নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মাপে যারা কম দেয়

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

ছবিসূত্র: গুগল......

শুরুতে আরম্ভ করি নামেতে আল্লার
করুণা কৃপার যিনি অসীম আধার।

০১: সূরা মুতাফফিফিন (আয়াত: ১-১০)
বিষয়: মাপে কম দেয়ার পরিণাম এবং পাপীদের আত্মা রয়েছে সিজ্জিনে......

দূর্ভোগ তাদের যারা মাপে কম দেয়
যখন ওজন করে মানুষের থেকে
তখন আদায় করে পুরোপুরি নেয়
পরিমাপে কম দেয় নিজেরা অন্যকে।
এরা কি চিন্তা করে না? নিশ্চয় তাদের
সবাইকে একদিন আনা হবে তুলে
মহা দিবসের জন্য। সেদিন সকলে
বিশ্বপালকের কাছে দাঁড়াবে সম্মূখে।

জেনে রাখো, অবশ্যই পাপিষ্ঠ লোকের
কার্যনামা রাখা আছে (কঠিন) সিজ্জিনে
জানো কি সে সিজ্জিন কি? লিখিত কিতাব।
(লেখা আছে যাতে তার পাপের হিসাব)
সত্য অস্বীকারকারী আছে যত জনে
নিশ্চয় অবধারিত দূর্ভোগ তাদের।


০২: সূরা মুতাফফিফিন (আয়াত: ১১-১৭)
বিষয়: বিচারদিবস ও কোরআনকে মিথ্যা বলার পরিণাম......

বিচার দিনকে যারা অসত্য ভেবেছে
(তারা পাপিষ্ঠ, তাদের জীবনটা মিছে),
সীমালংঘনকারী পাপিষ্ঠ ব্যতিত
কাফের ছাড়া কেউই ভাবেনা অসত্য।
তার কাছ পাঠ হলে আমার এ বাণী
সে বলে " এ পূর্বতন লোকের কাহিনী"
কখনো নয়; বরং তাদের অন্তরে
মরিচা ফেলেছে তারা (গুমরাহী করে)।

সেদিন পাপীরা নিজ খোদার সদনে
অবশ্যই পারবেনা পৌঁছাতে সেখানে
পাপীরা নিশ্চয় যাবে দোযখ অগ্নিতে।
অত:পর তাদেরকে বলে দেয়া হবে
এ যে জাহান্নাম (এতে চিরদিন রবে)
একেই সতত মিথ্যা তোমরা বলতে।

০৩: সূরা মুতাফফিফিন (আয়াত: ১৮-২৬)
বিষয়: পূণ্যবানদের আত্মা রয়েছে ইল্লিয়্যিনে......

নেককার লোকদের কার্যনামা আছে
সুরক্ষিত ইল্লিয়্যিনে (মালিকের কাছে)
ইল্লিয়্যিন কাকে বলে তুমি কি জানতে?
উজ্জ্বল আমলনামা (রক্ষিত কিতাবে)।
আল্লার নিকটতম ফেরেশতাগণ
সকলেই করে এর রক্ষনাবেক্ষণ
নি:সন্দেহে পূণ্যাত্মারা মহা নেয়ামতে
সজ্জিত আসনে বসে প্রাচুর্য দেখবে।

তাদের মুখমন্ডলে সজীবতা দেখে
পূণ্যাত্মাদের সহজে চিনতে পারবে,
তাদেরকে ছিপি আঁটা পান পাত্র থেকে
বিশুদ্ধতম শরাব খেতে দেয়া হবে।
যার মুখে দেয়া আছে কস্তুরী সুগন্ধি
সুতরাং জয়ী হতে হও প্রতিযোগী।

০৪: সূরা মুতাফফিফিন (আয়াত: ২৭-৩৩)
বিষয়: পূণ্যবানদের নেয়ামত ও মু'মিনদেরকে নিয়ে কাফেরদের উপহাসের পরিনাম......

"তাসনীম" সুধা মিশে রয়েছে যেথায়
এ এক ঝর্ণারধারা (শোভিত সুঘ্রাণ)
নৈকট্যলাভকারীরা থাকবে সেথায়
(অমৃতের সুধা সেথা) করে তাঁরা পান।
অবশ্যই পাপী তারা দুনিয়া জীবনে
মু'মিনদেরকে যারা জ্বালিয়েছে খুব,
মু'মিনেরা পাশ দিয়ে গেলে, (মনে মনে)
চোখ টিপে ইশারায় করতো বিদ্রুপ।

যবে এরা ফিরে যেত স্বজনের কাছে
অনেক প্রফুল্ল হয়ে সেখানে পৌঁছাতো,
মু'মিনদের দেখলে কাফের বলতো:
"তাঁরা দেখি আসলেই ভ্রান্ত পথে আছে"।
মু'মিনদের ওপর কাফেরবাহিনী
তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি।

০৫: সূরা মুতাফফিফিন (আয়াত: ৩৪-৩৬)
বিষয়: পূণ্যবানদের সুদিন কাফেরদের দূর্দিন......

ঈমানদারেরা আজ বিচারের পরে
কাফেরদের ওপর বিদ্রুপ করবে,
(যেরূপ করেছে তারা দুনিয়ার 'পরে)
সজ্জিত আসনে বসে এসব দেখবে।
কাফেরেরা পাবেনা কি যথা প্রতিদান?
(তাদের সে কর্মফলে হারাবে সম্মান)।

অন্যান্য সূরা পড়তে চাইলে:

০১) সূরা ফিল: হস্তিবাহিনীর কাহিনী!
০২) সূরা যিলযাল: মহাকম্পন
০৩) সূরা ত্বীন: ডুমুরের শপথ
০৪) সূরা নাবা: মহা সংবাদ
০৫) সূরা আন-নাযিআত: ডুব দিয়ে টানে
০৬) সূরা আবাসা: ভ্রু-কুঞ্চনকারী
০৭) সূরা তাকভীর: মহা সংকোচন
০৮) সূরা ইনফিতার: মহাবিস্ফোরণ
০৯) সূরা ইনশিক্বাক্ব: মহা বিদারণ
১০) আয়াতুল কুরসি: আয়াতুল কুরসি

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


ডিমের মতো, সবকিছু সংখ্যায় কেনার ব্যবস্হা করা যায় না?

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

হাবিব বলেছেন:





সব কিছু সংখ্যায় কিনার ব্যবস্থা তো আছেই।
এই যেমন: আপনি ৩ লিটার পানি কিনতে চান। আপনি বলতে পারেন, ভাই আমাকে ৩ টি ১ লিটারের পানির বোতল দিন। অথবা ১ হালি, এক ডজন....... এমন করেও চাইতে পারেন।

তা আপনি কি কিনতে চান বলুন, আমি দেখি উপায় করা যায় নাকি..........

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

যোখার সারনায়েভ বলেছেন: ভালো লেগেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

হাবিব বলেছেন:




যোখার সারনায়েভ ভাই, আপনার আগমনে ভালো লাগলো......
শুভ রাত্রি.........

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৮

কালীদাস বলেছেন: সাথে অন্তত একটা তাফসীর অথবা না পারলে অন্তত সর্বজনসম্মত শানে নুযুলটা আশা করেছিলাম।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

হাবিব বলেছেন:




শানে নুযূল :

হযরত আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) যখন মদীনায় পদার্পণ করেন, তখন মদীনাবাসীগণ ছিল মাপে ও ওযনে কম-বেশী করায় সিদ্ধহস্ত (كانوا من أخبثِ الناس كيلاً)। তখন আল্লাহপাক وَيْلٌ لِّلْمُطَفِّفِيْن নাযিল করেন। ফলে তারা বিরত হয় এবং মাপ ও ওযনে সততা অবলম্বন করে’। তিনি বলেন, فهم من أَوْفَى الناس كيلاً إلى يومهم هذا ‘তারা এখন পর্যন্ত মাপ ও ওযনের সততায় সবার চাইতে সেরা’।

বিস্তারিত পড়তে চাইলে.....


আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কাজ করলেই ফল আসবে...
তাই সকলের উচিত সৎকর্ম করা, দীনের পথে চলা......
নইলে দোজাহানেই রয়েছে চরম বিপর্যয়......

অন্যদিকে সৎ লোক পাবে কাঙ্খিত পুরস্কার.....
দূর্জন, অসৎ লোকের জন্য তিরস্কার.....

চমৎকার পোস্টে মুগ্ধতা....

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০

হাবিব বলেছেন:




প্রিয় কম্পিউটার ভাইয়ূ......

মায়া ছেড়ে আমার পোস্টে আপনাকে স্বাগতম......
মনে করেছিলাম মায়ার টানে আপনার দেখা পাবো কিনা.......

কাজ করলেই ফল আসবে...তাই সকলের উচিত সৎকর্ম করা, দীনের পথে চলা......নইলে দোজাহানেই রয়েছে চরম বিপর্যয়......অন্যদিকে সৎ লোক পাবে কাঙ্খিত পুরস্কার.....দূর্জন, অসৎ লোকের জন্য তিরস্কার.....


অত্যন্ত চমৎকার কথা বলেছেন........
আপনার উপর শান্তি বর্ষিত হোক

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম দুটো বেশ ভালো লাগলো । বলা যেতে পারে যতটা মন দিয়ে পড়েছি পরের তিনটির ক্ষেত্রে মনোযোগী বিঘ্ন ঘটেছে। এটিকে দুটি পর্বে দিলে আমার মনে হয় পাঠকের বুঝতে সুবিধা হত। যেহেতু সনেটটা বুঝে পড়তে হয় কিনা.....

শুভকামনা ও ভালবাসা প্রিয় হাবিব ভাইকে ; সঙ্গে গোটা পরিবারবর্গকেও।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

হাবিব বলেছেন:





প্রিয় পদাতিক চৌধুরি ভাইয়া....
আপনার ভালোলাগায় প্রেরণা পেলাম.....
একবার দিতে চেয়েছিলাম ভাগ ভাগ করে কিন্তু আগামী কয়েকদিন হয়তো ব্লগে থাকতে পারবো না.....
তাই এক বারেই দিলাম.......

আপনার ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক........

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: যা বলবও ভাবছিলাম কালীদাস ভায়া আর পদাতিক দা বলে দিয়েছেন।
৩ আর ৪ এ আরেকটু নজর দিতে পারেন।
তাড়াহুরোর মধ্য দিয়ে যাবেন না! ধীরে সুস্থে করুন। আল্লাহ আপনাকে তৌফিক দিন।
আর প্রতি পর্বে শানে নুযুল সংক্ষেপে দিলে বিষয়টা সমৃদ্ধ হয় বটে।

অনেক অনেক শুভকামনা

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৯

হাবিব বলেছেন:




বিদ্রোহী ভাইয়ু, আসসালামু আলাইকুম।
এমন সমালোচনা নিশ্চয় লেখার ক্ষেত্রে সাহায্য করবে। আসলেই মনে হয় তাড়াহুরো হয়ে গেছে।
পরের সূরাগুলো থেকে শানে নূযূল দিয়ে দেব ইনশাআল্লাহ। আর আগের অনুবাদগুলোতে সময় সুযোগ বুঝে আপডেট করবো।
আল্লাহ আপনাকে উত্তম পুরস্কার দিন। আমিন

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

রাজীব নুর বলেছেন: মন্দের ভালোটাও আর আলাদা করা যায় না।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১

হাবিব বলেছেন:




রাজীব নূর ভাই, আপনি ঠিক বলেছেন।
কিন্তু এমন মন্তব্য দিয়ে কি বুঝাতে চেয়েছেন আমাকে পরিষ্কার করে বললে বাধিত হব।

শুভ সকাল। আপনার উপর শান্তি বর্ষিত হোক

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

বলেছেন: কবিতায় তাসনীম সুধা পান করে তৃপ্ত হলাম।

কবিকে নিরন্তর শুভেচ্ছা।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩

হাবিব বলেছেন:




রহমান লতিফ ভাই, আপনার মন্তব্যে তৃপ্ত হলাম।
আশা করি ভালো আছেন।

শুভেচ্ছা গ্রহন করলাম।
কিন্তু আপনার পোস্টে অনেক মন্তব্য জমা পড়ে আছে উত্তর দিচ্ছেন না যে........?

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

আরোগ্য বলেছেন: প্রিয় হাবিব স্যার, মাথাটা প্রচণ্ড ব্যথা।
অন্য কোন কবিতা হলে একটা মন্তব্য করে দিতাম। সুরা সনেটে বিশ্লেষণ করতে হয়। আগামীকাল মন্তব্য করবো ইনশাআল্লাহ।
একদম রাগ করবেন না। X(

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

হাবিব বলেছেন:





প্রিয় আরোগ্য ভাইয়ূ, আপনার জন্য আশু আরোগ্য কামনা করছি।
উপস্থিতি জানান দিয়ে গেলেন বলে খুশ দিল।
আপনার সমালোচনা ভরা মন্তব্যের আশায় রইলাম।
আপনার ত্বরা আগমন আশা করছি।

আচ্ছা রাগ করলাম না.......
তবে ভয় পাইলাম আপনার অগ্নি মূর্তি দেখে........,.. :P

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

রসায়ন বলেছেন: ভালো লিখেছেন :)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৮

হাবিব বলেছেন:




রসায়ন ভাইয়া,
আপনার আগমন ও মন্তব্যে শুভেচ্ছা গ্রহন করুন।

আলহামদুলিল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক........

১১| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা চাঁদ ভাই কী বুঝাতে চাইছেন?

লেখা সুন্দর হয়েছে

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৩

হাবিব বলেছেন:




প্রিয় কাজী ফাতেমা ছবি আপু,
আপনার আগমন ও মন্তব্যে কৃতজ্ঞতা।
শুভ সকাল।

আচ্ছা চাঁদ ভাই কী বুঝাতে চাইছেন?
-আমি যতটুকু বুঝেছি তা হলো, সনেট যেমন ১৪ লাইন এবং ১৪ মাত্রার হয় এমন করে সব কিছু যদি সংখ্যায় পাওয়া যেত!
-আসলে কি বুঝিয়েছেন একমাত্র চাঁদ ভাই-ই বলতে পারবে।

লেখা সুন্দর হয়েছে
-আলহামদুলিল্লাহ, আপনার উপর শান্তি ও সাকিনা নাযিল হোক

১২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

নজসু বলেছেন:



সবার আগে খবর পেলাম।
আর এইতো সবার শেষে এলাম। :(

২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবিব বলেছেন:




আপনার জন্য অপেক্ষা করতে করতে দিন শেষ হয়ে গেল......
ভাবছিলাম ভুলে গেলেন কিনা,.........
আলহামদুলিল্লাহ, অবশেষে আপনার আগমনে ভালোবাসা পেলাম।

আপনার প্রতি শান্তি বর্ষিত হোক

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫

আরোগ্য বলেছেন: ফিরে এলাম হাবিব স্যার, সাইনাসের সমস্যা খুব গরমেও জ্বালা, আবার বেশি শীতেও।
পদাতিক ভাইয়ের মন্তব্যটা বুঝলাম না। আমার কাছে তো সব ঠিক লাগলো। হয়তো সুরা একবার পড়ে নিয়েছি তাই বলে। খুব ভাল হয়েছে। আপনার সুরা সনেটগুলো বেশ ভাল লাগে।

২৬ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

হাবিব বলেছেন:




আপনার ফিরে আসাতে আনন্দিত হলাম......
আপনার জন্য আশু আরোগ্য হবার দোয়া করছি.....
আল্লাহ আপনাকে সুস্থ করুন....... আমিন।

পদাতিক দা আরো বেশি প্রাঞ্জল অনুবাদ আশা করেছিলেন হয়তো।
আপনার কাছে ভালো লেগেছে যেনে ভালো লাগলো......

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১১

মাহের ইসলাম বলেছেন: অনেক ভালো লাগল।
মহান আল্লাহ্‌ আমাদের সকলের সহায় হউন।

শুভ কামনা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

হাবিব বলেছেন: শুকরিয়া....
মাহের ভাই....

আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

নজসু বলেছেন:


ডিসেম্বর, ২০১৮ (১৭)
নভেম্বর, ২০১৮ (২৯)
অক্টোবর, ২০১৮ (৪৫)

আপনি ধীরে ধীরে পোষ্ট কমিয়ে দিচ্ছেন।
যারা নিজেদের ধরন অনুযায়ী পোষ্ট কম দেয় তারা ব্লগ থেকে দূরে চলে যায়। :(
আল্লাহ না করুন, আপনার যেন তা না হয়।

২৭ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

হাবিব বলেছেন: সুজন ভাই... এমন করে যে ভালোবাসে তাদের কি ছেড়ে যাওয়া যায়??? অফিস থেকে বাহিরে থাকার কারনে পোস্ট কমে যাচ্ছে ... শিগ্রয় স্বাভাবিক হবো ইনশাআল্লাহ.মোবাইল থেকে সামু চালানো অনেক কঠিন

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৬

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর একটি পোষ্ট। আপনি লিখতে থাকেন সাথে আছি।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

হাবিব বলেছেন: প্রিয় প্রামাণিক ভাইয়ের. দারুন মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম ..
আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

অপু দ্যা গ্রেট বলেছেন:





দারুন লাগল । এছাড়া কিছু বলার নেই ।

তবে যারা মাপে কম দেয় তাদের কি বলব বলেন চুরি ধরার ও তো উপায় নেই ।

উপরে যিনি আছেন তার উপর ছেড়ে দেই ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

হাবিব বলেছেন: অপু ভাই কেমন আছেন?
অবশেষে আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে..

আপনার সুন্দর মন্তব্য আমার ব্লগ আলোকিত করলো...
আপনার ঊপর শান্তি বর্ষিত হোক

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: মাপে যারা কম দেয় তাদের জন্য লানত।।।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

হাবিব বলেছেন: ঠিক বলেছেন সেলিম ভাই .... আল্লাহ তায়ালাও তাদের ঘৃণা করেন
আপনাকে পেয়ে অনেক ভালো লাগলো

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর প্রতিটি লাইন।
পোষ্টে অশেষ ভালো লাগা রেখে গেলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

হাবিব বলেছেন: প্রিয় মাহমুদুর রহমান ভাই, একেবারে এতোগুলো পোস্টে আপনার উপস্থিতি আমাকে আপ্লুত করলো......
আপনার উপর শান্তি বর্ষিত হোক.........

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: আপনার উপরও শান্তি বর্ষিত হোক।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

হাবিব বলেছেন: আমিন, ছুম্মা আমিন........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.