নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

"একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে" এবং শিয়াল পন্ডিতের গল্প!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫



ভোট দিবেন না কলাগাছে:

শৈশবে ভোটের পোস্টার সংগ্রহ করা ছিল আমাদের নেশা। ভোটের মাইকিংয়ের গাড়ির পেছনে ছুটে ছুটে আমরা পোস্টার নিতাম। মাইকিংগুলো শুনে শুনে মুখস্থ হয়ে যেত। একটা স্লোগান তো এখনো মনে পড়ে— একটা ভোটের মূল্য আছে, ভোট দেবেন না কলাগাছে। পরে বুঝেছি কথাটা কত সত্যি।

একটা ভোট ব্রিটিশ সিংহাসনে বসিয়েছিল রাজা প্রথম জর্জকে। একটা ভোটের ব্যবধানে অ্যারন বার মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি। এক ভোটের কারণে অভিশংসন থেকে বেঁচে গিয়েছিলেন অ্যান্ড্রু জনসন, টিকিয়ে রাখতে পেরেছিলেন মার্কিন প্রেসিডেন্টের গদি। এক ভোটের কারণে ওয়াশিংটন রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এক ভোটের ব্যবধানে মার্কিন সংবিধানের ১৯তম সংশোধনী পাস হয়েছে, যার ফলে নারীরা পেয়েছেন ভোটাধিকারের স্বীকৃতির মতো গুরুত্বপূর্ণ অধিকার।
১৮৪৪ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার সুইজারল্যান্ড কাউন্টির ফ্রিম্যান ক্লার্ক নামের এক ভোটার নির্বাচনের দিন খুবই অসুস্থ ছিলেন। শেষে ছেলের কোলে চড়ে ভোট দিতে এসেছিলেন। বাড়ি ফেরার পথেই ক্লার্ক মারা যান। সেই ক্লার্ক রাজ্য সিনেটরের পদে ভোট দিয়েছিলেন ডেভিড কেলসোকে।
ভোটের ফলাফলে দেখা যায়, কেলসো এক ভোটের ব্যবধানে নির্বাচিত! সেই কেলসো সিনেটর হিসেবে ভোট দেন এডওয়ার্ড হানিংগানকে। এবার মাত্র এক ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলেন হানিংগান! ঘটনা এখানেই শেষ নয়। মার্কিন সিনেটে মহাগুরুত্বপূর্ণ একটি বিল পাস হয় মাত্র ২৭-২৫ ভোটের ব্যবধানে। যে দুটো ভোট মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার একটি দেন হানিংগান। এক ভোটের কারণে কত কিছুই না হয়ে গেছে। আর এর সবকিছুই শুরু হয়েছিল সেই অসুস্থ ভোটার ক্লার্কের দেওয়া একটি ভোটের কারণেই!
একটি ভোটের কত মূল্য! তাই আপনার মূল্যবান ভোটটি সৎ, যোগ্য, উন্নয়ন মুখী, এবং যার দ্বারা এলাকার উন্নয়ন সম্ভব তাকে দিবেন।

মনে রাখবেন, একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে।

মিথ্যা ধরার ঘড়ি:

শিয়াল পন্ডিত শুধু নামেই পন্ডিত না, কাজেও পন্ডিত। জঙ্গলের মূল রাজনীতিবিদ শিয়ালেরা। জঙ্গলের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিন প্রান্ত সব জায়গায়ই শিয়ালের আধিপত্য। শিয়ালের কথা ছাড়া অন্যান্য প্রাণি তো দূরের কথা জঙ্গলের একটা পাতাও যেন নড়ে না। অর্থাৎ জঙ্গলের মূল নেতাই হচ্ছে শিয়ালেরা।
একদিন এক খরগোশ মারা গেল। মৃত্যুদূত খরগোশকে আমলনামা হিসাব নিকাশের অফিসে নিয়ে যাচ্ছে। মূল অফিসে প্রবেশ করার আগে বিশাল একটা কক্ষ। যে কক্ষে শুধু বিভিন্ন রকমের ঘড়ি আর ঘড়ি। সে ঘড়ির সাথে দুনিয়ার ঘড়ির কোন মিল নাই। কারন দুনিয়ার সকল ঘড়ি সেকেন্ড, মিনিট ঘন্টার কাটা নির্ধারিত সময় মেনে চলে। কিন্তু সেখানকার ঘড়ি কোনটা মাঝে মাঝে ঘুরে, কোনটা একটু পর পর, কোনটা অনেকক্ষন পর আবার কোনটা ঘুরে বলে মনে হয় না।
খরগোশ কৌতুহল থামাতে না পেরে মৃত্যুদূতকে বলল। এখানকার ঘড়ি এমন কেন?
মৃত্যুদূত বলল, এগুলো হচ্ছে মিথ্যা ধরার ঘড়ি। দুনিয়াতে যখন কেউ একটা মিথ্যা কথা বলে তখন তার নামের ঘড়ি একটা ঘুরানি দেয়। আর তখন আমরা বুজতে পারি কে মিথ্যা কথা বলল।
হঠাৎ একটা ঘড়ি ঘুরানি দিল। মৃত্যুদূত বলল, এটা গাধা ঘড়ি। অনেকক্ষন পরে মিথ্যা কথা বলল। একটু পর পর একটা ঘড়ি ঘুরতাছে ওটা দেখিয়ে বলল, এটা ছাগল ঘড়ি। আরেকটা ঘড়ি দেখে মনে হয় এটাও অনেকক্ষন পরে হলেও ঘুরে সেটা দেখিয়ে বলল এটা বাঘ ঘড়ি। প্রায় একই রকম আরেকটা দেখিয়ে বলল এটা সিংহ ঘড়ি। মাঝে মধ্যেই ঘুড়ে এমন একটা দেখিয়ে বলল এটা বানর ঘড়ি। এভাবে জঙ্গলের সবার নামের ঘড়ি দেখাইলো কিন্তু মূল নেতা শিয়াল পন্ডিতের ঘড়ি দেখাইলো না।
খরগোশ কৌতুহল দমাতে না পেরে মৃত্যুদূতকে বলল, যে আমাদের জঙ্গলের প্রধান নেতা, যাদের কথায় জঙ্গল পরিচালিত হয়, সেই মহান নেতা শেয়াল পন্ডিতদের ঘড়ি দেখলামনা তো?
মৃত্যুদূত বলল, দূর পাগলা আগে বলবে না! তোমাদের নেতাদের ঘড়ি সেই যে ঘুরা শুরু হয়েছে আর থামাথামি নাই। তাই আমাদের অফিসে সব অফিসারের টেবিলে তোমাদের নেতাদের একেকটা ঘড়ি রাইখা দিছি যেগুলা টেবিল ফ্যান হিসাবে কাজ করতাছে।

কৃতজ্ঞতা: রুহুল আমিন ভাই।
ছবি: গুগলের.....

মন্তব্য ৩৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

নজসু বলেছেন:



হাজির। :-B

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাবিব বলেছেন:




এইতাে নিয়মিত ছাত্র হাজির হয়েছেন....
বসেন বসেন সামনের বেঞ্চে বসেন......:-B
আপনি আজকে ১০ এ ১০ পাইছেন..... :P

প্রথম মন্তব্যের জন্য শীতের ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা......

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭

নজসু বলেছেন:



শীতের পিঠা নাই? :D

২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪

হাবিব বলেছেন:




জামাই কুলি খান......

তেলে ভাঁজা পিঠা খান......

ভাপা পিঠা কাল সকালে দিমুনি...... :P

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হে হে হে B-)) B-)) B-))

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬

হাবিব বলেছেন:





শুধু হাসবেন?
কিছু কইবেন না আর্কু ভাই..........B:-)

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

নজসু বলেছেন:



জামাই কুলির ভিতরে নারেকল পোরা না?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

হাবিব বলেছেন:





জ্বি নারিকেল আছে..........
হাছা কইলাম, আমি নিজে দিতে দেখছি।
খাইয়া দেখেন......
তবে ঘর জামাই থাকলে যা দিবে তাই খাইতে হবে, টু শব্দও করা যাবে না............. :P

খাইয়া টাইয়া কন যে গল্প কি পড়ছুন?

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

আবু তালেব শেখ বলেছেন: কোন ভোট? কি ভোট?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

হাবিব বলেছেন: .......B:-) B:-)

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২০

কালীদাস বলেছেন: গল্পটা ভাল লেগেছে :)

এক ভোট!! বুশ জুনিয়রের শেষ ইলেকশনে জেতাটা এখনও ডিবেটের টপিক আমেরিকায়। ইলেক্টোরাল সিসটেমের কারণে সে প্রেসিডেন্ট হতে পেরেছিল, বেশি ভোট পেয়েও ডেমোক্রাটিক ক্যান্ডিডেট হেরেছিল ঐ ইলেকশনে। বাংলাদেশে তো আরও মজা, এক পার্টি বলে স্হুল আরেক পার্টি বলে সূন্ক্ষ কারচুপির কথা =p~ এদিক থেকে এডমিরাল জেনারেল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আলাদীনের ইলেসকশনটা বেটার ছিল =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

হাবিব বলেছেন:




কালীদাস ভাইয়া বলেছেন গল্পটা ভাল লেগেছে :)
কৃতজ্ঞতা ভাইয়া.....
আপনার সরব উপস্থিতির জন্য অভিনন্দন আপনাকে।

এক ভোটের ব্যাপারটা আমার কাছেও ধাঁধার মতো মনে হয়......
বাংলাদেশে এখন স্থুল আর সূক্ষ্ম কারচুপির কাদা ছুড়াছুড়ির রাজনীতি চলে....
কে কার ঘাড়ে দোষ চাপাবে সেই চিন্তায় ব্যস্ত........

এদিক থেকে এডমিরাল জেনারেল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আলাদীনের ইলেসকশনটা বেটার ছিল =p~
হা হা হা...... সত্যিই

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

সেলিম৮৩ বলেছেন: তাহলে ভোট দিবেন কোথায়? চারিদিকে শুধু কলাগাছ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

হাবিব বলেছেন: সেটাই তো চিন্তা করছি সেলিম ভাই....:| :|

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

যোখার সারনায়েভ বলেছেন: আমার এখনো মনে আছে ভোটের পোস্টার নিয়ে বন্ধুদের সাথে শো-অফ চলতো।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

হাবিব বলেছেন: নতুন পোস্টার জড়ো করার আনন্দই ছিল আলাদা......

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

ব্লগ মাস্টার বলেছেন: আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

হাবিব বলেছেন: তা দিবেন ঠিক আছে, কিন্তু এখন তো জোড় যার মুল্লুক তার নীতি চলছে......

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ লিখেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

হাবিব বলেছেন:





জুনায়েদ ভাই আপনাকে তো আর কালে ভদ্রে পাওয়ায় যায় না......
অনেক দিন পরে পেয়ে ভালো লাগছে......
আশা করি ভালো আছেন......

আপনার কথায় দারুণ আপ্লুত হলাম......

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

আরোগ্য বলেছেন: ভোটের আগমুহূর্তে ভোটদানে উৎসাহব্যঞ্জক এই পোস্ট বেশ ভালো হয়েছে।
গল্পটা দারুণ ছিল।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

হাবিব বলেছেন:



আরোগ্য ভাইয়ূ..........
অবশেষে আপনার দেখা পেয়ে ভালো লাগলো....

আল্লাহ আমাদের উপর রহম করুন......

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

আরোগ্য বলেছেন: আল্লাহ আমাদের উপর রহম করুন......
আমীন!
ঐযে বলেছিলাম একবারে ফ্রি হয়ে লগইন করি তাই দেরি হয়ে যায়।
আশা করি আগামীকাল নাগরিক হওয়ার অধিকার প্রয়োগ করতে পারবো।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

হাবিব বলেছেন:





দেরিতে আসলেও আপনার আগমন অন্তরের আরোগ্য আনয়ন করে........
কিছু কিছু ভাইয়ের জন্য সত্যিই অনেক অপেক্ষা করি........

আবদুল্লাহ আল মামুন ভাইকে পাচ্ছি না অনেক দিন হলো.............

হে আল্লাহ, যে সকল নেতারা দেশের ও দশের ভালো চায় তাদেরকে আমাদের শাসক বানিয়ে দাও......


১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

তাইতো বলি, টেবিলের নীচ দিয়া মাঝে মাঝে বাতাস আহে কইত্থন!!

;)
=p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

হাবিব বলেছেন:



তাইতো বলি, টেবিলের নীচ দিয়া মাঝে মাঝে বাতাস আহে কইত্থন!! ....... B-) B-)
সেইখানেও কি পাখা ফিট কইরছুন নি বিদ্রোহী ভ্রাতা .........??? :P :P

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: এক ভোটের কারনে কেউ জেন পরকাল না হারায় সে দিকে খেয়া লরাইখেন

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

হাবিব বলেছেন:





নূর ভাইতো জব্বর একখান কথা কইছেন......
আমার কলিগের সাথে ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলছিলাম,
আর তখনি আপনার মন্তব্য পেলাম.....

আসলেই ঠিক তাই, আমি-আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করবো তার সব পাপের ভগিদার হতে হবে......
সুতরাং সাবধান.........

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

অপু দ্যা গ্রেট বলেছেন:






ভোটের দেয়ার ইচ্ছে নাই । যোগ্য প্রার্থী থাকলে দিতাম । আমাদের দেশে ভাল মানূষের কদর কম । যারা আমাদের নেতা তারা তো আর আমাদের জন্য কিছু করবেন না ।

শেষের গল্পটা ভাল লাগছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

হাবিব বলেছেন:




ঠিক বলেছেন অপু ভাই........
কিন্তু আর এভাবে কতদিন চলবে..........?

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: কাল ভোট। আমি ভোট দিতে যাব।
আপনি প্রস্তুত তো!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৯

হাবিব বলেছেন: যেই প্রার্থী আমাদের সবার জন্য ভালো সেই প্রার্থী যেন জয়ী হয়.........
আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

বলেছেন:

তথ্য বহুল পোস্ট!!

কলাগাছের আর কাঁঠাল গাছ ---- ভোট মানেই এখন শুধু রক্তপাত
ভোট দিবেন কিসে --- মাইর খাবেন হেসে।

ভোট দিয়েও আমেরিকান রা ভুক্তভোগী
হিলারী বেশি ভোট পেয়েও ক্ষমতা ভোগ করছে ট্রাম্প দাদা।

আমি বলি ভাগ্য তুমি সুপ্রসন্ন হও।
শুভ নববর্ষ কবি।।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫

হাবিব বলেছেন:





কি যে এক আইন গো ভ্রাতা........
কি আর কমু.....

ভাগ্য কি সুপ্রসন্ন হবে.....?
ভাগ্য তো কর্তাগো হাতে বলেই তারা মনে করে........

শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা দিলাম প্রিয় সব্যসাচী..........

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিব ভাই ,

এক ভোটের মহাত্মা জেনে খুশি হলাম। সঙ্গে রূপক আশ্রিত ঘড়ির কাহিনীতে প্লাস রইল ++

আশা করি ভোট শান্তিপূর্ণ হবে এই হচ্ছে....

শুভকামনা ও বিমুগ্ধ ভালবাসা হাবিব ভায়ের গোটা পরিবারবর্গকে।


৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

হাবিব বলেছেন:




প্রিয় পদাতিক চৌধুরি ভাইয়ূ......
আপনাকে সবার শেষে পেয়েও ভালো লাগলো।

এক ভোটের মহাত্মা জেনে খুশি হলাম। সঙ্গে রূপক আশ্রিত ঘড়ির কাহিনীতে প্লাস রইল ++
আপনার কাছে পোস্ট ভালো লেগেছে যেনে আনন্দিত......

আশা করি ভোট শান্তিপূর্ণ হবে এই হচ্ছে...
..... =p~ =p~ =p~ হুম..........

শুভকামনা ও বিমুগ্ধ ভালবাসা প্রিয় পদাতিক ভায়ের গোটা পরিবারবর্গকে।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

হাবিব বলেছেন: এই জামানায় ভোটের কোন মূল্য নাই..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.