নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মহা বিদারণ

২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৭


ছবিসূত্র: গুগল....

সনেট-০১: সূরা ইনশিক্বাক্ব ( আয়াত: ১-৯)
বিষয়: কেয়ামতের আলামত ও পূণ্যবানদের প্রতিদান

দয়ালু মহান আল্লা' শুরুতে স্মরণ
আসমান ফেটে হবে বিদীর্ণ যখন
খোদার আদেশটুকু করবে পালন
অবশ্যই এটা তাকে করতেই হবে।
পৃথিবীকে প্রসারিত করা হবে যবে
ভূগর্ভের সব কিছু উগরিয়ে দিবে
সব কিছু বের করে খালি হয়ে যাবে
রবের আদেশ তাকে মানতেই হবে।

হে মানুষ তুমি এক কঠোর শ্রমের
মধ্য দিয়ে যাচ্ছো সদা মালিকের দিকে,
খোদার সাক্ষাত তুমি অত:পর পাবে।
সেদিন যার কিতাব ডান হাতে পাবে
হিসাব-নিকাশ তাঁর সহজেই হবে,
স্বজনের কাছে তাঁরা খোঁশ দিলে যাবে।

সনেট-০২: সূরা ইনশিক্বাক্ব ( আয়াত: ১০-১৯)
বিষয়: অবিশ্বাসীদের জন্য কঠিন আযাব ও পুনরুত্থানের ব্যাপারে আল্লাহর শপথ

যে পাবে আমলনামা তার পশ্চাৎ পানে
মৃত্যু কামনা তখন করবে সেখানে ,
এভাবেই জ্বলন্ত সে আগুনে পৌঁছাবে
(উদাসীন ছিলো তারা মালিকের দ্বীনে।)
পরিজনদের সাথে দুনিয়া জীবনে
মহানন্দে আত্মহারা যে ছিল সেখানে,
উদাসীন ছিল তারা এ প্রত্যাবর্তনে
সদা তার প্রভু তাকে দেখেছে নয়নে।

শপথ সন্ধ্যাকালীন রক্তিম আভার
শপথ করছি আরো তিমির রাতের
যতকিছু জমা করে যামিনীর 'পরে।
আরো শপথ করি সে পূর্ণ চন্দ্রিমার
নিশ্চয়ই আবর্তিত অস্তিত্বের স্তর
তোমাদের যেতে হবে সে সকল স্তরে।

সনেট-০৩: সূরা ইনশিক্বাক্ব (আয়াত: ২০-২৫)
বিষয়: অবিশ্বাসীদের জন্য তিরস্কার ও বিশ্বাসীদের জন্য পুরস্কার।

তাদের কি হয়েছে যে আনে না ঈমান?
ক্বোরান তাদের কাছে যবে পাঠ হয়!
সিজদা করেনা কেন তারা সে সময়?
(আল্লাহকে যে মানেনা সে নয় ধীমান)।
অস্বীকারকারী একে মিথ্যা মনে করে
আল্লাহ তায়ালা এর সমধিক জ্ঞাত
কি কি জিনিস জমিয়ে চলছে সতত
তার আমলনামায়,(দুনিয়ার 'পরে)।

অত:পর সুসংবাদ জানাও তাদের
যন্ত্রণাদায়ক সেই ঘোর আযাবের
(ভয়াবহ সে আযাব অগ্নি দোযখের)।
যারাই ঈমান আনে (আল্লার উপরে)
ভাল কাজে মশগুল (বিশ্বাসী অন্তরে)
অফুরন্ত পুরস্কার তাদেরই তরে।

দৃষ্টি আকর্ষণ: আজকের সূরায় একটি সেজদার আয়াত আছে।

মন্তব্য ৫৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৩

হাবিব বলেছেন:





আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমিন।
আপনার উপর শান্তি বর্ষিত হোক।

প্রথম সাক্ষাতে প্রিয় সনেট কবির দেখা পেলাম। খুব ভালো লাগছে।
নেন, গরম গরম পাটিসাপটা আর ভাপাপিঠা খান.......

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

সনেট কবি বলেছেন: আপনার কাজ খুব ভাল লাগছে। নজরুলের কাব্যে আমপারা তেমন ভাল লাগেনি। আপনি সনেট কাব্যে আমপরা লিখে ফেলুন। আপনার কাব্য খুব সুখপাঠ্য।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৪

হাবিব বলেছেন:




সোবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া.......

আমার ইচ্ছা সেরকমই। তার আগে পুরো "আম্মাপারা" লিখে কয়েকজন আলেম দিয়ে যাচাই করে নিব। তারপর বই আকারে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এমন কঠিন কাজ যে আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব নয়। দোয়া করবেন আল্লাহ যেন আমাকে তাওফিক দেন।

আপনি সনেট কাব্যে আমপরা লিখে ফেলুন। আপনার কাব্য খুব সুখপাঠ্য।
আপনার এই মন্তব্য আমার ইচ্ছার সলতেটাকে বহুগুণ বাড়িয়ে দিল। আল্লাহ আপনাকে উত্তম জাযাহ দিবেন.....। আমিন

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল হাবিব ভাই,

গত রাতে কথা হতে হতে আজ সকালে সনেট দেখে মুগ্ধ হলাম। আমার কাছে ভালো লেগেছে তবে শ্রদ্ধেয় সনেট কবি ভাই এর কমেন্ট পড়ে বুঝলাম এর মর্মার্থ। কাজেই সনেট গুরু যখন এরকম কথা বলবেন মানতেই হবে সেটি আকাশসীমার উপর দিয়ে বয়ে গেছে। +++++


শুভকামনা ও ভালবাসা হাবিব ভাইকে , সঙ্গে গোটা পরিবারবর্গকেও ।


২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২০

হাবিব বলেছেন:




শুভ সকাল প্রিয় গল্পকার, মরিচিকা উপন্যাসের সফল স্রষ্টা প্রিয় পদাতিক ভাই। আপনার উপর শান্তি বর্ষিত হোক।

গত রাতে কথা হতে হতে আজ সকালে সনেট দেখে মুগ্ধ হলাম।
অনেক দিন ব্যস্ততার পর আজ একটু নিস্তার পেয়ে এবং আপনার হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়ে আপ্লুত আমি।

আমার কাছে ভালো লেগেছে তবে শ্রদ্ধেয় সনেট কবি ভাই এর কমেন্ট পড়ে বুঝলাম এর মর্মার্থ। কাজেই সনেট গুরু যখন এরকম কথা বলবেন মানতেই হবে সেটি আকাশসীমার উপর দিয়ে বয়ে গেছে। +++++
এমন মন্তব্য পেলে সকাল না শুধু সারাদিন না খেয়েও কাটানো যাবে।

শুভকামনা ও ভালবাসা প্রিয় পদাতিক ভাইয়া কে এবং আপনার গোটা পরিবারবর্গকেও ।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
খুব সুন্দর।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

হাবিব বলেছেন: সামু ব্লগের অন্যতম প্রিয় লেখক, কয়েকটি কবিতার সফল স্রষ্টা প্রিয় রাজীব নূর ভাইকে শুভ সকাল জানাচ্ছি। আপনার উপর শান্তি বর্ষিত হোক...... আপনি, সুরভী আপু আর পরী মিলে আশা করি কুশলেই আছেন

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০৬

সনেট কবি বলেছেন: ভাল প্রকাশকের খোঁজ করুন। বই কিভাবে পাঠকের হাতে পৌঁছবে সে বিষয়ে আলাপ করুন। তবে সবচেয়ে ভাল হবে ভাল কোন ডোনার পেলে। যেহেতু আপনার বয়স কম সেহেতু আশা করা যায় এখন থেকে চেষ্টা করলে আপনি হয়ত সাফল্যের মুখ দেখতে পারেন। আমার সমস্যা আমি খুববেশী পরিশ্রম করতে পারি না।

কাজটা শুধু কঠিন নয় বরং মহা কঠিন। আপনার জন্য দোয়া করছি। আল্লাহ কখন কাকে কিভাবে সাহায্য করবেন সেটা তাঁর মর্জি। এর জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই করার থাকে না। বান্দার কাজ তার কাজটুকু করে রাখা যেন আল্লাহর সাহায্য পেলেই সে এগিয়ে যেতে পারে। তবে এসব কাজে হতাশারা এসে দেওয়াল হয়ে দাঁড়ায়। আপনাকে সে দেওয়াল টপকিয়ে এগিয়ে যেতে হয়। নিরাশ হবেন না, কারণ আল্লাহর সাহায্য যখন তখন এসে যেতে পারে।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

হাবিব বলেছেন:





এমন কাজে কেউ ডোনেট করবে কিনা জানিনা....
তবে যদি পাই তাহলে খুব ভালো হয়.....

আল্লাহ আমাকে আরো পরিশ্রম করার তাওফিক দিন।
আপনার সহযোগিতা আর অনুপ্রেরণা পেলে কাজটা আমার জন্য অনেক সহজ হবে।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন। আমিন।

এই মহা কঠিন কাজে আল্লাহ আপনার দোয়া কবুল করুন। বাঁধার দেয়াল টপকাতে যে হবেই। আল্লাহ ভরসা

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৮

আরোহী আশা বলেছেন: সুবহান আল্লাহ .। অনেক সুন্দর

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

হাবিব বলেছেন: আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

বলেছেন: শুভ সকাল কবি --


আমি যে মন্তব্যের ভাষা হারিয়ে ফেলেছি সনেট কবি যেভাবে আপনাকে বলেছেন সেটা আমিও বলি --


আপনার নাম হোক লিখা সাহিত্যের পাতায়--- সকল মুসলিম সংস্কৃতির হৃদয়ে।


মুগ্ধতা আর শুভ কামনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

হাবিব বলেছেন: এমন ঊচ্ছ্বসিত মন্তব্য আনন্দে আপ্লুত..।
আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৭

করুণাধারা বলেছেন: +++++

তবে তৃতীয় সনেটটি পড়ি নি। পরে আবার আসছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৫

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ.

আপনার আগমনের অপেক্ষায় রইলাম

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সেদিন মানুষের আফসোসের শেষ থাকবেনা।
কিন্তু তা কোন কাজে আসবেনা।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭

হাবিব বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪১

সাত সাগরের মাঝি ২ বলেছেন: আল্লাহ আপনার মংগল করুন

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

হাবিব বলেছেন: আমিন...।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

আরোগ্য বলেছেন: হাবিব স্যার যথারীতি সুরার সনেটে লাইক দিয়ে গেলাম। মন্তব্য করতে দেরি হবে। প্রথমে সুরা ও অর্থ পড়বো, তারপর সনেট বিশ্লেষণ করে মন্তব্য রাখবো। সুরা সনেটে কোন ছাড় নেই ;)
তাই একবারে ফ্রি হয়ে আবার আসবো ইনশাআল্লাহ।
যাই এবার অনুসারিত ব্লগ চেক করে লগ আউট করি।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ.।
আপনার মতো শুভাকাঙ্ক্ষী থাকতে আমার চিন্তা নেই. ।
আপনার পুনঃ আগমনের অপেক্ষায় রইলাম .

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

নীলপরি বলেছেন: সুন্দর লিখেছেন । ++++

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ সন্ধ্যা। আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তৃতীয় সনেটের ৩য় লাইন পাঠ করতেই আপনাতেই সিজদা এসে গেল :)
আদায় শেষে নোটের কথা বলব ভাবতেই দেখি আগেই নোট দিয়েছেন। :)

দারুন লাগলো।

কবি মজিদ মাহমুদের পুরো কোরআনের অনুবাদ পান্ডুলিপি পড়ে শরীরে রোমে রোমে শিহরন জেগেছিল।
সত্য বাক্য মাতৃভাষায় অনুভবেইতো জ্ঞান, সত্যানুভ জাগ্রত হয়।
ভাল মানুষ, মহত মানুষ হবার প্রেরণা মেলে :)

+++++

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

হাবিব বলেছেন:




কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। আপনার এই মন্তব্যে আপনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল বহু গুণ।
একজন কবির মুখ থেকে প্রশংসা শুনার অনুভূতি সত্যিই আবেগের।

কবি মজিদ মাহমুদের পুরো কোরআনের অনুবাদ আমি পড়িনি। আপনার কাছ থেকে প্রথম শুনলাম তাঁর নাম।
পড়তে খুব ইচ্ছা করছে। কোথায় পাওয়া যাবে খোঁজ দিলে বাধিত থাকবো।

পরিশেষে পোস্টে প্লাস পেয়ে আরো ভালো লাগছে......

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

আরোগ্য বলেছেন: বাহ্, চমৎকার !!!
আজকের সুরা সনেটটি আমার কাছে সেরা লাগলো।
নজরুলের কাব্যে আমপারা পড়িনি। তাই সনেট কবির মন্তব্য নিয়ে কিছু বলতে পারছি না। তবে আপনার লেখা দিনদিন আরও ভালো হচ্ছে।
হাবিব স্যারকে ধন্যবাদ কয়েকদিন ধরে ঠিক মত কোরান পড়া হচ্ছে না। আজকে মন্তব্য করার জন্য খুব মনযোগ দিয়ে সুরাটি পড়লাম। খুব ভালো লাগলো।

বই বের করার আগে আমি চাই আপনি আরবী ভাষায় দক্ষতা অর্জন করুন। কারন অনুবাদগুলো পুরোপুরি আক্ষরিক না করে সহজে মানুষের বুঝার জন্য করা হয়েছে। আমি মনে করি এতে অর্থের কিছুটা তারতম্য হয়েছে। যেমন এই সুরায় প্রথম স্তবকে একটা আয়াতে সহজ হিসাবের কথা বলা হয়েছে। অথচ অতিশীঘ্র শব্দটা উল্লেখ করেনি অনুবাদে। কিন্তু সাওফা অর্থ অতিশীঘ্র। এই কথাটা উল্লেখ করা দরকার ছিল।
একবার আরবী ভালোমতো শিখে গেলে আপনার অন্য অনুবাদ বেশি দেখতে হবে না। আমার বিশ্বাস আপনার কাছ থেকে আশানুরূপ ফল পাবো, ইনশাআল্লাহ।
আল্লাহ আপনার সহায় হোক এবং আমাদের সকলের আমলনামা ডান হাতে প্রদান করুক।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

হাবিব বলেছেন:





আপনার পুন: আগমন এবং বিশদ মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ। যাই হোক আমার লেখায় উছিলায় আপনি সূরাটি নতুন করে পড়েছেন, আমার কিছু সওয়াব তো নিশ্চয় হবে।

আপনার কথা আমার জন্য বিশাল উপহার। আল্লাাহ যেন আমাকে সেই তাওফিক দেন।

আমি অবশ্যই আবার সূরাটি রিভিশন করে ঠিক করে নেব।


নজরুলের কাব্যে আমপারা হতে:

শুরু করিলাম শুভ নামেতে আল্লার,
করুণা কৃপার যাঁর নাই নাই পার।

(রোজ কিয়ামতে) যবে ফাটিবে আকাশ
হবে সে প্রভুর নিজ আজ্ঞাবহ দাস, –
এই উপযোগী করে গড়েছি তাহায়;
লাগিবে সে আকর্ষণ যখন ধরায়;
যাহা কিছু আছে তার মধ্যে ‘ফেলি’ তায়
হইয়া যাইবে শূন্য-গর্ভ সে, হায়!
মানিবে পৃথিবী আজ্ঞা তাহার খোদার,
এরই উপযোগী করে সৃজন যে তার।
তোমার খোদার পানে চলিতে, মানব!
তোমারে করিতে হবে চেষ্টা অসম্ভব।
তবে সে করিবে লাভ মিলন তাঁহার! –
মিলিবে ‘আমলনামা’ ডান হাতে যার,
সহজে দিবে সে তার হিসাব-নিকাশ,
হরষে ফিরিবে নিজ পরিজন পাশ।
যে পাবে আমলনামা পশ্চাৎ পানে,
‘সর্বনাশ’ বলিয়া সে কাঁদিবে সেখানে।
পশিবে সে অগ্নিকুণ্ডে। – আত্মীয়-স্বজনে
বেষ্টিত ছিল সে যবে হরষিত মনে,
ধরিয়া লইয়াছিল মনে সে তাহার
ফিরিতে কখনও তারে হইবে না আর।
– তারে সর্বদা
দেখিতেছিলেন, নিশ্চয়, তার যে খোদা
সান্ধ্য-গগনে ওই গোধূলি-রাগের
শপথ করি আর যে তিমির রাতের,
যামিনী সংগ্রহ করে যত কিছু তার,
আর শপথ করি আমি পূর্ণ-চন্দ্রমার;
– নিশ্চয় তোমরা পৌঁছিবে পরে পরে
এক স্তর হতে পুনরায় অন্য স্তরে।
(অতএব) তাহাদের কী হয়েছে?
তারা বিশ্বাস করে না এ বিশ্বাসহারা!
কোরান তাদের কাছে যবে পাঠ হয়,
(কেন) তাহারা সেজদা নাহি করে সেসময়!
অমান্য করে যারা তারাই আবার
সত্যে সে আরোপ করে তারাই মিথ্যার।
তাহারা পোষণ করে মনে যাহা যত,
আল্লাহ্ বিশেষরূপে তাহা অবগত।
– কঠোর দণ্ডের
অতএব দিয়ে রাখো সংবাদ তাদের।
(তবে) যাহারা ইমান আনে,
নেক কাজ করে,
অন্তহীন পুরস্কার তাহাদের তরে।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই চমৎকার উদ্যোগ হাবীব ভাইয়া, সুরার অর্থ জেনে তার গভীরে গিয়ে কবিতা রচনা তাও আবার সনেট । কিপ ইট আপ ভাইয়া ।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন:




কথা আপু কথার ঝুরিসহ আগমনে শীতের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা।
আপনার মন্তব্যে ইচ্ছের প্রদীপ জ্বলজ্বল করে উঠলো।
আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: খুব সুন্দর সনেট লিখেছেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপু ..আপনিও অনেক সুন্দর লেখেন .

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় স্যার কেমন আছেন।

আপনার সুরাকার ব্লগগুলো পড়তে পড়তে আপনার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়িয়ে চলছে।

আল্লাহ্ আপনার সহায় হন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

হাবিব বলেছেন: প্রিয় তারেক ভাই..। আপনাকে অনেক মিস করি কিন্তু তবুও আপনার দেখা পাই না. . অনুপ্রাণিত হলাম আপনার কথায়

আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫১

আশফিকুর রহমান অণু বলেছেন: আলহামদুলিল্লাহ

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

হাবিব বলেছেন: শুকরিয়া
আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

১৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৭

মৈত্রী বলেছেন: এই সনেট কি আপনি নিজেই লিখেছেন??

এভাবে কতগুলা সূরা অনুবাদ করেছেন??

২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:০২

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ.।
আমি নিজেই লিখেছি ।
এই মুহুর্তে বলতে পারছি না কতটা অনুবাদ করেছি. । গননা করে বলবো..
আপনাকে অনেক ধন্যবাদ. । আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

২০| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল হাবীব ভাই,
সনেট ভাই আপনাকে দারুন উপদেশ দিয়েছেন। কাজটা শুধু কঠিন নয় বরং মহা কঠিন। আপনার জন্য দোয়া করছি। আল্লাহ কখন কাকে কিভাবে সাহায্য করবেন সেটা তাঁর মর্জি। এর জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই করার থাকে না। বান্দার কাজ তার কাজটুকু করে রাখা যেন আল্লাহর সাহায্য পেলেই সে এগিয়ে যেতে পারে। তবে এসব কাজে হতাশারা এসে দেওয়াল হয়ে দাঁড়ায়। আপনাকে সে দেওয়াল টপকিয়ে এগিয়ে যেতে হয়। নিরাশ হবেন না, কারণ আল্লাহর সাহায্য যখন তখন এসে যেতে পারে। - আল্লাহর উপর ভরসা রাখুন। নিশ্চয় তিনি ভালো কাজে তার প্রিয় বান্দা কে হতাশ করবেন না........

সিজদার ব্যাপারে যেটা নীচে বলেছেন আমার মনে হয়, সিজদার আয়াত যেখানে বা যেই প্যারা তে সেখানেই উল্লেখ করলে ভালো হয়।

*আমি খুব করে আপনাকে অনুরোধ করব, একটু সময় নিয়ে, এই পর্যন্ত এই ধরনের (ইসলামিক অনুবাদ) যা যা লিখেছেন সেটা লিপিবদ্ধ করুন। আয়াতুল কুদসী নিয়ে আমি নিজেই বিরাট ভূল করে বসেছি। হাল নাগাদ চমৎকার একটা লিষ্ট করে পোষ্ট দিন। আর যেহেতু আপনি রেগুলার লিখেন, সপ্তাহ শেষে নিজের পোষ্ট নিজেই আপডেট করে রাখবেন। প্রতিটা পোষ্টের লিংক সহ দিবেন যেন ইচ্ছে হলে যে কেউ ক্লীক করে সেটা পড়তে পারে........
চমৎকার এই দুদার্ন্ত প্রচেস্টার জন্য আপনাকে খুব করে ধন্যবাদ।
শুভ কামনা রইল!

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

হাবিব বলেছেন:






শুভ সন্ধ্যা পেরিয়ে রাতের শুভেচ্ছা প্রিয় নীল আকাশ ভাইকে....

ইনশাআল্লাহ..... আপনার কথা মত আপডেট করে দিব।
পরবর্তী সূরার অনুবাদের সময় সব সূরার অনুবাদের লিংক দিয়ে দেব।

আপনার মন্তব্যে দারুণ প্রেরণা পেলাম। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।

২১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।
শুভ সকাল প্রিয় স্যার।
শত ব্যস্ততার মাঝেও আপনার এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে চলছেন তা অভূতপূর্ব।
শুধু একটা কথাই বলবো, আল্লাহ আপনাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করুন।

শ্রদ্ধেয় সনেট কবিকেও আল্লাহ পুরস্কৃত করুন। আমিন।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

হাবিব বলেছেন:





ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ।
শুভ সন্ধ্যা নয় রাত্রি বলাটায় মনে হয় ভালো হবে।
আল্লাহ পাকের ইচ্ছায় আপনাদের ভালবাসায় ব্যস্ততার মাঝেও খুব ভালো আছি।
আশা করি আপনিও কুশলেই আছেন।

যারা ভাল কাজে উৎসাহ দেয় তারাও সমান পূণ্যের অংশীদারী হবেন। আল্লাহ আপনাকেও পুরস্কৃত করুন।
আল্লাহর কাছে ফরিয়াদ আমরা জান্নাতে যেন পাশাপাশি থাকতে পারি। আমিন

২২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার পোস্ট.......

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

হাবিব বলেছেন: আপনার উপর শান্তি বর্ষিত হোক

২৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আরোগ্য বলেছেন: হাবিব স্যার কি ইশতেহার দিবেন?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

হাবিব বলেছেন:




কি করবো ভাবতেছি.....
নিজের বেগমকে দেয়া ইশতেহার, মাকে দেয়া প্রতিশ্রুতি যে আমি রাখতে পারিনা
সেখানে দেশের আবার কি ইশতেহার দেব বলুন তো............

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

শহীদুল সোহাগ বলেছেন: আরেকজন ভালো কবি পেলাম



আর সব অকবি !!

২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

হাবিব বলেছেন:





আল হামদুলিল্লাহ.....
আল্লাহ আপনার মঙ্গল করুন।

ব্লগে অনেকেই খুব ভালো লিখেন। আমি তো নতুন।

আর হ্যাঁ , আপনার লেখাও বেশ ভালো.........

২৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

নজসু বলেছেন:





আস সালামু আলাইকুম।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

হাবিব বলেছেন:





ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফেরাতুহু..........
প্রিয় সুজন ভাই, আজকে ইনশাআল্লাহ ৩০ মিনিটের মধ্যে সূরা মুতাফফিফিন এর পোস্ট দেব ।
নিমন্ত্রণ রইলাে.........

আশা করি ভালো আছেন.........

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

নজসু বলেছেন:



আমি আছি কিছুক্ষণ।
মিস হয়ে গেলে পরে দেখতে হবে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: প্রিয় মানুষদের জন্য অপেক্ষার প্রহরও মধুর..........

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

নজসু বলেছেন:



অপেক্ষা করছি আপনার জন্যই। :)

২৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

নজসু বলেছেন:




উঠছি প্রিয় ভাই।
উঠতে হচ্ছে।
আপনার পোষ্ট তো অবশ্যই দেখবো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

হাবিব বলেছেন:


ইশরে...........
ভাইয়ু......

দু:খিত....... :| :|
ঠিক আছে আপনার অপেক্ষায় রইলাম.......
শুভরাত্রি.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.