![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
শুরুতে স্মরণ করি আল্লাহর নাম
রহমানের দয়াতে এই ধরাধাম।
সনেট-০১: সূরা আন-না'যিআত (আয়াত:০১-০৯)
বিষয়: কেয়ামত দিবসের অবস্থা....
সাক্ষী ফেরেশতাকূল রুক্ষভাবে যারা
পাপীদের আত্মা টেনে বের করে আনে,
পূণ্যাত্মাকে ডেকে আনে মৃদু আহবানে
(চুপিচুপি যেন কথা বলে কানে কানে)।
অতি দ্রুত চলে যারা বেড়ায় সাঁতরে
ভালোভাবে সব কাজ সমাধান করে,
বিষম ঝাঁকুনি দিবে মহা ভূকম্পনে
রোজ কেয়ামত হবে (সেই মহা ক্ষণে)।
সাথে সাথে আরেকটি কঠিন ধাক্কাতে
পুন:রায় তোলা হবে গোরদেশ হতে
মানুষের হৃদপিন্ড কম্পমান হবে।
সবার দৃষ্টি সেদিন নিম্নগামী রবে
সকলে উলঙ্গ তবু লজ্জা নাহি পাবে
ভীত-সন্ত্রস্ত সেদিন সব লোক রবে।
সনেট-০২: সূরা আন-না'যিআত (আয়াত:১০-১৯)
বিষয়: কেয়ামত দিবস নিয়ে কাফেরদের ভাবনা এবং মূসা নবীর সাথে ফেরাউনের কথোপকথন
সত্যই কি আমাদের আনা হবে তুলে?
পূর্ব অবস্থাতে হবে পূনরুজ্জীবন?
জীর্ণ অস্থিতে যখন যাবো পঁচে গলে!
তারা ক'বে, ''সর্বনাশা এ প্রত্যবর্তন''।
আসলে এতো শুধুই বিকট গর্জন
অত:পর ময়দানে সমবেত হবে,
(সবকিছু দেখবে যা করেছো অর্জন
সেদিনের কান্না হবে অরন্যে রোদন।
মূসার বৃত্তান্ত সব পৌঁছেছে তোমাতে?
তাঁর মালিক যখন ডেকেছিলো তাকে
তোয়ার উপত্যকায় পবিত্র ভূমিতে।
বিদ্রোহী ফেরাউনের নিকটেতে যাও
বলো, ''পবিত্রতা চাও মালিকের পথে''?
খোদাভীরু হতে পারো হয়তো বা এতে।
সনেট-০৩: সূরা আন-না'যিআত (আয়াত:২০-২৬)
বিষয়: ফেরাউনের খোদা দাবী এবং মুত্তাকীদের শিক্ষা
অত:পর দেখলো সে মহা নিদর্শন
অমান্য মিথ্যা সাব্যস্থ করলো যখন
অত:পর ফিরে গেল নিজের পিছন
নিজেকেই দাবী করে খোদার আসন।
সমবেত করে সব মানুষ স্বজন
সজোড়ে সবাইকে সে করে আহবান,
''তোমাদের করি আমি সু-প্রতিপালন
আমাতে ঈমান আনো,'' বলে ফেরাউন।
অত:পর আল্লা তাকে পাকড়াও করে
দুনিয়া ও আখেরাতে কঠিন আজাবে
অবশ্যই জ্ঞানী লোক শিক্ষা এতে পাবে।
খোদাভীরু লোক যে তাকে ভয় করে
(সদা ঈমানে যে জন আল্লাহকে স্মরে
সে জন ধন্য হবে মহা শিক্ষা লাভে)।
সনেট-০৪: সূরা আন-না'যিআত (আয়াত:২৭-৩৩)
বিষয়: আল্লাহর অসীম ক্ষমতা ও নিদর্শন
মানুষকে পুনরায় সৃষ্টি কি কঠিন?
আকাশের চেয়ে বেশি? যা বানিয়েছেন
শুন্য মাঝে নভোলোক, উঁচু রেখেছেন
সুবিন্যস্ত (সাত আকাশ) তিঁনি গড়েছেন।
রাতকে ঢেকেছেন তিঁনি (আঁধার চাদরে)
তা থেকে দিনকে আনেন (প্রভাত প্রহরে),
যমীনকে বানালেন বিছানার মতো
পানি ও উদ্ভিদরাজি তা থেকে আনেন।
গেড়ে দিয়েছেন তিনি পর্বতমালাকে
জমিনের গায়ে সব কঠিন পেরেকে
(পৃথিবীটা যেন তার ভারসাম্য রাখে)।
তোমাদের জন্য সব চতুষ্পদ প্রাণি
(কোথায় কি প্রয়োজন অবগত তিনি
আল্লাতে ঈমান আনে সব জ্ঞানী গুণী)।
সনেট-০৫: সূরা আন-না'যিআত (আয়াত:৩৪-৪১)
বিষয়: নাফরমানী করার পরিনতি এবং কাফের ও মুত্তাকীদের স্থান
অত:পর মহাক্ষণ আসবে যখন
প্রত্যেকেই কৃতকর্ম করবে স্মরণ,
দোজখের দ্বারগুলো প্রকাশিত হবে
লেলিহান বহ্নিশিখা চোখের সম্মুখে।
বাড়াবাড়ি যে করেছে পার্থিব জীবনে
অগ্রাধিকার দিয়েছে লোভ-লালসাকে
নরকাগ্নিতে রবে সে স্থায়ী আবাসনে
(পাপকাজ যে করবে অস্থায়ী দূলোকে)।
খোদার অগ্রে দাঁড়াতে ভয় যে করেছে
আত্মাকে কামনা থেকে বিরত রেখেছে
বেহেশতে স্থান তার সুখের আসনে।
(কেয়ামত দিবসকে যে রাখে ঈমানে
আল্লাহর ভয়ে তাঁকে সততই মানে
ভয় নেই মুমিনের সেই মহা ক্ষণে)।
সনেট-০৬: সূরা আন-না'যিআত (আয়াত:৪২-৪৫)
বিষয়: রাসুল (স.) কে কেয়ামত সম্পর্কে প্রশ্ন এবং কেয়ামতে কাফেরের মনের অবস্থা
(হে নবী) ওরা তোমাকে জিজ্ঞাসে সতত
''কেয়ামত কবে হবে কোথা সেই ক্ষণ''?
বলো, ''এ পরমজ্ঞান মালিকের তরে''
মুত্তাকীর তরে যাও সাবধান করে।
যেদিন দেখতে পাবে কেয়ামত ওরা
সেদিন মনে হবে দুনিয়াতে তারা
কাটিয়েছে এক সন্ধ্যা অথবা বিকেল
(কত লজ্জিত হবে সে কঠিন হাশরে।
নিদর্শন লও সদা তাঁর সৃষ্টি হতে
ছড়িয়ে ছিটিয়ে আছে কত পৃথিবীতে
নইলে হতেই পারে বিপরীত হীতে।
তোমরা মানুষ সব এই দুনিয়াতে
সৃষ্ট হয়েছো সতত তাঁর ইবাদতে
মুত্তাকীর তরে নাই ভয় কেয়ামতে)।
সরল অনুবাদ ও বিষয়বস্তু: বিস্তারিত দেখুন এখানে
ছবি: গুগল থেকে.....
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২২
হাবিব বলেছেন:
একটুখানি পড়ে মুগ্ধ হয়ে লাইক দিন, এখন বাকিটা পড়বো। আলহামদুলিল্লাহ.......
শুরুতে বিসমিল্লাহ না দেবার কি কারন? অনেক ধন্যবাদ স্মরণ করে দেবার জন্য.... ভুলে বাদ গেছিলো..।
২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
করুণাধারা বলেছেন: দিন এর জায়গায় দিলাম হবে।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
হাবিব বলেছেন: এত দ্রুত আপনাকে পেলাম......সোবহান আল্লাহ, খুব ভালো লাগছে
৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমরা মানুষ সব এই দুনিয়াতে
সৃষ্ট হয়েছো সতত তাঁর ইবাদতে
মুত্তাকীর তরে নাই ভয় কেয়ামতে)।
....................................................................
বাহ বেশ বেশ, সুন্দর চয়ন ।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
হাবিব বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম.......জাযাকাল্লাহ খাইরান
৪| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! চমৎকার। সাধু প্রচেষ্টার জন্য হাবিব ভাইকে জানাই অন্তরের স্যালুট ।
শুভকামনা ও ভালবাসার গোটা পরিবারের জন্য।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
হাবিব বলেছেন: পদাতিক ভাইয়া সালাম গ্রহন করবেন.........
আপনার ত্বরা আগমনে ভালো লাগা জানবেন........
আপনার ও আপনার পরিবারের আরোগ্য কামনা করছি.........
৫| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১
সম্রাট ইজ বেস্ট বলেছেন: পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
হাবিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ.......
৬| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খাইরান..............
৭| ২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
আরোগ্য বলেছেন: হাবিব স্যার কবিতা বরাবরের মত চমৎকার হয়েছে।
আজকে আমাদের নিয়ে একটি পোস্ট এসেছে যা নতুন হিসেবে আমাদের অনেক বড় অর্জন আমি মনে করি। কেউ আমাদের ব্লগার হিসেবে গণ্য করতে নারাজ। আমি অবশ্য তাদের মন্তব্যে হতাশ হই না। যারা প্রেরণা দিতে পারে না তাদের সমালোচনা না ধরাই ভালো।তাদের উদ্দেশ্যে বলবোঃ
আমরা ভালো ব্লগার হব তখন ,
তোমাদের মত বয়স হবে যখন।
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩
হাবিব বলেছেন: হাবিব স্যার কবিতা বরাবরের মত চমৎকার হয়েছে। ............ আমার খুব ইচ্ছা আমি যেন জান্নাতেও কবিতা লিখতে পারি
আজকে আমাদের নিয়ে একটি পোস্ট এসেছে যা নতুন হিসেবে আমাদের অনেক বড় অর্জন আমি মনে করি। .... আমার খুব ভয় হচ্ছে....এই সম্মান কি ধরে রাখতে পারবো?
কেউ আমাদের ব্লগার হিসেবে গণ্য করতে নারাজ।...... তাদের কাছে প্রাইভেট পড়ার কি কোন ব্যাবস্থা আছে? থাকলে ব্লগিংটা শেখা যেত.........
আমি অবশ্য তাদের মন্তব্যে হতাশ হই না। যারা প্রেরণা দিতে পারে না তাদের সমালোচনা না ধরাই ভালো। অনেকেই নিজেকে ভাইরাল করার জন্য এমনটা করে..... হিরো আলম যেমনটা করেছিলো আর কি।
তাদের উদ্দেশ্যে বলবোঃ
আমরা ভালো ব্লগার হব তখন ,
তোমাদের মত বয়স হবে যখন।
চুল পাকলে বুদ্ধি বাড়ে বলেছি নানী
ভেড়ার তো সবই পাকা তাই কি ভেড়া জ্ঞানী...........???
৮| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি অসাধারণ !!
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪
হাবিব বলেছেন: নূর ভাই দোআ করবেন.........
৯| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১
রাজীব নুর বলেছেন: কোন প্রশ্ন একজন ব্যক্তি চাইলে সারাদিন জিজ্ঞাসা করতে পরে, তবে প্রতিটি বার সে ভিন্ন উত্তর পাবে। এবং সবগুলোই উত্তরই সঠিক হবে।
বলুন তো সেই প্রশ্নটি কি?
২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯
হাবিব বলেছেন: আপাতত আমার মাথায় প্রশ্ন আসছে:
১) আল্লাহর নিদর্শন সম্পর্কে প্রশ্ন করলে
তবে আমার মনে হয় এইটা আপনি বুঝাতে চান নি। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে........।
আপনার উত্তর পেলে ভালো লাগবে খুব
১০| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আপনার কবিতা পড়ার পর মনে হয়
তুমি কেমন করে গান করো হে গুনী
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
হাবিব বলেছেন: ''আপনার কবিতা পড়ার পর মনে হয়
তুমি কেমন করে গান করো হে গুনী''
আল্লাহতে আমার অনেক ভয়
তাঁর ব্যাপারে অল্প আমি জানি।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮
ফেইরি টেলার বলেছেন: আপনার কবিতার উসিলায় একবার করে কোরান তেলোয়াত হয় । আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন হাবীব স্যার
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭
হাবিব বলেছেন: আল্লাহর কাছে প্রার্থনা তিঁনি যেন আপনাকে উত্তম জান্নাত দিয়ে পুরষ্কৃত করেন......
১২| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
আরোহী আশা বলেছেন: অনেক ভালো লাগলো.....
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৮
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে.........
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০
সাত সাগরের মাঝি ২ বলেছেন: মাশাআল্লাহ..... অনেক অনেক সুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৯
হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খাইরান..........ভালো থাকুন সতত
১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপাতত আমার মাথায় প্রশ্ন আসছে:
১) আল্লাহর নিদর্শন সম্পর্কে প্রশ্ন করলে
তবে আমার মনে হয় এইটা আপনি বুঝাতে চান নি। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে........।
আপনার উত্তর পেলে ভালো লাগবে খুব
মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
হাবিব বলেছেন: এইটা কেমন কথা.......? আমি জানতে চাইলাম উত্তর আর আপনি বললেন কি.....!
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭
সেলিম৮৩ বলেছেন: এক কথায় অসাধারণ। যাযাকাল্লাহ খাইরান।
২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০০
হাবিব বলেছেন: সুবহান আল্লাহ......... আপনার জন্য আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসের দোয়া করি
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
শিখা রহমান বলেছেন: অসাধারণ!! আপনি খুব সুন্দর করে সুরাগুলোকে অনুবাদ করে কবিতায় বেঁধেছেন। শুভকামনা।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন শিখা আপু.........
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি এর উত্তম প্রতিদান পাবেন।
+++++++++++++++++++
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
হাবিব বলেছেন: প্রিয় মাঈদুল ভাই.... এত্তো এত্তো প্লাসের খুশি কোথায় রাখি.... আপ্লুত আমি... জাযাকাল্লাহ
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
নজসু বলেছেন:
অনেক অনেক দোওয়া রইল স্যার।
২৮ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
হাবিব বলেছেন: আপনার জন্যও শুভ কামনা
১৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ! আপনার পোষ্টের প্রশংসা করার ভাষাই আমি হারিয়ে ফেলেছি....
২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ....... তুমি সেই যে গেলে দাওয়াত দিয়ে। আর কো খবর নাই!
২০| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এইযে আমি হাজির....
২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০
হাবিব বলেছেন: যাও সরো..... তোমার লগে কথা নাই.......... রাগ করছি......
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
করুণাধারা বলেছেন: একটুখানি পড়ে মুগ্ধ হয়ে লাইক দিন, এখন বাকিটা পড়বো।
শুরুতে বিসমিল্লাহ না দেবার কি কারন?