![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি: কোথা থেকে নিয়েছি বলা যাবে না...........
কথার ফুলঝুরি! আপুর "একটা দিন সারাটা দিন" কবিতায় মন্তব্য করতে গিয়ে এই কবিতার জন্ম.......
ইচ্ছাগুলো ডানা মেলে যখন উড়াল দিবে,
সব কাজেরা লজ্জা পেয়ে এমনি ছুটি নিবে।
হারিয়ে গেলে নদীর বাঁকে অজানাতে গিয়ে,
আবীর রঙে আঁকা ছবি দেখবো তোমায় নিয়ে।
শহর থেকে বিদায় নিলে এসো আমার বাড়ি,
সেথায় পাবে সবুজ ঘাসের মিষ্টি মধুর আড়ি।
তোমায় পেলে না পাওয়াটার হিসাব সবি মিছে,
স্বপ্ন ডানায় উড়াল দিবো ভবিষ্যতের পিছে।
ইচ্ছামতো দু'জনাতে ভিজবো প্রেমের জলে,
ভালবাসার আঁকবো ছবি তোমায় আমায় মিলে।
স্বপ্নে যদি আসো তুমি আমার রাণী হয়ে,
স্বপ্ন শেষে দূরে গেলে মনটা যাবে ক্ষয়ে।
একদিনে কি মনের কথা সবটা বলা যাবে?
হৃদয় আমার সবটা সময় তোমায় শুধু চাবে!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫০
হাবিব বলেছেন: ইয়েস স্যার........... উপস্থিত বলতে হবে। নইলে হাজিরা গ্রান্টেড না.........
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
নজসু বলেছেন:
আগে বলেন ছবিটা কার আঁকা না হলে কবিতাপাঠে ধর্মঘট।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
হাবিব বলেছেন:
স্যরি ভাইয়া আপনার ধারণা সঠিক হলে আমারও ভালো লাগতো..........
ধর্মঘট আপাতত প্রত্যাহার করার দাবী জানাচ্ছি.......
সেও খুব ভাল ছবি আঁকতে পারে।
দেখাবো নি......
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
অপু দ্যা গ্রেট বলেছেন:
আমারও চেয়েছিল
তবে সে আমার ছেড়ে চলে গেল !!!!
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
হাবিব বলেছেন: কোথায় গেছে? বলেন.....! ধরে এনে দিবো। তাকে আসতেই হবে!!!!
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩২
নজসু বলেছেন:
ইচ্ছেমতো দুজনাতে ভিজবো প্রেমের জলে
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
হাবিব বলেছেন:
"প্রেমের জলে ভিজবো তবু না ভিজিবে গা,
এক্কাদোক্কা খেলবো দু'জন না নামাবো পা........"
৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: কোন রঙিন অর্কেষ্টা সেধেছো বাঁশিতে
চোখে জড়িয়েছে মোহ
আবাল বৃদ্ধ বণিতা
এই তল্লাটের বেবাক মানুষগূলা
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯
হাবিব বলেছেন: মোহ নয় তড়িৎ চুম্বকীয় আবেশ। সলিনয়েডের মতো জড়ানো..........
৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
হৃদয় আমার সবটা সময় তোমায় শুধু চাবে।লাইনটা পড়তে বেগ পেতে হচ্ছে।
প্রথম ভাল লাগা জানিয়ে গেলাম......
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮
হাবিব বলেছেন:
দীর্ঘ এক যুগ পর এলেন প্রিয় স্রান্জি ভাইয়া..............
আগে বলেন কেমন আছেন.......।
এর চাইতে উত্তম কোন লাইন কি দেয়া যায়?
আপনার উত্তরের অপেক্ষায়.......
৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬
কথার ফুলঝুরি! বলেছেন: ওয়াও হাবীব ভাইয়া' আমি তো ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো সারপ্রাইজড হলাম অনেক' সাথে খুশীও লাগছে খুব
ভালোবাসা ছড়িয়ে যাক কবিতা থেকে কবিতায়' হৃদয় থেকে হৃদয়ে !
আমি কিন্তু জানি ছবিটি কোথা থেকে এসেছে আমার অনেক পছন্দের একটি ছবি এটি' তার কিন্তু একটা কারনও আছে অবশ্য
একদিনে কি হবে? , ,, উত্তর টা আমার পোস্টের প্রতি উত্তরে দিচ্ছি
কবিতা বেশ হয়েছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪
হাবিব বলেছেন:
ভাষা হারালে যদি এতো কথা বলা হয় ........ ভাষা থাকলে না জানি কি হতো...!!!!
আপনার ভাষা জ্ঞানের সামনে আমার ভাষা প্রায় নিভু নিভু। সূর্যের সামনে চাঁদ যেমন।
চাঁদ তো সূর্য থেকেই আলো নেয় তাই না.......?
৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস....
ভাবীর আঁকা ছবি + ভাইয়ের কবিতা
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
হাবিব বলেছেন: এমনটা হইলে অনেক ভালো হইতো.......। সেও ভালো ছবি আঁকতে পারে।
অতি শীগ্রই তাহার ছবি আর আমার কবিতার মিলন ঘটবে
৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫২
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস.....
এইখানে পাইলাম তাহারে
আগের দুটো কমেন্ট মুছে দিন......
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩
হাবিব বলেছেন: ইশরে........... যদি ছবিটা তাহার হইতো.........!!!!
১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
হাবিব বলেছেন: আগে যদি জানিতাম............
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬
আরোহী আশা বলেছেন: প্রেমের কবিতা ভাল হয়েছে........
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০
হাবিব বলেছেন:
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
সুরাহের অনুবাদ, ও এই ধরণের কবিতা কিছুটা বিপরিতমুখী
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯
হাবিব বলেছেন: আপনি অতিশয় ঠিক বলেছেন...। এই মন্তব্যে নিজেকে শুধরানোর সুযোগ পাবো। শুভ রাত্রি
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
পদাতিক চৌধুরি বলেছেন: আমার ভালো লেগেছে।
শুভকামনা হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২৪
হাবিব বলেছেন:
পদাতিক ভাইয়া সব সময়ই আপনার আগমন প্রেরণা জোগায়।
আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি।
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
আরোগ্য বলেছেন: হুম!!! চাঁদগাজী সাহেব ঠিক বলেছেন। সাবধান।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
হাবিব বলেছেন:
শুভ সকাল প্রিয় ভাই......
জ্বী, আমিও ওঁনার কথা পজিটিবলি সিরিয়াস নিয়েছি............
১৫| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮
হাবিব বলেছেন: সেলিম আনোয়ার ভাই....... শুভ সকাল । আশা করি ভালো আছেন........
১৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২১
ল বলেছেন: হাবিব স্যার দা গ্রেট
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭
হাবিব বলেছেন:
প্রিয় আব্দুল লতিফ ভাই......... শুভ সকাল।
এতো এতো ভালবাসায় সত্যিই মুগ্ধ আমি।
সতত সুস্থ থাকুন.......
১৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৪০
ল বলেছেন: তুমায় শুধু চাবে??
একটা দিন সারাটা দিন দন্দ মনে হয়!!!
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬
হাবিব বলেছেন: হুম......কিন্তু দন্দ কেন মনে হয়?
১৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৬
আলমগীর কাইজার বলেছেন: মনের মতো মানুষ হলে মনের সব কথা বলার প্রয়োজন কী?
কবিতা পড়ে মুগ্ধ।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৩
হাবিব বলেছেন:
কিছু কিছু কথা শুনার জন্য মন যে আকুপাকু করে...............
অনেক ধন্যবাদ জানবেন। শুভ সকাল
১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০
ল বলেছেন: একটা দিন সারাক্ষণ বা সারাবেলা ---
তোমায় চাইবে --- নট চাবে।।।
আমি যতটা বুঝি।
হতে পারে ভুল।।।
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬
হাবিব বলেছেন: যদি চাইবে লিখি তাহলে হয় ........ চা'বে লিখেছি ছন্দের জন্য।
আপনার ভুল হয়নি ভাই..........
২০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রতি মন্তব্যে দারুন কাব্য সৃষ্টি
স্যারতো দেখি চমক দেখাচ্ছেন।
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০১
হাবিব বলেছেন: উচ্ছ্বসিত মন্তব্যে এমন প্রেরণা পেলে কবিতা যে এমনিই আসে। শুভকামনা আপনার জন্যও.......।
২১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিকাব্য বা পালা গান ভালো লাগলো+++
১০ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩
হাবিব বলেছেন: দীর্ঘদিন পরে এলেন কবীর ভাই....। কি খাবেন ঠান্ডা না গরম? কিছু খেতে খেতেই পালা গান দ্যাখেন
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
নজসু বলেছেন:
১