নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪০



বাংলা ব্লগের জন্মদিন
উৎসর্গ: সামু ব্লগ সাজাতে যারা সদা নিয়োজিত….

বাঙলা ব্লগের আজ দশম বছর
ব্লগকে সাজাতে যারা বিনিদ্র প্রহর
কাটিয়েছে কষ্টের সে বেহিসাবী ক্ষণ
কি বলে জানাই আজ তার কৃতজ্ঞতা?
এ ব্লগে রোজ অনেক কবিতা-গল্পের
আসর জমে সবার অজস্র গুণের
এসবের সাথে আছে যেই অবদান
তাদের সবার প্রতি শুভেচ্ছার বার্তা।

দশম বছরে সামু সুসজ্জিত হয়ে
সবার অন্তরে আজো দেখি সে অক্ষয়
এসবের পেছনে যে কত শত শ্রম!
আগামীর ব্লগ হোক মানবতা নিয়ে
গনমানুষের কথা গল্প ও কবিতায়
তবেই স্বার্থক হবে যথা পরিশ্রম।



জানা আপুর প্রতি কৃতজ্ঞতা
উৎসর্গ: সবার প্রিয় জানা আপুকে....

নব সাজে যে রকম নব বধূ সাজে
তেমনি সজ্জিত রূপ সামু ব্লগ মাঝে,
ব্লগের রূপ দেখেই মন ভরে যায়
তাঁর রূপে ঢেউ লাগে হৃদয়ের নায়!
তাইতো বলি এমন কে সাজালো কনে
জানা আপুনির কথা ভেসে উঠে মনে,
বিদ্রোহীর কবিতায় যে নারীর জয়
জানা আপু আছো তুমি সেই উপমায়!

নজরুল যদি হতো এ যুগের কবি
কবিতা ও উপন্যাস তাঁর সৃষ্টি সবি
জানা আপুর উপমা সেথা দেখা যেত!
তুমি হতে বনলতা জীবনানন্দের
পল্লী কবির কবিতা বিমুগ্ধ ছন্দের
নকশীকাঁথার মাঠে তোমাকেও নিত!




একমালায় শত ফুল
উৎসর্গ: সামু ব্লগের সব ব্লগারদেরকে....

এক বাগানে যেমন দেখি শত ফুল
আকাশ ভরা অনেক ছোট বড় তারা
রুপবতীর মাথায় যেমন শতরঙা ফুল
এসব দেখেও আমি নই আত্মহারা।
সামু মানে মালা যেন নানান ফুলের
সুবাস মেখে সেথায় হৃদয় কূলের
পিপাসিত আত্মা ভরে জ্ঞানের ধারায়
যুক্তি তর্কে নিত্যদিন পরছি মায়ায়!

প্রতিবাদী বজ্রকন্ঠে লেখনিতে তাঁর
কলম যুদ্ধে সদা সে রুখে অত্যাচার
জাতীয় স্বার্থ রক্ষায় সোচ্চার সতত।
যেখানেই অবিচার সেখানে দাঁড়ায়
থামেনা সে প্রতিবাদ জীবন মায়ায়
মানবতার কল্যাণে সদা নিয়োজিত!



পারস্পরিক সৌহার্দ্য

উৎসর্গ: সামু ব্লগে যারা কবিতা অপছন্দ করেন তাদেরকে...

পারস্পরিক সৌহার্দ্য এ ব্লগে অনন্য
পরিচিতি এখানে নয় তা সামান্য,
মন্তব্য-প্রতিমন্তব্যে ভাব বিনিময়
এ সৌহার্দ্য বন্ধুত্বের হোক তার জয়।
অনুপস্থিতি যখন হয় প্রিয় কেউ
অন্তরে লাগে তখন বেদনার ঢেউ,
আমৃত্যু সৌহার্দ্য থাক ব্ন্ধন অক্ষয়
ব্লগীয় পথের বাঁক হোক প্রীতিময়।

এ বন্ধন থাকে যেন বাস্তব জীবনে
এমন মায়ার টান কোথা থেকে আসে?
কিভাবে উৎপন্ন হয় ভাবি মনে মনে।
কথা-কবিতা উৎসব আড্ডা গল্প-গানে
ভিন্নপথ রাজনীতি শত মতামত
সৌহার্দ্য তবু যেন খুঁজে নেয় পথ!




অবসরের বন্ধু
উৎসর্গ: আমি আমাকেই উৎসর্গ করলাম....

অবসর অনুক্ষণে মস্তিষ্ক অলস
নানান কু-কথা ঘুরে মাথার উপর
ব্লগিংয়ের সময় কাটে নিতান্ত সরস
বিনিময়ে সেথা পাই জ্ঞানের চাদর।
শয়তান আসেনা তো মাথার ভিতর
কাজের ফাঁকেতে পাই জ্ঞানের পরশ
দেয়না কু-বুদ্ধি আর পায়না সাহস
কারন সতত কাটে ব্যস্ত অবসর।

দীর্ঘজীবী হোক এ সামুর সম্মান
মান সম্পন্ন লেখায় বাড়বে এ মান
সুন্দর ভাবনা দিব সবাতে আহ্বান।
সমৃদ্ধ সুন্দর লেখা এ ব্লগের প্রাণ
এতেই সামু অক্ষত হব নাকো' ম্লান
সামুতেও হয় যেন জাতির কল্যাণ।



কৃতজ্ঞতা স্বীকার: প্রিয় আরোগ্য'র প্রতি..., কবিতার শিরোনাম ও অনুপ্রেরণা তিনি দিয়েছেন।

মন্তব্য ৫২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: সামহোয়্যারইনব্লগ এর দশ বছর পূর্তিতে সকলকে অগ্রিম শুভেচ্ছা। সনেট গুলি সবই সুন্দর হয়েছে ; জানা আপুকে অভিনন্দন। অভিনন্দন আমার আরেক ছোট্ট ভাই আরব্যকে। দারুণ জমজমাট ব্লগ ডে উদযাপিত হোক একুশের তরে।

শুভকামনা ও ভালোবাসা প্রিয় হাবিব ভাই ও ওনার গোটা পরিবারবর্গকে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

হাবিব বলেছেন:




পদাতিক ভাইয়া আজ প্রথম কমেন্টস ও লাইক দাতা....
আপনাকে সক্কাল সক্কাল পেয়ে খুব ভালো লাগছে....
আপনি থাকলে আরো ভালো লাগতো....
স্বরাষ্ট্র মন্ত্রনালয় কি বাধা দিয়েছে নাকি অন্য কোন কারনে আসছেন না?
আপনার ও আপনার পরিবারের জন্য ভালবাসা ও শুভকামনা.....

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

বলেছেন: হাবিব স্যারের কবিতা মানেই সুখপাঠ্য ।



অবসরের বন্ধু --- আমি আমাকেই বাহ তাইতো।


সামু দীর্ঘজীবী হোক।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

হাবিব বলেছেন:




আপনার আগ্রহ আর ভালবাসার জন্য আমার কোন প্রতিদানই যথেষ্ট নয়....
সত্যি কথা বলতে সামুতে আসার আগে আমি কখনোই কবিতা লিখি নি....
আমি কবিতা লেখার পর ভাবি এই লেখা কি সত্যিই আমি লিখেছি?

সামুতে আসার আগে ফেসবুকে অযথাই সময় কাটাতাম.....
এখনতো তাও কিছুটা কাজে লাগছে আমার জন্য......

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জয় সামুকি জয় !

ব্লগ দিবসের শুভেচ্ছা :)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

হাবিব বলেছেন:




জয়ধ্বনি পৌঁছে যাক প্রতি ঘরে ঘরে....
প্রতিবাদী কন্ঠে তুলি দারাজ হুঙ্কারে
জালিমেরা কাঁপুক সতত থরথরে
মাজলুম মুক্তি পাবে লেখনির ধারে।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

ব্লগার_সামুরা বলেছেন:


ব্লগ দিবসের শুভেচ্ছা !:#P | যুগ যুগ জিউক সামু/সামুরা :-0 |


আপনাকে ও অভিনন্দন | 8-|

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

হাবিব বলেছেন:




যুগের পর শতাব্দি সামনে এগিয়ে
এ ব্লগের সাথে রবো খোদা যদি চান,
অভিনন্দন নিয়েছি আপনার থেকে
আপনার জন্য রলো দোয়া ও কল্যান।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

বলেছেন: এই সামু-ই আপনাকে মহা কবি বানিয়েছে তাই,
---------হাবিবস্যার কে নিবেদন --------

আজ থেকে লিখুন প্রাণভরে
কবিতা যেন হোক প্রাণভোমরা।

শব্দের মিলন হোক সুকুমার পরাণে
কাটুক আছে যত পাষাণভার বরণে।

রবির আলো ম্লান হোক কবিতার আলোয়
রাত ভোরে হাসি হাসুক কবি মঙলময় ।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

হাবিব বলেছেন:



রবির আলোক ম্লান যদি হয়ে যায়
সেখানে খানিক বাদে চাঁদের উদয়
সতত তাইতো থাকি নিয়ে মনে ভয়
পারবো কি রাখতে এ আবেগের মান?

প্রাণ ভরে লেখনিতে চাইবো কল্যাণ
সে লেখায় হয় যেন মানবতা জয়
এর চেয়ে বেশি কিছু চাইবার নাই
সব কিছু হতে চাই আল্লাহর দান।

৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৯

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর হয়েছে

১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন

৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮

মাহমুদুল হাসান (সুমন)। বলেছেন: নৌকা মার্কায় ভোট দিন | ধানের শীষ বিদায় দিন :)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

হাবিব বলেছেন: আপনি নির্বাচন করছেন নাকি? কোন আসনে?

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৮

আরোগ্য বলেছেন: বাহ্, চমৎকার হাবিব স্যার।
আমার বিশ্বাস এটাই সামুর জন্মদিন উপলক্ষে আজ সেরা কবিতা হবে। সামু দীর্ঘজীবী হোক সেই সাথে সামুর ব্লগাররাও।
আমার কাছে খুব বেশি ভালো লাগলো পারস্পারিক সৌহার্দ্য ও অবসরের বন্ধু।
কবিতাটি এভাবে শাখা প্রশাখা আকারে সনেটে আবদ্ধ করবেন আমি তা স্বপ্নেও ভাবিনি। আর এই চমকই আপনার লেখার সার্থকতা।
অনেক অনেক অভিনন্দন আপনাকে। এভাবেই সামুকে আলোকিত করতে থাকেন।
আমার প্রতি কৃতজ্ঞতা পেয়ে আমিও কৃতজ্ঞ প্রিয় হাবিব স্যার।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

হাবিব বলেছেন: আপনার আগমন আমাকে সব সময় আনন্দ দেশ.. ।
আপনি না বললে আমার লেখা হতোই না. ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: সামুর বিশেষ দিন নিয়ে আপনার এই প্রয়াস সফল।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯

হাবিব বলেছেন: রাজিব ভাই, আপনার মন্তব্য শুনে মনে হচ্ছে আমার লেখা সফল. । আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১২

নজসু বলেছেন:




শুভেচ্ছা র'ল।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

হাবিব বলেছেন: মন্তব্যে দেখে মনে হচ্ছে দেশে শব্দের অভাব. .।

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

নজসু বলেছেন:



দুইদিন হলো আমি ব্লগে ঠিকমতো নাই।
আপনাকে মেইল করেও জানালাম, অত্যন্ত কাজ।
শব্দ আছে স্যার, সময় কম :(
শুধু আপনার নয়, কারাগার ব্যতিত সব পোষ্টে সংক্ষিপ্ত মন্তব্য চলছে।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

হাবিব বলেছেন: আপনার কাজ যেন দ্রুত শেষ হয় দোয়া করি

১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

আরোগ্য বলেছেন: হা হা হা !!! আমি যে আরোগ্য। তাই তো ব্লগের আরোগ্য কামনা করি।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন

১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অনেক অনেক ভালোলাগা হাবিব স্যার। আপনারা আছেন বলেই ব্লগ মেতে আছে। কবিতাগুলো খুব সুন্দর হয়েছে। সবাইকে ব্লগ দিবসের শুভেচ্ছা।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সম্রাট ভাই .দোয়া করবেন

১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:
ভাইগো সামহোয়্যারইন এর দশম বছর না। বরং ব্লগ দিবসটাই হলো দশম তম।.....


সামহোয়্যারইনের বয়স ১৩ বছর.....


ভালবাসা সততা। ভাল থাকবেন।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৬

হাবিব বলেছেন: ঠিক করে দিয়েছি স্রাঞ্জি ভাই
আপনাকে পেলে ভালো লাগে

১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:

আফসোস কেউ কি কবিতাগুলো পুরাইটাই পড়েছে কিনা সন্দেহ। হাবিব ভাই রাগ করবেন না। আমার এমন কথাই।

আরো বলতে চাইছিলাম। কিন্তু আমি অল্প বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই...... :(

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

হাবিব বলেছেন: অল্প বলা অবশ্যই ভালো তবে যার জন্য বলছেন সে যদি না বুঝে এক বলার কি দাম আছে?আমি যতটুকু বুঝেছি মনে হয় আপনার ভালো লাগেনি. । আশা করি আপনার মন্তব্য স্পষ্ট করবেন.. কেউ আমার সমালোচনা করলে ভাল লাগে. ।

১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নীলপরি বলেছেন: প্রতিটা কবিতাই ভালো লিখেছেন । ধন্যবাদ এতো সুন্দর পোষ্টের জন্য ।

আপনাকেও শুভেচ্ছা

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

হাবিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ শুভেচ্ছা ওপর শুভ রাত্রি জানিয়ে গেলাম

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আরইউ বলেছেন: স্রাঞ্জি সে চমৎকার মন্তব্য করেছেন - কয়জন লেখাটা আসলে পড়েছে!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

হাবিব বলেছেন: আপনার মন্তব্য পেলে আরো ভালো লাগতো..

আমার ব্লগে আপনাকে স্বাগতম

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

খায়রুল আহসান বলেছেন: ব্লগীয় পথের বাঁক হোক প্রীতিময় - আপনার এ প্রত্যাশার সাথে আমিও কন্ঠ মেলাচ্ছি। সবগুলো কবিতার মাঝে, আমার মতে, এটিই শ্রেষ্ঠ লাইন, তাই উদ্ধৃত করলাম।
সবগুলো কবিতাই ভাল হয়েছে। তবে রান্না ভাল হলেই যেমন একসাথে অনেক বেশী খাওয়া সমীচীন নয়, তেমনি এতগুলো কবিতা একসাথে না দিয়ে একটা বা দুটো দিলে পাঠকের জন্য ভাল হতো।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

হাবিব বলেছেন: আপনার মতো বড় মাপের মানুষের সমালোচনা ও ভালো লাগা মন্তব্য অনেক প্রেরণাদায়ক
আপনার কাছে অনুরোধ কবিতা লিখতে গিয়ে ভুল করলে অবশ্যই ধরিয়ে দিবেন. .যেন নতুন কিছু জানতে পারি

১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: নাইচ সনেট B-)

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

হাবিব বলেছেন: ধনুবাদ

২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা।।।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪০

হাবিব বলেছেন: সেলিম আনোয়ার ভাই অনেক ব্যস্ততার মাঝেও আমাকে সময় দিলেন

অনেক কৃতজ্ঞতা জানবেন

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০

আরোগ্য বলেছেন: আমীন।
হাবিব স্যার কারাগারের মন্তব্য পাওনা আছে। ভুলবেন না কিন্তু।

১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

হাবিব বলেছেন: জ্বি ভাইয়া স্মরণেই আছে..

অনেক কথা আছে. । বসে বাকি কথা হবে ইনশাআল্লাহ

২২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:৫২

মাহমুদুর রহমান বলেছেন: প্রতিটি সনেটে মুগ্ধতা রেখে গেলাম।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০

হাবিব বলেছেন:



মুগ্ধতা কুড়িয়ে নিলাম....
শুভেচ্ছা জানিয়ে গেলাম...

২৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক সুন্দর।

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন.। আমার ব্লগে আপনাকে স্বাগতম

২৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

রানার ব্লগ বলেছেন: সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা !! বাংলা ব্লগ মোবারাক !!

২০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

হাবিব বলেছেন: সবার কাছে শুভেচ্ছা পৌঁছে যাক..।
আপনাকে ধন্যবাদ

২৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

নজসু বলেছেন:



কি ব্যাপার?
আমরা দুই ভাই-ই গত দুইদিন থেকে ব্লগে অনুপস্থিত নাকি? :D

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

হাবিব বলেছেন:




আছি বড় ব্যস্ততায়......
আপনাদের খুব করে মিস করছি....
শত চেষ্টা সত্তেও ব্লগ ডের প্রোগ্রামে অংশ না নিতে পারার কষ্ট ভুলতে পারছি না......

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

নজসু বলেছেন:



আশা করি আমরা ব্যস্ততা কাটিয়ে আবার আড্ডা জমিয়ে তুলবো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

হাবিব বলেছেন:




লাঞ্চের টাইম নষ্ট করে কোন মতে ব্লগে ঢু মারলাম......
যাই সুজন ভাই খেয়ে আসি...

আশা করি আমরা ব্যস্ততা কাটিয়ে আবার আড্ডা জমিয়ে তুলবো।
আপনার আশা আল্লাহ কবুল করুন..... আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.