নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

একসাথে পথ চলার ৫ম বর্ষে আমরা

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২


ছবি: গুগল থেকে

জীবনে বাঁচতে গেলে বহু কিছু লাগে
জীবন সঙ্গীটি যদি মন মতাে হয়!
অর্ধাঙ্গীকে পাশে পেলে মনে বল জাগে
অযুত বিপদ তবু মনে নাহি ভয়।
হতাশায় ডুবি যদি ঘোরে শয়তান
সৎ জায়া সঙ্গিনী হলে চিন্তা কিছু নয়,
সমস্যা যতই থাক পাহাড় সমান,
দায়িত্বের বুঝাগুলো লাগে ধূলিময়।

বয়সটা যত বাড়ে মৃত্যু কাছে আসে
জীবন সংহারকারী যেন প্রাণ নাশে
তোমার কোমল স্পর্শে তবু প্রাণ বাঁচে।
দু'জনের স্মৃতিময় কতশত কথা
বিদায়ের ধ্বনি শুনে মনে জাগে ব্যথা
ওপারেও পাই যেন তোমাকেই কাছে।


ভালবাসুন আপনার অর্ধাঙ্গীকে:



বিশ্ব আজ অনেক উন্নত তথ্য প্রযুক্তির অগ্রগতির কারনে। পুরুষের পাশাপাশি নারীরা তাদের প্রতিভার সাক্ষর রেখে চলছে সংসার থেকে বিশ্বের আনাচে কানাচে। প্রতি প্রান্ত থেকে যখন নারীরা এগিয়ে যাচ্ছে এই সময়ে এসেও যদি শুনতে হয় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, তখন আমরা পুরুষরা মুখ দেখাই কি করে? সংসারে সুখ-দু:খ ভাগাভাগি করে পরিবার সুন্দর করার দায়িত্ব স্বামী-স্ত্রী দু'জনেরই। স্বামী-স্ত্রী একে অপরের প্রতিযোগী নয়, পরিপূরক।

স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় সংসার ও সমাজ জীবন সুন্দর ভাবে গড়ে ওঠে। কোরআন মজীদ বিশ্ব মানবতাকে জানিয়ে দিচ্ছে যে, জীবনের সব রকম তৎপরতা ও উত্থান পতনের ক্ষেত্রে সর্বদাই নারী ও পুরুষ পরস্পরকে সহযোগিতা করছে। ঊভয়ে মিলে জীবনের কঠিন ভার বহন করছে এবং ঊভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সভ্যতা ও তমদ্দুনের ক্রমবিকাশ ঘটছে। আল্লাহর ঘোষণাঃ আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু । তারা ভাল কাজের আদেশ দেয়, মন্দ কাজ করতে নিষেধ করে। ( আত্ তওবা- ৭১)

নবী (সঃ) বলেছেনঃ নারীরা পুরুষের অর্ধাংশ- (আবু দাউদ, তিরমিযী)
নারী পুরুষ প্রত্যেকেই সমপরিমানে পরস্পরের মুখাপেক্ষী । এতে লাঞ্ছনা ও অপমানের কিংবা মর্যাদা ও গৌরবের কোন প্রশ্নই আসে না। আল্লাহ বলেনঃ “হুন্না লেবাসুল্ লাকুম ওয়া আন্তুম লেবাসুঁল্লাহুন্না- তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক।” তাই স্ত্রীদের ইজ্জত আব্রু রক্ষা করার দায়িত্ব স্বামীর উপরে বর্তায়। তাদের কোন দুর্বলতাকে (যদি থাকে) মানুষের সামনে প্রকাশ না করা স্বামীর মহৎ গুণ। একই ভাবে উত্তম স্ত্রীর কর্তব্য স্বামীর ইজ্জৎ সমাজে কী ভাবে বৃদ্ধি পাবে তার দিকে নজর রাখা।

কোরআনের এ আয়াতের ঘোষণা আরও স্পষ্ট হয়ে উঠেছে নবী (সঃ)-এর ঘোষণায়। গোটা বিশ্ব যখন নারীকে অপরাধের উৎস এবং সাক্ষাত পাপ ও গোণাহের কারণ মনে করে বসে ছিল তখন বিশ্ব জাহানের সর্ব কালের অতি পবিত্র ব্যক্তি পাপ ও অশ্লীলতায় ভরা চিন্তার মূলে পরিবর্তন আনতে ঘোষণা দিলেন, “দুনিয়ার বস্তু নিচয়ের মধ্যে আমি ভালবাসি নারী, এবং সুগন্ধি আর আমার চক্ষু শীতলকারী হল নামায। (নাসায়ী- অনুচ্ছেদ- হুব্বুন নিসা)

স্বামীর ভালবাসা পাওয়ার অধিকার স্ত্রীদের মূূল অধিকার। বিবাহ শুধুমাত্র শরিয়তি ব্যবস্থা ও আইনের বিধান নয়। আইনের ঊর্ধ্বে প্রেম ভালবাসার এক সম্পর্ক সৃষ্টি হয় স্বামী স্ত্রীর মধ্যে। এই ভালবাসা আল্লাহ মেহেরবানী করে মানব মানবীর হৃদয়তলে পয়দা করে দিয়েছেন। আল্লাহর ঘোষণাঃ এবং তাঁর নিদর্শনাবলীর মধ্যে তিনি তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করতে পার এবং তোমাদের মাঝে ভালবাসা ও মেহেরবানী সৃষ্টি করে দিয়েছেন। ( সূরা রূমঃ ২১)

স্ত্রী শিশুকাল, কৈশোর ও যৌবনের ছোঁয়ায় বেড়ে ওঠা বাড়ি ঘর, বাবা মাকে, স্নেহের ভাই-বোন ছেড়ে চলে আসে স্বামীর ঘরে। এক নতুন পরিবেশে নিজেকে সামলিয়ে নিতে হয়। এ সময় সব চাইতে বেশি প্রয়োজন হয় স্বামীর ভালোবাসা। তাই স্ত্রীর প্রতি স্বামীর থাকতে হবে আন্তরিক অনুরাগ ও আকর্ষণ। প্রত্যেক স্ত্রী কামনা করে স্বামী তার সমস্ত শরীর-মন জীবন যৌবন তার উপর বিন্যস্ত করে নিতান্ত নির্ভর করে চলুক। এই ইচ্ছার প্রতি স্বামীর সম্মান দেখান উচিত।

স্বামীকে হতে হবে উদার চিত্তের অধিকারী। স্ত্রীর কোন দুর্বলতাকে খুঁচিয়ে খুঁচিয়ে স্ত্রীর মনে কষ্ট দেয়া স্বামীর উচিত নয়। স্ত্রীর চাল চলনে কোন প্রকার সন্দেহ নিয়ে তাকে বিব্রত করা হলে পরস্পরের ভালবাসায় চির ধরে । ফলে সংসার বিষময় হয়ে ওঠে। তাই স্বামীকে ভালবাসার ডালি নিয়ে হাজির হতে হবে স্ত্রীর কাছে। বাইরের লোকে মেয়েদের জেঠামি সইতে পারে না, তাদের কথায় স্বামীকে কান দেয়া চলবে না। স্বামীকে বুঝতে হবে স্ত্রীকে, তাকে ভাল বাসতে হবে অন্তর দিয়ে। এটাই স্বামীর প্রতি স্ত্রীর গুরুত্বপূর্ণ অধিকার।

স্বামীর কাছ থেকে সদ্ব্যবহার পাওয়ার অধিকার স্ত্রীর অন্যতম অধিকার। সামুরা বিন জুনদুব (রাঃ ) বর্ণনা করেন - “রসুলুল্লাহ (সঃ) বলেছেন: স্ত্রী লোকদেরকে পুরুষের পার্শ্বদেশের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে । যদি তুমি তাকে সম্পূর্ণ সোজা করতে চাও তবে ভেঙ্গে ফেলবে , সুতরাং তার সাথে নরম ব্যবহার কর , তাহলে সুখময় ও স্বাচ্ছন্দ জীবন যাপন করা যাবে।( তারগীব ও তারহীব)

পারিবারিক ব্যবস্থায় স্বামীর হাতে থাকে কর্তৃত্ব ও নেতৃত্ব, যদি কোন স্বামী নিজ স্ত্রীর ভাবাবেগ ও অনুভূতির প্রতি ভ্রক্ষেপ না করে শুধুমাত্র নিজের কথা মানাবার জিদ করে তবে পাবিারিক জীবন প্রকৃত সুখ ও আনন্দ থেকে বঞ্চিত হবে । তাই রাসুল (সা.) পুরুষদেরকে স্ত্রীদের সংগে কোমলও ভালবাসাপূর্ণ ব্যবহার করতে উপদেশ দিয়েছেন। স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে তার একটি উত্তম উদাহরণ রয়েছে হযরত ওমর (রা.)-এর জীবনে।

খলিফা হযরত ওমরের খেলাফত কালের ঘটনা। এক ব্যক্তির স্ত্রী ছিল বেশ মুখরা ও ঝগড়াটে। সব সময় সে স্বমীকে জ্বালাতন করত। স্বামী বেচারা স্ত্রীর দুর্ব্যবহারে অতিষ্ট হয়ে এ ব্যাপারে নালিশ জানাতে একদিন সে হাজির হল হযরত ওমর (রাঃ) এর দরবারে। সে হযরত ওমরের বাড়ির ফটকে দাঁড়িয়ে খলিফার বের হওয়ার অপেক্ষা করতে লাগল। এ সময় সে শুনতে পেল খলিফাকে তাঁর বিবি কঠোর ভাষায় বকাবকি করছেন। কিন্তু হযরত ওমর (রাঃ) কোন জওয়াব দিচ্ছেন না , বরং নীরবে সব শুনে যাচ্ছেন। এ ভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে লোকটি চলে যেতে উদ্যত হল। সে মনে মনে ভাবল, এমন প্রতাপশালী খলিফার যখন এমন হাল তখন আমি আর কোন ছাই।
এমন সময় খলিফা বাড়ির বের হয়ে দেখতে পেলেন লোকটি চলে যাচ্ছে। তিনি লোকটিকে থামিয়ে জিজ্ঞাসা করলেন: “ কি হে বাপু, তুমি এলেই বা কেন, আর কিছু না বলে চলে যাচ্ছ কেন? ”
লোকটি জওয়াব দিল, “হুজুর, আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে , আমার সাথে ঝগড়া করে । তার বিরুদ্ধে নালিশ করার জন্য আপনার দরবারে এসেছিলাম। কিন্ত দেখতে পেলাম আপনার হাল আমার চেয়ে ভাল নয়। তাই কিছু না বলেই চলে যাচ্ছি।” হযরত ওমর (রাঃ) বললেন : “শোন ভাই, আমার উপর আমার বিবি সাহেবার বেশ কিছু অধিকার কাছে, আমি তাই তার এ বকাবকি সহ্য করছি। দেখ সে আমার খাবার রান্না করে, রুটি বানায়, কাপড় চোপড় ধোয় , বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। অথচ এ সব কাজ তার জন্য বাধ্যতামূলক নয়, সে স্বেচ্ছায়ই এ সব করে। এ সব কাজ করে সে আমাকে হারাম উপার্জন থেকে বাচিয়ে রাখে। এখন বল আমি কি তাকে সহ্য না করে পারি?”
লোকটি বললঃ “আমিরুল মুমিনীন,আমার বিবিও তো এরূপ। ”
হযরত ওমর (রাঃ) বললেন , “তা হলে তাকে সহ্য করতে থাক, ভাই । দুনিয়ার জীবনটা তো নিতান্তই ক্ষণস্থায়ী। ”
খলিফাতুল মুসলিমীন- এর এ ভাষণ থেকে স্বামীদের শিক্ষা গ্রহণ করে স্ত্রীদের প্রতি উত্তম ব্যবহার করা প্রয়োজন। কারণ নূর নবী (সঃ) বলেছেনঃ ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঐ ব্যক্তি, যারা নিজেদের স্ত্রীদের সাথে সব চেয়ে ভাল ব্যবহার করে।’

পরিশেষে রাসুল সা. এর জীবনের একটি ঘটনা সনেট আকারে উপস্থাপন করছি:

ভালবাসা আল্লাহর নেয়ামত:

একদিন শ্রান্ত-ক্লান্ত রাসুল এলেন
রান্না সমাধা করেনি আয়েশা তখনো
সেদিন দয়ার নবী ক্ষুদার্ত ছিলেন,
ক্রুদ্ধ হয়ে তবু তিঁনি না বকেছে কোন।
পরিশ্রান্ত তবু তিঁনি বিশ্রাম না নিয়ে
আয়েশার রান্না কাজে গেলেন এগিয়ে,
আকাশের চেয়ে বড় হৃদয়টা যেন
এঘটনায় তোমাতে লাভ হবে কোন?

একটুতেই গালমন্দ তুমি করছো কি?
জীবনে তোমার কোন ভুল হয়না কি?
ছোট ভুল যত আছে ক্ষমা করে দাও।
অপরাদ যত তার উপদেশে রাখো
আল্লাহর দরবারে হাত তুলে থাকো
শুধরিয়ে যেতে পারে ভালোবাসা দাও।

আল্লাহর কাছে প্রার্থনা:

"যেমনি করে পৃথিবীতে রয়েছি একসাথে
তেমনি করে থাকি যেন দুইজনে জান্নাতে।"


মন্তব্য ৫৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহ আপনাদের মঙ্গল করুন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

হাবিব বলেছেন: প্রথম লাইনটা আপনার "গন্তব্য" থেকে নেয়া ......... প্রিয় কবি আপনার প্রতি কৃতজ্ঞতা।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আল্লাহ আপনাদের নেক হায়ার দিন।।। নেক জীবন দান করুন। সুন্দর ভাবে সাথেই থাকুন

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

হাবিব বলেছেন:




প্রিয় প্রতিবেশি আব্দুল্লাহ আল মামুন ভাই !
আপনার ব্যস্ততা কি কমেছে ? আশা করি কুশলেই আছেন।

আল্লাহ আপনাদের নেক হায়াত দিন।।।
নেক জীবন দান করুন। সুন্দর ভাবে সাথেই থাকুন
......... আমিন

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

নতুন নকিব বলেছেন:



সুন্দর পোস্ট। আপনাদের পথচলা মসৃন হোক।

পার্থিব এবং পারকালীন জীবনকে আলোকিত করতে সক্ষন হন, দুআ থাকলো।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯

হাবিব বলেছেন:





সুন্দর পোস্ট। ..... আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে...
..... কৃতজ্ঞতা প্রিয় নকীব ভাইয়ের প্রতি

আপনাদের পথচলা মসৃন হোক।
পার্থিব এবং পারকালীন জীবনকে আলোকিত করতে সক্ষন হন, দুআ থাকলো।
..
......আল্লাহ যেন আপনার দোআ কবুল করে নেয়। আমিন।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর পোস্ট। পড়ে অনেক ভালো লাগল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০২

হাবিব বলেছেন: সুন্দর পোস্ট। পড়ে অনেক ভালো লাগল। ........ পাঠ ও মন্তব্যে ধন্যবাদ জানবেন । আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আল্লাহ আপনাদের সুখী রাখুন।

আট হতে তো তিন বছর বাকী B-))

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

হাবিব বলেছেন:





আল্লাহ আপনাদের সুখী রাখুন। ...... আমিন

আট হতে তো তিন বছর বাকী ....... দেখতে দেখতেই চলে যাবে।
আটের আগেই কিছু হয় কিনা দেখি.... :P

আপনি কিন্তু বড্ড রেগুলার হয়ে গেছেন।
আপনার নতুন লেখা পৃথিবীর মুখ কবে দেখবে?

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

বিজন অধিকারী বলেছেন: অনেক ভালো কাটুক আপনাদের জীবন
সুখী ও শান্তিতে থাকুন সারা জীবন

প্রিয় হাবিব স্যার ও ম্যাডামের জন্য অনেক অনেক শুভেচ্ছা

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

হাবিব বলেছেন:





অনেক ভালো কাটুক আপনাদের জীবন
সুখী ও শান্তিতে থাকুন সারা জীবন
.......... সৃষ্টিকর্তা যেন আপনার প্রার্থনা কবুল করেন।

প্রিয় হাবিব স্যার ও ম্যাডামের জন্য অনেক অনেক শুভেচ্ছা ....
আপনার ভালবাসা আমাকে মুগ্ধ করলো। শুভ সকাল জানবেন

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে সামুর উপর কাজ চালাচ্ছি। সামুর ইম্প্রুভমেন্ট এর জন্য নানা রকম ভাবনা চিন্তা করছি।
তাই পোস্ট দিতে দেরী হচ্ছে। অচিরেই সামু ভাবনা - ৩ নিয়ে পোস্ট দিবো :)
আর বিশ্ববিদ্যালয় নিয়েও মাথায় ভাবনা চলছে।

মাঝে তো দেখলেনই সামুর যে সমস্যা হয়েছিল। এটার কারন ছিলো আমার বাগ রিপোর্ট আর পোস্টগুলো। এখন তা ঠিক আছে।

আশাকরি নিরাশ হবেন না :)

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৫

হাবিব বলেছেন:





আসলে সামুর উপর কাজ চালাচ্ছি। সামুর ইম্প্রুভমেন্ট এর জন্য নানা রকম ভাবনা চিন্তা করছি।
তাই পোস্ট দিতে দেরী হচ্ছে। অচিরেই সামু ভাবনা - ৩ নিয়ে পোস্ট দিবো
.............
জেনে ভালো লাগছে। খুশিও লাগছে।

আর বিশ্ববিদ্যালয় নিয়েও মাথায় ভাবনা চলছে।
.... আশাকরি তাহলে আর সেমিস্টার গ্যাপ হবে না..... :P

মাঝে তো দেখলেনই সামুর যে সমস্যা হয়েছিল। এটার কারন ছিলো আমার বাগ রিপোর্ট আর পোস্টগুলো। এখন তা ঠিক আছে। সামুর যে রুপ এখন আছে তাতেই ছাড়তে ইচ্ছা করে না , আরো যদি পার্লারে গিয়ে সেঁজেগুজে আসে তাহলে তো কথায় নাই.... :P

৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২

করুণাধারা বলেছেন: কয়েক রকম ভাবনা ও লেখার সমন্বয়ে পোস্টটা গঠিত। পুরো পোস্টটিতে ++++++++

অভিনন্দন আর ধন্যবাদ সুন্দর কবিতাগুলোর জন্য। সবশেষে আপনার প্রার্থনার সাথে প্রার্থনা মেলাই- আল্লাহ যেন এইজগতে আর পরজগতে আপনাদের দুজনকে একসাথে সুখে রাখেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

হাবিব বলেছেন:





কয়েক রকম ভাবনা ও লেখার সমন্বয়ে পোস্টটা গঠিত। .......ঠিক বলেছেন প্রিয় করুনাধারা আপু।

আমরা অনেক সময় আমাদের স্ত্রীদেরকে না বুঝেই লঘু ভুলের জন্যে কঠিন শাস্তি দিয়ে ফেলি। আমরা ভুলে যায় স্ত্রীদের অবদানের কথা। কিংবা স্ত্রী যদি একটু রাগ করে ঝগড়ায় মাতে তাকে আমরা ঝগড়াটে উপাধি দেই। যা কখনোই উচিত নয়। আমরাও যে ভুল করি তা যেন মনেই থাকে না। স্ত্রীরাই তো আমাদের পোষাক। পাপ থেকে বেঁচে থাকার অবলম্বন। কিন্তু একথাও ঠিক কিছু মেয়ে আছে যারা স্বামীকে বুঝতে চান না। মোট কথা স্বামী স্ত্রী উভয়েই সহনশীল হলে সংসার হয়ে উঠে বেহেশতের বাগান।

আমরা বলি, "সংসার সুখের হয় রমণীর গুণে" কিন্তু পরের লাইনটা আমরা বলি না। পরের লাইনটা হলো, "সৎ পতি যদি থাকে তার সনে"

পরিশেষে আপনার জন্য সুন্দর জীবন কামনা ও সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: অনেক কষ্ট করে জেগে আছি কালকে বিশেষ দিন বলে. তাকে ঊইশ করবো রাত বারোটায়... এক সাথে পথচলার ৫ম বর্ষ..... - আপনি ও ভাবীকে ৫ম শুভ বিবাহ বার্ষিকীতে প্রানঢালা অভিনন্দন। [আন্দাজ করে বললাম, ভুল হলে নিজ গুনে ক্ষমা করে দিবেন।]

চমৎকার লেগেছে পড়তে। দারুন লিখেছেন। স্ত্রীর সাথে ব্যবহার নিয়ে আমি একটা পোষ্ট লিখছি। খুব শিঘ্রীই ব্লগে দেখবেন.......

শুভ কামনা রইল।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

হাবিব বলেছেন:






প্রিয় আকাশ ভাই, আপনি ঠিকই বুঝতে পারছেন। আমাদের বিবাহ বার্ষিক আজ। শুভেচ্ছা গ্রহন করলাম।

"চমৎকার লেগেছে পড়তে। দারুন লিখেছেন। " আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।

স্ত্রীর সাথে ব্যবহার নিয়ে আমি একটা পোষ্ট লিখছি। খুব শিঘ্রীই ব্লগে দেখবেন....... ......
আপনার পোস্টের অপেক্ষায় রইলাম

১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর লাগলো পোস্টটি। হাটি হাটি পায়ে সবে পাঁচ বছর হলো ; তবে সময়টা বয়ে চলুক আজীবন । প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক রঙিন বসন্ত হয়ে ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন:





বেশ সুন্দর লাগলো পোস্টটি। হাটি হাটি পায়ে সবে পাঁচ বছর হলো ;
তবে সময়টা বয়ে চলুক আজীবন ।
প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক রঙিন বসন্ত হয়ে ।
........ শুধু বসন্তের জন্য প্রার্থনা কররে হবে?
ফুল ফল যাতে থাকে সে প্রার্থনাও করতে হবে..... :P

আপনার আগমনে ভালো লাগছে........।
শ্লোগান দিতে ইচ্ছা করছে......" প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম।"

১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আরোগ্য বলেছেন: ১. অভিনন্দন!
২.অভিনন্দন!!
৩.অভিনন্দন!!!
৪.অভিনন্দন!!!!
৫.অভিনন্দন!!!!!
এরকম ভাবে শতবর্ষ পূর্তি পালন করুন।
ভালো পোস্ট। বিবাহিতদের কাজে দিবে আর অবিবাহিতরাও প্রস্তুতি নিতে পারবে।
আগামী বর্ষপূর্তিতে দুই থেকে তিন হোন,৷ এই কামনা করি।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

হাবিব বলেছেন:





বাহ............. এত্তো এত্তো অভিনন্দন....!!!!!!!!
খুব খুব ভালো লাগলো.........।
যত দিন আল্লাহ বাঁচিয়ে রাখেন ততোদিন যেন ঈমানের সহিত আরোগ্য রাখেন।
আপনাকে আমাদের যে কোন এক বিবাহ বার্ষিকিতে আমন্ত্রণ জানানোর ইচ্ছা আছে।

আগামী বর্ষপূর্তিতে দুই থেকে তিন হোন,৷ এই কামনা করি।
....... হে আল্লাহ আমার প্রিয় ভাইটির দোয়া কবুল করুন

১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

নজসু বলেছেন:



শুভেচ্ছা ও শুভকামনা দুজনের জন্যই।
সাথে সুন্দর বিশ্লেষণধর্মী একটা পোষ্ট।
সময় করে অবশ্যই পড়বো।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

হাবিব বলেছেন:




বাহ....... এ যে দেখি আমার কিউট সুজন ভাই......!!!!!
অবশেষে পেলাম আপনার দেখা........!
শত ব্যস্ততার মাঝেও যে এসেছেন সে জন্য কৃতজ্ঞতা।
পড়া শেষে অবশ্যই জানাবেন কেমন হলো.........।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



অভিনন্দন এবং শুভকামনা রইল

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

হাবিব বলেছেন: ব্লগের অপু ভাই এলেন অবশেষে........। বেলা গেল । আপনার মন্তব্য ও আগমনে মুগ্ধতা

১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬

আরোগ্য বলেছেন: আবারও এলাম বিরক্ত করতে।
আপনাকে আমাদের যে কোন এক বিবাহ
বার্ষিকিতে আমন্ত্রণ জানানোর ইচ্ছা
আছে।
আমি কিন্তু পোলাও খেতে খুব পছন্দ করি।
দোয়া করি যাতে সেই আমন্ত্রণে আমাকে একা যেতে না হয়। হা হা হা!!!!!

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৩

হাবিব বলেছেন:






আবারও এলাম বিরক্ত করতে। .......এরকম বিরক্ত বারবার করবেন।
আমি কিন্তু পোলাও খেতে খুব পছন্দ করি। ....তাই হবে.....। মাটন নাকি বীফ ? কোনটা পছন্দ?
আর হ্যাঁ....., আমার ম্যাডাম কিন্তু চমৎকার রান্না করে। আলু ভর্তা দিয়ে খাইলেও হাত চাটবেন একসপ্তাহ।
দোয়া করি যাতে সেই আমন্ত্রণে আমাকে একা যেতে না হয়। হা হা হা!!!!! .....
আমি স্পেশালি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবো......
আল্লাহ যেন এমন জীবন সঙ্গী মিলায়
যাতে আপনার চক্ষু শীতল হয়ে যায়।

১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: অনেক শুভ কামনা।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

হাবিব বলেছেন: শুভকামনায় সিক্ত হলাম..... আপনাকে আজ জানাই সালাম

১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

ওমেরা বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা। শুধু ফুল নয় বাগান সহ দিলাম।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

হাবিব বলেছেন:





দিন পেরিয়ে রাত্রি নামে
অপেক্ষার ঐ রঙ্গিন খামে,
বাগান সহ অবশেষে
বলে গেলেন ভালোবেসে,
শুভেচ্ছাটা দিয়ে গেলেন
আবেগটুকু নিয়ে গেলেন............।

১৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

ঝিগাতলা বলেছেন: অসাধারন কবিতা....... শুভ কামনা ,সুন্দর হোক চলার পথ

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

হাবিব বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকেও

১৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

শিখা রহমান বলেছেন: হাবিব আপনাদের দুজনকেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন। খুব সুন্দর লেখা ও কবিতা।

আরো অনেক অনেক বছর পথচলা হোক আপনাদের। ভালোবাসা ও আনন্দ ঘিরে থাকুক অনাগত দিনগুলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮

হাবিব বলেছেন:





একজন কবির মুখে প্রশংসা শুনা সত্যি অন্যরকম অনুভূতি।
অনেক অনেক ভালবাসা জানবেন শিখাপু...........,
আপনার পরিবারের জন্যও শুভকামনা.........
অনাগত দিনের জন্য আপনার প্রার্থনা যেন কবুল হয়......।

১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভেচ্ছা হাবিব স্যার,আপনার মত আমারও দাম্পত্য জীবনের ৫ বছর পেরিয়ে ছয় বছর চলছে। আপনাদের জুটি হাজার বছর স্থায়ী হোক।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

হাবিব বলেছেন: প্রিয় তারেক ভাই, হাজার বছর নয় যে কয়দিন বেঁচে থাকি সুখে যেন থাকতে পারি এই দোয়া চাই।
আপনাদের জন্যও অফুরন্ত শুভেচ্ছা। সুখে-শান্তিতে কাটুক আপনাদের দিনগুলো।

২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন: সারা জীবন কাটুক মায়ার এ বন্ধনে।

শুভেচ্ছা আপনাকে ও ভাবীকে-

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৪

হাবিব বলেছেন:





যাক, অবশেষে এলেন তাহলে মিষ্টি সমেত????
মিষ্টি দেয়ার জন্য অনেক অনেত ধন্যবাদ নিবেন।
সেই সাথে আপনার পরিবারের জন্যও শুভকামনা........।

২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

মুক্তা নীল বলেছেন: সারাজীবন পাশাপাশি থেকে ভালোবাসা যেনো অটুট থাকে একে অপরের প্রতি এই দোয়া করি। ভাই, আপনার লেখা পড়ে খুব খুব ভালো লেগেছে আমার। এই মনমানাসিকতা অনেকর মাঝেই নেই।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন: আপনার মন্তব্যে আপ্লুত না হলে আমি অকৃতজ্ঞ বান্দাহ হবো....
আপনার ভালো লেগেছে জেনে আমারো ভাল লাগছে..
এমন মন্তব্য পেলে পোস্ট করার আগ্রহ বৃদ্ধি পায়....

আল্লাহ আপনার দোয়া কবুল করুন.....
আল্লাহ আপনার মঙ্গল করুন....

২২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

তারেক ফাহিম বলেছেন: অযুত ফেরিয়ে নিযুত কোটি বছর এপার ওপারে দুজনের জন্য শুভকামনা প্রিয় স্যার।


আপনার পোষ্টগুলো বরাবরের মতই সুন্দর হয়।
তবে পোষ্টটি বেশ মসৃন।

ভালোভাবে কাটুট আপনাদের জীবন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

হাবিব বলেছেন: প্রিয় তারেক ভাই.... প্রতি মন্তব্য করতে লেট হয়ে গেল.
আপনার ঊচ্ছসিত মন্তব্যে অনেক ভালোলাগা জানবেন.....
আপনার দিনগুলোও আনন্দে কাটুক

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

বলেছেন: ও এম জি --------------





আধুনিক কায়কোবাদ


অভিনন্দন এবং শুভকামনা রইল

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৯

হাবিব বলেছেন:




হায় আল্লাহ......... এ কি শুনালেন......?
আমি যে লজ্জায় পরে গেলাম।

আলহামদুলিল্লাহ....
দোয়া করবেন প্রিয় লতিফ ভাই।

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪২

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার গোছানো লেখা ! খুব সুন্দর ভাবে লিখিত।
আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আপনারা হয়ে উঠুন একে ওপরের পরিপূরক ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩২

হাবিব বলেছেন:





মনিরাআপু.........! আপনাকে পেয়ে খুব ভাললাগছে।
আপনার উচ্ছসিত মন্তব্যে হৃদয় ভরে গেল।
আপনার জন্যও দোয়া করি, আল্লহ আপনার মনের আশা যেন পূর্ণ করেন।

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিবভাই ,

আমি তো আপনার এখানে নতুন কিছু পেলাম না। তাহলে আপনার কথায় সময় দেওয়াটা ঠিক বুঝতে পারলাম না। আরেকটু পরিষ্কার করে বলুন না, প্লিজ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৮

হাবিব বলেছেন: আসলে আমি একটা একটা গল্প লিখেছি। তাও জীবনের প্রথম। গতকালের নীলাকাশ এর গল্পের সূত্র ধরে। পোস্ট করবো, কিন্তু ভরসা পাচ্ছি না। তাই আপনি যদি দেখে বলতেন কেমন হলো তাহলে অভয় পাবো। আপনি যদি সম্মত থাকেন তাহলে আপনার মেইলটা দিয়েন। মেইলে আমি দিচ্ছি।

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

পদাতিক চৌধুরি বলেছেন: [email protected]

আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম। গল্প লিখেছেন শুনে আনন্দ পেলাম।
শুভকামনা রইল।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬

হাবিব বলেছেন: মেইল করেছি। আপনার সম্মতি পেলে পোস্ট করবো........

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা, দারুন গল্প হয়েছে । আমি উত্তর দিয়েছি আপনি মেইল চেক করলেই পেয়ে যাবেন।

আর দেরি কেন ? এখনই পোস্ট দিন। তবে ওখানে বেশ কিছু টাইপো হয়ে গেছে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ দাদা। পোস্ট করছি এখনই

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো পোষ্ট ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

হাবিব বলেছেন:




পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ......।
ভদ্রতা ২য় পর্ব পড়েছেন কি?

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনি আবার বিয়ে করুন ভাবিকে, আর আমরা বিয়ে খাই। ;)
কিছু মনে করবেন, জাস্ট জোকিং।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

হাবিব বলেছেন: আপনি আবার বিয়ে করুন ভাবিকে, আর আমরা বিয়ে খাই। .......... B-) B-) B-) B-)
আমারও মন চাই মাঝে মাঝে....... :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.