নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
মাঠে খেলা:
ও বুবু, খেলেছো কি
লুডু আর গুল্লা?
নাকি শুধু বর বউ
হয়েছে কে মোল্লা?
খেলেছো কি কুত কুত
দাড়িয়াবান্দা?
নাকি শুধু লুকোচুরি
চোখ বেঁধে আন্ধা?
পাঁচগুটি পারো নাকি
বৌছি খেলেছো?
প্রজাপতি সাথে তুমি
পাখাটা মেলেছো?
খেলেছো কি ডাঙ্গুলি
কপালে টোক্কা!
কখনো কি খেলেছো
এক্কাদোক্কা?
ষোলগুটি পারো তুমি
লাটিম কি খেলেছো?
দাবা খেলে হেরে গিয়ে
তুমি কি কেঁদেছো?
খেলেছো কি মার্বেল
ছেলেদের সাথে?
খেলেছো কি ফুটবল
ভিজে বৃষ্টিতে?
নেমেছো কি কোনদিন
ক্রিকেটের মাঠে?
নাকি শুধু মন ছিলো
ক্লাসের পাঠে?
রশি লাফ পারো নাকি
লাটিমের খেলা?
নাকি শুধু রান্নায়
কেটে গেছে বেলা?
চায়ের দোকানে বসে চা খাওয়া!
বুবুজান শোন বলি
লাল চা খেয়েছো?
নাকি শুধু দুধ চায়ে
মিঠা করে নিয়েছো?
পুড়েছে কি জিহবা
গরমের চোটে?
তাপ কি লেগেছে
মুখে আর ঠোঁটে?
হয়েছে কি শব্দ
চুমুকের চোটে?
ভয়ে কি লোকজন
দৌঁড়েছে উঠে?
বৃষ্টিতে ভিজে!
বৃষ্টিতে ভিজে ভিজে
রঙধনু দেখেছো?
কাক ভিজে কখনো কি
মা'র বকা খেয়েছো?
লাফালাফি করেছো কি
পুকুরে জলে?
আব্বু দিয়েছে কি
দুই কান মলে?
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
হাবিব বলেছেন: প্রথম মন্তব্যের জন্য শুভেচ্ছা আপনাকে। শুকরিয়া
২| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
সামু পাগলা০০৭ বলেছেন: ইহা আমি কি পড়িলাম! আপনি পারেনও বটে! আমার পুরো পোস্ট নিয়ে এত দ্রুত ছড়া লিখলেন কি করে? মাইন্ডব্লোয়িং!
আজ ছড়ায় ছড়ায় উত্তর দেবার সময় করতে পারবনা রে সরি। অন্যকোন দিন হাতে সময় থাকলে আবারো ঘুরে যাব।
শুভকামনা!
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩০
হাবিব বলেছেন: কি বুবুজান, খালি মুখে কথা বললে হবে? মিষ্টি কই?
আপনার পুন:আগমনের অপেক্ষায় রইলাম। শুভ রাত্রি
৩| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮
ঝিগাতলা বলেছেন: খুব ছন্দময় ছড়া। পড়ে আনন্দ পেলাম।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আনন্দ পেয়েছেন জেনে ভালো লাগলো
৪| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! বেশ বেশ বেশ । ভালই লিখেছেন ছড়া।
অভিনন্দন মাননীয়াকে।
শুভকামনা ভালোবাসা রইল।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
হাবিব বলেছেন: গল্পের জাদুকর প্রিয় ভাই! আপনার এমন মন্তব্যে আমি যে মহাখুশি।
আপনার ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এতদিন লেখায় রম্য
এবার কাব্যে!
খুব সুন্দর ছড়া।
প্রেমে পড়ে গেলামতো!
হাত ধরে ডাঙ্গায় তোলা!
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৮
হাবিব বলেছেন:
রম্য কথা কাব্য গানে
নূরু ভাইকে আনলো টেনে
গেলেন প্রেমে পড়ে!
হাত ধরবো কান ধরবো
যা বলবেন সব ধরবো
টেনে তোলবো ধরে!!
বলেন আগে জলদি করে
কার বা প্রেমে গেলেন পড়ে
ছড়া নাকি তাঁর উপরে??
৬| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
হাবিব বলেছেন:
মুখটা ডেকে অল্প কথায় যা বললেন আজ
এম কথায় উৎসাহ পাই যেন মাথার তাজ!!
৭| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
প্রামানিক বলেছেন: সামু বুবু প্রশ্নের ঠেলায়
পালিয়ে গেল নাকি
কোথায় পালালো ব্লগ ছেড়ে
কে আনবেরে ডাকি।
এক কথায় চমৎকার রম্য কাব্যকথা। ধন্যবাদ
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
হাবিব বলেছেন:
কই পালাবে সামু ছেড়ে
মামু বাড়ি নাকি?
যেথায় যাবে ধরে আনবো
দফাদারকে ডাকি!
ছড়ার ফাঁদে আটকাবো আজ
যাবার উপায় নাই,
ফান্দে পড়ে কাঁদবে বগা
বলবে রে হায় হায়!!
প্রিয় ছড়াকার, আপনার এমন মন্তব্যে ভীষণ ভালো লাগলো
৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬
প্রামানিক বলেছেন: সামু বুবু ব্লগেই ছিল
দেখতে করেছি ভুল
নিজের ভুলে নিজেই এখন
ছিঁড়ছি মাথার চুল।
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭
হাবিব বলেছেন:
চুল ছিঁড়োনা ভুল করোনা
টাক যে লেগে যাবে
টাক লাগলে সুন্দরী বৌ
কোথায় তুমি পাবে??
৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! ব্লগ মাতিয়ে রাখছেন বেশ
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৮
হাবিব বলেছেন: প্রিয় কবি জাহিদ অনিক ভাই, আপনার একটি মাত্র কথা আমাকে যে কি আনন্দ দিলো বুঝাতে পারবো না। আপনাদের ভালোবাসামাখা কথা আমাকে এতদূর নিয়ে এসেছে সামুতে। শুভ সকাল জানবেন।
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬
মুক্তা নীল বলেছেন: বাহ!!! চমৎকার, পারেনও আপনি । খুব উপভোগ করলাম ।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২
হাবিব বলেছেন:
মুক্তানীল শুভ সকাল!
মনটায় ভরে গেলো আপনার কথাশুনে
উপভোগ করেছেন ভালো লাগলো জেনে!
আপনিতো একটা পোস্ট দিয়ে বসে আছেন
আর কিছু আপনি কি নতুনে লিখছেন?
আপনার মন্তব্যে ++++++
১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৪২
ল বলেছেন: মাইন্ডব্লোয়িং --- Mind blowing +++
সামু পাগলা--; নাকি পাগলী!!
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭
হাবিব বলেছেন:
রুপ দেখে প্রথমে ভেবেছি পাগলা
নামটাও তেমনিই সুন্দর,
কিছুদিন বাদে শুনি সে নাকি পাগলি
এ কেমন অবিচার?
শুভ সকাল লতিফ ভাই। আপনার উপর শান্তি বর্ষিত হোক!
১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খুব সুন্দর হয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি ভাই।
১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৮
হাবিব বলেছেন: শুকরিয়া
১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৪
সাত সাগরের মাঝি ২ বলেছেন: বেশ ভালো লাগলো। সুখপাঠ্য+++
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ। সুন্দর মন্তব্যে প্লাস
১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১
আরোহী আশা বলেছেন: খুব সুন্দর ছড়া। অনেক ভালো লাগলো। পোস্টে লাইক এবং প্লাস
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫০
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভ সকাল।
১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩২
মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অসাধারণ
২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
হাবিব বলেছেন: আপনাকে আমার ব্লগে স্বাগতম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ সাথে থাকার জন্য
১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০
মেহেদী হাসান হাসিব বলেছেন: মজাদার ছড়া। ভালই লাগল হাবিব স্যার।
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
হাবিব বলেছেন:
শুভ অপরাহ্ন। হাসিব ভাই, কেমন আছেন?
আপনার সুন্দর সুন্দর গল্প পড়ার অপেক্ষায় আছি।
এখনো কি ব্যস্ত আছেন নাকি?
প্রিয় ভাই, আপনার ভালো লাগলো জেনে খুশি হলাম
১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫
নতুন নকিব বলেছেন:
শব্দটি 'গোল্লা' হলে ভাল হত।
সামু পাগলার জন্য চমৎকার ছড়া।
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
হাবিব বলেছেন:
প্রিয় নকীব ভাই, আপনি ঠিকই বলেছেন।
আসলে শব্দটি ''গোল্লা" হবে।
মানে আসল শব্দ গোল্লাছুট।
ঠিক করে নেব।
অনেক ধন্যবাদ জানবেন।
১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারূন । একেবারে চমৎকার।
মেয়েবেলার কাছে প্রশ্ন ? সব উত্তর ও পাওয়া গেল।
প্রায় সব ধরণের খেলাই খেলেছি এখন কার পোলান অনেক খেলার নাম কি জানেনা? হায়রে দিনকারল!
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
হাবিব বলেছেন:
প্রিয় ভাই মাইদুল, আপনার এমন মন্তব্যে যে
আমি খুব খুব আপ্লুত হলাম।
আসলেই, এখনকার ছেলেপেলেরা সব খেলার নামই জানেনা।
২০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪
অপু দ্যা গ্রেট বলেছেন:
ছন্দে ছন্দে দুলি আনন্দে
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
হাবিব বলেছেন:
দোল দোল দোল খান
সাথে নিয়ে দুলহান
যদি আরো সুখ চান
এনে দিবো খিলি পান
পান খান দোল খান
সাথে নিয়ে দুলহান!!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
তারেক_মাহমুদ বলেছেন: আরে বাহ সামু পাগলার পোষ্টের মোক্ষম প্রতিউওর, সত্যি দারুণ হয়েছে।
২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০
হাবিব বলেছেন:
কোন বা নদীর প্রান্ত থেকে
আনলে এমন কথামালা,
বুঝছি মনের গহীন থেকে
তাইতো অনেক লাগলো ভালা!
শুভ বিকেল তারেক ভাই
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১
আরোগ্য বলেছেন: হাবিব স্যার ব্লগে যদি পুরস্কারের ব্যবস্হা থাকতো তবে তো আমার বসে বসে কেবল আপনার জন্য হাততালি দিতে হতো। আমার তো সন্দেহ আপনি কি স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন নাকি শুধু কাব্যকথন দিয়ে বসের মন ভুলান। আরে যা এই লাইন তো নতুন পোস্টে খাটে।
পোস্টে ফেলাস +++++।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
হাবিব বলেছেন:
হাবিব স্যার ব্লগে যদি পুরস্কারের ব্যবস্হা থাকতো
তবে তো আমার বসে বসে কেবল আপনার জন্য হাততালি দিতে হতো।
কি করে দেই ভালোবাসার এমন প্রতিদান
কথা শুনে মনে মনে ধরছি সুখের গান!
রাত্রিবেলায় হাসনাহেনা যেমনি ছড়ায় ঘ্রাণ
তোমার কথায় তেমনি আমার ভরলো হৃদয় প্রাণ!
নদী যেমন ছুটে চলে নিত্য সাগর পানে
তোমার কথায় তেমনি খুশি লাগলো আমার মনে!
আমার তো সন্দেহ আপনি কি স্বাভাবিক ভাবে কথা বলতে পারেন নাকি শুধু কাব্যকথন দিয়ে বসের মন ভুলান।
--হা হা হা, বস যদি জানতে পারে অফিসে বসে কাব্য করি তাইলে চাকরি থাকবে??
আরে যা এই লাইন তো নতুন পোস্টে খাটে।
কিন্তু পোস্টে ফেলাস কেন?
সতত আরোগ্য থাকুন, আপনার ভবিষ্যৎ সঙ্গিনীও আরোগ্য থাকুক!
২৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
আরোগ্য বলেছেন: কিন্তু পোস্টে ফেলাস কেন? ফেলাস মানে প্লাস।
সতত আরোগ্য থাকুন, আপনার ভবিষ্যৎ সঙ্গিনীও
আরোগ্য থাকুক!
মন্তব্যে একটু ভুল আছে। এখন বলবো না। পরে বলবো। হা হা হা।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫
হাবিব বলেছেন: বুঝছি আমিও!!! এখন বলবো না। পরে বলবো। হা হা হা।
২৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
আরোগ্য বলেছেন: ওই স্যার, কি বুঝছেন?
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০
হাবিব বলেছেন: আগে আপনি বলেন। না হলে এখন বলবো না। পরে বলবো। হা হা হা।
২৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
আরোগ্য বলেছেন: কইলাম তো শুনছেন নাকি? কাউরে কয়েন না।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১
হাবিব বলেছেন: পলাইছুন নাকি???
২৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
আরোগ্য বলেছেন: না পালাইনাই। একটুপর ডাক্তারের কাছে যাবো। দোয়া করবেন।
২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
হাবিব বলেছেন: আল্লাহ আরােগ্য রাখুক আপনাকে? সতত, সবসময়, সর্বদা। আশাকরি সবকিছু ঠিক আছে।
২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ ছড়া লিখেছেন স্যার, ব্লগে সময় কম দিতে পারি বলে হয়তো এমন অনেক মিস করছি........শুভ কামনা সব সময়।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১
হাবিব বলেছেন:
প্রিয় ভাই, আপনার এমন আগমন যে
আমি কল্পনাও করতে পারিনি।
সত্যিই খুব ভালো লাগছে।
আপনাকে মিস করি মনে মনে খুঁজি। ভালোবাসা জানবেন সবসময়
২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
হাবিব বলেছেন: ভাইজান, লাল চা বেশ মজার ছিলো। আশা করি শীগ্রই নতুন ছবি পাবো আপনার কাছ থেকে
২৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫
তারেক ফাহিম বলেছেন: পুরো ব্লগটাকে মাতিয়ে রাখলেন দেখি।
কিশোরে বর্ণনায় সব খেলা খেলছেন নিশ্চয়
মাদ্রাসা পড়ুয়া অনেক কিশোর ছিল আমাদের খেলার সঙ্গি, তাদের সাথে পেরে উঠা কষ্ট হত
আপনিও নিশ্চয় সে কালে একচিলেন্ট ছিলেন
ছড়ায় অনেক অনেক ভালোলাগা, পোষ্টে ++
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২১
হাবিব বলেছেন:
আলহামদুলিল্লাহ। তারেক ফাহিম ভাই, আপনাদের ভালোবাসা আর আল্লাহর রহমতেই এতটুকু সম্ভব হয়েছে। আমার অল্পজ্ঞানে এতকিছু কখনোই সম্ভব হতো না।
যে খেলাগুলোর কথা ছড়াতে বলা হয়েছে এর সবগুলোই খেলা হয়েছে...... চাচাতো ভাইবোনদের সাথে, সমবয়সীদের সাথে খুব মজা করতাম তখন। খুব মিস করি ফেলে আসা শৈশবকে। আমি খেলাধুলায় খুব বেশি পারদর্শী ছিলাম না, তবে এখনে মাঝে মাঝে লুডু খেলায় ম্যাডাম কে ইচ্ছে করে না পাড়িয়ে দিলে মন খারাপ করে বলে আমি হেরে যায়। আর ও আমাকে হেরু হেরু বলে মজা করে। আমারও ভালো লাগে।
আপনার ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগছে। যাক দেরিতে হলেও আপনি এলেন। আপনার দিনকাল ভালো কাটুক এই কামনা করি। আপনার নতুন পোস্ট কখন পাবো?
৩০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩২
তারেক ফাহিম বলেছেন: আপনার নতুন পোস্ট কখন পাবো?
প্রিয়, আসলে আমার ভাবনায় এখন শুধু স্যারের পোষ্টগুলো পড়া।
এত সুন্দর সুন্দর পোষ্ট দেখে ভাবনা থেকে আগত অখাদ্য পোষ্ট দিতে ইচ্ছে করে না। যতক্ষন সময় পাই, পড়তেই ভালো লাগে।
২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
হাবিব বলেছেন: প্রিয় তারেক ফাহিম ভাই যে কি বলেন। আমার লেখা অবশ্যই পড়বেন, তবে ভুল শুধরে দিবেন। ভাই আপনার মাকড়সার মত আর একটা গল্প লিখুন। আপনার লেখাও আমার বেশ ভালো লাগে
৩১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
অনেক দেরি করে আসলাম। প্রামানিক ভাইয়ের আরেকটা ছড়া পড়ছিলাম!
আমি হলে কয়েকটা জায়গা এভাবে লিখতাম-
খেলেছো কি কুতকুত
দাড়িয়াবান্ধা?
নাকি শুধু লুকোচুরি
চোখ বেঁধে আন্ধা?
খেলেছো কি মার্বেল
ছেলেদের সাথে যে?
ফুটবলে লাথি মেরে
বৃষ্টিতে ভিজে যে?
খেলেছো কি ডাংগুলি
কপালে তে টোক্কা!
কখনো কি খেলেছো
এক্কা বা দোক্কা?
আপনাকে কিছু একটা করা দরকার ! এত রস আসে কোথা থেকে, হুম! পুরোই সাহিত্যের রসের আস্ত হাড়ি!
শুভ কামনা রইল!
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৫
হাবিব বলেছেন:
বাহ বাহ বাহ,
দারুন লিখেছেন!
মেয়েরা কি পারে বলো ফুটবল খেলতে
হেসে হয় কুটি কুটি বলখানা ঠেলতে!
মার্বেল টোকা মেরে পাঁচবার হাত ঝারে
হেরে গেলে কেঁদে কেটে বাড়িতে দৌড় মারে!
আপনাকে কিছু একটা করা দরকার !
-- কি করা যায় ভাবতে থাকেন
পারলে একটা কাজী ডাকেন!!!
এত রস আসে কোথা থেকে,
হুম! পুরোই সাহিত্যের রসের আস্ত হাড়ি! ....
আমি হলাম রসের হাড়ি রস তাহলে কে?
রস ছাড়া এই রসের হাড়ির মূল্য কি আছে?
শুভ কামনা রইল!
--প্রিয় সব্যসাচী ভাই, আপনার জন্যও শুভ কামনা। আশা করি অল্প কিছু দিনের মধ্যেই দূর্দান্ত গল্প পাবো!!
৩২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭
মাহমুদুর রহমান বলেছেন: জাস্ট ওয়াও।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫
হাবিব বলেছেন: আমাকে আপনার এমন মন্তব্য ভীষণ ভীষণ আনন্দ দিলো ভাইয়া। শুভ রাত্রি জানবেন
৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিঃসন্দেহে মজাদার ছড়া পোস্ট ছিল,
ছন্দে আর ছড়ায় ছড়ায়
ছুড়েছেন প্রশ্ন মোক্ষম!
উত্তর মিলেছে কি তা'য়
সোজাসুজি কিবা উত্তম?
নারী-তো জিতে চাঁপা'য়
নয়তো চোখের জলে,
ঘরে বসে পুতুল খেলায়
লুডুতে জিতবে ছ্ব'লে।
না'গো ভাই আর কমুনা
বিপক্ষে সায়মা-পুর,
ভয়ে কাঁপছি এ'কিন্তু না
স্ব-গুণী জানি যতদুর।
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৪
হাবিব বলেছেন:
মেয়ে মানুষ ভয়ের অনেক
যেমন ভয়ের ভূত
নিত্য সময় তাদের দেখে
ভয়ে থাকে ভূত
সুন্দর করে লিখেছেন প্রিয় কবি ভাই
©somewhere in net ltd.
১| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
নতুন-আলো বলেছেন: খুব সুন্দর ছড়া। ভালো লাগলো