নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

ব্লগে আমার শততম পোষ্ট: দিতে পারিনি কিছুই পেয়েছি অনেক!

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪



ব্লগে এসেছি অক্টোবরের ১ তারিখ ২০১৮ তে। প্রথমে এসেছিলাম সময় কাটানোর জন্য, পেলাম ভালোবাসার এক প্লাটফর্ম। প্রথম কবিতাটা লিখতে খুব কষ্ট হয়েছিলো, কারণ ব্লগে আসার আগে আমি কোনদিন গল্প বা কবিতা লিখিনি। তাই বলছি, ব্লগে এসে অনেক ভালো ভালো লেখা পড়েছি, পড়ছি নিয়মিত কিন্তু কিছুই দিতে পারিনি। ভার্চুয়াল জগতেও যে একে অপরের জন্য এতটা টান-ভালোবাসা থাকতে পারে তা হয়তো সামু ব্লগে না আসলে অজানায় থেকে যেত। সবার উৎসাহ আর ভালোবাসাতে শিখছি নিয়মিত। কৃতজ্ঞতা এ ব্লগের কলা-কুশলীদের এবং সকল ব্লগারদের প্রতি।



ব্লগে নিয়মিত এতো এতো ভালো ভালো লেখা আসে যে সবগুলোপ্রিয়তে নিলে প্রিয়র সাগর হয়ে যেত। তার পরেও কিছু ব্লগ শেখার প্রয়োজনে প্রিয়তে নিয়ে রাখলাম।

আমার প্রিয় ব্লগ:

১) সামু পাগলা০০৭: সামু ব্লগারদের প্রকারভেদ এবং ব্লগীয় জীবনের নানা মুহূর্তে তাদের প্রতিক্রিয়া জানাতে সামুপাগলা নিয়ে এলো ফান ফটো ব্লগ!
২) শাহেদ খান: [link|https://www.somewhereinblog.net/blog/shahedk/29885842|মা :: কাব্য-সংকলন [এখন পর্যন্ত সংকলিত - ৫৪টি]]
৩)ফ্রাঙ্কেস্টাইন: আসুন একটু দেখি সঙ্গীত ও কাব্য সম্পর্কে ইসলামের মতামত কি? (২৫- ১০-২০১০)
৪)Onim: বউ কত প্রকার ও কি কি
৫) মিয়া মুস্তাফিজ: তুরস্ক সরকারের বৃত্তি আবেদনের সময় এখন - মার্স্টাস, পিএইডি
৬) মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস): লেখালেখি বনাম সময়ের ক্যালকুলাস! লেখালেখির একাল সেকালঃ লেখক যখন ব্লগার কিংবা লেখক বনাম ব্লগার...!
৭) শায়মা: অসম্পর্কের ঋণে ঋণী আমি যেই জনা...আমার খলিল মাহমুদ ভাইয়া ও তার বই এবং আমি
৮) সামু পাগলা০০৭: সহায়তামূলক পোষ্ট; সামুতে স্ট্র্যাগলিং নতুন ব্লগারদের কমন পাঁচটি প্রশ্নের উত্তর। নতুন ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি।
৯) সনেট কবি: সনেট কাব্যে আল-আসমাউল হুসনা ও একটি বিশ্ব রেকর্ড
১০) পদ্ম পুকুর: সামহোয়্যারইন দশকাহন
১১) শিখা রহমান: বৃষ্টি চিহ্নিত ভালোবাসা ( প্রথম পর্ব)
১২) মোঃ মঈনুদ্দিন: কিছু গুরুত্বপূর্ণ ওয়েব সাইটঃ যারা শিখতে চায়, শিখাতে চায় তাদের জন্য।
১৩) নীল আকাশ: গল্প - নাবিলা কাহিনী - পরিণয়!
১৪) মো: মাঈদুল সরকার: ব্লগীয় হাল চাল-২০১৮ আমার চোখে ভাললাগা( সর্বাধিক পঠিত, মন্তব্য, লাইক ও প্রিয় প্রাপ্ত পোস্ট)
১৫):):):)(:(:(:হাসু মামা: ২০১৮ সামুর ১০ তম শুভ জন্মদিন
১৬) বিবর্ন সভ্যতা: প্যারেন্টিং - ভুল পদ্ধতির দীর্ঘস্থায়ী ক্ষতি ও পরামর্শ
১৭) নতুন নকীব: অসম্ভব সুন্দর কন্ঠের অধিকারী কয়েকজন ক্কারী, যাদের কুরআন তিলাওয়াতে মুগ্ধ বিশ্ববাসী

ব্লগে আসার অল্প কিছু দিনের মধ্যেই সবার ভালোবাসা পেয়ে মুগ্ধ আমি। তাদের ভালোবাসা দিয়েই একটি মালা গাঁথার চেষ্টা।

আমাকে উৎসর্গ করে যারা ভালোবাসার বাঁধনে বেঁধেছে:

১)লিখেছেন প্রিয় ব্লগার নীল আকাশ: তোমার স্ত্রী, তোমার অনুপমা সঙ্গী!
২)লিখেছেন প্রিয় সনেট কবি: শীত এবং ব্লগার হাবিব স্যার
৩)লিখেছেন যুক্তি না নিলে যুক্তি দাও: মেস জীবন (উৎসর্গঃ হাবিব স্যার)
৪) লিখেছেন প্রিয় ব্লগার, গল্প ও কবিতাতে যার জুড়ি মেলা ভার, রহমান লতিফ(ল)ভাই: সংসার
৫) ব্লগের সবচেয়ে বয়োজোষ্ঠ্য ব্লগার শ্রদ্ধেয় এসএম ইসমাইল ভাই: সহ ব্লগার সুপ্রিয় হাবীব স্যার, কে এক ভক্তের বিনীত নিবেদন

আমার জন্মদিনে যারা আমাকে নিয়ে লিখেছেন:
১) প্রিয় আরোগ্য:শুভ জন্মদিন হাবিব স্যার
২) প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাই:শুভ জন্মদিন হাবিব স্যার
৩) প্রিয় সনেট কবি: শুভ জন্মদিনে হাবিব স্যার
৪) প্রিয় মো: মাঈদুল সরকার: ২০১৮ সালের সামুর নতুন তারকারা

শুরু হলো ব্লগিং। জীবনের স্মরণীয় মূহুর্ত। প্রথম মন্তব্য আমাকে ভীষণ ভাবে আপ্লুত করেছিলো।

*** ব্লগে আমার প্রথম কবিতা: জলবায়ু হুমকিতে এটি শুধু ব্লগের না, আমার জীবনেরও প্রথম কবিতা। পোস্টে প্রথম মন্তব্যকারী প্রিয় রাকু হাসান ভাই। প্রথম লাইকদাতা প্রিয় ব্লগার কাউসার চৌধুরী ভাই। প্রথম পোস্টে ৩য় মন্তব্য করে ব্লগে স্বাগতম জানিয়েছিলেন প্রিয় ব্লগার বিজন রয়। ব্লগটি ৪৮ বার পঠিত হয়েছিল। প্রথম পোস্টে দেয়া রাকু হাসান ভাইয়ের দুইটা পোস্টের লিংক খুব কাজে দিয়েছিল।
১।সামু ব্লগের সহজ পাঠ!! (অনভিজ্ঞদের জন্য)
২।সহায়তামূলক পোষ্ট; সামুতে স্ট্র্যাগলিং নতুন ব্লগারদের কমন পাঁচটি প্রশ্নের উত্তর। নতুন ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি।

আমি কবিতা ছাড়াও অন্যান্য লেখা দেয়ার চেষ্টা করেছি। যার মধ্যে ১টা পোস্টে কোন মন্তব্য আসেনি। ব্লগটির নাম ছিল পত্রিকা খুললেই জামায়াত।

অন্যগুলো হলো:
১।বৃদ্ধাশ্রম নয় ঘরই হোক প্রবীনদের শেষ জীবনের আশ্রয়।
২।প্রানের ভিতর বাহির: প্রান কোম্পানীর পণ্যে ভেজাল নিয়ে একটি লেখা ছিল।
৩।আমার একটা প্রশ্ন ছিলো! আমি জানতাম ব্লগে সেফ হতে অনেক পরিশ্রম সাধনার প্রয়োজন। কিন্তু মাত্র দুইটা পোস্ট করে সেফ হওয়া একজনকে দেখে মনে প্রশ্ন জেগেছিল। পরে অবশ্য আমার ভুল ভাঙেছে!
৪।একটি "চামেলি" ফুলকে বাঁচানোর আবেদন। জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক চামেলী খাতুনকে নিয়ে ছিলো ব্লগটি।
৫। তোমরা আল্লাহর রঙে রঙিন হও!
৬। "একটা ভোটের মূল্য আছে, ভোট দিবেন না কলাগাছে" এবং শিয়াল পন্ডিতের গল্প! ভোটের আগের দিন লেখা। কিন্তু লাভ হয়নি।

হালকা কৌতুকীয় পোস্ট: বউয়ের কথায় ওঠাবসা। পোস্টে একমাত্র মন্তব্যকারী রাকু হাসান ভাই ব্লগটি পড়ে বলেছিলেন, হা হা হা..... শুভকামনা!

কিছু প্যারডি কবিতা লিখেছিলাম:
১। বনফুলের গরু কবিতার প্যারডি: বিবাহিত পুরুষ
২। কাজের লোক কবিতার প্যারডি: অ-কাজের লোক
৩। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অনুকরনে রচিত:চির তৈলাক্ত মম শির
৪। সবার আমি ছাত্র কবিতার অনুকরনে রচিত: ইসলামের শিক্ষা। কবিতার একমাত্র মন্তব্যকারী প্রিয় ব্লগারে সনেট কবি বলেছিলেন "সুন্দর+"
৫। কবি শামছুর রহমানের তুমি আসবে বলে কবিতার প্যারডি। কোটা আন্দোলনকে কেন্দ্র করে লেখা:তুমি আসবে বলে

কমেডি নির্ভর ছড়া-কবিতা লেখার চেষ্টা ছিলো:
সাম্প্রতিক ছড়াঃ অনু কাব্য, সাম্প্রতিক ছড়ার মেশিনঃ অনুকাব্য-০২, বাঁশকাব্য, চারিদিকে হারবাল, জলদি ডাকো কাজী।, চিঠি এসেছে। "খুচরা আধুলি"


প্রেমের কবিতা লেখার চেষ্টাও করেছিলাম:


১। জ্যামিতিক ভালবাসা। প্রেমের কবিতার মধ্যে আমার কাছে এই লেখাটি বেস্ট লেগেছে। প্রিয়তে নিয়েছিল দুইজনে। একজন নজসু (প্রিয় সুজন ভাই), আরেকজন কে জানিনা। প্রিয় ব্লগারদের মধ্য থেকে নীল আকাশ, সনজিত, বিজন রয়, পদাতিক চৌধুরি, কাওসার চৌধুরী, স্রাঞ্জি সে পোস্টটি লাইক করেছিলেন। মন্তব্য এসেছিলো ২১ টি। লেখাটি আমার সেফ হওয়ার আগে লেখা। ব্লগটি ২৬১ বার পঠিত হয়েছিল।
২। প্রেমের ব্যাকরণ। কবিতাটিও আমার অনেক পছন্দের একটি কবিতা। প্রিয়তে নিয়েছিলেন দুইজন। প্রিয় কবি ব্লগার সনজিত ভাই, আরেকজনের নাম জানা যায়নি।
৩। প্রেমিকা রূপে নারীঃ ১ম অংশ। কবিতাটি অনেকেই পছন্দ করেনি বলে ২য় পর্ব দেয়া হয়নি।
৪। কতটুকু ভালোবাসো আমায়?
৫। বৃক্ষসম প্রেম
৬। কোথায় পাবো তারে?
৭। উচ্চ মাধ্যমিক প্রেম-১ম পত্র। ২য় পত্র লেখা আছে, সময় করে দিয়ে দেব।
৮। আমি বর তুমি কনে।
৯। তুমিই কি কবিতা?
১০।তুমি থাকলে,
১১।তোমাতেই ডুবে মরি!,
১২। তোমার স্পর্শ উল্লাসে!,
১৩।একদিনে কি হবে?,
১৪।তোমারই জন্য....

নারী বিষয়ক কবিতা:

১) মায়ের দশ হাত,
২) বিজয়লক্ষ্মী নারী,
৩)নারী তোমার জন্য,

অন্যান্য:

১) প্রিয় বাবাকে নিয়ে লেখা কবিতা: তিনিই বাবা বাবা
২) কারো পৌষমাস কারো সর্বনাশ
৩) বাঁচতে চলো গ্রামে যাই
৪) নামাজ
৫) রাতের শেষ প্রহরে
৬) সমাবেশ-হরতাল

৭) নতুন বাবা হবার বাসনা নিয়ে লেখা:আমি যখন বাবা হবো।
৮) টাঙ্গাইলের কান্দাপাড়ায় এক মেয়েকে বেঁচে দেয়া হয়েছিল। তার স্মরণে।পতিতা।
৯) মেসে থাকা স্মৃতি নিয়ে লেখা: মেস জীবনের কাব্য-০১।
১০) সুখের আশায় বসে বসে গাই গান:সুখ আসবেই এবং সুখ
১১) বঙ্গবন্ধু স্মরণে: ঘরে ঘরে দুর্গ চাই
১২)নীতিহীনের নেতৃত্ব কেন?-নীতিহীনের নেতৃত্ব!
১৩) সামুতে দেয়া একটা বিজ্ঞাপন নিয়ে মজা করেছিলাম:আপনি কি অক্ষম?
১৪) পোশাক কারখানার শ্রমিকদের উপর নির্যাতন আর ভালো লাগেনা: গার্মেন্টস শ্রমিক।

***আমার জীবনের প্রথম গল্প লেখার চেষ্টা: গল্প: ভদ্রতা- (২য় পর্ব)
***বাংলা ব্লগ দিবসে লেখা আমার লেখা: সবাইকে বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা

সূরার কাব্য অনুবাদ:
১)মুনাজাতে প্রার্থনাঃ ফাতিহা
২)আশ্রয় চাই রবের নিকটঃ সূরা নাস ও ফালাক
৩)আল-কাওসার
৪)রবের পরিচয়ঃ ইখলাস
৫) সূরা আর-রাহমান: পাপ-পূণ্যের প্রতিদান

ভেষজ কবিতা:
১) শিমের গুনাগুন,
২) আমড়ার গুণ

স্বাধীনতা নিয়ে লেখা:
১)একটি পতাকার জন্য
২) আমিই বাংলাদেশ

সূরার সনেট:

*** আমপারার ১০টি সূরার সনেটিয় অনুবাদ: ১০টি সূরা
***সর্বশেষ অনুবাদ করার সূরা বুরূজের অনুবাদ মজবুত দূর্গ

সহজ স্বীকারোক্তি:

***আমার সবচেয়ে প্রিয় ছড়া: কি মজার ইস্কুল! এবং বউটা রেগে আগুন!
***আমার ২টি ছবি ব্লগ: অবশেষে গ্রামেঃ ছবি ব্লগ এবং "হুমায়ূন আহমেদ স্যারের" কাছাকাছি নুহাশ পল্লীতে একদিনঃ একটি সনেট ও কিছু ছবি ৫ মেগাপিক্সেলের মোবাইল ক্যামেরায় তুলেছিলাম।
***সেফ হওয়ার পরে যে পোস্ট দিয়েছিলাম: আমি সেফ হয়েছি বলে১৮ টি পোস্ট করে ৮ দিনে সেফ হয়েছিলাম। অবশ্য এই বিষয়টা আমার জন্মের ৮কাহনে দেয়া হয়নি ভুলে।
*** সবচেয়ে বেশি প্রিয় প্রাপ্ত ব্লগ: "হুমায়ূন আহমেদ স্যারের" জন্মদিন উপলক্ষে "একটি সনেট" এবং "তাঁর প্রায় সব নাটক-সিনেমা ও ২০০+ বইয়ের ডাউনলোড লিংক" একসাথে।
***অনেকেরই আমার নামের শেষে স্যার শব্দটা নিয়ে প্রশ্ন করেছেন। তাদের উদ্দেশ্যেই লেখা।আমার পরিচয়।
*** আমার জন্মদিন ৮ অগ্রায়হনে লেখা জন্মের আটকাহন: আজ আমার জন্মদিন এবং সদ্য প্রতিষ্ঠিত সামু বিশ্ববিদ্যালয়ে ১ম ছাত্রের স্বীকৃতি পাবার আনন্দে আমার বাড়িতে সবাইকে নিমন্ত্রণ।
***জন্মদিনের উপহার নিয়ে লেখা: শুকনো খড়ের ঘ্রাণ এবং জন্মদিনের উপহার ও অল্প রম্য
***বিবাহ বার্ষিকীতে লেখা: একসাথে পথ চলার ৫ম বর্ষে আমরা

### দ্বিতীয় সর্বোচ্চ প্রিয়তে নেয়া পোস্ট এটি: ফিরে দেখা সাহিত্যাঙ্গন: সাহিত্য সালতামামি-২০১৮। প্রিয়তে নিয়েছেন ৬ জন, লাইক ১৯জন।

** প্রিয় ব্লগার আরোগ্যর জন্মদিনে লেখা: "আরোগ্য'র" জন্মদিনে "সনেটিয় শুভেচ্ছা" ও একটি চিঠি।
** প্রিয় সনেট কবিকে নিয়ে লেখা: "সনেট কবিকে" নিয়ে "সনেট" রচনা এবং প্রিয় “সনেট কবির” প্রতি কৃতজ্ঞতা


ভালোবাসার কিছু নমুনা ও মজার কান্ড:

১) আর কারো সাথে কমেন্টস করা নিয়ে পাল্লা হয় কিনা জানিনা। প্রিয় সুজন (নজসু) ভাই যেভাবে আমার সাথে পাল্লা করে তাতে আমি সত্যিই মুগ্ধ। কাঁদো কাঁদো একটা বাচ্চার জিআইএফ দিয়ে সুজন ভাই যেমন মজা পায় আমি তার চেয়ে বেশি মজা পায়। অনেকে বুঝেন না বিষয়টা। এক পোস্টে শিখা রহমান আপু তো বলেই বসলেন, "কি হয়েছে হাবিব স্যারের? উনিই বা কাঁদছেন কেন?" এমন মিলের কারনেই ব্লগটা আরো বেশি প্রাণবন্ত মনে হয় আমার কাছে।

২) প্রিয় ব্লগার, গল্পের জাদুকর নীল আকাশ (পূর্বের নাম নীলআঁকা৩৯) ভাইকে আপু মনে করতাম। একটা কমেন্টসের উত্তর দিতে গিয়ে বললাম "নীলআঁকা আপুমনি"। পরের মন্তব্যে আমাকে জানিয়ে দিলেন উনি আপু নন, ভাইয়া। আমি তো লজ্জা পেয়ে গেলাম। কি আর করা কোন মতে সামলে নিলাম পরিস্থিতি। তার পরেই নীলআঁকা থেকে হয়ে গেলেন নীলআকাশ। এমন লিঙ্গ পরিবর্তনে (বাস্তবে নয়, নামের ক্ষেত্রে) আমার মতো কে কে মজা পেয়েছেন আওয়াজ দিয়েন!!

৩) "তিনিই বাবা" কবিতায় একজন বাবা কেমন হয় সে চিত্র তুলে ধরার চেষ্টা করেছিলাম। এক মন্তব্যে গুল্লু গুল্লু বাচ্চার ছবি দেয়া সুজন (নজসু) ভাই এসে মন্তব্য করলেন। মন্তব্যে বললেন, "বাবা মানে শুধুই বাবা"। আমি তো ধারণা করেছিলাম এতো সুন্দর বাচ্চার ছবিটা নিশ্চয় তার নিজের। তাই প্রতি মন্তব্যে বললাম, "সকাল বাবাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি......আপনার প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করছি.....কারণ আপনিও একজন বাবা.......কিন্তু আমার এখনো সন্তান হয়নি......তবে আমিও বাবা, কারণ আমার দুই ফুফু সব সময় আমাকে বাবা ডাকে। আমার দাদা মারা যাবার পর থেকে বেশি ডাকে। ফোন দিলেই বলে "কেমন আছো বাবা?" আমারও খুব ভালো লাগে। তারপর যা হবার তাই হলো। পুন:মন্তব্যে জানতে পারলাম সুজনের কপালে এখনো বউ জুটেনি, বাচ্চা হবে কি করে!! সুজন (নজসু) বলেছিলেন: ধূর আমি তো এখনও বিয়েই করিনি। বাবা হবো কোত্থেকে? :-B আমি বললাম, "হায় হায় কয় কি...... :P তাহলে প্রোফাইল পিক কার? :|" হা হা হা........ এভাবেই চলতে থাকে ভাবের আদান-প্রদান।

এখন অবশ্য সুজনের বিয়ের জন্য পাত্রির সন্ধান চলছে..... ব্লগার পাত্রি হলে ভালো হয়। কেউ রাজি থাকলে আওয়াজ দেবার অনুরোধ রইলো!!! শায়মা আপু ভালো রান্না পারেন, কনেও সাজাতে পারেন। তাই শায়মা আপুকে কনে সাজানোর দায়িত্ব দেয়া হবে। আমি টুকটাক বিয়ে শাদীতে যাওয়ার দরুন বিয়েও পড়াতে পারবো। তাই আমি কাজীর দায়িত্ব নিয়েছি। পদাতিক দাদা, লতিফ ভাই, আরোগ্যও আছে আমার সাথে। টিমে আরো কিছু লোক নিয়োগ দেয়া হবে। নিয়োগ ফর্ম সুজন অনলাইনে পাওয়া যাচ্ছে।

ভালো লাগা কিছু মন্তব্য থেকে তোলে ধরছি:

সবার মন্তব্যই আমাকে আনন্দ দেয়। অনুপ্রেরণা জোগায় নতুন লেখার। ৯৯ টি পোস্টের যে ভালাে লাগার মন্তব্য আছে তা একত্র করলে পড়তে দিন লেগে যাবে। সেখান থেকে শুধু "জ্যামিতিক ভালোবাসার" সেফ হবার আগের) কয়েকটি মন্তব্য দিলাম।

১) "জ্যামিতিক ভালোবাসা" লেখায় পদাতিক চৌধুরি বলেছেন: অসাধারণ!! এক কথায় মনোমুগ্ধকর । স্যার এখনও পর্যন্ত আপনার শ্রেষ্ঠ কৃত্তি । একটি কথা বলছি, আপনি শীঘ্রই সেফ হবেন। সেদিন এই কবিতাগুচ্ছটি আবার দেবেন। এমন কবিতা সবার পড়া দরকার। আজ আপনি সত্যেই স্যার। ++++ কবিতায় একরাশ মুগ্ধতা । শুভকামনা ও ভালোবাসা স্যার আপনাকে ।

২) নীল আকাশ বলেছেন: অনেক, অনেক দিন পরে অসম্ভব সুন্দর একটা লেখা পড়লাম। আমার এখন খারাপ মনটাও একটু একটু ভালো লাগছে। কি চমৎকার ছন্দে লেখা কবিতা, কি সুন্দর মনের অভিব্যক্তি, দারুন! আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন, আমি আমার মন থেকে বলছি। শুভ কামনা রইল। এই মন্তব্যের ছন্দে উত্তর দিয়েছিলাম এই ভাবে:

নীল আঁকা আপুমনি
কমেন্টস টা করে তুমি
আনন্দের বৃষ্টিটা নামালে,

কি করে যে কই আমি
তোমার কথাতে আমায়
এই প্রথম মনেতে ধরালে।

একা থাকা যায় কি ভালো
তোমাকেও পাশে চাই
ছেড়ে কভু যেওনা,

কত কথা গান হবে
প্রয়োজনে মান হবে
মনে দুঃখ নিয়ো না।

তারপর, বাকিটা ইতিহাস!!!!

৩) "প্রেমের ব্যাকরণ" লেখায় নীল আকাশ বলেছেন: কে আপনাকে স্যার নিক রাখতে বলছে? :( এখনই এটা পাল্টে প্রফেসর রাখুন! ;) প্রতি দিন আপনার লেখা পড়ি আর আগের দিনের চেয়ে বেশী মুগ্ধ হই! :`> ভালো লাগা রেখে গেলাম!

(সময় সুযোগ বুঝে পোস্ট আপডেট করা হবে ইনশাআল্লাহ.......)

সব শেষে প্রার্থনা সনেটের মত গোছানো হোক সবার জীবন:সনেটের মতো জীবন

সবগুলো ছবি নেট থেকে নেয়া।

মন্তব্য ৭৬ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪

নজসু বলেছেন:


হাজির। :-B

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩

হাবিব বলেছেন:





ইয়েস স্যার। আপনার উপস্থিতি শুভ হোক। শততম পোস্টে প্রিয় সুজন ভাইয়ের দেখা পাওয়া বড়ই আনন্দের। আপনাকে চা পানের দাওয়াত দিয়ে ঘুম নষট করার ইচ্ছা নেই। টাঙ্গাইলের চমচমের দাওয়াত.....

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭

নজসু বলেছেন:




একটা তথ্য যোগ করে দেই প্রিয় স্যার।
ব্লগে সর্বপ্রথম আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে নজসু। :-B

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪

হাবিব বলেছেন:






ও আমার প্রিয় ভাই, সত্যি বলছি........
এই তথ্যটি আমি যোগ করতে চেয়েছিলাম, কিন্তু আপনার কান্না বাবুর ছবিটি পাইনি....
প্লিজ আমাকে মেইল করে দেন। আমি ইডিট করে দেব।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাই, পোস্ট আপডেটেড । আপনি আবার পালাইয়েন না.......

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯

নজসু বলেছেন:









ব্লগে আপনার জন্য সবচেয়ে বেশি কেঁদেছে নজসু।
ঠিক এইভাবে- :-B

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

হাবিব বলেছেন:







প্লিজ ছবিটি মেইল কইরেন।

এই যে আপনি কান্নার ছবি দিয়ে লুকিয়ে লুকিয়ে হাসছেন, আমি দেখছি কিন্তু

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬

তারেক ফাহিম বলেছেন: প্রিয় হাবিব স্যার,

ব্লগে আপনার গঠন মুলক মন্তব্য, সূরাকারে সনেট, মন্তব্য- প্রতিত্ত্যরের উপস্থিত কাব্যিক মন্তব্য, কবিতা সব মিলিয়ে আপনাার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা বেড়েই চলছে।

অল্প ক দিনে আপনি শততম পোষ্ট দিয়েছেন জেনে ভালোলাগছে। আপনার জন্য শুভকামনা সব সময়।

আপনাকে উৎসর্গ করা ব্লগে শততম পোষ্টের খবর প্রথম দিয়েছি, কিন্তু শততম পোষ্টে প্রথম মন্তব্যকারী হতে পারলামনা :((

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪২

হাবিব বলেছেন:




প্রিয় তারেক ফাহিম ভাই, আল্লাহর দয়া আর
আপনাদের ভালোবাসা আমাকে এতো কিছু শিখিয়েছে/.........
কৃতজ্ঞতা জানবেন.........

নজসু ভাইয়াকে পেছনে ফেলা ছোট কথা নয়......
তবুও আপনাকে অভিনন্দন।
আপনার কথা আমাকে আপ্লুত করলো.......

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩

হাবিব বলেছেন: ফাহিম ভাই, পোস্টের শেষের অংশ আপডেট করা হয়েছে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: ব্লগ এবং ব্লগিং মিলে আপনার জীবন হোক আনন্দময়।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

হাবিব বলেছেন:





আপনার প্রার্থনা মঞ্জুর হলে
আনন্দে দিন যাবে সব্বাই মিলে
ভালোবাসা বেশি হবে আমাদের দিলে
কমেন্টসটা দেখে দেখে চমকালো পিলে!!!

শুভ সকাল ও মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ রাজীব ভাই.........

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

নতুন নকিব বলেছেন:



অসাধারন স্মৃতিচারনমূলক পোস্ট!

বড় হোন। অনেক দূরের সফরে সফলতার সাথে এগিয়ে যান, দুআ অনিঃশেষ।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

হাবিব বলেছেন:




মধুময় হয়ে যাক অতীতের স্মৃতি
ব্লগ আর বাস্তবে খুব হোক প্রীতি
আমাদের দেশেতে আসে যেন নীতি!!

অসাধারণ মন্তব্যে ভালো লাগা জানবেন।

পোস্ট আপডেট করা হয়েছে........

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৯

আরোগ্য বলেছেন: হাবিব স্যার বুড়া হয়ে গেলেন। ;)শততম পোস্টে জানাই শতবার অভিনন্দন। ব্লগিং চলতে থাকুক শেখ হাসিনার গতিতে। :P

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০১

হাবিব বলেছেন:




হাবিব স্যার বুড়া হয়ে গেলেন।
....................................
চুলগুলো পাকছে দেখে মনে হয়
বুড়া হয়ে যাচ্ছি মনে তাই ভয়
পূণ্য না করে জীবনটা গেলে
পরকালে নসীবে বেহেসত না মিলে!!

শততম পোস্টে জানাই শতবার অভিনন্দন।
..........................................................
তোমাদের জন্যেই এত এত পোস্ট
কমেন্টসটা দারুন: "খেয়ে যাও রোস্ট"


ব্লগিং চলতে থাকুক শেখ হাসিনার গতিতে।
..........................................................
এইটা কি কথা হলো কিচ্ছু না বুঝি
হাসিনার গতি কি পেলাম না খুঁজি
কত কত গতি পরি পদার্থে রোজি
অবশেষে বুঝলাম তুমি এ পাজি!!

৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সেঞ্চুরিতে অভিনন্দন B:-/
আশাকরি ডাবল, ট্রেবল করে এ ধারা চলতেই থাকবে.....

আপনার জন্য গুনেগুনে ৮টা হাসির ইমোঃ :) :) :) :) :) :) :) :)

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৭

হাবিব বলেছেন:




সেঞ্চুরিতে অভিনন্দন:
...............................

সেঞ্চুরি এক দুই তিন যত হবে
আশা করি চিরদিন পাশে পাশে রবে!
ভুল হলে শোধরাবে ভাই মনে করে
চিরকাল এ বাঁধনে বেঁধে রেখো মোরে !

আপনার জন্য গুনেগুনে ৮টা হাসির ইমোঃ
....................................................

মুখ ঢেকে নয় দাঁত দেখিয়ে একটু হাসি দাও
বিনিময়ে ছন্দ ছড়া মিষ্টি কথা নাও!

৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখায অভিনত্ব,
আমি বাকরুদ্ধ!
শততম পেস্টে
হাবিব স্যারকে
শুভেচ্ছা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

হাবিব বলেছেন:




লেখায় অভিনবত্ব, আমি বাকরুদ্ধ :
......................

শ্রদ্ধেয় নূর ভাই
উত্তরে বলে যাই
ভালোবাসা বাঁধনেই জড়ালে!

কথা শুনে মনে হলো
কত তুমি বাসো ভালো
যেয়ো নাকো' মন থেকে আড়ালে!!

শততম পোস্টে হাবিব স্যারকে শুভেচ্ছা:
.................................................

দোয়াটা চেয়ে যাই
প্রার্থনা হাতে তাই
মনে রেখো মোর কথা!

শুভেচ্ছা বার্তায়
কর্তী ও কর্তায়
মিলে যেন রই সদা!!

১০| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

তারেক ফাহিম বলেছেন: নজসু ভাইয়াকে পেছনে ফেলা ছোট কথা নয়...... একেবারে খাঁটি কথা, হাতে নাতে প্রমাণ করলো, থার্ড ডিভিশনেও উঁনি :|
দেখলেন ভাই, প্রথম হতে পারিনি ভাবলাম ২য় হব, তাও হইনি, ৩য়তেও প্রিয় গুরু :D

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২০

হাবিব বলেছেন:





প্রথম মন্তব্য সুজন ভাইয়ের জন্য,
২য় মন্তব্য সুজনের কর্তীর জন্য,
৩য় মন্তব্য সুজনের প্রথম বেবির জন্য........ ... B-)

আরেকটা বেবি হলে ৪ নাম্বারেও চান্স পাওয়া কষ্ট হতো......হা হা হা

১১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

বলেছেন: মাশাল্লাহ!!! মাশাল্লাহ!! মাশাল্লাহ!!!


একদিন আকাশ ছোঁয়ার কামনা রইলো যে আকাশে মেঘ নেই শুধুই ভালোবাসার আবীর মাখা।

আপনার সব পোস্টগুলোতে চুম্বন দেয়া যাবে --- দারুণ সমৃদ্ধশালী স্মৃতি।

ভালো থাকুন সবসময়।
আমিও আপনাকে একটা উৎসর্গ করেছিলাম সংসার নামক কবিতাটা।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

হাবিব বলেছেন:




আমি অত্যন্ত দু:খিত যে পোস্ট টি যোগ করা হয়নি প্রিয় লতিফ ভাই......
পোস্ট আপডেট করা হয়েছে।

একদিন আকাশ ছোঁয়ার কামনা রইলো
...............................................

আকাশ হত খোদার রহম শান্তিধারা পেলে
আকাশ ছোঁয়ার ইচ্ছা আমারা থাকবেনা আর দিলে!

মেঘ না হলে কেমনে হবে শান্তি বাদলধারা?
বৃষ্টি হলেই ধরা সবুজ মন দিয়ে যায় নাড়া!

বৃষ্টি-বাদল আবীর-মেঘে পূর্ণ সবার মন
এখান থেকেই সবার ঘরে গোলা ভরা ধন!


আপনার মন্তব্য সবসময় ভালোলাগার অনুভূতি জন্ম দেয় হৃদয়ে.......

১২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১২

নতুন-আলো বলেছেন: দোয়া করি আরো ভালো কিছু করেন পোস্ট এ +্

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

হাবিব বলেছেন:



পূর্ণ হোক আপনার আশা
নিয়েন কিছু ভালোবাসা!

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩

ঝিগাতলা বলেছেন: I wish may fulfill your heart and soul

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

হাবিব বলেছেন: আল্লাহ আপনার আশা পূর্ণ করুন

১৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

ভুয়া মফিজ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা।

দারুন কয়েকটা গল্প পোস্ট করেন, পড়ি। :)

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬

হাবিব বলেছেন:





ভুয়া মফিজ ভাই........
আপনার গল্প পড়ে পড়ে একটা গল্প লিখার চেষ্টা করতেছি........
দোয়া করবেন।

শুভেচ্ছা গ্রহণ করলাম। ধন্যবাদ ভাই

১৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৬

নীলপরি বলেছেন: আপনাকে অনেক শুভকামনা ।
হ্যাপী ব্লগিং

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

হাবিব বলেছেন:




প্রিয় ব্লগার আপু নীলপরি, আপনার আগমন আমাকে আনন্দিত করলো........
অনেক অনেক প্রীত হলাম

১৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৪

মাহমুদুর রহমান বলেছেন: অভিনন্দন আপনাকে।ভালো থাকুন সুখী হোন।

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

হাবিব বলেছেন: প্রিয় মাহমুদুর রহমান ভাই, সেই প্রথম থেকে আপনি সাথে আছেন, থাকবেন আগামী দিনগুলোতেও আশা করি।
আপনার প্রার্থনা কবুল হোক। আপনার মন্তব্যে অন্য রকম ভালো লাগা খুঁজে পেলাম.......

১৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৭

নীল আকাশ বলেছেন: হাবিব ভাই,
আপনার ব্লগীয় জীবন আমার ব্লগের সাথে বেশ ভাল ভাবেই মিশে আছে। যতটুকু মনে পড়ে, তখনও আপনি সেফ হন নি। আমি যেয়ে যেয়ে আপনার কবিতা গুলি পড়ে আসতাম আর আরও ভাল ভাল লেখার জন্য উৎসাহ দিয়ে আসতাম। ঐ সময়ে আমার সব সময় মনে হতো, আপনি খুব ভাল একজন কবি হতে পারবেন। আমি ভুল বলিনি!

আপনি ব্লগে আমার পছন্দের একজন কবি। তাই আমার লেখা শ্রেষ্ঠ প্রবন্ধটাই আপনাকে উৎসর্গ করেছি। আপনি আমার একটা গল্প থেকে আবার ২য় পর্ব লেখার চেস্টা করেছেন। আমি বলব আবার শুরু করুন। লেখকের লেখার কোনই সীমাবদ্ধতা থাকা উচিৎ নয়।

আমার অন্যতম সেরা সৃস্টি, পরিণয় গল্পটা এই লিস্টে রাখার জন্য কৃতজ্ঞতা রইল।

আজকে ১০০ তম পোষ্ট দেবার জন্য আপনাকে অভিনন্দন। তবে আমি আপনাকে আজকে একটা কথা বলব, এখন আপনি ব্লগে একজন প্রতিষ্ঠিত কবি। আমি আপনার প্রতিটা লেখায় সেই স্ট্যান্ডার্ড দেখতে চাই।

ধন্যবাদ আর শুভ কামনা রইল!

১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

হাবিব বলেছেন:




হাবিব ভাই, আপনার ব্লগীয় জীবন আমার ব্লগের সাথে বেশ ভাল ভাবেই মিশে আছে। যতটুকু মনে পড়ে, তখনও আপনি সেফ হন নি। আমি যেয়ে যেয়ে আপনার কবিতা গুলি পড়ে আসতাম আর আরও ভাল ভাল লেখার জন্য উৎসাহ দিয়ে আসতাম। ঐ সময়ে আমার সব সময় মনে হতো, আপনি খুব ভাল একজন কবি হতে পারবেন। আমি ভুল বলিনি!
-- মন্তব্যটা আমাকে খুব খুব প্রেরণা দিল....। আপ্লুত আমি ভীষণ ভাবে.... চিরকাল কৃতজ্ঞতার বাঁধনে জড়ালেন।আসলে কবি উপাধি পাবার যোগ্যতা এখনো হয়নি। কবিতো অনেক বড় বিষয়। আপনাদের ভালোবাসা আর আল্লাহর রহমতে একটু লিখার চেষ্টা করি এই আর কি!!

আপনি ব্লগে আমার পছন্দের একজন কবি। তাই আমার লেখা শ্রেষ্ঠ প্রবন্ধটাই আপনাকে উৎসর্গ করেছি। আপনি আমার একটা গল্প থেকে আবার ২য় পর্ব লেখার চেস্টা করেছেন। আমি বলব আবার শুরু করুন। লেখকের লেখার কোনই সীমাবদ্ধতা থাকা উচিৎ নয়।
--প্রিয় ভাই, আমি একটা গল্প লেখার চেষ্টা করছি। আশা করি শীগ্রই ব্লগে পোস্ট দিতে পারবো। দোয়া করবেন।

আমার অন্যতম সেরা সৃস্টি, পরিণয় গল্পটা এই লিস্টে রাখার জন্য কৃতজ্ঞতা রইল।
--- গল্প শেখার জন্য এই গল্পটা যথেষ্ঠ কাজে দিবে। চমৎকার গল্প ওটা!

আজকে ১০০ তম পোষ্ট দেবার জন্য আপনাকে অভিনন্দন। তবে আমি আপনাকে আজকে একটা কথা বলব, এখন আপনি ব্লগে একজন প্রতিষ্ঠিত কবি। আমি আপনার প্রতিটা লেখায় সেই স্ট্যান্ডার্ড দেখতে চাই।
-- অভিনন্দন গ্রহন করলাম। শেষের মন্তব্যটা আমাকে ভীষণ ভাবে ভয় পাইয়ে দিল। আল্লাহ না চাইলে যে আমি একটি শব্দও লিখতে পারবো না। সর্বোপরি আপনার কাছে দোয়ার দরখাস্ত রইলো........

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: শুভ ব্লগিং। আরো অনেক অনেকদিন সামুতে থাকুক - এটাই প্রত্যাশা।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

হাবিব বলেছেন: জুনায়েদ ভাই, আপনার আগমন আমাকে সবসময় আনন্দ দেয়। অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন। পাশে থেকে সাহস জোগাবেন আশা করি

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: স্যার ! বিলম্বিত আগমনের জন্য ক্ষমাপ্রার্থী। এই বান্দাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন না স্যার। বয়স হয়ে গেছে ঠান্ডার হাঁটু কাঁপছে । প্লিজ একটু বাসায় জায়গা দিন। শততম পোস্টের শতখানি গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছি। এগুলি গ্রহণ করিয়া আমাকে ভারমুক্ত করুন । আপনার সৌরভ ছড়িয়ে পড়ুক ব্লগের পাতায় পাতায়....


শুভকামনা ও ভালোবাসা জানবেন।


১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

হাবিব বলেছেন:





ভালোবাসা মাখা কথার উত্তর সাধারণ কথায় দেয়া যাবে না। আপনার হাঁটু কাঁপছে বলে আগেই বসতে দিলাম.....
বসুন প্রিয় ভাই।


পোস্ট আপডেট করে আবার আসছি......

২০| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: এই বেড দেখে তো আমার ঘুমাতে ইচ্ছা করছে। গেলাম ঘুমিয়ে হা হা হা.....

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন:





"একি বাঁধনে বরো জড়ালে আমায়" গানটা গাইতে ইচ্ছা করছে। আপনার আগমন এবং হৃদয় নিংড়ানো মন্তব্য আমাকে যে কতটা আনন্দ দেয় তা বুঝাতে পারবোনা।

আর হ্যাঁ, আপনি কিন্তু এখনো গোলাপ এখনো দেননি।।।।।।।

২১| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুভ সকাল।শততম পোস্টের শুভেচ্ছা থাকল।লেখার হাত আরো দীর্ঘআয়ু হোক সে কামনাই করি।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

হাবিব বলেছেন:



শুভ সকাল গড়িয়ে দুপুর হতে চললো।
আপনার মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল।
ক্ষমা করবেন।
আপনার শুভেচ্ছা নিলাম, আপনিও ভালোবাসা নিন!!

২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শুভ সকাল । শততম পোষ্টের জন্য অভিনন্দন । অনেক শুভ কামনা রইল ।

১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭

হাবিব বলেছেন:




শুভ অপরাহ্ন আপু.....
আপনার অভিনন্দন গ্রহন করলাম.....

আপনার মন্তব্য এবং উপস্থিতি আমাকে আপ্লুত করলো........
ভালো থাকবেন আপু........

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

মুক্তা নীল বলেছেন: এলেন....
লিখলে.....
জয় করলেন....।
নিজের যোগ্যতায় সবার মনে ঠাঁই করে নিলেন। শুভকামনা করছি

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১

হাবিব বলেছেন:




প্রিয় মুক্তা নীল, আপনার আগমন এবং দারুণ মন্তব্যে আনন্দিত ও আপ্লুত আমি......

শিশির বিন্দু ঘাসের উপর যেমন সকাল বেলা
চিকমিকিয়ে মুক্তাসম করে যেন খেলা!
সূর্য কিরণ সেই শিশিরে পড়ে যখন খুব
মুক্তাসম শিশিরগুলো হয়ে গেল চুপ!
তেমন করে চুপ হবো কি আমার খুবই ভয়
পাশে থেকে উৎসাহ চাই সারা জীবনময়!

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

আরোগ্য বলেছেন: ব্লগিং চলতে থাকুক শেখ হাসিনার গতিতে।
..........................................................
এইটা কি কথা হলো কিচ্ছু না বুঝি
হাসিনার গতি কি পেলাম না খুঁজি
কত কত গতি পরি পদার্থে রোজি
অবশেষে বুঝলাম তুমি এ পাজি!!

যে গতি কোন নিয়ম কোন বাঁধা মানে না। তুফান গতিতে লিখতে থাকুন। X((
নজসু ভাই যে পাত্রি খুজে,
বলছেন কি বা তাই।
পাত্রী মোর কাছে আছে
পাত্রের বায়োডাটা চাই।
কেমন কনে লাগবে তাহার
জানাবেন কি ভাই?
পুরান ঢাকার মাইয়া আমগো
থাকবো না গেরামে
এখানে যদি বসত গড়ে
একটা উপায় আছে।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

হাবিব বলেছেন:




নজসু ভাই মানুষ ভালো
দেখতে সাদা নয় সে কালো
কনের মনে জ্বালবে আলো
এর চেয়ে কি লাগবে বলো???

পাঁচ ওয়াক্ত নামাজ পরে
মাঝে মাঝে কাব্য করে
রাখবে বধূ মনের ঘরে
যাবে নাকো বউকে ছেড়ে!!!!

পাত্রি হলে সাদা কালো
সুজন ভাইকে বাসবে ভালো
অল্প চাওয়ার মেয়ে ভালো
কুড়েঘরে চাদের আলো!!!

ঘরের জামাই থাকবে ঘরে
যাবে কেন পরের ঘরে????

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন হাবিব স্যার ,
আমার শুভকামনা আপনার সাথেই থাকবে। ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

হাবিব বলেছেন:



প্রিয় সৌরভ ভাইয়া, আমার ব্লগে কিছু সৌরভ ছড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি.......
শুভকামনা জানালেন এমন করে যে আমাকে ভালোবাসার বাঁধনে জড়ালেন।

ভালো থাকবেন সতত,......

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

আমি তুমি আমরা বলেছেন: সাড়ে তিনমাসেই শততম পোস্ট?? অভিনন্দন।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

হাবিব বলেছেন: প্রথম মাসেই সবচেয়ে বেশি পোন্ট দিয়েছিলাম। আসলে আনন্দ থেকেই লেখাগুলো দেয়া....... পাশে থেকে উৎসাহ ও গঠনমূলক সমালোচনা আশা করবো আপনার কাছ থেকে...... অভিনন্দন গ্রহন করলাম। ভালাে থাকবেন সবসময়......

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১০

কালীদাস বলেছেন: আপনার প্রোডাক্টিভিটি ব্যাপক দেখা যায় :D
ওভারঅল, ব্লগ সম্পর্কে আপনার অভিমত কি? এবং নিজের ব্যাপারে আপনার এভালুয়েশন কি? এই একশ পোস্টে আপনার কি মনে হয় আপনার লেখার মানের কোন পরিবর্তন এসেছে? হলে সেটা কিরুপ ছিল?
এই একশ পোস্টের মধ্যে আপনার টপ-পিক কোনটা? লিংক দেন, পড়ে দেখি।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

হাবিব বলেছেন:





আপনার প্রোডাক্টিভিটি ব্যাপক দেখা যায় :D
-- দেশের জনসংখ্যার তুলনায় খুবই বেশি হয়ে গেছে কি?

ওভারঅল, ব্লগ সম্পর্কে আপনার অভিমত কি?এবং নিজের ব্যাপারে আপনার এভালুয়েশন কি?
--ব্লগে এসেছিলাম সময় কাটানোর জন্য। ভালো কিছু গল্প-কবিতা পড়ে যেন অবসর সময়টা ভালো কাটাতে পারি সেজন্যই ব্লগে আসা। আমার উদ্দেশ্য সফল।

এই একশ পোস্টে আপনার কি মনে হয় আপনার লেখার মানের কোন পরিবর্তন এসেছে? হলে সেটা কিরুপ ছিল?
-- আগে একটা ছন্দ মিলাতে খুব কষ্ট হতো । এখন অনায়াসেই মিলাতে পারি। আমি আপনাদের মতো জ্ঞানগর্ভপূর্ণ কিছু পারি নি কিন্তু শিখার চেষ্টা করছি।

এই একশ পোস্টের মধ্যে আপনার টপ-পিক কোনটা? লিংক দেন, পড়ে দেখি।
-- আমার করা সূরার অনুবাদগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে....
--- এছাড়া প্রেমের ব্যাকরণ .... জ্যামিতিক ভালবাসা .... কি মজার ইস্কুল! লেখাগুলোও ভালো লেগেছে অনেকের কাছে,........

আপনার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। শুভ রাত্রি.....

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ভুলে গেছিলাম আপনাকে সত্যিকারে ফুল দিতে । সেজন্য একটু বেশি করে দিলাম।










গোলাপের পাশাপাশি আরও অনেক ফুল পাঠালাম।


১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

হাবিব বলেছেন:




কি যে দারুণ ফুল পাঠালে
ফুলের বনে মন হারালো
ভালোবেসে মন কারিলে
নিত্য তুমি থেকো ভালো!!

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১১

মনিরা সুলতানা বলেছেন: শততম পোষ্টে এবং খতিয়ানে ভালোলাগা।
অভিনন্দন নিন!!

অনেক অনেক শুভ কামনা।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২

হাবিব বলেছেন:



মনিরাআপু, অনেকদিন পর আপনার আগমন আমাকে আনন্দিত করলো........
অভিনন্দন ও শুভকামনা গ্রহন করলাম....

ভালো থাকবেন সবসময়........
জীবন হোক মধুময়!!!

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

রাকু হাসান বলেছেন:

আপনি অল্প সময়ে অনেক লিখছেন । আপনার আগে এসেও অনেককে অনেক মন্থর ,যেমন আমি নিজেও । পরিশ্রমের প্রশংসা করতেই হয় ।ভালো লাগছে জেনে আপনার লিংকগুলো কাজে লেগেছিলো ।তখন নতুন কেউ কে দেখলেই ঝাঁপিয়ে পড়তাম লিংক নিয়ে ,কেননা এসব পোস্ট নতুনদের জন্য অব্যশ পাঠ্য । এখন তো নতুনরা অনায়েশেই দেখছি প্রথম পাতায় চলে আসছে ,তাই আগ্রহ কমে যাচ্ছে । মানে এভাবে হেল্প করার মতো সময়ই পাই না । এছাড়া নিজেও ব্যস্ত ।
শুভকামনা রেখে যাচ্ছি । সাফল্য কামনা করছি ।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

হাবিব বলেছেন:




প্রিয় রাকু হাসান ভাই, আপনার প্রথম মন্তব্যটা আমাকে খুব খুব আনন্দ দিয়েছিলো,
যেমন আনন্দ পেয়েছিলাম সেফ হবার পর........

আসলেই ইদানিং সেফ হবার আনন্দটা নতুনরা পাচ্ছে না।
পোস্ট করার আগেই সেফ হয়ে যাচ্ছে......

দোয়া করবেন সময় এই কামনা করি। শত ব্যস্ততায়ও সময় দিয়ে আবারও কৃতজ্ঞতার বাঁধনে জড়ালেন

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



সোয়া ৩ মাসে ১০০ পোষ্ট, সংখ্যা বেড়েছে সময়ের সাথে; আপনার পাঠকও অনেক; কিন্তু লেখায় ইন্টারেস্টিং কিছু আমার চোখে পড়েনি।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

হাবিব বলেছেন:




সময়ের সাথে সংখ্যা বাড়েনি বরং কমেছে,
প্রথম মাসের চাইতে ২য় মাসে পোস্ট কম, ৩য় মাসে আরো কম।

আমি ইন্টারেস্ট নিয়েই লিখেছিলাম....
জ্ঞানের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে ভালো লিখতে পারবো আশা করি।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



১০০তম পোষ্টের জন্য অভিনন্দন!

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

হাবিব বলেছেন:




অভিনন্দন গ্রহন করলাম.....

আপনাকে শুভেচ্ছাসহ শুভ রাত্রি জানাচ্ছি
আপনার অসুস্থতা নিয়েও আমাকে সময় দেবার জন্য।

আর চোখের সুস্থতা কামনা করছি।

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে আপনার ব্লগ জীবনের সারমর্ম তুলে ধরেছেন। বেশ ভাল লাগলো।
শততম পোস্টের জন্য অভিনন্দন।

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

হাবিব বলেছেন:




গিয়াস উদ্দিন ভাই লিটন ভাই,
আপনার অভিনন্দন সাদরে গ্রহন করলাম......

ভালো লাগার কথা জানিয়ে আপ্লুত করলেন আমাকে/.......

সাথে থাকবেন আশা করি......
আপনার জন্য সতত সুস্থ থাকার দোয়া করি.....

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনেতো শততম পোস্টে ব্লগের রবি কবি হয়ে গেছেন.......এখন কেবল আপনার নিজেকে ছাড়িয়ে যাবার পালা।

শততম পেস্টে ব্লগের অনেক গুরুত্বপূর্ণ ব্লগারের নাম উঠে এসেছে.....আপনার ব্লগ জীবনের সংক্ষিপ্ত বিবরণ ও পাওয়া গেল। এই নবীশ ব্লগারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন হে!!!

১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪

হাবিব বলেছেন:




আপনি যে এ ব্লগের অন্যতম সেরা কবি......
একজন কবির মুখে প্রসংশা সত্যিই অন্য রকম আবেগের বিষয়......
সব সময় আপনাদের এমন ভালোবাসা আর উৎসাহপূর্ণ কথা শুনলে বোবাও গান ধরতে চাইবে......

আপনার অভিনন্দন আর ভালোবাসামাখা মন্তব্য যে আমাকে খুব খুব আপ্লুত কররো সেলিম ভাই.......

সতত সুস্থ থাকুন দোয়া করি,........

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১

অপু দ্যা গ্রেট বলেছেন:





অভিনন্দন !!!

আশা করি ব্লগে আপনাকে আরও দূর পর্যন্ত পাবো ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

হাবিব বলেছেন:




প্রিয় ব্লগার অপু ভাই, আপনাকে পেয়ে খুব খুব ভালো লাগলো......
দেরিতে হলেও অবশেষে এলেন। সালাম নিন।

আপনার অভিনন্দন গ্রহন করলাম,
আপনার দোয়া যেন কবুল হয়......
সতত সুস্থ থাকুন।

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩২

সামু পাগলা০০৭ বলেছেন: পোস্ট শিরোনামের সাথে একদমই দ্বিমত পোষন করছি। পেয়েছেন অনেক মানছি, কিন্তু দিয়েছেনও অনেক। শত খানা পোস্ট লিখতে নিত্য ব্যস্ত জীবন থেকে সময় বের করে কত মেধা ও শ্রম দিয়েছেন! সবার সাথে আন্তরিকভাবে মিশে গিয়েছেন। সামুকে, সামুর ব্লগারদেরকে আপন ভেবেছেন, সেজন্যেই তো অল্প সময়ে এত পোস্ট লিখেছেন, বন্ধু বানিয়েছেন, শিখেছেন এবং শিখিয়েছেন।

পোস্টটি নিয়ে কি বলব! ভীষনই গোছালো, এক ঝলকে আপনার ব্লগীয় জীবন চোখের সামনে উঠে এলো! সবগুলো লিংকে ক্লিক করতে পারিনি সময় স্বল্পতার কারণে। সময় পেলে পোস্টটিতে আবারো ঘুরে যাব।

ওহ থ্যাংকস আমার কিছু পোস্টকে প্রিয়তে রাখার জন্যে।

সবার প্রিয় হয়ে থাকুন ব্লগে বহু বহুদিন।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

হাবিব বলেছেন:




সত্যিকার অর্থেই মন ভালো লাগার মতো কয়েকটা কথা বললেন।
ইশ, কি যে ভালো লাগছে! বুঝাতে পারবো না।
প্রেরণা পেলাম অনেক অনেক।
.........................................

ভালো থাকার জন্য কি আর অনেক কিছু লাগে
মনের মতো কথামালায় অন্তরে সুখ জাগে!

কিছু কথায় স্বাধীনতা আনলো দেশের বুকে
কিছু কথায় মন মাঝিরা থাকবে অনেক সুখে!

এমন করে বরলে যেন কত আপনজন
আপনই তো সবাই ব্লগে যেন প্রিয়জন!!

৩৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: শততম পোস্টের জন্য অনেক অভিনন্দন হাবিব স্যার! খুব অল্প সময়ের মধ্যেই আপনি অনেক এগিয়ে গিয়েছেন। লিখতে থাকুন অবিরাম। শুভকামনা রইল।

১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

হাবিব বলেছেন: সম্রাট ভাইয়া, আপনার লেট এন্ট্রি তবুও ভালোবাসা গ্রহন করুন।

আপনার মন্তব্য আমাকে নতুন করে প্রেরণা দিল।
সাথে থাকবেন সবসময়।

ব্লগের সবাই যেন কত চেনা পরিজন
কথা শুনে মনে হয় কত যে আপন!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.