![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি: গুগল থেকে.....
শুরুতে স্মরণ খোদা দয়াময় রব
পবিত্র সত্তায় তিনি মনে অনুভব।
সনেট-০১: সূরা আ'বাসা (আয়াত: ০১-১০)
বিষয়: এক অন্ধ লোকের প্রতি রাসূল (স.) এর উদাসীনতার বর্ণনা।
ভ্রুকুঞ্চিত করে মুখ ফিরিয়ে নিলেন
অন্ধ আগন্তুক যবে সামনে এলেন,
তুমি কি জানতে (নবী, ওহে মুহাম্মদ)!
হয়তোবা পেত সে শুদ্ধির সম্পদ।
কিংবা গ্রহন করতো মহা উপদেশ
বহু উপকার পেত সুফল অশেষ,
মানে না যে তব কথা বেপোরোয়া হয়ে
তবু তুমি মনযোগী কেন তারে লয়ে?
অথচ শুধরে যদি না নেয় নিজেকে
( ভুল পথে থেকে যদি না মানে সে লোকে)
কোনই দায়িত্বভার নাই তব 'পরে।
যেই লোক ভয় করে তাঁকে মন থেকে
ছুটে আসে তব কাছে শুদ্ধতার দিকে
মুখ কেন ফিরে নাও বেখেয়ালে তাঁরে?
সনেট-০২: সূরা আ'বাসা (আয়াত: ১১-২০)
বিষয়: কুরআনের সংরক্ষণ ও মানুষ সৃষ্টির বর্ণনা।
(অন্ধজন যে চাইবে ঈমানের ধারা)
কখনো উচিত নয় অবহেলা করা,
কিতাবের সব কথা উপদেশ বাণী
যে চাবে সে স্মরণ করবেই জানি।
লওহে মাহফুজে যা সংরক্ষিত আছে
উচ্চ মর্যাদাসম্পন্ন পূত সেই বাণী,
সুরক্ষিত আছে ইহা লেখকের কাছে
সম্মানীয় পূত তাঁর আচরনখানি।
সর্বনাশ মানুষের! সত্য ডেকে রাখে
কোথা হতে পয়দা সে হিসেব কি রাখে?
(কোন অবস্থায় তাকে খোদা গড়েছেন?)
করেছেন লোক সৃষ্টি শুক্র হতে যিনি
অত:পর যথাযথ সাজালেন তিনি
চলার পথ আসান করে দিয়েছেন।
সনেট-০৩: সূরা আ'বাসা (আয়াত: ২১-৩২)
বিষয়: পুনরুত্থান ও আল্লাহর নেয়ামতের বর্ণনা।
অত:পর প্রতি প্রাণে মৃত্যু দিয়েছেন
এরপর গোরদেশে তাকে রেখেছেন,
অত:পর আল্লাহর মর্জি অনুযায়ী
পুন:রায় উজ্জীবিতে করবেন স্থায়ী।
না, এরপরও সবে অর্পিত আদেশে
পুরোপুরি ভাবে নাহি পালন করেন,
দেখুক মানুষ তার খাবার বিশেষে
(কত ধাপ পার করে সামনে আনেন!)
পৃথিবী ভিজিয়ে দেই মেঘ থেকে জলে
জমীন ভরিয়ে দেই উদ্যান ফসলে
অত:পর শস্যদানা বের করি ফলে।
শাক-সব্জি জলপাই আঙ্গুর খেজুরে
গহন কাননরাজি তৃণাদি ও ফলে
তোমা তরে, তোমাদের পশুর মঙ্গলে।
সনেট-০৪: সূরা আ'বাসা (আয়াত: ৩৩-৪২)
বিষয়: কেয়ামত এবং নেককার ও বদকার লোকদের অবস্থা বর্ণনা।
গগনবিদারী ডাকে কেয়ামত হবে
পিতা-মাতা-ভ্রাতা লোকে ফেলে রেখে যাবে,
সঙ্গিনী ও পুত্রগণে খোঁজ নাহি নিবে
ঘটনা এরকমই দেখবেই সবে।
আপনাতেই সন্ত্রস্ত ব্যতিব্যস্ত রবে
আনন্দোচ্ছল চেহারা অনেকের হবে,
সহাস্য প্রফুল্ল তাঁরা সতত থাকবে
সেদিন বিশ্বাসীদের চিন্তা নাহি রবে।
আবার কত সে মুখ ধূলিময় হবে
আচ্ছাদিত কালিমায় পতিত থাকবে
মলিনতায় পূর্ণ সে মুখ ছেয়ে যাবে।
অস্বীকারকারী তারা মহান কিতাবে
এরাই পাপিষ্ট লোক নশ্বর পার্থিবে
পঙ্কিলতায় ডুবন্ত। (এখন কি হবে?)
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
হাবিব বলেছেন:
ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ......... আলহামদুলিল্লাহ।
পবিত্রতায় ভরে আছে যেন আপনার ব্লগ বাড়ি।
সেই পবিত্রতার কিছুটা আলোয় আলোকিত হতে আপনার ব্লগ বাড়িতে আসতেই হয়। কথাটি শুনে আমার হৃদয় খুশির নৃত্য করছে এখনো। উচ্ছসিত মন্তব্য।
দয়াময় আল্লাহ আপনার প্রচেষ্টাকে সফল করুন। ....আমিন, ছুম্মা আমিন।
পবিত্র কুরআনের ৮০ তম সূরাটির ৪২ খানা আয়াতই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আজকের সনেটে।
অন্ধ ছাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূমকে নিয়ে সূরাটি আপনার সনেটে অনুবাদে সরলতা পেয়েছে। ..... আজকের ব্লগে এই মন্তব্যটি সোনায় সোহাগা।
ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এগিয়ে যান। এগিয়ে চলুন। ........ কথাটার মধ্যে অন্যরকম ভালবাসার পরশ খোঁজে পেলাম।
আগান্তুক শব্দটা আগন্তুক কিনা একটু যাচাই করে দেখবেন কি? ...... আমার জন্য এই কথাটি আজকের ব্লগের প্রথম উপহার।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: মাশাল্লা আল্লাহতালার অশেষ দয়ায়। সুন্দর এজটি তাফসির কবিতা পাঠ করলাম
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৮
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, প্রিয় প্রতিবেশিকে সক্কাল সক্কাল পেয়ে ব্লগপড়া জ্বলজ্বল করছে......... শুভ সকাল
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার! ! আল্লাহতালা আমাদেরকে নেক পথে চলার তৌফিক দিন, আমিন। সনেটে মুগ্ধতা। ++++
শুভকামনা ও ভালোবাসা প্রিয় হাবিবভায়ের গোটা পরিবারবর্গকে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
হাবিব বলেছেন:
চমৎকার! ! আল্লাহতালা আমাদেরকে নেক পথে চলার তৌফিক দিন, আমিন। সনেটে মুগ্ধতা। ++++ উচ্ছসিত মন্তব্যে কবিতা লেখার আগ্রহ শতগুন বেড়ে গেল।
শুভকামনা ও ভালোবাসা প্রিয় হাবিবভায়ের গোটা পরিবারবর্গকে। ....আপনার ও আপনার পরিবারবর্গের প্রতি দোয়া করি আল্লাহর কাছে । জান্নাতের বাসিন্দা হোন।
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন.....।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০
আরোহী আশা বলেছেন: অত্যন্ত চমৎকার...........
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪
হাবিব বলেছেন: ধন্যবাদ..........
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৪
আল ইফরান বলেছেন: অত্যন্ত চমৎকার ও চৌকস লেখা।
আল্লাহ আমাদের সবাইকে সহিবুঝ দান করুন যাতে আমরা কাউকে কোন আচরনে কস্ট না দেই।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
হাবিব বলেছেন: আল্লাহুম্মাআমিন.......
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
আরোগ্য বলেছেন: একটু ব্যস্ত। পরে পড়ে মন্তব্য করবো।
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
হাবিব বলেছেন: এখনো ব্যস্ত?
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১
হাবিব বলেছেন: কি সুন্দর ভাইয়ু?
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা...
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
হাবিব বলেছেন: আপনিও সুন্দর তবে কিউট না। নাক বুচা...........
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি তো কিউট পচা
০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
হাবিব বলেছেন: আলমের ১নং পচা সাবান, নামে নয় গুণেই পরিচয়........
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪
আরোগ্য বলেছেন: হাবিব স্যার আজকে লেখায় মন্তব্য করার জন্য কিছুক্ষন গুগলে ছিলাম তারপর ইউটিউবে।
সনেট লেখতে গেলে অনেক সময় অনেক শব্দ ব্যবহার করতে হয় যা না দেয়া ভাল। যেমন অবহেলা শব্দটা আমার কাছে ঠিক মনে হয় নি। এখানে অমনোযোগী শব্দটা চলে। দুটি শব্দের মধ্যে বেশ পার্থক্য আছে। গুরুত্ব থাকা সত্বেও আমরা অনেক সময় বেখেয়ালি বা অমনোযোগী হয়ে পড়ি কিন্তু যে জিনিসকে আমরা গুরুত্ব দেয় না তাকেই অবহেলা করি। শব্দের ঊনিশ বিশে হিতে বিপরীত হতে পারে কারণ নাস্তিক বিধর্মীরাও পোস্ট পড়ে।
সুরার সনেট করার আগে আমার মনে হয় একটু লেকচার দেখে নিলে শব্দের প্রয়োগ আরও মার্জিত হবে
অপেক্ষায় রাখার জন্য আমি দুঃখিত। হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলাম।
আমার মন্তব্যে মোটেই ভুল বুঝবেন না স্যার।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
হাবিব বলেছেন:
চার বর্ণ মিলাতে গিয়ে ঝামেলায় পড়েছিলাম। "অবহেলা করে" এর পরিবর্তে আমি এখন "বেখেয়ালে তাঁরে" ব্যবহার করেছি। আপনার মত আরো কিছু ভুল যদি কেউ ধরতো তাহলে আমার লেখা আরো বিশুদ্ধ হতো । আমার জন্য আপনি যতটুকু ব্যয় করলেন আল্লাহ অবশ্যই এর প্রতিদান দিবেন।
হাসপাতালে রোগী দেখতে গিয়েছিলাম। ..... কার আবার কি হলো? আপনার কিছু হয়নি তো আবার?????
আমার মন্তব্যে মোটেই ভুল বুঝবেন না স্যার।....আমি বরং অনেক খুশি হয়েছি
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
আরোগ্য বলেছেন: আসলে কোরআনের বাংলা অনুবাদে এমন অনেক শব্দ আছে যেগুলোর ফলে ত্রুটি সন্ধানীরা বেশ সুযোগ পায়।
পাঠ্য বইতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আরবী ভাষা শিক্ষা চালু করা দরকার।
না স্যার আমি আলহামদুলিল্লাহ আরোগ্য। আমার বড় খালা অসুস্থ।
মন্তব্যে খুশি হয়েছেন জেনে সাহস পেলাম।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
হাবিব বলেছেন: আল্লাহ আপনার খালাকে অতিদ্রুত আরোগ্য করবেন দোয়া করি। আপনি ভালো আছেন জেনে ভালো লাগছে।
আমার কবিতার সমালোচনাকারীদের আমি বেশি পছন্দ করি। সনেট কেমন হয়েছে তা তো বললেন না........?
১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
আরোগ্য বলেছেন: বরাবরের মত লাইক দিয়েছি। সনেট লেখা চারটে খানে কথা না। আমার তো সাধ্য নেই। আপনার পাকা হাত। আমার আপনার সনেট পড়তেই ভালো লাগে। ভিন্নতা পাই। নতুন নকীব ভাই ও ভালো লিখেন।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
হাবিব বলেছেন:
অনেক তাফসীর গ্রন্থে বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিলেন কথাটাও পেলাম। আমি সাধারণত অনুবাদ করার সময় চারটা ৫ টা কুরআনের অনুবাদ সামনে রাখি : ১) হাফেজ মুনিরুদ্দিন রচিত " কুরআনের সহজ বাংলা অনুবাদ"
২) তাফসীরে তাফহীমুল কুরআন ৩) তাফসীরে ইবনে কাসীর ৪) আরো দুইটা অনলাইন থেকে যার রেফারেন্স আগের সূরার অনুবাদে আছে ৫) কাজী নজরুল ইসলামের " কাব্যে আমপারা"
আমার বেখেয়ালে ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন।
কিন্তু আরেকটা কথা....., "ভ্রু-কুঞ্চিত" করার সাথে কি "অবহেলা" চলে না কি "অমনোযোগী" চলে?
আপনার জন্য অপেক্ষা করাটা স্বার্থক হলো আমার জন্য।
১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
আরোগ্য বলেছেন: আমি অবশ্য নোমান আলী খানের তাফসির পছন্দ করি। উনি একটা শব্দ ভেঙ্গে ব্যাখ্যা করার সর্বোচ্চ চেষ্টা করেন।।
দেখতে পারেন আমার বিশ্বাস আপনার কবিতা রচনা আরও ভালো হবে।
নবীজী কোরাইশ সর্দারকে বুঝাতে অনেক উৎসাহী ছিলেন তাই সেই লোকটির আগমন কিঞ্চিৎ বিরক্ত প্রকাশ করেন।
আরও কোন প্রশ্ন থাকলে পরে উত্তর দিবো।বাসায় মেহমান এসেছে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
হাবিব বলেছেন: ওকে ভাইয়া, আরো প্রশ্ন আছে । আপনার সাথে কথা বলে অনেক কিছুই জানতে পরছি। আল্লাহ আপনার মঙ্গল করুন
১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:২৯
ল বলেছেন: হাবিব স্যার তারকা খ্যাতি আমিও দিলাম আপনাকে --
অনেক পরিশ্রমের কাজ করেছেন আল্লাহ তার কওম দান করুন।
মুগ্ধতা,
আমি কবিতা ভালোবাসি যার একটি শাখা হলো সনেট যা সত্যি কষ্টকর।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
হাবিব বলেছেন:
হাবিব স্যার তারকা খ্যাতি আমিও দিলাম আপনাকে -- এই মন্তব্যটা আমাকে আপ্লুত ও ঋণী করলো।
অনেক পরিশ্রমের কাজ করেছেন আল্লাহ তার কওম দান করুন। আমিন..........
আমি কবিতা ভালোবাসি যার একটি শাখা হলো সনেট যা সত্যি কষ্টকর।....আল্লাহর রহমত ছাড়া কোন ভাবেই সম্ভব হতো না ।
১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমরা প্রতিটি পথচলায় কতজনকে আঘাত করে থাকি আল্লাহ্
সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ্।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
হাবিব বলেছেন: সবাইকে ক্ষমা করে দিন আল্লাহ্।..............আমিন
১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১
করুণাধারা বলেছেন: পুরো সূরাকে আপনি বিষয়বস্তু অনুযায়ী চার ভাগে ভাগ করে আলাদা চারটি সনেট লিখেছেন এবং প্রত্যেক ভাগের বিষয়বস্তু ব্যাখ্যা করেছেন- এই ব্যাপারটা খুবই ভালো লাগলো। বরাবরের মতই সনেটের ছন্দে অনুবাদ ভালো হয়েছে। আমার মনে হয় সূরা আবাসা কত নাম্বার সূরা এটাও পাশে লিখে দিলে ভালো হতো। ৮১ নং সূরা থেকে আমার শেষ পর্যন্ত মুখস্ত আছে তাই আশা করি আপনার এরপরে সনেটের ছন্দে অনূদিত সূরাগুলো পড়ে আমার আরো ভালো লাগবে।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
হাবিব বলেছেন: কোন সূরার সনেট দিলেই আশায় থাকি আপনার মন্তব্যের। আমার মনে হলো আপনার চোখে যে কোন ভাবে এরিয়ে গেছে আমার পোষ্ট টি। তাই বিরক্ত করলাম। সরি..........
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম।
শুভ সকাল স্যার।
পবিত্রতায় ভরে আছে যেন আপনার ব্লগ বাড়ি।
সেই পবিত্রতার কিছুটা আলোয় আলোকিত হতে আপনার ব্লগ বাড়িতে আসতেই হয়।
দয়াময় আল্লাহ আপনার প্রচেষ্টাকে সফল করুন।
পবিত্র কুরআনের ৮০ তম সূরাটির ৪২ খানা আয়াতই সুন্দরভাবে উপস্থাপন করেছেন আজকের সনেটে।
অন্ধ ছাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতূমকে নিয়ে সূরাটি আপনার সনেটে অনুবাদে সরলতা পেয়েছে।
ধন্যবাদ দিয়ে ছোট করবো না। এগিয়ে যান। এগিয়ে চলুন।
আগান্তুক শব্দটা আগন্তুক কিনা একটু যাচাই করে দেখবেন কি?