নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আমি যখন বাবা হবো

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২


ছবি: গুগল থেকে নেয়া....

ছোট্ট শিশু পৃথিবীতে আমার জন্ম যেদিন নিবে,
তুলতুলে হাত মৃদু হাসি তার দাঁত বিনা মুখ জিবে।
নকশিকাঁথায় জড়িয়ে বাবুকে যেই নিতে যাব কোলে,
বাবুর আম্মু বলবে আমাকে ''ফালিয়ে দিওনা ভুলে।
কচি কচি হাত ওভাবে ধরোনা ব্যাথা যদি পায় সোনা!
আহারে, শীতের মধ্যে ঘুঁচাওতো কাঁথার কোণা।''

এত ছোট শিশু ফুলের মতন তুলতুলে গাল বলে,
কাজের ফাঁকেতে মাঝে মাঝে এসে নিতে মন চায় কোলে।
আলতো করে চুমু দিয়ে গালে আদর মেখে দেই তারে,
কোথা থেকে যেন স্বর্গীয় সুখ দোলায় হৃদ মাঝারে।
দু'মাস হয়নি এখনি যেন আব্বু বলে যায় ডেকে,
''জলদি আসো, আব্বু বলেছে'' ডাকি আমি আয়শাকে।
আমার সাথে ঝগড়ায় মাতে ''না, আব্বু বলেনি ছেলে,
আম্মু বলে ডেকেছে আমায় তুমি শোন নাই ভুলে।''

সোনালী আশের মতো চুলগুলো বাতাসে যখন উরে,
ছেলেটাকে রেখে ইচ্ছা করে না কাজের লাগি যাই দূরে।

হঠাৎ একদিন মুখের ভেতর মুক্তা দানার মতো!
ছোট ছোট দু'টি দাঁত গজালে আয়শা যে খুশি কতো।
ফোন করে বলে, ''শোন স্যার, বাবুর হয়েছে দাঁত!
মিষ্টি নিয়ে এসো দোকান থেকে ফিরতে করো না রাত''।
ভাই-বোন আর বাবা মার কাছে ফোন করে একে একে,
খুশিতে আয়েশা লাফাচ্ছে যেন এতো খুশি কই রাখে!
আম্মা বলেন, ''এতো লাফানোর ঘটেছে কি বউমা এমন?
ছোট বেলায় দাঁত উঠতেই পারে, লাফানো থামাও তো এখন"!
মায়ের কথাতে আয়শার মনে একটু ব্যাথা যায় লেগে,
সকাল থেকে তাই ভাত খাবে না, গাল ফুলে আছে রেগে।
আব্বা তখন কোথা থেকে যেন আসলো যেই বাড়িতে,
আয়েশা আম্মা আজ খায়নি কেহ ভাত রয়ে গেছে হাড়িতে।

হঠাৎ ছেলেটা মা বলে যেই উচ্চারন করে মুখে,
সব রাগ বলে আয়েশা তখন ছেলেটাকে নেই বুকে।
খুশিতে আয়েশা কেঁদে ফেলে যেন আনন্দে ভাসে বুক,
মা ডাক শুনে অপার খুশিতে ভুলে যায় রাগ শোক।
বউয়ের এমন পাগলামি দেখে মাও কেঁদে ফেলে শেষে,
আব্বা এসে দু'জনকে থামাবে, সেও কাঁদে অবশেষে!
ছেলেটাকে নিয়ে আনন্দ খুশিতে সবার চোখে দেখি জল,
ঘটনা বৃত্তান্ত শুনে আজ আমার চোখটাও ছলছল!

তাইতো বলি বেহেশত কেন জননীর পদতলে,
সব সুখ কেন ছড়ায়ে রয়েছে স্নেহ মাখা ঐ কোলে?
দশমাস মায়ে পেটে ধরে ছেলে প্রসবের কত ব্যাথা,
মা ডাক শুনে সব ভুলে যায় মুছে যায় শোক গাঁথা।

অল্প বাদেই বাড়িতে এসে সবার চোখে জল দেখে,
আৎকে উঠি, আমার ছেলেটা পড়ছে না কেন চোখে?
প্রতিদিন সোনা গুটিগুটি পায়ে অল্প হাটতে নিলে,
পড়ে যেত প্রায় দৌড়ে উঠাই হাতের ব্যাগটা ফেলে।
আয়েশাকে ডাকি আম্মাকে ডাকি কেহ নাহি শুনে ডাক!
এমন নিরবতা ভাবিয়ে তুলে আজ অবশেষে করি রাগ।
রাগ করি দেখে আম্মা হাসে আয়েশাও খিলখিল,
আমি বলি, ''দেখ ভনিতা ছাড়ো তো মারবো কিন্তু কিল।
আগে বল আজ কাঁদছো কেন এমন খুশির দিনে,
ছেলেটা কোথায় বল তাড়াতাড়ি মিষ্টি এনেছি কিনে।''
"বাবুটা তোমার আব্বুর সাথে পুকুরের ধারে গেছে,
চিন্তা করো না কিছু হয় নাই বাবুটাও ভালো আছে।"
চারটি বছর কেটে গেল দেখি হাসি খুশির সংসারে,
এমনি ভাবে কাটে যেন সুখে প্রার্থনা প্রভুর দ্বারে।

ছেলেটা আমার চার বছরেই মক্তবে যায় রোজ,
আমিও ছেলেকে পড়াতে বসিয়ে মাঝে মাঝে নেই খোঁজ।
একদিন বাবুকে লেখা শিখাবো স্লেট খড়িমাটি হাতে,
হাতেখড়ি দিতে বসিয়েছি ছেলেকে আমার পাশেই খাটে।
মুখচেপে হাসি ছেলেটার অমন লেখার কসরত দেখে,
বাবুটার এতো পরিশ্রম দেখে কষ্টও লাগে বুকে।
একদিনে লিখে আলিফ বা তা ছা তিনটে বর্ণমালা,
অনেক কষ্টেও জীম পারে নাই মুখটা হয়ে গেল কালা।
ছেলেটার মাথায় হাত রেখে বলি মুখবার করে না বাবা!
ধৈর্য্য ধরো অবশ্যই জীবনে ভালো কিছু তুমি পাবা।

পরদিন দেখি নিজ তাগিদেই ছেলেটার হাতে চক!
ধ্যান করে লিখে আগের বর্ণ যেমন ধ্যানে থাকে বক।
ছেলেটার অমন উৎসাহ দেখে আব্বাকে আনি ডেকে,
আম্মাও আসে ডাক শুনে আমার অবাক কান্ড দেখে।
আয়েশা ছিলো রান্নার কাজে সবার জটলা দেখে,
শাক রাঁধে তাতে লবনটা বেশি দেখেওনি আজ চেখে।
খেতে বসে বাবু নুন নুন বলে চমকে উঠলাম আমি,
আরেকটি বর্ণ শিখে নাকি ছেলে হয়েছে অগ্রগামী?
আয়েশা তখন শাক মুখে দেই অবাক কান্ড দেখে,
হেসে উঠে বলে "স্যার, নুনে পোড়া শাক দেখিনি তো আজ চেখে।"
এমন কান্ড দেখে হাসি আমি হেসে উঠে ছোট ছেলে,
স্বর্গীয় সুখ সেথা এসে নামে শাকে নুন ছিলো বলে।

নামাযে দাঁড়ালে পাশে এসে দাঁড়ায় বুকের উপরে হাত,
মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বের করে হাসে দাঁত।
রুকুতে গেলে ছেলেটা আমার মাথার সামনে ঝুলে,
আম্মাজান এসে নামায় জলদি আদর মেখে নেয় কোলে।
একটু পড়েই কান্না করে ছেলে কোল থেকে আসে নেমে,
সিজদায় গেলে ঘোড়া ঘোড়া খেলে উঠতে গিয়ে যাই থেমে।
ছেলের আম্মু জলদি নামায় কতক্ষনইবা থাকতে পারি,
সালাতের শেষ কোলে এসে বসে বাপ-ছেলে মুনাজাত ধরি।

বাজারে গেলে চশমা কেনার বায়নাটা ধরে রোজ,
বিভিন্ন কিছুর দৃশ্য দেখিয়ে ছেলেটাকে দেই বুঝ।
এক এক করে চারটা চশমা বল কিনে দেই দু'টি,
যত খেলনা সব বের করে বসে স্কুল দিলে ছুটি।

অল্প তালিম দেই ছেলেকে খেতে বসে প্রতিদিনি,
ছেলেটাও আমার সোনার মতন মাথা নাড়ে যেন জ্ঞানী।
উপদেশ আমার মেনে চলে রোজ সালাম কালামে সেরা,
সহপাঠিদের দেয়না কষ্ট মনে যেন জ্যোতি হেরা।

এমন সন্তান পাওয়া যায় বলাে কতটা পূণ্য করে,
মা-বাবা-ভাই, বৌ-ছেলেটায় আলো আজ আমার ঘরে।


মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ কবিতা !...

আট আপনার জন্য শুভ তাই না ;)

দোয়া করি যেন.... B-))

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

হাবিব বলেছেন:




দারুণ কবিতা !... .........আনন্দ হচ্ছে.......... কই গো ছেলের মা দেখে যাও।
আট আপনার জন্য শুভ তাই না ........একই তো হয় না... আট কবে হবে? :P
দোয়া করি যেন. ......... আট হয় ;)

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সব অনুভূতি শেয়ার করেছেন স্যার কাব্যিকতায়, ভালো লাগলো আপনার বাবা হওয়ার অনুভূতি মেশানো গল্প। চমৎকার কথামালায় সাজিয়েছেন কাব্য। সত্যি বাবা হওয়ার অনুভূতিই আলাদা আনন্দের, এ এক মহা আনন্দের ব্যাপার।
ভালো লাগলো কবিতা পড়ে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

হাবিব বলেছেন:




কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো। দোয়ার দরখাস্ত রইলো...........
আমার ব্লগে আপনি প্রথম....
সময় করে অন্য ব্লগ দেখার আমন্ত্রন রইলো

৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাবীর জন্য ;)

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

হাবিব বলেছেন: হা হা হা .............. খুব মজা পেলাম । এক্কেবারে মজারু কবিতা

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

বলেছেন: বেশী ছোট কবিতা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

হাবিব বলেছেন: লজ্জা দিলেন......

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ল বলেছেন: বেশী ছোট কবিতা
=p~ =p~ =p~

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

হাবিব বলেছেন: এমন মন্তব্যে আমি কি লজ্জা পাবার অধিকার রাখি? B-) B-)

৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

ফয়সাল সোহাগ বলেছেন: পুরোটা পড়লাম। অনেক ভালো লাগলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল সোহাগ ভাই। আমার ব্লগে আপনার আগমন শুভ হোক। পুরোটা পড়েছেন জেনে খুশি হলাম। ওদিকে তো দেখছি লতিফ ভাই কবিতা পড়তেই ভয় পাচ্ছে। আপনি তাও সাহস করে পড়েছেন.......

৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে । তবে 8 নম্বর সংখ্যাটা হাবিব ভাইয়ের জীবনে অর্থবহ । জানিনা কবিতার মতো আগামী দিনে সংসারটিও এত বড় হবে কিনা । যাইহোক হবু বাবা'কে আশীর্বাদ রইল। হা হা হা ।

ভালোবাসা ও শুভকামনা গোটা পরিবারকে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

হাবিব বলেছেন:







কবিতা খুব ভালো হয়েছে[/sb......খুশি খুশি লাগছে......
তবে 8 নম্বর সংখ্যাটা হাবিব ভাইয়ের জীবনে অর্থবহ । ...বুঝিনা, কেমনে কেমনে যেন ৮ মিলে যায়.!
জানিনা কবিতার মতো আগামী দিনে সংসারটিও এত বড় হবে কিনা । .....মন্তব্যটা পড়ে অনেক্ষন হাসলাম B-)

যাইহোক হবু বাবা'কে আশীর্বাদ রইল। .......হবু বাবা...? বাংলা ভাষার ইতিহাসে সম্ভবত আপনিই প্রথম শব্দটা ব্যবহার করলেন। শব্দটা আমাকে খুব খুব পুলকিত করলো.......


ভালোবাসা ও শুভকামনা গোটা পরিবারকে। ........ ভালবাসার প্রতিদানে ভালকাসা ছাড়া আর কি কিছু দেয়া যায়?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ। কবি। বাহ

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

হাবিব বলেছেন:




বাহ। কবি। বাহ .........!
আর কিছু বলবেন নাহ.........?

৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

আরোগ্য বলেছেন: পরশু থেকে এই কবিতার অপেক্ষা করছি। দীর্ঘ হলেও মোটেই বিরক্ত লাগেনি।বরং অনেক অনেক ভালো লেগেছে। একজন আদর্শ বাবা দেখতে পেলাম। বাকি সাত জনের আদরেও যেন কোন কমতি না হয়।তাদের জন্য ও কবিতা লিখতে হবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

হাবিব বলেছেন:






পরশু থেকে এই কবিতার অপেক্ষা করছি। ......আমি সন্তানের জন্য যেমন অপেক্ষা করছি তেমনি কি........

দীর্ঘ হলেও মোটেই বিরক্ত লাগেনি।বরং অনেক অনেক ভালো লেগেছে।
....আশান্বিত হলাম। ভয়ে ছিলাম এত বড় লেখা নিয়ে। ভালো লাগলো আপনার কথা শুনে।

একজন আদর্শ বাবা দেখতে পেলাম।
.....দোয়া করবেন আমার ছেলের বা মেয়ের কাছে যেন আদর্শ বাবা হতে পারি।


বাকি সাত জনের আদরেও যেন কোন কমতি না হয়।তাদের জন্য ও কবিতা লিখতে হবে। .... একজন বাবার কাছে সব সন্তানই সমান। আশা করি তাদের যত্ন আত্মিতেও কমতি হবে না।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

আরোগ্য বলেছেন: একজন বাবার কাছে সব
সন্তানই সমান। আশা করি তাদের যত্ন
আত্মিতেও কমতি হবে না।

যাক অবশেষে হাবিব স্যার আট সন্তানের আশ্বাস দিলেন। ভালো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

হাবিব বলেছেন:



যাক অবশেষে হাবিব স্যার আট সন্তানের আশ্বাস দিলেন। ভালো। ........... সন্তান আল্লাহর নেয়ামত...।
আমার কোন সমস্যা নাই তবে.............. :P

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

সাইন বোর্ড বলেছেন: পড়তে পড়তে হয়রান হওয়ার অবস্থা, বাবা হতে পারা দারুণ ব্যাপার, নিজের অস্তিত্ব জানান দেয় সন্তানের মাঝে, বেঁচে থাকাটা তখন অারো বেশি অর্থবহ হয়ে ওঠে ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

হাবিব বলেছেন:





পড়তে পড়তে হয়রান হওয়ার অবস্থা, ......ওহ...স্যরি। কষ্ট দিয়ে ফেললাম। তবে সত্যি কথা হলো একজন বাবা হলে অনেকেই হয়রান হয়। কারন মাঝে মাঝে ছেলেটা কান্নাকাটি করে।

বাবা হতে পারা দারুণ ব্যাপার, নিজের অস্তিত্ব জানান দেয় সন্তানের মাঝে, বেঁচে থাকাটা তখন অারো বেশি অর্থবহ হয়ে ওঠে । ... বিয়ে করার পর একটা সময় সন্তান না হলে অসহায় লাগে। পরিবারের নতুন অতিথি এসে সেই অসহায়ত্ব ভুলিয়ে দেয়। পৃথিবীতে আসে বাবা-মার প্রতিচ্ছবি

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

নজসু বলেছেন:


বাবা হওয়ার স্বপ্নে বিভোর কবি শুধু বাবা হতে চান না; একজন সত্যিকারের
যোগ্য বাবা হতে চান।
ছেলেকেও চান সে যেন উপযুক্ক বাবার উপযুক্ত সন্তান হিসেবে গড়ে ওঠে।

বেড়ে ওঠার শিক্ষা, এতো মমতা, এতো আদর মা, বাবা আর দাদির মাঝে যে ছেলে পাবে সে ছেলে নিশ্চয়ই
বাবার জন্য গর্ব অনুভব করবে।

বাবা ও ছেলে উভয়ে উভয়ের জন্য গর্বিত হোক।

প্রিয় স্যার, আপনার আজকে কবিতার লাইনে পল্লী কবির ছোঁয়া পেলাম।
মনে হলো পড়ছি-
তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমদের ছোট গাঁয়
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়
অথবা,
এইখানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।

একই রকম স্বাদ পেলাম যেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

হাবিব বলেছেন:





অবশেষে প্রিয় সুজন ভাইকে পেলাম......।
একখানা কথার ঝুড়ি নিয়ে হাজির হলেন।
শরতের কাঁশফুল মৃদু বাতাসে যেমন হেসে উঠে
আপনার মন্তব্যে আমার হৃদয়-মন তেমন আনন্দিত ও পুলকিত হলো।
শেষের কথাগুলো তো মনের মাঝে অন্যরকম শিহরণ জাগিয়ে দিলো.....।
আলহামদুলিল্লাহ

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

শায়মা বলেছেন: বাবা কাব্য!!!

বাহ বাহ !!! :)

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৮

হাবিব বলেছেন:




বাহ বাহ কাব্যে বাবা!
একটা মিষ্টি তুমি খাবা...?

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: বাবার হওয়ার অনুভূতি অন্যরকম।দারুন। কাব্যও ভালো হয়েছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

হাবিব বলেছেন:





সেলিম আনোয়ার ভাই অনেক দিন পর আপনাকে পেলাম।
নিশ্চয় ভালো আছেন আশা করি।
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে

১৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



বিয়ে করি নাই । B-) B-) B-)


তবে বাবা হবার অনুভূতি মনে হয় অন্য রকম । নিজের বাবা কে দেখি । বন্ধুদের দেখি ।

কবিতার ছন্দ দারুন লেগেছে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

হাবিব বলেছেন: বিয়ে করেন তাড়াতাড়ি....। সময় কিন্তু আস্তে আস্তে জটিল হচ্ছে

১৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! কী সুন্দর স্বপ্ন !
চমৎকার।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

হাবিব বলেছেন: সেই স্বপ্ন যেন জলদি পূরন হয় দোয়া করবেন আপু মনি

১৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৯

ওমেরা বলেছেন: বাবা না হয়েই এত বড় কবিতা হওয়ার পরে মনে কবিতা চার পাতা হবে ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

হাবিব বলেছেন:




হা হা হা......... মাত্র চার পাতা.....?
আমি ভাবছি আট পাতা লিখবো!

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

হাবিব বলেছেন:



অনেক ধন্যবাদ রাজীব নূর ভাই।
দোয়া করবেন যেন তাড়াতাড়ি বাবা হতে পারি......

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন একটা সোনার ছেলে আপনার আসুক ভবিষ্যতে।++++++++++

আজ দেখছি তিন তারকা-(নজসু, আরোগ্য, আর আপনি) জ্বলে উঠেছেন এক সাথে। আলোচিত পাতায় তিন জন কেই দেখতে পাচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাশে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

হাবিব বলেছেন:




এমন একটা সোনার ছেলে আপনার আসুক ভবিষ্যতে। ..... আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন।

++++++++++ এত্ত এত্ত প্লাসে খুবই ভালো লাগছে।

আজ দেখছি তিন তারকা-(নজসু, আরোগ্য, আর আপনি) জ্বলে উঠেছেন এক সাথে। আলোচিত পাতায় তিন জন কেই দেখতে পাচ্ছি। .........আলহামদুলিল্লাহ। আপনার চোখ দেখি খুবই তীক্ষ্ণ.!

আহা কি আনন্দ আকাশে বাতাসে। ......আমারও আনন্দ হচ্ছে

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৫

সনজিত বলেছেন: আগামীর জন্য শুভকামনা স্যার.....।
আর বাবা!
ওফ বেশ.।.।.।.।.।.।.।.।.।.।.।.।.।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

হাবিব বলেছেন:


অনেক ধন্যবাদ প্রিয় সনজিত ভাই। আপনাকে পেয়ে খুব ভালো লাগলো।
অনেক দিন পরে পেলাম আপনাকে। আশা করি ভালো আছেন

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

শিখা রহমান বলেছেন: হাবিব অনাগত সন্তানের জন্য কি সুন্দর সব স্বপ্ন, আর দৃশ্য কবিতার ছন্দে ছন্দে এঁকে গেলেন।

কবিতাটা মন ছুঁয়ে গেলো। বাবাকে মনে পড়লো। আপনি খুব ভালো বাবা হবেন, অবশ্য বাবারা ভালোই হয়।

শুভকামনা কবি, আপনাকে ও আপনার কবিতার ছেলেকে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

হাবিব বলেছেন:





হাবিব অনাগত সন্তানের জন্য কি সুন্দর সব স্বপ্ন, আর দৃশ্য কবিতার ছন্দে ছন্দে এঁকে গেলেন।
আমি আপনার মন্তব্য হৃদয়ে ধারণ করলুম! অনেক আনন্দ দিয়ে গেলেন।
কবিতাটা মন ছুঁয়ে গেলো। বাবাকে মনে পড়লো।
বাবারা মহৎ হয় সর্বদাই। মন্তব্যে মন নড়ে উঠলো!
আপনি খুব ভালো বাবা হবেন, অবশ্য বাবারা ভালোই হয়।
অনাগত সে কবে আসবে? আমি কি পারবো ভাল বাবা হতে? মনে আজো ভয়।
শুভকামনা কবি, আপনাকে ও আপনার কবিতার ছেলেকে।
কবি তো আপনি। আমি কবির ছাত্র। শুভ কামনায় সাজাই আজকের পৃথিবীকে।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

বিজন অধিকারী বলেছেন: হাবিব স্যারের পোস্ট মানেই স্পেশাল কিছু , তাইতো আপনাকে অনুসরন করে রেখেছি ।
আমি যখন বাবা হবো,
অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

হাবিব বলেছেন:






হাবিব স্যারের পোস্ট মানেই স্পেশাল কিছু , তাইতো আপনাকে অনুসরন করে রেখেছি ।
.......আপনার মন্তব্যে আপ্লুত না হলে বড় অকৃতজ্ঞ বান্দাহ হবো আমি............


আমি যখন বাবা হবো,
অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে।
.......
আমার কাছেও এই কবিতা অন্য কবিতার চাইতে ভাল লেগেছে
আপনার আন্তরিক মন্তব্য সবসময় আমাকে আনন্দিত করে

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

তারেক ফাহিম বলেছেন: স্যার না বলে এখন ভাবি শুধু বাবুর আব্বু বলেই ডাকবে B-)

কবিতায় অনেক অনেক আহ্লাদের ছায়া পড়ল।


কবিতা একটু বড় হলেও পাঠে ক্লান্ত লাগে না।

পাঠে একরাশ মুগ্ধতা প্রিয় কবি।

আপনার জন্য শুভকামনা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

হাবিব বলেছেন: মনে হয়না ডাকটা বদল করবে...... আমিও চাই স্যার নামেই যেন ডাকে B-) আপনার ঊচ্ছসিত মন্তব্য অনে...ক অানন্দ দিলো...
আপনার আগমন সব সময় ভাললাগে

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫

সমালোচক মন্তব্যকারী বলেছেন: মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, এমন অভিযোগে বিরোধীজোট বিএনপি ও জামায়াতরে এক ডজন নেতার বিচার করছে। আওয়ামী লীগ সরকার। তারা নিজেদের মুক্তিযুদ্ধের কথিত স্বপক্ষ শক্তি দাবি করে এ বিচার করলেও তাদের দলে থাকা রাজাকারদের ব্যাপারে একেবারে নিরব। এদলটিতেও রয়েছে, কুখ্যাত রাজাকার, আল বদর, আল শামস, গণহত্যকারী, গণধর্ষণকারী, অগ্নিসংযোগাকরীসহ অসংখ্য স্বাধীনতাবিরোধী। কিন্তু তারা রয়েছেন ধরা ছোয়ার বাইরে।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

হাবিব বলেছেন: আপনি কি আমার পোস্টেই মন্তব্য করেছেন?

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি..... দোয়া করবেন

২৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মাশাল্লাহ খুব সুন্দর কবিতা....কবিতায় মুগ্ধতা জানিয়ে গেলুম.....

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

হাবিব বলেছেন: মুগ্ধতা পেয়ে আমিও মুগ্ধ.........। সতত সুন্দর হোক প্রিয় ছোট আপুর পথচলা ।দোআ করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.