নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

তোমাতেই ডুবে মরি!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২২




জনপ্রিয় ব্লগার প্রিয় রহমান লতিফ (ল) ভাইয়ের "তোমাকে খুঁজে ফিরি"কবিতায় মন্তব্য করতে গিয়ে লিখেছিলাম

হা হা হা......., বোকা ছেলে,
আমাকে এতো খুঁজতে হয়?
এভাবে পাবে না আমায় খুঁজে!
মনে নেই তোমার! "স্বর্গ থেকে চুরি করে" গান শুনে
তোমার বুকের ভেতর রেখেছো আমায় গুজে?
তুমি তো ভীষণ ভুলো মনা......

অলিন্দ বা নিলয়ে আমাকে পাবেনা!
আঁধার কিংবা আলোতেও পাবেনা আমায়,
আঁধারে পাই ভয় আলোতে ভীষণ লজ্জা...
আমি যে সারাক্ষণ তোমার ছায়ায়!

নির্ঘুম রাতের নিঝুম গভীরে....
নি:সঙ্গ ভোর কিংবা দ্বিপ্রহরে,
খুঁজে পাবেনা আমায় কোন বনে.....
আমি যে তোমার হৃদয় গহীনে!

তোমার হৃদয় আসন যে দখল করে--
তাকে কিভাবে পাবে শত মানুষের ভীরে!!
সে যে তোমার মনের ঘরে---
বসে আছে প্রেমের সিংহাসন নীড়ে।

শুধু শুক্রবারেই আমার ছুটি,
সপ্তাহে ছয় দিনই যে তোমার চাকুরি করি
বিনা বেতনে.......
তোমাতেই ডুবে মরি!
...............................

ছবিসূত্র: গুগল........

মন্তব্য ৫৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

আরোগ্য বলেছেন: শুধু হিয়ার মাঝে থাকলেই হবে,? পাশের সিটেও বসতে হবে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

হাবিব বলেছেন: পাশের সিটে বসবো কেমনে? পাবলিক বাসের সিট যে চাপা........

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪২

হাবিব বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি। আপনাকে পেয়ে ভালো লাগলো.....

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

যোখার সারনায়েভ বলেছেন: ভালো লিখেছেন স্যার ! তবে বিনা বেতনে চাকরি করা ভালো নয়! :-P

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

হাবিব বলেছেন:




যোখার সারনায়েভ ভাই......
আসলে বিনা বেতন মানেই কিন্তু বিনা বেতন নয়।

চেয়ে নিলে তো কম হয়ে যায়,
না চাইলেই যে বেশি পাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিব ভাই,

এমন হিয়ার মাঝে, বিনা বেতনে সপ্তাহে শুধু ছয়দিন কেন ; যুগ যুগ যে থাকা যায়....

কবিতা ভালো হয়েছে।

প্রিয় হাবিব ভাইকে গোটা পরিবার সহ অফুরান শুভেচ্ছা ও ভালবাসা রইল।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৬

হাবিব বলেছেন:





সপ্তাহের ছয়দিন "তাঁহার" মতো করে থাকি।
যে একদিন থাকে বাকি
সে দিনটাকে বানাই আমি প্রেমের বাসর...
ফুলের সুবাসে ভালবাসা আবেশে
তোমাকেই "তাহাকেই" কাছে রাখি।

কবিতা ভালো হয়েছে জেনে ভালো লাগলো, আপ্লুত হলাম সুন্দর মন্তব্যে ।
আপনার ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

বলেছেন: উচ্ছল প্রেমিক পুরুষ!!----
কেন তোমার এই আবেগ---------
কেন এত অভিমান উদাসীন-----------
কিছুতেই কোন সীমাবদ্ধতা নেই --
এমনকি,
কষ্টের লাগামটারও সীমারেখা নেই------

জ্বলন্ত দুর্বার প্রেমিক পুরুষ!!
দিব্যি খেয়ে তিন সত্য বলছি---------------

আস্থা ---- চুম্বকের মতো নারীর আকর্ষণ তুমি!
বিশ্বাস --- নিজেকে তোমার তরে নারী করে বিসর্জন!
বাস্তব --- তুমিই তো নারীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন!

-নারীর দেবতা তুমি ----
-তোমার প্রেমিক মনে--
করো নারীকে সুখে রাখার পণ।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

হাবিব বলেছেন:





কবিতার প্রাণ পুরুষ যে তার সামনে আমার কবিতা যে নিভু নিভু আলো।
এমন আবেগঘন কাব্য মন্তব্যে ভালো লাগার ভাষা প্রকাশে যে আমার শব্দ সংখ্যা নিতান্তই কম.......
শুধু বলতে পারি, মুগ্ধতার ক'খানি লাইন পড়লাম।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

বলেছেন: প্রার্থনা

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

হাবিব বলেছেন:




শুনতেছি লতিফ ভাই.....
অনেক ভালো লাগছে..........

চ্যানেলটি কার? আপনার নাকি?

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: বাহ । ভালো লাগলো ।

শুভকামনা

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

হাবিব বলেছেন:




নীলপরি ...........
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি........
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো.....

শুভ রাত্রি জানিয়ে গেলাম

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন সমুদ্রে ডুব.....
চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া....
প্রিয়জন ছায়ার মতোই আগলে রাখে....

তোমায় হৃদ মাঝারে রাখবো....

বিনা বেতনে চাকরি করলে নিজের প্রেমিকারে অন্যের গাড়িতে দেখা লাগবে :D

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৬

হাবিব বলেছেন:





জীবন সমুদ্রে ডুব.....
চোখে চোখ রেখে হারিয়ে যাওয়া....
প্রিয়জন ছায়ার মতোই আগলে রাখে....
তোমায় হৃদ মাঝারে রাখবো....

আমার হৃদয়ের আসন পাবলিক বাসের মতো আটোসাটো নয় গো ছেলে.........
তোমার মন ভরে যাবে নিশ্চিত আমায় পেলে......

বিনা বেতনে চাকরি করলে নিজের প্রেমিকারে অন্যের গাড়িতে দেখা লাগবে .......... B-)

ছেলে বিয়ে করাতে গেলে ছেলের বাবা-মা বলে ছেলে আমার লাখে একটা.....
বেয়াই সাহেব, আমারা ছেলের জন্য কিছুই চাইবাে না।
আপনারা খুঁশি হয়ে যা দেন আর কি........

তখন দেখা যায় এতো এতো বেশি গিফট দেয় যে ট্রাক ভাড়া করা লাগে নিতে গেলে.....

প্রেমিকের চাকরি বিনা বেতনে করলেই বরং লাভ বেশি.......
যা দিবে তাতে ট্রাক ভাড়া করে নেওয়া লাগবে.....

সপ্তাহের ছয়দিন চাকরি করি আর একদিন বেতন ওঠানোর জন্য জন্য রাখছি......

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

বলেছেন: নাহ ---কবিতাটা আমার

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

হাবিব বলেছেন:




অনেক সুন্দর কবিতা ও আবৃতি।
খুব ভালো লেগেছে......

শুভ কামনা আপনার জন্য

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বিনা বেতনে ঘরজামাই এর পোস্টটায় নিয়োগ চলিতেছে ;) ;)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

হাবিব বলেছেন:




কোথায় ......????????
ভ্যাকেন্সি কয়টা......??????
লাস্ট ডেট কবে????
প্লিজ বিস্তারিত দেন।
আমাদের সুজন ভাইয়ের জন্য লাগবে........ B-) B-) B-)

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সুজন ভাই এর অপেক্ষায় রইলাম.... B-))

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

হাবিব বলেছেন: ঘর জামাইয়ের কথা শুনে সুজন ভাই পালাবে......... B-)

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

আরোহী আশা বলেছেন: তাহলে এই কাহিনি.........????? X(

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

হাবিব বলেছেন: কিসের কাহিনি...... B:-)

১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

হাবিব বলেছেন:




ফাতেমা আপু....
শুভ সকাল......
আপনার দেখা পেয়ে খুঁশি হলাম.....

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১

হাবিব বলেছেন:




প্রিয় ছড়াকার প্রামানিক ভাইয়ু.....
আপনার আগমনে আনন্দিত.....
আপনাকে দেখলে আপনার সেই হাসি মাখা মুখটাই শুধু চোখে ভাসে.......

শুভ সকাল.....

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৭

বলেছেন: একরাশ মুগ্ধতা ছুঁয়ে ছুঁয়ে যায়।
কবিত্বের স্বপ্নিল বর্ণীল রুপকার।

অসাধারণ কথার গাঁথুনি।

এক কথায় অনন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৬

হাবিব বলেছেন:




একরাশ মুগ্ধতা ছুঁয়ে ছুঁয়ে যায়
কবিত্বের স্বপ্নিল বর্ণীল রুপকার......

আপনার আগমনে মন আঙ্গিনায়
ভালোলাগা ছুয়ে যায় মনে বার বার.......!

আপনার পুন:আগমনে আপ্লুত ভাইয়ূ.........

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

নজসু বলেছেন:




কবিতার পিঠে কবিতাগুলো জমজমাটই হচ্ছে।
কবিতায় করা প্রশ্নগুলোর উত্তর চলে আসছে কাব্যিকতায়।

মনের ঘরে চৌকি পেতে বসাটা বেশ লাগলো।
ভালো থাকবেন প্রিয়জনেসু।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩

হাবিব বলেছেন:




সুজন ভাই ইদানিং ক্লাসে উপস্থিতি একটু লেট হচ্ছে মনে হয়.....
১০ এবং ১১ নাম্বার মন্তব্যটা ভালো করে খেয়াল করেছেন কি?..... :P

প্রিয় সুজন ভাইয়ের এমন সুন্দর মন্তব্যে সকাল বেলার নাস্তাটা হয়ে গেল........
আপনার জন্য ভাল থাকার প্রার্থনা করি.....

সাথে বলে যাই, আর কত রাত একা থাকবেন???????

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

পবিত্র হোসাইন বলেছেন: জনাব আর একটু লিখলে কি এমন ক্ষতি হয় ?
অল্পতেই শেষ !!!!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

হাবিব বলেছেন:





পবিত্র হোসাইন ভাই.....
আপনার এমন মন্তব্যে আমি দুইরাশ ভালোবাসা খুঁজে পেলাম....
আপনাকে অনেক দিন পরে পেয়ে ভালো লাগছে.....

শুভ সকাল.......

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২০

হাবিব বলেছেন: শুভ সকাল ও ধন্যবাদ রাজিব ভাই.....

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

জাহিদ অনিক বলেছেন:


কবিতাটা কিছু কিছু দিক ভালো লেগেছে। কিছু শব্দ ভালো লাগে নাই --
যেমন, তাকে কীভাবে পাবে পাশের সিটে পাশের সিট শব্দ দুইটা ঠিক কাব্যিক নয়।

শুভেচ্ছা ও শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

হাবিব বলেছেন:




এমন সমালোচনামূলক মন্তব্য আমার সবসময় ভালো লাগে....
তবে সময় নিয়ে আরো কিছু ভুল ধরলে কৃতজ্ঞ থাকতাম....
সাথে যদি ভুল লাইনটির বদলে সঠিক লাইন কোনটা বসানো যায়
তা উল্লেখ করতেন তাহলে মন্তব্যটি সোনায় সোহাগা হতো...

আপনার দেখা পেলাম অনেকদিন পর......
আমাকে সময় দেয়ার জন্য ধন্যবাদ জাহিদ ভাই.......

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫০

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই,
শেষমেশ প্রেমের কবিতা লিখতে বসলেন! দারুন!
আমার মনে হয় কবিতা লিখলে আগে কবিতা নামটা দিলে পাঠকের জন্য ভালো হয়। যেমন এভাবে, কবিতা - তোমাতেই ডুবে মরি! যে কোন কবিতার বিষয় বস্তু কবিতার নামকরন কে ঘিরেই হওয়া উচিৎ।
আপনি ডুবে মরার কথা বলেছেন, সেক্ষেত্রে অন্য ভাবে হয়ত লিখতে পারতেন.....
আমি তোমাতেই ডুবে মরি!
প্রতি ক্ষনে, প্রতি নিশ্বাসে।
প্রণয়ের সুতীব্র দহনে, আমি আজীবন
তোমার শান্ত প্রেমের উচ্ছল নদীতে ডুবে যেতে চাই।
ভালোবাসার অবগাহনে আমার হৃদয়ের খেয়াপান
অবিরত ছুটে চলে তোমার প্রেমের নদীতে ডুবে ডুবে.......
শুভ নববর্ষ এবং আপনার জন্য ধন্যবাদ ও শুভ কামনা রইল!



২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

হাবিব বলেছেন:



নীল আকাশ ভাই......

আপনি হলেন সব্যসাচী লেখক.....
কবিতা গল্প সব আপনার দখলে.....

আপনার এমন সুন্দর মন্তব্যে অনেক কিছুই শিখি......
ভালো লাগে আপনার কথামালা......
আরাে শিখতে চাই।

শুভ নববর্ষ এবং আপনাকেও ধন্যবাদ।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১০

নজসু বলেছেন:




মন্তব্য দু'খানা পাঠ করলাম। :D
এখন পর্যন্ত কারও জামাই-ই হতে পারলাম না। :(
ঘর জামাই হওয়া তো দূরেই থাকলো। :-B :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৭

হাবিব বলেছেন:





আপনি রাজী থাকলে ব্যবস্থা করতে পারি,.........
রাজি থাকলে ১ চাপুন........

"একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে"

২২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

নজসু বলেছেন:




পাত্রীর মা কি করেন? :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

হাবিব বলেছেন:




হা হা হা হা..........

২৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

রাকু হাসান বলেছেন:

কয়েকদিন পর ব্লগে এসে প্রথম কবিতা পড়লাম । কবিতা ভালো লাগছে । শুভরাত্রি ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

হাবিব বলেছেন:




রাকু হাসান ভাই, আপনার মনে আছে কি না জানিনা ,ব্লগে যখন প্রথম আসি তখন আপনি প্রথম মন্তব্যে আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন......

আমার যে কি আনন্দ লাগছিলো বুঝাতে পারবোনা......
আপনার সেই কথা এখনো কানে বাজে......

আজকের মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো,
শত ব্যস্ততার মাঝেও সময় নিয়ে আমার অগোছালো কতা পড়লেন...

কৃতজ্ঞতা অফুরান.....

২৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

প্রিয়া ইসলাম বলেছেন: ভালো লাগলো।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৪

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়া ইসলাম.....
শুভ সকাল....

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৫

বলেছেন: জাহিদ অনিক বলেছেন:


কবিতাটা কিছু কিছু দিক ভালো লেগেছে। কিছু শব্দ ভালো লাগে নাই --
যেমন, তাকে কীভাবে পাবে পাশের সিটে পাশের সিট শব্দ দুইটা ঠিক কাব্যিক নয়।

আমার কারেকশন---

তোমার হৃদয় আসন যে দখল করে--
তাকে কিভাবে পাবে শত মানুষের ভীরে!!
সে যে তোমার মনের ঘরে---
বসে আছে প্রেমের সিংহাসন নীড়ে।



শুভ নববর্ষ হাবিব ভাইয়ু ---

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫৭

হাবিব বলেছেন:





পথ চলার মাঝে এমন বন্ধু যদি রয়......
সব ভুল শুধরে যে আপন করে নেয়.......
তার কি কোন প্রতিদান দেয়া যায়?

প্রিয় ল ভ্রাতা.........
আপনার এডিট অত্যন্ত সুন্দর এবং আমার মন মতো হয়েছে.......
আমার পোস্টে সংযুক্ত করে দিলাম

শুভ হোক আগামীর পথচলা........

২৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

হাবিব বলেছেন: মাহমুদুর রহমান ভাই, আগমন ও মন্তব্যে ধন্যবাদ জানবেন। শুভ রাত্রি।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

শিখা রহমান বলেছেন: হাবিব আপনি এমন চটজলদি দুর্দান্ত কবিতা কিভাবে যে লেখেন? কবিতাটা ভালো লেগেছে অনেক।

শুভকামনা প্রিয় কবি। ভালো থকবেন ভালোবাসায় ও কবিতায়।

০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২

হাবিব বলেছেন:




শিখা আপু, আপনার আগমন আমাকে পুলকিত করলো......
এমন দারুন মন্তব্যে আমি সত্যিই ভীষণ আপ্লুত.......

অনেক দিন পরে আপনার দেখা পেলাম........
কবিতার প্রশংসা কবিদের মুখ থেকে শুনার কি যে অনুভূতি তা বলে বুঝানো যাবে না.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.