নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

তোমরা আল্লাহর রঙে রঙিন হও!

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮



(১) এক দরিদ্র প্রজা বাদশার দরবারের প্রবেশ পথে খেয়াল করে দেখলো একপাশে কাক আর একপাশে ময়না পাখি খাঁচায় বন্দি। অদ্ভুত বিষয় হলো কাকের সামনে খাবারের অভাব নাই কিন্তু ময়না পাখির সামনে কোন খাবার নাই।

দরিদ্র প্রজা বাদশার কাছে জানতে চাইলো, হিসাবে তো ময়না পাখির সামনে খাবার বেশি থাকার কথা কিন্তু ময়না পাখির সামনে কোন খাবার নাই আর কাকের সামনে প্রচুর খাবার এরকম ব্যতিক্রম হওয়ার রহস্য কি?

বাদশা বলল, কাকের কা কা ডাক শুনলে মেজাজটা খারাপ হয়ে যায়। কাকের সামনে খাবার না থাকলে ডাকাডাকি করে। তাই সবসময়ই কাকের সামনে প্রচুর খাবার রাখা হয় যেন কা কা না করে। পক্ষান্তরে ময়না পাখির ডাক আমার খুব ভাল লাগে। যদি পর্যাপ্ত পরিমান খবার দেওয়া হয় তবে ময়না পাখি ডাকে না। তাই ময়না পাখিকে খাবার কম দেওয়া হয়, মাঝে মাঝে অভুক্ত রাখা হয় এতে ময়না পাখি প্রচুর ডাকাডাকি করে, যে ডাক শুনে মনে শান্তি পাই।

ঠিক তেমনি সব বাদশার বাদশা মহান আল্লাহ তায়ালা তার প্রিয় বান্দাদের সব সময়ই কোন না কোন পেরেশানিতে রাখেন যেন সব সময়ই তাঁকে ডাকেন, যে ডাক মহান আল্লাহ তায়ালা শুনতে চান। পক্ষান্তরে যারা মহান আল্লাহ্তালার নাফরমানিতে ব্যস্ত, যাদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। তাদের এই দুনিয়াতে, দুনিয়ার নাজ-নিয়ামত দ্বারা এতটাই ব্যস্ত করে রাখছে যে আল্লাহ তায়ালাকে ডাকার মত সময় তাদের হয় না।

আল্লাহ তায়ালা বলেন,
অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তাঁরা বিপদে পতিত হয়, তখন বলে," নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।" (সূরা বাকারা:১৫৫-১৫৬)



তাই আসুন দুনিয়াদারীতে না মজে সর্বাবস্থায় মহান আল্লাহ তায়ালার জিকিরে মশগুল থেকে, আল্লাহর প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমাদের সকল কাজে যেন ঈমানদারিত্বের ছাপ থাকে।

(২) বিয়ের সাজে কনেকে খুব সুন্দর করে সাজানো হল। বান্ধবীরা এসে বলল, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। কাজল কালো চোখ, আলতা রাঙ্গা ঠোঁট, বেনারসি শাড়িতে তোমাকে অপরুপ লাড়ছে। এসব প্রশংসার কথা শুনে কনে বান্ধবীদেরকে বলল, তোমরা যতই প্রশংসা কর না কেন; সে (বিয়ের পাত্র) যদি পছন্দ না করে, সে যদি সুন্দর না বলে তবে তোমাদের এই প্রশংসা করাতে, তোমাদের এই সুন্দর বলাতে আমার কোন লাভ হবে না।

দুনিয়ার মানুষ সুন্দর বলবে তার জন্য আমাদের দেহটাকে সাজানোর জন্য কতই না আয়োজন করতেছি, জামা কাপড় ময়লা হলে সাবান পানি দিয়ে পরিস্কার করছি। তারপর আরও সুন্দরের জন্য ইস্ত্রী করছি। নিয়মিত চুল, দাঁতের যত্ন নিচ্ছি। ধর্মের বাণীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সপ্তাহে সপ্তাহে ক্লিন সেভ করছি আর মহিলারা নিজেকে কিভাবে আরও আকর্ষনীয় করা যায় তার জন্য পার্লারে গিয়ে সাজগুজ করছি। এমনকি নিজেদের সৌন্দর্য একটু যেন বৃদ্ধি পায় তার জন্য পায়ের জুতাটাও মাঝে মাঝে পালিশ করছি। নারী পুরুষ নির্বিশেষে দুনিয়ার মানুষ সুন্দর বলবে তার জন্য কত কিছুই না করছি।

একবারও কি ভেবে দেখেছি আমাদের এই সাজগুজ, চলাচল যদি আমাদের নবীর তরীকা মত না হয়, মহান আল্লাহ্ তায়ালা যদি পছন্দ না করে তবে দুনিয়ার সমস্ত মানুষ সুন্দর বলাতে তো কোন লাভ হবে না।পরকালে কোন কাজেই আসবে না বরং আরও ভয়াবহ আজাবের মুখোমুখি হতে হবে।

"তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আর কে আছে এমন যে, আল্লাহর চেয়ে অধিক রঙিন" (সুরা বাকারা ১৩৮)।
আল্লাহর রঙে রঙিন হওয়া অর্থাৎ আল্লাহর গুণের অধিকারী হওয়া।
নবী করিম (সা.) এভাবে বলেছেন, ''তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও''।


তাই আসুন দেহকে নয় অন্তরকে পরিস্কার রাখার জন্য অন্তত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ, ভোরে কোরআন তেলায়াত, শেষ রাতে একটু জিকির করি। সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলি। সেখানেই তো জীবনের সাফল্য!

মন্তব্য ৫৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সুন্দর পোস্ট! ভালো লাগল! প্লাস।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

হাবিব বলেছেন:




প্রথম মন্তব্যের জন্য ঠান্ডা ঠান্ডা শুভেচ্ছা......
আপনার আগমনে আনন্দিত।
হ্যাপি ২০১৯

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

পবিত্র হোসাইন বলেছেন: আল্লাহ তালা বলেন:-- তোমরা দিনের দুই প্রান্তে
ও রাতের কিছু অংশে নামায কায়েম কর । নিশ্চয়ই
নেক কাজ পাপ কাজকে ডাকিয়া দেয়।এবং উপদেশ
গ্রহন কারীদের জন্য এটা বড় উপদেশ ।
(খোতবাতুল আহকাম ৪)

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৯

হাবিব বলেছেন:





"নিশ্চয়ই নেক কাজ পাপ কাজকে ঢাকিয়া দেয়"
....অত্যন্ত মূল্যবান একটা কথা মনে করিয়ে দিলেন।

পবিত্র হোসাইন, আপনাকে ২০১৯ নতুন বছরের শুভেচ্ছা........

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

আরোগ্য বলেছেন: চমৎকার পোস্ট হাবিব স্যার। শেষ ভালো যার, সব ভালো তার। বছরের শেষ পোস্টটি খুব ভালো হয়েছে। অনেক ভালোলাগা রেখে গেলাম।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

হাবিব বলেছেন:




প্রিয় আরোগ্য, সক্কাল সক্কাল আপনার উপস্থিতি আর প্রেরণা আমাকে আনন্দ দিল।
নতুন বছরের শুভেচ্ছা। নতুন দিনের পথ চলা আপনার জন্য আরো সুন্দর ও মসৃণ হোক। আমিন।

"সত্য ন্যায়ের পথের উপর জীবন যাদের
দোয়া করি সে পথ যেন হয় আমাদের।"

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

যোখার সারনায়েভ বলেছেন: আল্লাহ সবর করার তৌফিক দান করুক!

৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

হাবিব বলেছেন:





নতুন দিনের নতুন ভোরে নতুন করে বাঁচা,
নতুন বছর নতুন আলো জানাই শুভেচ্ছা।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

গহীন বালুচর বলেছেন: আপনার সবগুলো পোস্ট ই সুন্দর।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

হাবিব বলেছেন:





আপনার লেখায় দিয়ে গহীন বালুচরে একদিন ফুল ফসলে ভরে যাক,
নতুন বছরের শুভেচ্ছা.......

পুরাতনকে বিদায় দিন
এসে গেছে নতুন দিন।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: আপাতত উপস্থিতি জানান দিলাম। পরে সময় নিয়ে পড়াশোনা করে আবার আসছি ......


নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা রইল স্যারের গোটা পরিবারবর্গকে।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

হাবিব বলেছেন:





প্রিয়জনের একটু ছোঁয়ায় জ্যোৎসা নামে মনে,
আমার হৃদয় সাজে এমন যেমন সাজে কনে।
একটু কথায় মনের বাঁকে নামে ঝর্ণাধারা,
প্রিয়জনের মুখের ছবি বড় হৃদয় কাড়া।
আবার আসার সুখের আশায় আকুল হয়ে রই,
যেমন আকুল পানির মধ্যে জিয়িয়ে রাখা কই।

নববর্ষের শুভেচ্ছাতে কি দেই উপহারে,
অল্প আছে ভালোবাসা জানাই হৃদয় ভরে।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

অপু দ্যা গ্রেট বলেছেন:




স্যার আমি কয়েক দিন থেকে চেষ্টা করে যাচ্ছি নামায পরার কিন্তু পাঁচ ওয়াক্ত হচ্ছে না ।

আল্লাহ তায়লার কাছে চাই যেন পাঁচ ওয়াক্ত নামায পরতে পারি ।

খুব সুন্দর উদাহরন দিয়ে বুঝিয়ে দিলেন । ধন্যবাদ ।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

হাবিব বলেছেন:




আল্লাহর কাছে আপনার জন্য দোয়া:

আল্লাহর কথা শুনে হৃদয় মনে যার
ঈমানটা তাজা হয় প্রতি আল্লার।
নিশ্চয় সে মনে হাজারো ঈমান
একদিন তাজা হবে সে অফুরান।
জান্নাত তার তরে অপেক্ষাতে আছে
প্রিয় ভাই দোয়া করি আল্লার কাছে।
অপু ভাই প্রিয় যেমন সামু ব্লগ মাঝে
তার চেয়ে প্রিয় হোন মালিকের কাছে।

খুঁশি হয়ে চেয়ে রই আপনার পানে
শুষ্ক মন সিক্ত হবে মহানের দানে।
দুনিয়াতে যেমন আছি মিলে এক সাথে
তেমন করে মিলে যেন থাকি জান্নাতে।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

শরীফ আতরাফ বলেছেন: পড়ে ভালো লাগলো।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

হাবিব বলেছেন:




শরীফ আতরাফ বলেছেন: পড়ে ভালো লাগলো।
পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ...........

৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

সাদা মনের মানুষ বলেছেন:

৩১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

হাবিব বলেছেন:





চোখ ধাঁধানো নতুন দিনের দিলেন শুভেচ্ছা.....
সারা জীবন ভালো থাকুন এই মনের ইচ্ছা।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

হাবিব বলেছেন:




নতুন বছর ভালো কাটুক দোয়া করে যাই
নব উদ্যমে চলার চলার পথে শুভেচ্ছা জানাই।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩২

বলেছেন: শিক্ষনীয় পোস্ট!!!

দুনিয়া মুমিনের জেলখানা ---
দুনিয়া মুমিনের জন্যে পরীক্ষা ---
দুনিয়া মুমিনের আযাব ------




নববর্ষে কামনা করি আল্লাহ আমাদের সকল পরীক্ষায় ধৈর্য ধরার তৌফিক দান করুন।


আমীন --- আল্লাহ ভরসা।

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪

হাবিব বলেছেন:





দুনিয়া মুমিনের জেলখানা --
আসলেই তাই, আমরা বুঝিনা বলেই আল্লাহকে দোষারোপ করি। হতাশ হই।

নববর্ষে কামনা করি আল্লাহ আমাদের সকল পরীক্ষায় ধৈর্য ধরার তৌফিক দান করুন।
আমিন, ছুম্মাআমিন........

১২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

বলেছেন: শোনা এই আবৃত্তি
*****************
হে মোর প্রিয়জন মিনতি তোমাকে---
শোন এই আসমানী আবৃত্তি ঔদ্ধত্য ছেড়ে অবনত শিরে,
পরিহাস আর পরিহারে মর্মদন্ত শাস্তি সুনিশ্চিত, পাপিষ্ঠ সবে।
কিয়ামত দিনে সন্দিহান বিদ্রুপ পরিবেষ্টিত পার্থিব জীবে!!
জীবন - মৃত্যু একবার ঘটে তা প্রতিষ্ঠিত জালিমে!!

শোন এই আবৃত্তি চিন্তাশীল স্বজনে--
অস্বীকার করো কি তোমার নিজ জন্ম-মৃত্যু কে!
পারো কি বুঝতে জীব জন্তুর বংশ বিস্তারের মর্মকে।
আছে কি পৃর্বপুরুষ কাউকে পুনরুদ্ধারের সামর্থ্যে!!
অস্বীকৃতি দাও কি রাসুল,কিতাব আর পরকাল বিশ্বাসে!!

শোন এই আবৃত্তি যুক্তিবাদী যুগলবন্দী সবে-
অধীন কার ওগো আকাশমন্ডলী ছাদ স্বরুপে!!
সমুদ্রবক্ষে মুক্তা খোঁজ তুমি হে কার অনুগ্রহে!!
সাগর জয়ে কে দেয় সুযোগ ওগো জীবকা নির্বাহে!!
জমিনে কে দেয় মাদুর বিছিয়ে তোমার কল্যাণ নিরিখে!!

শোন এই আবৃত্তি সৎ পথের দিশারী সবে-
আল্লাহর শাস্তি কে ভয় করো একাগ্রচিত্তে,
ছাড় পাবে না কোন সম্প্রদায় নিজ কৃতকর্মে।
যার যার আমালনামা শেষ বিচারে সাক্ষি কৃতিত্বে,
মন্দ-কর্ম সেদিন উন্মুক্ত হবে নিশ্চিত সন্নিকটে ।

শোন এই আবৃত্তি স্বর্গভূমির সকলে,
প্রসংশা তার-ই ওগো আকাশ,পৃথিবী আর বিশ্বের প্রতিপালকে,
গৌরব তারি ওগো পরাক্রমশালী,প্রজ্ঞাময়ে-----
তাই মিনতি এসো আবৃত্তি করি আজ "আশ্রয়স্থলে"।

(সুরা জাছিয়াহ অবলম্বনে)


হাবিব ভাই!!
সময় করে!!
একটু দেখুন তো ভাবটা ঠিক আছে কিনা?
সম্পাদনা করে দিয়েন!!!

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

হাবিব বলেছেন:




লতিফ ভাইয়া, অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর হয়েছে......
মূলভাব একদম ঠিক আছে......

এতো সুন্দর লেখা সবার পড়ার অধিকার আছে,
নতুন করে আপনার ব্লগে প্রকাশ করার অনুরোধ রইলো........


আমি এর থেকে সনেট লিখার চেস্টা করবো ইনশাআল্লাহ.......

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

নজসু বলেছেন:



খুবই সুন্দর এবং শিক্ষণীয় পোষ্ট।

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭

হাবিব বলেছেন: শুভ সকাল সুজন ভাই। আপনার উপর শান্তি বর্ষিত হোক.......

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮

নজসু বলেছেন:

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৬

হাবিব বলেছেন:

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: HNY 2019

দারুণ একটা পোস্ট ++++

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২

হাবিব বলেছেন:





আর্কু ভাইয়া, হ্যাপি নিউ ইয়ার.....
আপনার মন্তব্য এবং প্লাস প্রদানে নতুন বছরের আনন্দটা দ্বিগুণ হলো.......

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

নাহিদ০৯ বলেছেন: বাহ্। আপনার পোস্ট বরাবর ই সুন্দর হয়। এটা বেশি ভালো লেগেছে।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪

হাবিব বলেছেন:





নাহিদ ভাই, আপনার আগমন এবং অনুপ্রেরণামূলক সুন্দর মন্তব্য দুটোই আমাকে আপ্লুত করলো.....
আপনাকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা.....

আপনার উপর শান্তি বর্ষিত হোক........

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিক্ষণীয়++++++++++

সুন্দর++++++++++++

ভাললাগা++++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯

হাবিব বলেছেন:





মো মাইদুল ভাই, এত্তো এত্তো প্লাস আর প্লাসে আমি তো প্রাই ডুবেই যাচ্ছিলাম......
অত্যন্ত আনন্দিত আপনার আগমন এবং ব্যতিক্রমী মন্তব্যে.........

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১১

নতুন নকিব বলেছেন:



অনেক সুন্দর শিক্ষনীয় একটি পোস্ট। +++

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

হাবিব বলেছেন:





নকীব ভাই, আপনার আগমন এবং মন্তব্য উভয়টি আমাকে পুলকিত করলো,..........
পোস্টে প্লাস এবং লাইক প্রদানে প্রেরণা পেলাম অনেক.....

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

নীল আকাশ বলেছেন: শুভ নববর্ষ।
চমৎকার একটা লেখা দিয়েছেন।
দুনিয়া মুমিনের জেলখানা, দুনিয়া মুমিনের জন্যে পরীক্ষাগার।
আল্লাহ যেন সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করুক।
লতিফ ভাইয়ের কবিতাটা দারুন হয়েছে। এটাকে আমি পোষ্ট দিতে অনুরোধ করছি।
শুভ কামনা রইল!

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

হাবিব বলেছেন:






ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা রইলো প্রিয় নীল আকাশ ভাই........

চমৎকার একটা লেখা দিয়েছেন।
----আপনার আগমন এবং হৃদয় হরা মন্তব্যে আপ্লুত আমি।
শত ব্যস্ততার মাঝেও মন্তব্য করে গেলেন বলে ধন্যবাদ জানাচ্ছি.....

দুনিয়া মুমিনের জেলখানা, দুনিয়া মুমিনের জন্যে পরীক্ষাগার।
আল্লাহ যেন সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করুক।

----ঠিক বলেছেন। আল্লাহ আমাদের সবাইকে এই কথা বুঝার এবং মানার তাওফিক দিন। আমিন।

লতিফ ভাইয়ের কবিতাটা দারুন হয়েছে। এটাকে আমি পোষ্ট দিতে অনুরোধ করছি।
শুভ কামনা রইল!

---আমিও লতিফ ভাইকে বলেছি আলাদা করে পোস্ট দিতে। সত্যিই দারুণ লিখেছেন লতিফ ভাই।

আপনার উপর শান্তি বর্ষিত হোক।

২০| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫২

তারেক ফাহিম বলেছেন: ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা প্রিয় স্যার।


পোষ্টে অনেক ভালোলাগা++

০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

হাবিব বলেছেন:






প্রিয় তারেক ফাহিম ভাই,
অনেক দিন পরে এলেন তাই
নতুন বছরের শুভেচ্ছা জানাই।

নতুন সূর্য নতুন ভোর নতুন কাঁচা রোদ
আল্লাহ যেন মুছে দেন সকল পাপের শোধ।

আপনার মন্তব্য এবং আগমনে ভালোলাগা জানিয়ে গেলাম.........

২১| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮

এস এম ইসমাঈল বলেছেন: মারহাবা, জাযাকাললাহ সুনদর

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

হাবিব বলেছেন:





প্রিয় ইসমাইল ভাই, আস সালামু আলাইকুম।
আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু ব্লগ আড্ডার ছবিতে আপনাকে দেখে সেই ইচ্ছাটা হাজারগুণ বেড়ে যায়।
আপনার লেখার মতোই আপনি চির সবুজ।

আপনাকে অনেক দিন পরে পেলাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আবারও বলছি, আপনাকে দেখার খুবই ইচ্ছা আছে।

২২| ০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল লিখেছেন। ভাল কামনা করছি।

০১ লা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

হাবিব বলেছেন:




আমার ব্লগে আপনার আগমন এই প্রথম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
পাঠ পরবর্তি মন্তব্যে ভালাে লাগলো।

আপনার উপর শান্তি বর্ষিত হোক.......

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর পোস্ট। যাযাকাল্লাহ খায়রান।

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

হাবিব বলেছেন:







আলহামদুলিল্লাহ, আপনার পুন:আগমনে আমি অত্যন্ত আনন্দিত.......

আপনার উপর শান্তি বর্ষিত হোক

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যানিই :)

বুঝলেন না?

হ্যাপি নিয়ার

ইংরেজীতে যদি HNY লিখতে পারে বাংলায় ইটা নয় কেনু ;) হা হা হা

নতুন বছর শুভ হোক সুন্দর হোক কল্যান বয়ে আনুক।

শুভকামনা অফুরান

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬

হাবিব বলেছেন:





যা বুলছেন ভাই,
সবই মানিয়া লইলুম.... B-)
হাজার হোক এটা একটা প্রোগ্রামিং ভাষা....... ;) :P

তবে হানি হইলে আরো ভালো হতো.....
একটু খাওয়া যেত আর কি,.......

তবে HAPPY NEW YEAR থেকে যখন এতদূর আইছে আমরা আরেকটু ওয়েট করি ....

হ্যানি থেকে হানি আসুক........ B-)

শুভকামনা অফুরান আপনার জন্যও.....

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২

এস এম ইসমাঈল বলেছেন: ছিলাম আমি ভুলের মাঝে, তুমি দিলে কূল,পথ না ভুলি তাই পাঠালে মুহাম্মদ দ: রসুল, নবীজী আনলেন সাথে দ্বীনের পাচ উসুল, দরুদ-সালাম পড়তে মোমিন করিস না তুই ভুল, দরুদ পাঠে পাবিরে তুই দীদারে রসুল।।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

হাবিব বলেছেন:




প্রিয় ইসমাইল ভাই, আপনার পুন:আগমন এবং সুন্দর কথামালার জন্য আমি সত্যিই আপ্লুত।
দোয়া করি আপনি যেন স্বপ্নযোগে রাসূলের (দ.) দীদার পেয়ে যান......

২৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

এস এম ইসমাঈল বলেছেন: আমিন, সূম্মা আমিন। আমি আপনার পোষ্টে বার বার ফিরে ফিরে আসব, দোয়া নেবার জন্য। যেভাবে পবিত্রাত্মা সাহাবায়ে কেরাম আলাইহিমুস সালাম, খালি ব্যাগ নিয়ে বাজারে যেতেন সালামবিনিময়ের জন্য। ধন্যবাদ, খুব ভাল থাকবেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

হাবিব বলেছেন:





আসসালামু আলাইকুম।
আপনার জন্য মন থেকে দোয়া করি দাদা।
আপনার জন্য সুস্থতার দোয়াও করি সব সময়.......
আপনার সাক্ষাতের আশায় রইলাম..........

আপনার সাথে কথা বললে আল্লাহর কথা স্মরণ হয়.....

২৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০২

মাহমুদুর রহমান বলেছেন: পোষ্টে অজস্র ভালো লাগা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

হাবিব বলেছেন:




অশেষ কৃতজ্ঞতা ও সালাম জানিয়ে গেলাম মাহমুদুর রহমান ভাই .........
আপনার জন্য সতত সুস্থ থাকার দোয়া করছি.......

২৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

ইসলাম ইন লাইফ বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দিন!

০৫ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

হাবিব বলেছেন: আমিন, ছুম্মা আমিন......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.