নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
এইতো সময়, নিয়ে নাও সবই সুদাসলে;
থাকতে চাইনা আমি দেনা-পাওনার যাতাকলে!
ঋণখেলাপি হতে আর চাইনা আমি।
দিয়ে দেব সব দু'হাত ভরে-
মাথা নত করে;
তোমাকেই দিবসযামী!!
খেলাপি ঋণের মাশুল কী করে বুঝবে তুমি?
তুমিতো নগদ লেনদেনের কারবারি!
চক্রবৃদ্ধি সুদে হারিয়ে ফেলেছি
শেষ সম্বলটুকু;
আমার অন্তর ভূমি!!
তুমি নিষ্ঠুর, তুমি বেইমান ঠক
তুমি হন্তক, তুমি প্রতারক
তুমি ভুজঙ্গ, তুমি মার্তন্ড কালো বক!
তুমি জরা, তুমি ক্লেশ!
ভিখেরি করেছো আমায় সুদের বেহিসেবে....
আমি তোমাতেই নি:শেষ!
উদ্দাম নেচেছো তুমি দেউলিয়া করে-
নারকীয় সোল্লাসে!
নিয়ে গেছো সব যা কিছু লাগে
আমাকে নি:স্ব করে।
যদি পারো মিলিয়ে যেও
এই ছায়াপথ থেকে
দূরে-অনেক দূরে.........
নগদের বাজারে বিকিকিনি সেরে।
নয়তোবা একদিন আসবে সুদিন
ঋণের খরা যাবে কেটে
আর দুঃখও যাবে ঘুঁচে.....
তোমায় করব আঘাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হয়ে।
..................................।
ছবি ঋণ গুগল.....
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮
হাবিব বলেছেন:
দাঁড়ান হাজিরা খাতা খুইলা নেই....... ..
২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬
আরোগ্য বলেছেন: কে এই অপরাধীর?
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০
হাবিব বলেছেন:
বলবো, আঘাত করার পরে.......
এখন না.....
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! ভালোবাসা ঋণখেলাপি। সত্যিই কি বটে ! বেশ ভালো লাগলো ; তবে তৃতীয় স্তবকটি অসাধারণ হয়েছে।
শুভকামনা ও ভালোবাসা হাবিব ভাইয়ের পরিবারের প্রতি।
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১
হাবিব বলেছেন:
প্রেমের বাজারে ছাড় দেয়া হবে
যদি ভেবে থাকো
ভুল ভেবেছো.......
আমি অতো দয়ালু নই,
আমি বিদ্রোহী.......
হা হা হা........
পদাতিক দাদা, আপনার দারুণ মন্তব্যে বেশ ভালো লাগলো......
আপনার প্রার্থনা কবুল হোক, ভালো থাকুন প্রিয়জনদের সাথে.....
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
শিখা রহমান বলেছেন: বাপস!! ঋণখেলাপি থেকে শেষে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী। সব কবিরা এমন রংবাজ হয়ে গেলে কিভাবে ভালোবাসা টিকবে বলুন তো?
কবিতাটা দুর্দান্ত হয়েছে। কবিতার জন্য কবিকে ঋণ চুকিয়ে দিলাম একরাশ ভালোলাগা আর মুগ্ধতা দিয়ে।
শুভকামনা কবি।
১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮
হাবিব বলেছেন:
কি ভেবেছো তুমি.....
আমি দূর্বল?
আমার ভালোবাসা তুচ্ছ?
তোমার প্রতি আমার ভালোবাসা এ দূর্বলতা নয়!
ভালোবাসা যত তীব্র ছিলো
প্রতিশোধ ততই তীব্র হবে.....
তা তো তুমিই শিখিয়েছো!
নিউটনের তৃতীয় সূত্র থেকে......
এখন!
এখন হবে, খেলা হবে!!
হা হা হা....
শিখা আপু, ঋণ চুকিয়ে দিলেই কি খালাস পাওয়া যাবে?
এখানে যে আমার হিসেব বাকি। কড়ায় গন্ডায় লইবো হিসাব।
কবিদের এমন কথা যে অন্তর থেকে ভালো লাগার জন্ম দেয় আপু.....
খুব খুব ভালো থাকবেন স্বজনদের সাথে!!
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: কবিতায় বেশ কিছু কঠিন শব্দ ব্যবহার করেছেন।
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩
হাবিব বলেছেন: রাগ হলে মাঝে মাঝে মুখ দিয়ে কঠিন শব্দ বের হয়........
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা গ্রহণ করুন।
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫
হাবিব বলেছেন: সৌরভ ভাই, ভালোলাগা গ্রহন করলাম।
আপনার মন্তব্যের জন্য শুভেচ্ছা গ্রহন করুন।
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
নজসু বলেছেন:
ভালোবাসার খেলাপি ঋণে
দেউলিয়া হতে চাই।
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬
হাবিব বলেছেন:
যখন দেউলিয়া হবে তখন বুঝবে........
দেউলিয়া হবার জ্বালা কত........!!!
শেষ হবে তোমার শেষ সম্বল
আরো বোনাস আছে যত!!
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০১
আরোহী আশা বলেছেন:
যে যাবার সে তো যাবেই......
তাকে তো ফেরানো যাবে না!!!
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭
হাবিব বলেছেন: সে যদি চলেই যায় তাহলে এতো মায়া বড়ানোর কি দরকার??????
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭
সাইন বোর্ড বলেছেন: ভাল লেগেছে ।
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন
১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
নতুন-আলো বলেছেন:
স্বপ্নরা ধরা দিলে
কান যদি নেই চিলে
ছুঁটবে কার পিছে!
ভালোবাসা প্রেম প্রীতি
গান আর প্রেম গীতি
এজগতে সবি মিছে!!
১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪
হাবিব বলেছেন: মিছে যেনেও তার পিছনে সবাই ছুটে
১১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
ফয়সাল রকি বলেছেন: শেষ পর্যন্ত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র!!!
১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
হাবিব বলেছেন:
সাধারণ অস্ত্রে কাজ হবে না.....
তাই এই ব্যবস্থা আর কি!!
১২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ মাহমুমুদ রহমান ভাই!!
শুভ সন্ধ্যা
১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন কবি, এক্কেবারে পুরোই আমার মনের কথা, ঠিক এভাবেই বলতে হয় ভেজাল হৃদয়ের মানুষদের।
কবিতায় ১০০% ভালো লাগা রেখে গেলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬
হাবিব বলেছেন: নাঈম ভাই, আপনার উচ্ছ্বসিত প্রশংসা আমাকে খুব খুব প্রেরণা দিলো,........
পাশেই থাকবেন আশা করি
১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২
তারেক ফাহিম বলেছেন: ওরিব্বাপ কড়া হিসেব, শেষ পর্যন্ত ক্ষেপানস্ত্র
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২
হাবিব বলেছেন:
কি আর করার বলুন তারেক ভাই!
মিষ্টি কথায় কাজ না হলে ক্ষেপনাস্ত্রই লাগবে।
এক্কেবারে চান্দের দেশে পাঠাবো। ,......
১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০
মনিরা সুলতানা বলেছেন: চুকিয়ে দিয়ে লেনাদেনা, সব ঋণ মিটে যাক।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
হাবিব বলেছেন:
সব ঋণ মিটলেই তবে আমি
খুলে বসবো আমার হিসেবের খাতা......
প্রতিদিন হালখাতা করবো!
তাকে নাকানি-চুবানি খাইয়েই ছাড়বো!!!
হা হা হা.......
কেমন আছেন মনিরা আপু????
১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: জোসস একটা কবিতা....
শেষে তো একদম পারমানবিক হুমকি
হৃদয়ের অবস্থা খারাপ
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
হাবিব বলেছেন:
বিশাল প্রেরণা পেলাম আর্কু ভাইয়া......
কি আর করার বলুন
এখন মাইর হবে তো শব্দ হবে না।
মরবে তো রক্ত ঝরবে না.....
হাইড্রোজেন বোমা মারবো!!
আসো খেলবো, এবার খেলা হবে!!!..
১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আসো খেলবো, এবার খেলা হবে!!!..
একেবারে ট্রাম্প ও কিম জন উনের খেলা
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
হাবিব বলেছেন:
একেবারে ট্রাম্প ও কিম জন উনের খেলা
.....
যদি কবিতায় কাজ না হয় তবে পরমানু অস্ত্রের খনি উত্তর কোরিয়া পাঠাই দিমু এক্কেবারে.....
১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫
ল বলেছেন: বড় কঠিন লাগলো --
মনে হয় নিজে কঠিন সময় পার করছি এরজন্য সবকিছু কঠিন লাগে।
অসসালামু আলাইকুম ইয়া হাবিবী।
দোয়ার আর্জি রইলো।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
হাবিব বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় কবি বন্ধু.........
আপনি কঠিন সময় পার করছেন জেনে বেশ কষ্ট পেলাম।
আপনার সব কাঠিন্য আল্লাহ দূর করে দিন। আমিন ছুম্মা আমিন
১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫
ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা পাঠ করতে ভালো লাগল।
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগ ভাই, আপনার মন্তব্যে প্রেরণারা ডানা মেললো......
শুভ রাত্রি
২০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৩
সামু পাগলা০০৭ বলেছেন: সরল কনসেপ্টের জটিললল উপস্থাপন! পোস্টে প্লাস!
১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ আপু.......
প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ......
সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুবই অসাধারণ কবিতা বললেও কম হয়ে যাবে। ভীষণ ভাল লাগল। ++++
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৪
হাবিব বলেছেন:
ধন্যবাদ মেহেদি হাসান ভাই।
কি বা আছে এমন বলুন জ্ঞানের বালাই নাই
যা কিছু তা খোদার রহম আমার কিছুই নাই!
আরো আছে ব্লগবাড়িতে মিষ্টি কমেন্টস কিছু
তাইতো লিখি ছন্দ ছড়া ইচ্ছে হলে কিছু!!
২২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: এই ঋণখেলাপির ক্ষমা নেই.....
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪
হাবিব বলেছেন:
যা হারাবার হারিয়ে গেছে হৃদয় থেকে
তুমিহীনা সয়ে যেতে শিখেছি কিছুটা সময়!
আবার আমার কষ্টগুলো আনবোনা ডেকে
এ যাতনার কি করে বলো ক্ষমা হয়?
২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩
নজসু বলেছেন:
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬
হাবিব বলেছেন: ফুলের মতো জীবনখানি সবার হতো যদি
সবার মনে বয়ে বয়ে গেলে সুখের স্বচ্ছ নদী
এমন কি ক্ষতি হতো দয়ালু প্রভুর???
২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮
জুন বলেছেন: স্যার আপনি যেভাবে চলে যাওয়া প্রেমিকাকে তুলোধুনা করলেন এটা ইতিহাস হয়ে থাকবে দেখছি
বকাবকি থেকে ব্যালিষ্টিক মিছাইল কিছুই বাদ রাখলেন না দেখছি
যদি তার ফিরে আসার ক্ষীনতম ইচ্ছাও থাকে আপনার এই কবিতা পড়ে সেটা মিছাইলের চেয়েও তীব্র গতিতে দুরীভূত হয়ে যাবে দেখছি
আপনি উত্তর কোরিয়ার কিমের সাথে একটু আলাপ করেন মিছাইলের ব্যপারে
ওনার এই মিছাইলের ভয়েই তো ট্রাম্প কাবু হয়ে ১২ই জুন ২০১৮ তে তার সাথে সাক্ষাতে বসেছে
মজার কবিতায় ভালোলাগা রইলো
+
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০২
হাবিব বলেছেন:
জুন আপু, আপনার মতো জনপ্রিয় ব্লগার আমার ব্লগ বাড়িতে! কি যে ভালো লাগছে........
শুধু ইতিহাস হলে হবে? মনের মানুষ যদি মনে রাখে!
কি আর করবো আপু বলেন, এখন তো উন্নত অস্ত্রসস্ত্রের যুগ, যেখানে কীম-ট্রাম্প মুখোমুখি.....
দু'দিন পরপর শিরোনাম হয়, সেখানে জায়গা পেতে হলে এর চেয়ে যে আর উপায় নেই!!...
দেখি মিছাইলের ভয়ে আমার সাথে সংলাপে বসে কিনা। আলোচনার পথ তো সবসময়ই খোলা.
বিরহেও মজা পেয়ে
বলেছেন হাসি দিয়ে
প্রেরণা দিয়েছেন আমাকে অফুরান!
কথা গান ছন্দে
সতত আনন্দে
দিন তবে কেটে যাক সুন্দর ও কল্যাণ!!
©somewhere in net ltd.
১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
আরোগ্য বলেছেন: ১ম