নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কবিতা: তেলেই যাদু!

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩


ছবি:গুগলের....

কাজ-কর্মের ধার ধারি না তেল মেরেই চলি,
বসের সাথে সুর মিলিয়ে ইয়েস ইয়েস বলি!

বছর বছর বস বদলালেও থামে না মোর তেল,
দেশবাসী সব দেখুক আমার তেলের কী যে খেল!

সব কাজেতে নাক গলাতে আমি যে খুব পাকা,
বসের সাথে ভাব জমিয়ে বুলি উড়াই ফাঁকা!

মাঝে মাঝে অবসরে কাজের কথা বলি,
সারাটাক্ষণ বসের সাথে ভাব জমিয়ে চলি!

আমি শুধু একা নই তেল মারাদের দলে,
কেউবা দেয় দিবালোকে কেউবা তলে তলে!

বস তো আমার তেল মারাতে ভীষণ খুশি হায়,
এখন বুঝি তেলই ভাল কাজের দরকার নাই!

মন্তব্য ৭০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ সকাল হাবিব ভাই

ভূব্ন বিখ্যাত তেলের যাদু
কথাতো নয় যেন পদ্ম মধু।
তবে কে চোর কে সাধু
জানবেনা তা যদু মধু।


২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

হাবিব বলেছেন:




শুভ সন্ধ্যা নূর ভাই

"ভূব্ন বিখ্যাত তেলের যাদু
কথাতো নয় যেন পদ্ম মধু।
তবে কে চোর কে সাধু
জানবেনা তা যদু মধু!"

মধুর যাদু রোগ সারবে
তেলের জাদু পদোন্নতি,
লাগবো যত ঢালবো ততো
পাইলে বেতন পুষবে ক্ষতি!


২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল হাবিবভাই ,

বেশ ভালো অফিস কালচার তুলে ধরলেন। আহা এমনই তেল মর্দন চলতে থাকুক।

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

হাবিব বলেছেন:




শুভ সন্ধ্যা দাদা........

তেল ছাড়া চলেনা লোহা লস্কর গাড়ি
তেল ছাড়া বসদের থামবেনা ঝারি!

তেল তেলে ভাব নিয়ে চশমাটা চোখে
বাহ বাহ পাওয়া যায় বলে সব লোকে!

আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় দাদা

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

নজসু বলেছেন:




প্রিয় স্যার।
এই কারণেই বাজারে তেলের দাম বেশি। :-B

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

হাবিব বলেছেন:




ওই মিয়া ভাই সুজন সখা
কেন এতো বিজি থাকো,
কেন তুমি নিত্যদিনি
অপেক্ষাতে বসায় রাখো???

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৩

নজসু বলেছেন:




প্রিয় স্যার।
এই কারণেই বাজারে তেলের দাম বেশি। :-B

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

হাবিব বলেছেন:




তেলের মিলে চাকরি করি দামের কিবা ভয়
যতই লাগে ততই ঢালি হয়না অপচয়!

কুড়ার তেলে কাজ হয়ে যায় কিংবা সয়াবিন
সরিষার তেল বেশি লাগে তাতেই অল্প ঋণ!

ঋণের টাকা উঠে যাবে পদোন্নতি হলে
তাইতো এখন তেল কাব্যে মাতি সবাই মিলে!

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। সমাজের দূরাবস্থার জন্য তেলবাজি যথেষ্ট পরিমান দায়ী।।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

হাবিব বলেছেন:




মেরুদন্ড ভাঙছে দেশের তেলবাজিতে পড়ে
রডের জাগায় বাঁশেরা দেখি থামবে কেমন করে?

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: ঠিক বলেছেন। তেলে অনেক কাজ হয়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

হাবিব বলেছেন:




তেলের রাজ্যে কোন কাজই তেল ছাড়া চলেনা
তেল ছাড়া যে একটাও ফাইল জায়গা ছাড়েনা!

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

হাবিব বলেছেন:




তেলের এতো কদর যদি থাকতো আগে জানা
কাজ না করে ঘুরে ঘুরে গাইতাম শুধু তা না......!

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

ঝিগাতলা বলেছেন: অসম্ভব সুন্দর কাব্য। ++

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

হাবিব বলেছেন:





কাব্য গুণে পেলাম সবার এতো ভালোবাসা
এমন করে আল্লাহ রাখুক এইতো মনে আশা

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

সাত সাগরের মাঝি ২ বলেছেন: সুন্দর কবিতা। সত্য কথা বলেছেন আপনি

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

হাবিব বলেছেন:




সত্য বলে ফেঁসে গেলে চিন্তা কিছু নাই
সরিষার তেল অনেক খাঁটি চাইলে যেন পাই!

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪০

বলেছেন: তেলে তেলাকার --
হাবিব ভাইর জুড়ি মেলা ভার।

তেল মাখানো মন্তব্য করেন কবিতা সনেট যার --

হাবিব ভাগ সবার।


তেলুগু ভালোলাগা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

হাবিব বলেছেন:




তেল চিট চিট মাথা নিয়ে তেলের বোতল হাতে
সব জাগাতে তেলের কদর, কদর বেশি রাতে!

কথা কিন্তু সত্য বলছি বেজাড় হয়েন না
হাত পায়েতে তেল মাখলে ঠান্ডা লাগবে না!

বউকে খুশি রাখতে গেলে তেলের প্রয়োজন
প্রশংসায় তার পঞ্চমুখে ভরবে তাহার মন!

তেলেগু ভালোলাগা....... B-) B-)

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

আরোহী আশা বলেছেন: তেলতেলে কাব্য বেশ ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

হাবিব বলেছেন:




তেল গেলে ফুরাইয়া
বাত্তি যায় নিভিয়া
কি হবে আর কান্দিয়া...........

তাইতো তেল কাব্যের আয়োজন

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

আরোগ্য বলেছেন: এক্কেবারে তৈলাক্ত পোস্ট। বেশি তেল মারলে বস আবার পা পিছলে পড়ে মাথা ফাটাবে। তাই তেলবাজরা একটু সাবধানে তেল মারুন।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

হাবিব বলেছেন:




ফাটলে মাথা ফেটে যাক মলম লাগাবো
তখন আরো তেলবাজিতে সুবিধা পাবো!

সাবধানতার সাথে যদি না লাগাও তেল
চাকরি যাবে চুলও যাবে মাথা হবে বেল!

১৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এতো তেলে মনিটর থেকে চোখ পিছলিয়ে গেল B-))

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: এতো তেলে মনিটর থেকে চোখ পিছলিয়ে গেল ..... B-) B-)

১৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

তারেক_মাহমুদ বলেছেন: তেলে তেলে একেবারে তৈলাক্ত অবস্থা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

হাবিব বলেছেন:




তেল মাখলাম মাখবেন মাথার উপর
লাগলে দিবেন পায়ে,
ভুলেও যেন তেল না পরে
বসের উপর গায়ে!!

১৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, সবই সত্যি কথা।
আসলে বর্তমানে তেল না মারতে পারাটাও ব্যর্থতা মনে হয় আমার কাছে। তেল মারতে না পারলে অনেক সম্ভাবনাময় জীবনও আমার মতো নগন্য'ই থাকে। তাই তেল মারাটা একপ্রকার বিশেষ গুণের মধ্যে পড়ে।

দুনিয়ার মধ্যে এই তেলখোর লোকগুলোই সকল দুর্নীতির উৎস, তাদের তেল মালিশের প্রতি দুর্বলতা অনেক ভালো মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে যাচ্ছে।

শুভকামনা জানবেন সবসময়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০

হাবিব বলেছেন:




খুব সুন্দর কথা বলেছেন নাঈম ভাই।

আমরা যদি এমনি করে বাড়াই তেলের ব্যবহার
দেশটা যাবে রসাতলে
দুষ্টু লোকে এই দেশ বানাবে তাদের আহার!!

১৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

রেজাউল করিম সাগর বলেছেন: বাহ! তেলে তেলে তেলায়িত সমাজের জন্য ভালোই তৈলাক্ত লেখা লিখেছেন! এই লেখাটা যদি অফিস আদালতের দরজায় দরজায় লাগিয়ে রাখা যেত তাহলে খুবই ভালো হয়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২

হাবিব বলেছেন: হা হা হা , জম্পেশ বলেছেন সাগর ভাই। লেখা ভালো লাগায় প্রেরণা পেলাম

১৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এই তেলেই পিছল খেয়ে
দেশ যায় রসাতলে
যোগ্যরা সব যায় পিছিয়ে
তেলবাজরাই খেলে!

ভবিষ্যতের অশনি সংকেত
তেলের মাঝেই ডুবে
যাবে বুঝি গোল্লাতে দেশ
কে তারে বাঁচাবে???

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

হাবিব বলেছেন:




শুভ সন্ধ্যা দাদা জ্বি........

পিছলে না ভাই তেলেই ডুবে যাচ্ছে আমার দেশ
দরকার নাই পিছল খাবার তল আছে অশেষ!

যোগ্য লোকে যোগ্য পদে যেদিন যাবে চলে
তেলবাজেরা ধরা খাবে মরবে পচে জেলে!

কবে বলুন আসবে সুদিন না থাকবে তেলের দাম
যোগ্য লোকে আসুক তবে দেশের আনুক নাম!!

১৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

তারেক ফাহিম বলেছেন: তেলা মাথায় তেল দিয়ে দিয়ে দেশটাতো রসাতলে গেল :D

প্রিয় স্যার, ছড়ায় ভালোলাগা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

হাবিব বলেছেন:




কেউ বুঝে তেল মারে কেউ হুজুগে
তেল মেরে বসকে থাকি অসুখে!

মন থেকে আসেনা ব্যবহার ভালো
উপরেতে হাসি মুখ ভিতরেই কালো!

কেমনে দিন যাবে কোন পথে শেষ
কোন পথে এগুবে আমার বাংলাদেশ?

প্রিয় তারেক ভাই, আপনার ভালো লাগা আমাকে ভীষণ ভীষণ আপ্লুত করলো। সতত পাশে থাকবেন। সুস্থ থাকবেন। আপনার জন্য অফুরন্ত ভালোবাসা।

১৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৪

হাবিব বলেছেন: ধন্যবাদ নীলপরি আপু.........শুভ রাত্রি

২০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

হাবিব বলেছেন: প্রেরণা পেলাম ভাইয়া। আশাকরি সাথেই থাকবেন।

২১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

অস্বাধীন নাগরিক বলেছেন: অসাধারন ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

হাবিব বলেছেন: আপনার অসাধারণ কথাটি আমার লেখার জন্য ফুয়েলের কাজ করবে। শুভরাত্রি জানবেন

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:১৪

প্রামানিক বলেছেন: বর্তমানে তেল দেয়া লোকজনই ভালো আছে। ধন্যবাদ সময়োপযোগী কবিতার জন্য।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

হাবিব বলেছেন:




তেল ছাড়া চলেনা রেলগাড়ি চাকা
তেল ছাড়া কাজকাম লাগে ফাঁকাফাঁকা


আপনাকেও ধন্যবাদ প্রিয় ছড়াকার

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

মোঃ জাফর আলম ভুইয়া বলেছেন: বাহ ! বেশ ভাল!!

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

হাবিব বলেছেন:



বেশ ভালো হলেই তো তেলে হবে কাম
ভুঝেশুনে তেল দিলে হবেনা বদনাম

ধন্যবাদ এবং শুভরাত্রি ভাইয়ূ

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
তেলের রাজ্যে কোন কাজই তেল ছাড়া চলেনা
তেল ছাড়া যে একটাও ফাইল জায়গা ছাড়েনা!

আমি তেল দিতে চাই। আমাকে কিছু টিপস শিখিয়ে দেন।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

হাবিব বলেছেন:




একদিন কিছু কথা বলবো তেল নিয়ে
সেদিনই সবকিছু দেব দেব শিখিয়ে!

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



তেলেই রসাতলে জাতি!

ছড়া ভালো হয়েছে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

হাবিব বলেছেন:




তেলতেলে ছড়াখানি ভালো হয়েছে
তাই শুনে মনখানি ছুটি পেয়েছে!!

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০২

নতুন-আলো বলেছেন: মজাদার কবিতা .।
..

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

হাবিব বলেছেন: ধন্যবাদ এবং শুভ রাত্রি

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

কিরমানী লিটন বলেছেন: সমাাজের বৈসাদৃশ্য উঠে এসেছে কবিতায়- চমৎকার

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

হাবিব বলেছেন:




অনেক অনেক প্রেরণা পেলাম
লিটন ভাই ছড়ার রাজা
ছন্দে আমি বলে গেলাম

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

নজসু বলেছেন:




দোয়া করবেন প্রিয়জনেসু।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০০

হাবিব বলেছেন:




কেন এতো ব্যস্ত থাকো
ব্যস্ততা কবে হবে শেষ?
কবে আবার মন্তব্যে
ডাকবে আমায় অনিশ্বেষ?

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: একদম সঠিক বলেছেন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

হাবিব বলেছেন:




তেল দিলে তেল পাবে আরো পাবে টাকা
তেল ছাড়া পরিশ্রম সবই পড়ে ঢাকা!!

শুভ রাত্রি ভাইজান

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

আকতার আর হোসাইন বলেছেন: আসলেই, বাঙ্গালির তেল মারার স্বভাবটা প্রচণ্ড। নিজের সামান্য স্বার্থের জন্য স্বকীয়তা ত্যাগ করতে হয়। এরচেয়ে লজ্জার, এরচেয়ে ঘৃণ্য আর কি হতে পারে...

২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

হাবিব বলেছেন: আকতার হোসাইন, আপনি একদম ঠিক কথা বলেছেন।এমন অবস্থা থেকে আমাদের উত্তরণ প্রয়োজন।

৩১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

সূচরিতা সেন বলেছেন: মনও মুগ্ধকর ছঁন্দ মাখা কাব্য অনেক ভালো লাগল দাদা।

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

হাবিব বলেছেন: ধন্যবাদ দিদি, আপনার মূল্যবান মতামত আমাকে প্রেরণা দেয় সব সময়। সতত ভালো থাকবেন

৩২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৫৭

বলেছেন: তেল মাখানো কি এখনো চলছে???

তেল ছেড়ে বাস্তবে ফিরে আসেন!!


আশাকরি ভালো?

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

হাবিব বলেছেন: শ্রদ্ধেয় ও প্রিয় লতিফ ভাই, আপনার এমন খোঁজ নিতে আসায় ভালোবাসা পেলাম। একটু কাজের চাপ যাচ্ছে। বাস্তবে ফিরতে একটু সময় লাগবে মনে হচ্ছে। আপনার লেখা পড়ার অপেক্ষায় আছি।

৩৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

আরোগ্য বলেছেন: লতিফ ভাইয়ের মতই মন্তব্য করতে চেয়েছিলার। যাক বড় ভাই আমারটা করে দিয়েছেন।
এখন বলেন কি কারসাজি আপনার? প্রতিদিন আপনার কবিতার অভ্যাস করে দিয়ে এখন খালি ফাকিবাজি করেন। X((

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

হাবিব বলেছেন:




প্রিয়জন আরোগ্য! আপনার এমন খোঁজ নিতে আসায় আর বুঝার বাকি নেই কতটা মনে রাখেন আমাকে........
আমার খুব ভালো লাগে তখন যখন আমার যোগ্যতার চেয়ে বেশি কিছু পাই। কিন্তু আবার ভয়ও করে........
যদি এতো ভালোবাসার মান না রাখতে পারি??

এখন বলেন কি কারসাজি আপনার?
--হা হা হা........
আসলেই তাই, কারসাজি হচ্ছে ভালো করে ফ্রি হতে পারছি না......কি যে করি। সারাদিন প্রায় লগডইন থেকেই সন্তুষ্ট থাকতে হয়।
তবে আশা করি শীগ্রই পোস্ট দিতে পারবো। দোয়ার দরখাস্ত রইলো।
প্রতিদিন আপনার কবিতার অভ্যাস করে দিয়ে এখন খালি ফাকিবাজি করেন। X(( ...
---- এতো ভালোবাসা আমি কোথায় রাখি?

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

নজসু বলেছেন:




শত ব্যস্ততার মাঝেও যে প্রিয় বন্ধু ভাইদের মায়াময় ভালোবাসার কথা মনে হয়।

২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১

হাবিব বলেছেন:




এমন আপন করে নেয়ার মতো কেউ কি আমি??
প্রিয়জন সুজন ভাই, আপনার এমন কথা শুনে যে অন্তর থেকে ভালো লাগে।

আপনার মতো আমিও যে একটু বেশি ব্যস্তার মধ্যদিয়ে দিনাতিপাত করছি।

যাইহোক,, আল্লাহর কাছে প্রার্থনা শত ব্যস্ততার মাঝেও যেন সুস্থ থাকেন।
আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

বলেছেন: আসসালামু আলাইকুম ও রাহমাতুললাহ।

আশাকরি ভালো আছেন। পোস্ট দিছি -- দেখবেন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

হাবিব বলেছেন: প্রিয় গল্পকার কবি লতিফ ভাই, খুবই দু:খিত যে দেরি হয়ে গেল। আপনার জন্য দোয়া করি সতত সুস্থ থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.