল্লাহ্ আপনার
সহায় হোন। অসংখ্য ধন্যবাদ।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

হাবিব বলেছেন: কানিজ রিনা আপু..... আসসালামু আলাইকুম। দোয়া করি সতত সুস্থ থাকুন

২২| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
+++++++++++
ভাল থাকুন।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

হাবিব বলেছেন: মাঈদুল ভাইয়া .......এত্তগুলো প্লাসে ভাললাগা জানবেন

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

নীল আকাশ বলেছেন: সুরার কথাকে আপনি সুন্দর ভাবে কবিতার ভাষায় যেভাবে রূপান্তরিত করতে পারেন, এটা আপনার অনন্য প্রতিভা! মনে হয় আল্লাহর বিশেষ রহমত রয়েছে আপনার উপর। আল্লাহ আপনাকে ও আপনার পরিবার পরিজনকে এর উত্তম প্রতিদান দিন।
আয়াতুল কুরসী কে নিয়ে কি আপনি লিখেছেন?
শুভ কামনা রইল।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

হাবিব বলেছেন:





সুরার কথাকে আপনি সুন্দর ভাবে কবিতার ভাষায় যেভাবে রূপান্তরিত করতে পারেন, এটা আপনার অনন্য প্রতিভা! মনে হয় আল্লাহর বিশেষ রহমত রয়েছে আপনার উপর। আল্লাহ আপনাকে ও আপনার পরিবার পরিজনকে এর উত্তম প্রতিদান দিন। আমিন......ছুম্মা আমিন

আয়াতুল কুরসী কে নিয়ে কি আপনি লিখেছেন? জি ভাইয়া, সাজানো গোছানোর কাজ চলছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। দোয়া করবেন।

শুভ কামনা রইল। ভালোবাসা জানবেন প্রিয় ভাই।

২৪| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৮

শিখা রহমান বলেছেন: বাহ!! খুব সুন্দর করে সুরার কথাগুলোকে সনেটের ছন্দে বেঁধেছেন। মহান সৃষ্টিকর্তা আপনার সহায় থাকুন। শুভকামনা নিরন্তর!!

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

হাবিব বলেছেন:





বাহ!! খুব সুন্দর করে সুরার কথাগুলোকে সনেটের ছন্দে বেঁধেছেন। আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব হতো না ....

মহান সৃষ্টিকর্তা আপনার সহায় থাকুন।
আমিন, ছুম্মা আমিন........।

শুভকামনা নিরন্তর!! ধন্যবাদ জানবেন শিখা আপু......

২৫| ২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩

তারেক ফাহিম বলেছেন: যতই আপনার সনেটগুলো পড়ি ততই বিষ্মিত হই।

আপনার অনন্য প্রতিভা।

আল্লাহ্ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

হাবিব বলেছেন:





যতই আপনার সনেটগুলো পড়ি ততই বিষ্মিত হই। সুবহান আল্লাহ ....... আল্লাহ আপনার মনটা ঈমানের আলোয় ভরিয়ে দিন।

আপনার অনন্য প্রতিভা। আলহামদুলিল্লাহ..........আল্লাহর রহমত ছাড়া কিছুই সম্ভব হতো না

আল্লাহ্ আপনাকে এর উত্তম প্রতিদান দান করুক। জাযাকাল্লাহ খাইরান.............

২৬| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

আলোরিকা বলেছেন: অসাধারণ ! আপনিতো পবিত্র কোরআন শরীফ পুরোটাই এভাবে সনেটাকারে প্রকাশ করতে পারেন। অসাধারণ একটা কাজ হবে । যখন মা-খালাদের / অন্যদের দেখি কিছু না বুঝে , মর্মার্থ উপলব্ধি না করেই শুধু আরবি পড়ে যাচ্ছে খুব খারাপ লাগে । পবিত্র কোরআন শরীফের এ রকম একটি অনুবাদ পাওয়া গেলে তা সবার কাছে সহজবোধ্য ও সুখপাঠ্য হবে ।

ভাল থাকুন । শুভকামনা ।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

হাবিব বলেছেন:




অসাধারণ ! আপনিতো পবিত্র কোরআন শরীফ পুরোটাই এভাবে সনেটাকারে প্রকাশ করতে পারেন। অসাধারণ একটা কাজ হবে । এটা আমার মনের সুপ্ত বাসনা...... আপনি বলে দিলেন। আলহামদুলিল্লাহ......... আল্লাহর রহমত পেলে অসাধ্য কাজটি হয়তো করতে পারবো। ওয়ামাতাওফিকি ইল্লাবিল্লাহ.........

যখন মা-খালাদের / অন্যদের দেখি কিছু না বুঝে , মর্মার্থ উপলব্ধি না করেই শুধু আরবি পড়ে যাচ্ছে খুব খারাপ লাগে । পবিত্র কোরআন শরীফের এ রকম একটি অনুবাদ পাওয়া গেলে তা সবার কাছে সহজবোধ্য ও সুখপাঠ্য হবে । আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো.........। সবাই যাতে বুঝতে পারে সে রকম সহজ করে লেখারই চেষ্টা করি...... বাকিটা আল্লাহর ইচ্ছা....।

ভাল থাকুন । শুভকামনা । আমি জেন আপনাকে জান্নাতে গিয়ে এই কবিতাটি শুনাতে পারি ......... আল্লাহ যেন দোয়া কবুল করেন.....আমিন.......।

২৭| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

সেলিম৮৩ বলেছেন: অাল্লাহ অাপনার উত্তম প্রতিদান দিন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খায়রান........ সতত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন

২৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

বলেছেন: হাবিব স্যার,

এত ভালো কবি আপনি। মাশাল্লাহ।


সনেট না লিখে পুরো সুরার কবিতা লিখে ফেলতে পারেন।

২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

হাবিব বলেছেন: এত ভালো কবি আপনি। মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ........ উৎসাহের বৃক্ষ ফুল-ফলে ভরে উঠলো আপনার কথা শুনে।
সনেট না লিখে পুরো সুরার কবিতা লিখে ফেলতে পারেন।.........দোয়া করবেন লতিফ ভাই


২৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

বলেছেন: আল মাহমুদ পুরো কুরআনের তরজামা করতে চেয়েছেন
আল মাহমুদের কবিতা "কদর রাত্রির প্রার্থনা"

হে আল্লাহ

হে সমস্ত উদয়দিগন্ত ও অস্তাচলগামী আলোকরশ্মির মালিক

আজকের এই পবিত্র মহাযামিনীর সব রকম বরকত আমাকে দাও।

আমাকে দাও সেই উত্তেজক মুহূর্তের স্বর্গীয় পুলক যাতে

একটি সামান্য গুহার প্রস্তুরীভূত শিলাসহ কেঁপে উঠেছিলেন

মহানবী মোহাম্মদ (সাঃ)

না, আমি তো পড়তে পারছি না এই অন্ধকারের অন্তস্তলে

বিদ্যুতের ঝলকানি কোন্ অক্ষর আর ইঙ্গিতময় বাণী ক্রমাগত লিখে যাচ্ছে

শুধু আমার মাতৃভূমিকে পেঁচিয়ে আবর্তিত হচ্ছে

এক কুটিল অন্ধকার।



অন্ধকার,

যেন শয়তানের নিঃশ্বাসের উষ্ণ কালো ধোঁয়ার আবর্তিত কুণ্ডলী,

আর বহুস্তর অন্ধকারের ওপর চাবুকের দাগের মতো ঝলসে উঠছে

অক্ষরের পর অক্ষর।

ইঙ্গিতময় বাক্যের পর বাক্য।

আমি পড়তে না পারলেও শব্দের ত্বরিত গুঞ্জনের

নিগূঢ় তত্ত্ব আমি জানি। আমি জানি

আমার চোখ ও হৃদয়কে তুমি সৌন্দর্যের জারকে চুবিয়ে

কেন নির্মাণ করেছিলে।



কেন আমি কবি? কেন প্রতিটি শব্দের জ্ঞাত অর্থের

অতিরিক্ত অর্থ আমার জানা?

আমরা বৃষ্টির জন্য তোমার দরবারে হাত তুললে

তোমার বজ্র ও বিদ্যুৎ আমাদের অন্ধ করে দিয়েছে।

আমরা বৃষ্টি প্রার্থনা করে তোমার কাছে পেলাম

আমাদেরই অনুতপ্ত অশ্রুবারি

তোমার বিন্দুমাত্র ক্ষুব্ধ নিঃশ্বাসেই দুমড়েমুচড়ে উড়ে গেল

কত গ্রাম আর অসহায় মানুষের বাসস্থান

উহ, গাছগুলোর দিকে তাকালে অন্তরাত্মা না না

করে ওঠে। যেন যুদ্ধ শেষে

অসংখ্য বল্লম বিজয়ীরা মৃতের ময়দানে উল্টো করে পুঁতে রেখেছে।

হে আল্লাহ,

পবিত্রতম মহাযামিনীর অধিপতি,

তুমি তো একের পাপ অন্যের ঘাড়ে বর্তাও না।

পিতার পাপ পুত্রকে স্পর্শ না করার, হে প্রতিশ্রুতিদানকারী

দ্যাখো সহস্রাধিক মানুষের লাশ নিয়ে আমরা পবিত্র কোরআন নজুলের

পুণ্য রজনীতে এখন সিজদারত

আমাদের রাজ-রাজড়াদের পাপে তুমি যেন আমাদের ধ্বংস করে দিও না।

কেন এক প্রাচীন তৌহীদবাদী জনগোষ্ঠীর স্বাধীনতার রজ্জু

তুমি পরাক্রান্ত পৌত্তলিকদের হাতে তুলে দিতে চাও?

আমরা কি বংশানুক্রমে তোমার দাস নই?

আমরা তোমার নামের কোনো জেহাদেই অতীতে পৃষ্ঠপ্রদর্শন করিনি।

তোমার অনুগ্রহ থাকলে

আমাদের সিজদারত সন্ততিরাও রক্ত ও বারুদের সমাধানই

শেষ পর্যন্ত বেছে নেবে

এই পুণ্য রজনীতে আমাদের আবরিত স্ত্রী ও কন্যাদের সমস্ত গোনা প্রভু

মাফ করে দাও।



হে অনুকম্পার মহান অধিপতি,

এই মহানগরীর ভদ্রবেশী বেশ্যা, লম্পট, হিরোইনসেবী ও ছিনতাইকারীর

প্রাত্যহিক পাপের দেনায় 'আমরা এমনিতেই অতিষ্ঠ,

এর সাথে যোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মহান পণ্ডিতেরা।

শিক্ষার প্রতিটি প্রাঙ্গণ কিশোর হত্যার মহাপাপে এখন রক্তাক্ত, পঙ্কিল।



প্রকৃত পাপীদের বিনাশ ত্বরান্বিত করতে তুমি কি বাংলাদেশের

প্রতিটি বিদ্যাপীঠকেই বিরাণ করে ফেলবে?

এমনিতেই গ্রামে গ্রামে ধসে পড়া স্কুলবাড়িগুলোর ভেতর থেকে

শেয়াল আর পেঁচার ডাকে প্রাইমারি স্কুলের আবু মাস্টারের ঘুম নেই

তার ওপর তারই একমাত্র শহুরে পড়ুয়া মেয়েটির গলার চেন ও হাতের বালা

জগন্নাথ হলের পাশের রাস্তা থেকে ছিনতাই হলো। বুকের ওপর ছুরি রেখে

খুলে দে হারামজাদী, চুপ্।



আমরা তো চুপ করেই আছি, তবু হে পরোয়ারদিগার

জানতে সাধ জাগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ডাকাতদের গ্রাম?

বাল্যে যেমন কোনো গাঁয়ের পাশ দিয়ে নাও বেয়ে ফিরতে গেলে

মুরুব্বীরা বলতেন, ওপথে যেও না অমুকটা হলো ডাকাতের গ্রাম।



প্রভু

ডাকাত, ছিনতাইকারী, পন্ডিত ও বেশ্যাদের হাত থেকে

তুমি কি ইলমকে রক্ষা করবে না? -রাব্বি যিদনী ইলমা-

প্রভু, আমাদের জ্ঞানদান করো।


২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন: আল মাহমুদ একজন বিখ্যাত কবি। তার মতো কি আর আমি হতে পারবো.......? অনেক ভাল লাগে আল মাহমুদের কবিতা। ভাললাগা সেই নোলক কবিতা থেকে ........কবিতাটি আমি প্রথমবার পড়লাম.....ভালো লাগলো। আমাকে সুন্দর এই উপহারের জন্য ধন্যবাদ জানাই প্রিয় ল ভাইকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.