নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

উজ্জ্বল তারকারাজি

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪০



আল্লাহর পাক নাম শুরুতে স্মরণ
করুনা আকর যিনি দয়ালু মহান।

সনেট-০১: সূরা আত-ত্বারিক (আয়াত:০১-১০)।
বিষয়: মানুষ সৃষ্টির প্রক্রিয়া, পুনর্জীবন এবং বিচার দিনের বর্ণনা....

শপথ "তারেক" এবং নভোমন্ডলের
তুমি কি সংবাদ জানো সেই তারেকের?
উজ্জ্বল তারকারাজি (দূর আকাশের)
সকল প্রাণীর আছে রক্ষক ধরাতে।
কিসে তুমি তৈরি দেখ হে মানব চেয়ে
সে জলে সৃষ্ট তুমি যা দ্রুত পরে বেয়ে
পৃষ্ঠ ও বুক হতে যা আসে বের হয়ে
নিশ্চয় সক্ষম তিনি আবার সৃষ্টিতে।

বিচারের দিন সব গোপন বিষয়
প্রকাশিত হবে তার সবই নিশ্চয়
(এমন সংবাদ শুনে নাই তব ভয়)?
সুতরাং এ দিনকে কে করে অস্বীকার?
এমন শক্তি কোথাও পাবে না সে আর
সাহায্যকারী কেউই থাকবেনা তার!


সনেট-০২: সূরা আত-ত্বারিক (আয়াত:১১-১৭)।

বিষয়: আল-কোরআনের বিশুদ্ধতা এবং চক্রান্তকারীদের পরিণতি....

আকাশ সাক্ষী, যা হতে বৃষ্টি ঝরে পড়ে
শপথ করছি এই (সিক্ত) জমিনের,
যে যমীন ফেঁটে গিয়ে উদ্ভিদকে গড়ে
(এই সব দান জানি কৃপা মহানের।
অবশ্যই এ কালাম পাক কুরানের)
অর্থহীন কথা নয় নয় বিনোদন
ষড়যন্ত্র করে তবু কুচক্রীর মন
(উত্তম জবাব পাবে এ ষড়যন্ত্রের)।

অবশ্যই জেনে রাখো হে চক্রান্তকারী
তোমাদের চক্রান্তের প্রতিফল দিতে
আমিও পরিকল্পনা প্রনয়ন করি!
সুতরাং তাদের দাও অবসর নিতে
অস্বীকারকারী যারা (মনন ও দিলে)
কিছুদিন লিপ্ত থাক ওদের কৌশলে!
...........................................

পুনশ্চ: আগের সূরাগুলোর অনুবাদ পাবেন এখানে এবং এখানে.........

মন্তব্য ৬৪ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০

আরোগ্য বলেছেন: পরে আসবো, যেহেতু সুরা সনেট।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

হাবিব বলেছেন:



প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় আরোগ্য।
দেরিতে জবাব দেবার জন্য অত্যন্ত দু:খ প্রকাশ করছি।
সময় যে আর কথা শুনেনা.........

২| ২১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: হৃদয় ছুঁয়ে গেল ।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

হাবিব বলেছেন: রাজীব নূর ভাই, আপনার এমন মন্তব্য আমারও যে মন ছুঁয়ে গেল।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

সাইন বোর্ড বলেছেন: সুন্দর প্রয়াস ।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৯

হাবিব বলেছেন: সাইনবোর্ড, আপনার অসাধারণ কথামালা ব্লগে সব সময় উপভোগ করি। আপনার সাক্ষাত পেয়ে ভালো লাগলো

৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ভালো লাগল

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

হাবিব বলেছেন:




ছবি আপু, আপনার লেখা যে অনেকদিন ধরে পাচ্ছি না।
আপনার একটা সুন্দর কবিতা পাঠের অপেক্ষায় আছি।
আপনার কবিতা আমার দারুণ লাগে।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১২

আরোগ্য বলেছেন: কি স্যার, গতকাল তো আমাকে খুব বললেন। আজ আপনি পোস্ট দিয়ে কই পলাইসেন?

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

হাবিব বলেছেন:




না আরোগ্য পালাইনি!
আসলে সময়গুলো আজকাল খুব বেয়াড়া হয়ে গেছে।
কথা শুনতে চাই না।

৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

আরোগ্য বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই। আপনি সুরা সনেট দিলে আগে আমি সেই সুরা অর্থসহ পড়ি। তারপর আপনার সনেট পড়ে মন্তব্য রাখি।
খুব ভাল হয়েছে। দিনকে দিন আপনার সুরা সনেটগুলো আরও ভালো হচ্ছে।
আল্লাহ আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুক এবং আপনার এই প্রচেষ্টার উত্তম প্রতিদান দিক এই কামনা করি।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

হাবিব বলেছেন:




আপনার এমন সালোচনামূলক মন্তব্য পাবার অপেক্ষায় থাকি বিশেষ করে সূরার সনেট লিখলে।
আপনার অসাধারণ মন্তব্য মন ছুঁয়ে গেল। আলহামদুলিল্লাহ।
আল্লাহর ইচ্ছা ছাড়া এতটুকুও সম্ভব হতো না।
আশা করেছিলাম আপনি ভুল ধরবেন।

আপনার দোয়া আল্লাহ তায়া কবুল করুন।
আপনাকেও আল্লাহ সমান সওয়াবের অংশীধার করুন।
আল্লাহ আপনার ও আপনার পরিবারের মঙ্গল করুক

৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: খুব ভালো লাগলো..........

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

হাবিব বলেছেন: আপনাদের ভালো লাগা আমার প্রেরণার উৎস। সতত ভালো থাকবেন

৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

আরোহী আশা বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক.।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন

৯| ২১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

আরোহী আশা বলেছেন: ভালো লাগায় মন ভরে গেল। আপনি এর উত্তম প্রতিদান পাবেন।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

হাবিব বলেছেন: আপনাদের ভালোলাগা আমার প্রেরণার উৎস। সতত আরোগ্য থাকুন। শুভ রাত্রি

১০| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

নতুন-আলো বলেছেন: এরপরেও কাফেররা সত্যকে অস্বীকার করবে। তারা মৃত্যু ব্যতীত কোন ভাবেই বুঝবে না যে কোরআন সত্যবাণী। তাদের অন্তরে রয়েছে ভয়ানক ব্যধি। সুন্দর পোস্ট++

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন

১১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২০

ঝিগাতলা বলেছেন: আপনার প্রচেষ্টা সফল। এরপরও আমরা ভুলে যায় আমাদের অস্তিত্বকে। আমরা ভুলে যাই যে একদিন মরতে হবে। বেমালুম পাপ করতে থাকি প্রতিনিয়ত। আমরা মনে করি কোরআনে শুধু নাম রোযার কথা মানতে হবে । অন্যগুলো না মানলেও সমস্যা নাই। আবার একদল আছে যারা সব সময় ইসলামের নাম শুনলে নিজেদের পেছন চুলকাতে থাকে।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ নাস্তিকদেরকে হেদায়াত দিন। আমাদেরকে ঈমানের পথে টিকিয়ে রাখুন

১২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন। কবিতায় মন ছুঁয়েগেল প্রিয় কবি।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

হাবিব বলেছেন: প্রিয় সনেট কবি, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার সনেট খুব মিস করছি। আসলে সময় হয়ে উঠছেনা। সময়ের অভাবে সূরাগুলো সনেটীয় অনুবাদ শেষ করতে পারছি না। আপনার ভালো লেগেছে জেনে অনেক অনেক অনুপ্রাণিত হলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার দোয়া কবুল করে নিন। সতত সুস্থ ও সুন্দর থাকুন।

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ সনেট উপহার দিয়েছেন শ্রদ্ধেয় কবিবর, বড়ই উৎকৃষ্ট কথামালায় সাজিয়েছেন,

শুভকামনা নিরন্তর

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

হাবিব বলেছেন: প্রিয় কবি ভাই নয়ন, আপনার এমন মন্তব্যে খুব খুব ভালোলাগলো। প্রেরণা পেলাম। সতত সুস্থ ও সুন্দর থাকুন স্বজনদের সাথে

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

বলেছেন: আল্লাহ আপনার আমার সকলের মঙ্গল করুন।



সনেট খুব ভাল হয়েছে---- ঝরঝরে ---

আজ সুরাটা পড়ে আবার আসবো ---


আমি একটা সুরার আদলে পোস্ট দিছি পড়ার অনুরোধ রইলো।

শুভ কামনা।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

হাবিব বলেছেন:




আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন।
আপনার এমন মন্তব্য আমাকে সূরার অনুবাদ করতে প্রেরণা জোগাবে।
আপনার পুন:আগমনের অপেক্ষায় রইলাম।

প্রিয় লতিফ ভাই, খুবই দু:খ প্রকাশ করছি দেরিতে মন্তব্য করার জন্য।
আপনার সূরা মুজাম্মিলের ভাবানুবাদ খুব সুন্দর হয়েছে।
মন্তব্যও করেছি। আপনার জন্য সতত আরোগ্য থাকার প্রার্থনা মহানের দরবারে।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

অপু দ্যা গ্রেট বলেছেন:



আপনি সব সময় দারুন ছন্দ মিলিয়ে ফেলেন ।

দারুন স্যার

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৭

হাবিব বলেছেন:




প্রিয় অপু ভাই, আপনার এমন মন্তব্যের জন্য সব সময় অপেক্ষা করি।
আলহামদুলিল্লাহ, প্রেরণা পেলাম আপনার মন্তব্যে।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নূর ভাই, আপনার এমন মন্তব্য আমারও যে মন ছুঁয়ে গেল।

ভালো থাকুন।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

হাবিব বলেছেন:





আপনার, আপনার পরীর এবং সুরভী ভাবির জন্যও ভালো থাকার দোয়া করছি।
স্বজনদের নিয়ে ভালো থাকুন।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: বিলম্বিত আগমনের জন্য দুঃখিত। সুন্দর হয়েছে সনেট দুটিই। তবে সূরাটির বর্ণনা অনুসারে হোক বা সনেটের বিনুনির কারণেই হোক পরেরটি বেশি ভালো লাগলো। ++

শুভকামনা ও ভালোবাসা হাবিব ভাইয়ের গোটা পরিবারকে।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

হাবিব বলেছেন:




বিলম্বিত আগমনের জন্য দুঃখিত।
--কি যে বলেন দাদা, আসলে মনে মনে আপনাকেই খুঁজছিলাম। কেবলি পিসি ছাড়ছিলাম।
আপনার মন্তব্যটা আমাকে ভালোবামার বৃষ্টিতে সিক্ত করলো।

সুন্দর হয়েছে সনেট দুটিই।
তবে সূরাটির বর্ণনা অনুসারে হোক বা সনেটের বিনুনির কারণেই হোক পরেরটি বেশি ভালো লাগলো। ++

--এমন দারুণ মন্তব্যে প্রেরণা পেলাম খুব। সত্যিই তাই, ২য় সনেটটি আমার কাছেও ভালো লেগেছে বেশি।
সূরার বর্ণনার ভঙ্গির কারনে নয় আমার অজ্ঞতার কারনে এমনটি হয়েছে। দোয়া করবেন যেন জ্ঞানের সীমাবদ্ধতা সৃষ্টিকর্তা দূর করে দেন।

শুভকামনা ও ভালোবাসা হাবিব ভাইয়ের গোটা পরিবারকে।
-- আপনার জন্য এবং আপনার পরিবারের জন্যও শুভকামনা।

আশাকরি ঘর উঠানোর কাজ ভালোভাবেই সমাধা করছেন।

আর হ্যাঁ, কিউট সুজন ভাইয়ের কোন খোঁজ জানা আছে কি আপনার কাছে???

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। প্রিয় নজসুভাই সম্ভবত খুব ব্যস্ত আছে। 19 তারিখে শিখাপুর 'দালাল' পোস্টের পর গতকাল ও আজ মিলিয়ে তিনটি কমেন্ট করেছে। আশা করি দ্রুততার সঙ্গে ব্যস্ততার অবসান ঘটিয়ে ব্লগ আবার স্বাভাবিক হবে।


শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

হাবিব বলেছেন:




আপনার পুন:আগমন আমাকে অনেক অনেক আনন্দিত করলো।
সুজন ভাইয়ের জন্য দোয়া করি ব্যস্ততার নিরসন যেন শীগ্রই হয়।

আপনার ভালোবাসায় মুগ্ধ আমি। আপনিও ভালোবাসা জানবেন

১৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৮

মনিরা সুলতানা বলেছেন: মহান প্রচেস্টা বলতেই হয়!
ধন্যবাদ রইলো।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ..........
আপনার এমন মন্তব্য সত্যিই খুব খুব আনন্দ দিলো।
আপনার জন্যও ধন্যবাদ রইলো।

২০| ২২ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:০৯

বলেছেন: ভালো করে সুরাটা পড়লাম ++

তারিক ---- সেটা এক উজ্জ্বল নক্ষত্ররাজি--
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন,
--- তাদেরকে অবকাশ দিন,
----কিছু দিনের জন্যে।---

এখানে বলা হয়েছে ওদের সাথে ভালো ব্যবহার করো --- কিছুসময় লিপ্ত থাক নাকি -- থাকতে দাও!!
So give a respite to the disbelievers; deal gently with them for a while.

শুভ কামনা ভাই।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

হাবিব বলেছেন:




প্রিয় লতিফ ভাই, আপনার পুন:আগমন আমাকে ভীষণ ভালো লাগলো।
এমন সুন্দর মন্তব্যসহ আগমনে আপ্লুত আমি।
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন।

২১| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮

নতুন নকিব বলেছেন:



আপনার এই ধরনের প্রচেষ্টা সত্যি প্রশংসার দাবিদার। তবে এ প্রসঙ্গে আমার ক্ষুদ্র কিছু মতামত রয়েছে যা শেয়ার করলে আমরা হয়তো উপকৃত হব। সেগুলো হচ্ছে-

১। মহাগ্রন্থ আল কুরআন যেহেতু সকল রকমের ভুল ভ্রান্তির উর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেহেতু এই গ্রন্থের নির্ভুলতার চ্যালেঞ্জ স্বয়ং করেছেন। সুতরাং, এমন ঐশি গ্রন্থের ঐশি বানীর অনুবাদ, কাব্যানুবাদের ক্ষেত্রেও যেন আমাদের সর্বোচ্চ সতর্কতা, মানবীয় প্রচেষ্টার সযত্ন প্রয়োগ এবং সর্বোপরি মহান আল্লাহ জাল্লা জালালুহূর একান্ত অনুগ্রহ অভিপ্রায় যেন সদা জাগ্রত থাকে আমাদের হৃদয়ের কোনে। এই কাজগুলোতে হাত দেয়ার পূর্বে উদ্দিষ্ট সূরাহ কিংবা আয়াত যার অনুবাদ কিংবা কাব্যানুবাদ আমরা করতে চাই, আমরা যেন অবশ্যই তা ভালো করে হৃদয়াঙ্গম করে নিই।

২। অনুবাদ সহজ কাজ নয়। এই কাজটির চেয়ে আরও কঠিন কোনো কিছুর কাব্যানুবাদ। ইদানিং বেশ কিছু সূরাহর কাব্যানুবাদ ব্লগে এসেছে। আলহামদুলিল্লাহ।

৩। সুন্দর এই প্রচেষ্টাগুলোর পেছনে আল্লাহ পাকের রাজিখুশি অর্জনই যেন থাকে আমাদের মূল লক্ষ্য এবং একমাত্র উদ্দেশ্য।

৪। কাব্যানুবাদকৃত আয়াত বা সূরাহর সরল বঙ্গানুবাদ পোস্টে যুক্ত করে দিলে পাঠকের বুঝতে সুবিধা হয়। কখনও কখনও সতর্কতার খাতিরে কেউ কেউ পোস্ট পাঠ করার পরেও কাব্যানুবাদে কোনো ত্রুটি বিচ্যূতি আছে কি না তা যাচাই করতে পারেন না। ফলে কমেন্ট করতে ইতস্তত করেন। কোনো কোনো সময় অন্য কোথাও গিয়ে অনুবাদ দেখে আসতে হয়, যা একটু কষ্টকর। এই পোস্টটিতে প্রদত্ত একজন মননশীল ভাইয়ের মন্তব্য থেকেও বিষয়টি পরিষ্কার।

এই সূরাহটির আরবি উচ্চারনসহ ইংলিশ এবং বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল-

সূরাহ নং-৮৬, আত্ব-তারিক্ব - Surah At-Tariq (মক্কায় অবতীর্ণ - Ayah - 17)

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

(1
وَالسَّمَاء وَالطَّارِقِ
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
By the Sky and the Night-Visitant (therein);-

(2
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
And what will explain to thee what the Night-Visitant is?-

(3
النَّجْمُ الثَّاقِبُ
সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
(It is) the Star of piercing brightness;-

(4
إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
There is no soul but has a protector over it.

(5
فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
Now let man but think from what he is created!

(6
خُلِقَ مِن مَّاء دَافِقٍ
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
He is created from a drop emitted-

(7
يَخْرُجُ مِن بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
Proceeding from between the backbone and the ribs:

(8
إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
Surely ((Allah)) is able to bring him back (to life)!

(9
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
The Day that (all) things secret will be tested,

(10
فَمَا لَهُ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
(Man) will have no power, and no helper.

(11
وَالسَّمَاء ذَاتِ الرَّجْعِ
শপথ চক্রশীল আকাশের
By the Firmament which returns (in its round),

(12
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ
এবং বিদারনশীল পৃথিবীর
And by the Earth which opens out (for the gushing of springs or the sprouting of vegetation),-

(13
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
Behold this is the Word that distinguishes (Good from Evil):

(14
وَمَا هُوَ بِالْهَزْلِ
এবং এটা উপহাস নয়।
It is not a thing for amusement.

(15
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا
তারা ভীষণ চক্রান্ত করে,
As for them, they are but plotting a scheme,

(16
وَأَكِيدُ كَيْدًا
আর আমিও কৌশল করি।
And I am planning a scheme.

(17
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
Therefore grant a delay to the Unbelievers: Give respite to them gently (for awhile).

অনেক অনেক ভালো থাকুন। প্রার্থনা নিরন্তর।

২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

হাবিব বলেছেন:




প্রিয় নকীব ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন।
আমি অবশ্যই পরবর্তী সূরার অনুবাদে এই বিষয়গুলো মাথায় রাখবো......

১) মহাগ্রন্থ আলকোরআন নির্ভুল মহাগ্রন্থ। এর কোন ভুল নেই। মানুষ হিসেবে আমরা এর অনুবাদ করতে গিয়ে যে ত্রুটি হয় তা যেন আল্লাহ মাফ করে দেন।
২) আল্লাহ সবার প্রচেষ্টা কবুল করে নিন।
৩) আল্লাহর খুশির জন্যই এমন কাজ করলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।
৪) আপনার এমন ভাবে অনুবাদ যোগ করাতে আমার জন্য খুব ভালো হলো।
ভবিষ্যতে অবশ্যই আমি অনুবাদ যোগ করে দিব। আল্লাহ আমার সহায় হোন।

আল্লাহ আপনাকে অবশ্যই এর উত্তম প্রতেদান দিবেন।

২২| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

নীল আকাশ বলেছেন: সালাম কবি ভাই,
দেরী করে আসলাম। চমৎকার প্রচেস্টা। অনুবাদও ভালো হয়েছে। ++
আমি আপনাকে আগেও বলেছিলাম। আপনার এই ধরনের সব ধর্মীয় গুলিলেখার একটা ইনডেক্স পোষ্ট বানানো জন্য। নতুন লেখার নীচে এটার লিংকটা দিলেই হতো। প্রথমে কষ্ট হবে বানাতে কিন্ত আপনি ১০০ নাম্বার পোষ্টেে কিছুটা কাজ করেই রেখেছেন! মাঝে মাঝে আপডেট করে দিলে হবে........।
ধন্যবাদ আর আপনার জন্য শুভ কামনা রইল!

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

হাবিব বলেছেন: প্রিয় ভাই গল্পের জাদুকর নীল আকাশ,
আপনার কথা অনুযায়ী আমি সূরার অনুবাদের লিংক
পরের অনুবাদগুলোতে দিয়ে দেব ইনশাআল্লাহ।

আপনার এমন মন্তব্যে অনেক প্রেরণা পেলাম। আলহামদুলিল্লাহ।

আপনার উপরও শান্তি বর্ষিত হোক।

২৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৩

বোকামানুষ বলেছেন: দারুণ একটা কাজ অনেক ভাল লাগলো পোস্টে ++++

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

হাবিব বলেছেন: আপনার আগমন এবং চমৎকার মন্তব্যে ভালোলাগা জানবেন ভাই। পোস্টে প্লাসে আমাকে আনন্দিত করলো

২৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

তারেক ফাহিম বলেছেন: সালাম প্রিয় কবি।

আপনার প্রচেষ্টা সর্বদায় প্রশংসনীয়।

অনুবাদ মন ছুয়ে গেল।


আল্লাহ আপনাকে এর উত্তম বদৌলত দান করুন।

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৮

হাবিব বলেছেন:




ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ, প্রিয় ফাহিম ভাই! কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনার এমন মন্তব্যে মনটা ভরে গেল।
আল্লাহ আপনাকেও উত্তম প্রতেদান দিবেন।

২৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার প্রচেষ্টা আল।লাহ কবুল করুন এবং আরো গভীরতর জ্ঞান দান করুন।

আজকের অনুবাদে কয়েকটি জিনিষ বলতে চাই- প্রথমত নতুন নকীব ভাইয়ের পরামর্শে একমত।
২য়ত আপনি যদি অবলম্বনে নিজে কিছূ লেখেন সেই ক্ষেত্রে তা উল্লেখ করাই উত্তম। সূরার নাম না বলে বরং এ সূরা অবলম্বনে রচিত।
সরাসরি নাম দিলে যে কনফিউশনটা হয়- তার কোরআনের আয়াতের সরাসরি অণুবাদের দাবীদার হয়ে দাড়ায়!
তখন তা শতভাগ নির্ভুলতা এবং হুবহু হওয়া আবশ্যিক। কিন্তু কবিতাটা তা হয়নি।
নকিব ভাইয়ের অনুবাদ পড়ার পর নিজেও আরেকটি অনুবাদ পড়ে নিলাম। লাইনটু লাইন অনুবাদের মূলর্থ কবিতায় খুঁজলাম অনেক কিছূ মিসিং আছে!
যেমন প্রথমেই কোরআনে তারিক বা তারেক কিছু পেলাম না! এটা কোন অর্থে বা সূত্রে পেয়েছেন জানালে বাধিত হবো।
৪ নং থেকে ৯ নয় আয়াত পর্যন্ত বেশ কাছাকাছিই থেকেছেন কিন্তু এরপর আপনার নিজস্ব সংযোজন আছে।

২য় পার্টে শুধূ আকাশকে স্বাক্ষী বলেছেন, কিন্তু মূলানুবাদে আছে- চক্রশীল আকাশ! বিশাল অর্থবোধক আয়াত। চক্রমীলতার উল্লেখ বিনা কারনে নয় কিন্তু।
বাকী টুকু কাব্য সংযোজন হলেও তা প্রাসংগিকতায় চলনসই ।

তাই সরাসরি সূরার নাম না নিয়ে সূরা অবলম্বনে রচিত বললে আমার মনে হয় তা উত্তম হয়।
আশা করি মতামতে কষ্টানুভব বা নেতিবাচক ভাবে নেবেন না।

অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা

+++++

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

হাবিব বলেছেন: প্রথমে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর করে অনুবাদটি পড়ার জন্য। আপনার পরামর্শ পেয়ে ভালো লাগলো। পরবর্তী সূরার অনুবাদ করার সময় আপনার সুন্দর মতামত অবশ্যই গুরুত্ব পাবে। আপনার মতামতে মনে হলো আপনি আমার উত্তম শুভাকাঙ্খী। আপনার জন্য জান্নাতের দোয়া করছি। সর্বোপরি দোয়া করবেন আল্লাহ যেন আমার জ্ঞানের সীমাবদ্ধতা দূর করে দেন।

প্রিয় ভাই, আসলে আল-কোরআনের অনুবাদ একেক জন একেক ভাবে করেছে, মানে অনেক আরবী শব্দের সামার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। আমি কাব্যানুবাদ করার সময় সামনে রেখেছে তিনটি অনুবাদের কপি: ১) আল-কোরআনের সহজ বাংলা অনুবাদ- হাফেজ মাওলানা মুনির উদ্দিন ২) তাফহীমুল কোরআন ৩) কাব্যে আমপারা- কাজী নজরুল ইসলাম। প্রথম লাইনটার আরবী ওয়াসসামায়ে এয়াতত্বারিক। এখানে অনুবাদের সময় "ত্বারিক" শব্দকে আরবীতেই উল্লেখ করা হয়েছে। এমনটি কবি কাজী নজরুল ইসলামও করেছেন দেখেছি।

২য় পার্টে বলা হয়েছে "সাক্ষী আকাশ যা হতে বৃষ্টি ঝরে পড়ে।" আয়তটির অনুবাদ নেয়া হয়েছে "আল-কোরআনের সহজ বাংলা অনুবাদ- হাফেজ মাওলানা মুনির উদ্দিন" থেকে। আমি অনুবাদটি সংযোজন করছি।





সব শেষে কাজী নজরুল ইসলামের অনুবাদটি দিলাম:
..................................................................

শুরু করি লয়ে শুভ নাম আল্লার,
করুণা-সাগর যিনি দয়ার পাথার।

শপথ ‘তারেক’ ও আকাশের
সে ‘তারেক’ কী তা জান কীসে?
নক্ষত্র সে জ্যোতিষ্মান
(নিশীথে আগত অতিথি সে)
এমন কোনো সে নাহি মানব
রক্ষক নাই উপর যার,
অতএব দেখা উচিত তার
কোন বস্তুতে সৃষ্টি তার।
বেগে বাহিরায় উছল জল-
বিন্দু তাতেই সৃজন তার
পিঠ ও বুকের মধ্য দেশ
সেই যে জল স্থান যাহার।
সক্ষম তিনি নিশ্চয়ই
করিতে পুনর্জীবন দান,
অভিব্যক্ত হবে সবার
গুপ্ত বিষয় হবে প্রমাণ,
রবে না শক্তি সহায় আর
সেদিন তাহার কোনো কিছুই,
শপথ নীরদ-ঘন নভের
শপথ বিদায়শীল এ-ভুঁই।
ইহাই চরম বাক্য ঠিক,
নিরর্থক এ নহে সে দেখ,
মতলব করে তাহারা এক
মতলব করি আমিও এক
অবসর তুমি দাও হে তাই
বিধর্মীদের ক্ষণতরে
দাও অবকাশ তাহাদেরে।

২৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর পোস্ট....

জমিন, পড়ে বানানগুলো ঠিক করুন...

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

হাবিব বলেছেন: প্রিয় আর্কু ভাই, আপনার লেট এন্ট্রি এবং দুইটা বানান ঠিক করে দেয়ার জন্য শুকরিয়া।

২৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

স্রাঞ্জি সে বলেছেন: ভাল লাগ্লো কবিতাগুলো। _____ আপনি কেমন আছেন????

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন:




অনেক দিন পর একজন প্রিয় মানুষের সাক্ষাত পেলাম ব্লগে। আমার যে কি ভালো লাগছে বুঝাতে পারবোনা। তবে মনে মনে আপনার উপর একটু অভিমানও হয়েছে। কারন প্রথম যখন ব্লগে আসলাম আপনি কতো কতো উৎসাহ দিতেন আর এখন ভুলেও ভালোমন্দ কিছুই বলেন না। যা হোক, জানিনা কোন ভুলে আবার এলেন। আপনার নিয়মিত আগমন আমাকে আনন্দ দিবে।

আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে।

২৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

নজসু বলেছেন:



আল্লাহ আপনার মঙ্গল করুন।

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

হাবিব বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল ও মঞ্জুর করুন

২৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৮

শাহারিয়ার ইমন বলেছেন: অসাধারণ প্রয়াস ।

২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ শাহরিয়ার ইমন

৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫১

বলেছেন: বিচারপতি হাবিবুর রহমান কোরআনের সহজ সরল অনুবাদ করেছেন।- যা নিঃসন্দেহে অন্যতম গুরুত্বপূর্ণ একটি তরজমা।

উনার নাম উল্লেখ করেন নাই--!!

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

হাবিব বলেছেন: প্রিয় লতিফ ভাই, আসলে আমি জানতাম না যে বিচারপতি হাবিবুর রহমান কোরআনের সহজ সরল অনুবাদ করেছেন। আপনার কথা শুনে পড়ার আগ্রহ তৈরি হলো। পড়ে নিব ইনশাআল্লাহ

৩১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৩

মাহমুদুর রহমান বলেছেন: আমি সনেট বুঝিনা লিখতেও পারি না তবে পড়তে পারি পড়তে ভালোবাসি।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

হাবিব বলেছেন: আমার লেখাও কি বুঝেন না প্রিয় মাহমুদুর রহমান ভাই?

৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: আমার লেখাও কি বুঝেন না প্রিয় মাহমুদুর রহমান ভাই?

দয়া করে ভুল বুঝবেন না,আমি বোঝাতে চেয়েছি সনেট লিখতে না পারার পেছনে আমার ব্যর্থতার কথা।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

হাবিব বলেছেন: না প্রিয় ভাই, ভুল ভুঝিনি। আপনিও পারবেন চেষ্টা করলে। শুভ রাত্রি জানবেন। আপনার উপর শান্তি বর্ষিত হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.