নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কবিতা- জেগে উঠার স্বপ্ন!

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭




এমন ডাকে জাগুক মানুষ দূর হয়ে যাক শত্রুরা সব
বাংলাদেশের বুকে নামুক বখতিয়ারের ঘোড়া
দূর্নীতিবাজ ধর্ষকেরা যাক হয়ে যাক খোঁড়া
যুদ্ধ হবে আয়রে সবে যুব-কিশোর বুড়া
শক্তি বুকে আল্লাহ মুখে এক নামে ডাক রব
তোরা- কে কোথারে আয় ছুঁটে আয় ভাঙরে কলরব!

দেশদ্রোহী যাক পালিয়ে গণজোয়ার দে চালিয়ে
বাংলাদেশের বুকে নামুক শান্তি সুখের ধারা
যখন- দূরে যাবে দূর্নীতিবাজ সবাই পালিয়ে!
নিপীড়িত মানুষ সকল হবে আত্মহারা
ফিরে পেয়ে বেঁচে থাকার সকল অধিকার
আবার আসো বীর বাঙালি কেউ পাবে না পার!

ও ভাই তাইতো ডাকি শোন নাকি
কোথা সে নও জোয়ান?
কন্ঠে ধরো সমস্বরে জেগে উঠার গান
জাগবে সবাই এমন ডাকে এইতো আহবান!!

দাও খোদা দাও ওমর ফারুক হামযা আলীর মতো
আবু বকর রাসুল প্রেমিক যিননুরাইন দাও
আবু জেহেল আবু লাহাব নাও উঠিয়ে নাও
দূর করে দাও অশ্লীলতা পাপ কালিমা যত
দাও মুঁছে দাও গরীব-দু:খীর মনের সকল ক্ষত!

সময় হলে দাও পাঠিয়ে ছোট্ট আবাবিল
নমরুদের ঐ মাথায় আবার নামুক জুতার ঢিল!
ফেরাউনের মোকাবেলায় মূসার মতো বীর
জালিম শাসক যত তাদের দূর্গে ধরুক চির!!

একাত্তরে যেমন করে শেখ মুজিবের ডাকে
দেশ বাঁচাতে সন্তানেরা ছেড়ে গেল মাকে!
খোদা-তেমন করে আবার একটা মুজিব এনে দাও
বাংলাদেশের বুকে থেকে জিন্নাদেরকে নাও!!

প্রেস ক্লাবের সামনে যখন ব্যানার হাতে মা'য়ে
ধর্ষিতা এক মেয়ের ছবি দাঁড়ায় নগ্ন পায়ে!
কেমন করে মুখ লুকিয়ে থাকি সবাই মিলে
তাইতো এমন জেগে উঠার স্বপ্ন জাগে দিলে!!


কৃত্জ্ঞতা: আরোগ্য'র জাগো বাঙালী! কবিতার উত্তরে লেখা.....

ছবিঋণ:গুগল.....

মন্তব্য ৫২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

হাবিব বলেছেন: প্রথম মন্তব্য এবং লাইক প্রদানে অনেক ধন্যবাদ প্রিয় ভাই। আশা করি ভালো আছেন!

২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

আরোগ্য বলেছেন: স্বাগতম ব্লগে। আসতেছি আমার কবিতার উত্তর দিয়ে।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

হাবিব বলেছেন: আপনাকে আমার ব্লগে সাদরে আমন্ত্রণ। ভাবছিলাম আরো কিছুদিন পরে লিখবো কিন্তু শত ব্যস্ততার আঝেও আপনার কবিতা আমাকে লিখতে মোটামুটি বাধ্য করলো। কৃতজ্ঞতা অফুরান........

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮

সূচরিতা সেন বলেছেন: ভালো লিখেছেন দাদা।

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৮

হাবিব বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম। সাথে থাকার জন্য নিরন্তর শুভেচ্ছা জানবেন সূচরিতা

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

আরোগ্য বলেছেন: আমারটা বেশি ভালা অইসে স্যার। :P

মাইন্ড খায়েন না ডিনারে। একগিসি মসকরা করলাম। আপনি হইলেন জাত কবি আর আমি অইলাম ফাও কবি।

বাঙালি বয়রা অয়া গেসি। দেহি চিল্লাইতে চিল্লাইত যদি কেউর কান খুলে।
আমার কবিতায় যায়া একখান প্রসংশার মন্তব্য কইরা আহেন। X(

৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০২

হাবিব বলেছেন:




দোয়া করি আরো ভালো হোক। কাছের মানুষদের ভালো কিছু দেখলে খুব ভালো লাগে।
আমারটা বেশি ভালা অইসে স্যার। B-)

বাকি কথাগুলো পরে বলবো........ শুভ রাত্রি আরোগ্য

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪৭

বলেছেন: জাগরণের কবিতায় ভালোলাগা।
৭১ তে তো ওসমানী যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

হাবিব বলেছেন:




প্রিয় গল্পকারের ভালোলাগায় আনন্দিত আমি। সতত সুস্থ থাকার দোয়া করছি।

জ্বি ভাই, '৭১এ ওসমানী যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন
কিন্তু ঘরে ঘরে দূর্গ গড়ার ডাক বঙ্গবন্ধু দিয়েছিলেন,
তাই তাঁর নামটিই আনা হয়েছে।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। পরিবার নিয়ে সুন্দর ও সুস্থ থাকুন সব সময়

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৭

সিগন্যাস বলেছেন: বাহ বাহ পড়ে আনন্দ পেলাম

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

হাবিব বলেছেন: সুন্দর মন্তব্যে আমিও আনন্দ পেলাম। সতত সুন্দর ও সুস্থ থাকুন সিগন্যাস

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
হাবিব ভাই দ্রোহের কবিতা ভালো হয়েছে। মায়ে না হয়ে হবে মা'য়ে। ঠিক করে দিন।

আমার সহী সর্টকাটে তরীকা: দুই নাম্বার পড়ে কারো কারো পেটে বদ হজম হয়ে গেছে! তার নমুনা দেখলাম ব্লগে
এই ধরনের পোস্ট কমে গেছে কিন্ত চরিত্র পাল্টায় নি। তার নমুনা দেখলাম দেখলাম আপনাকে নিয়ে একটা মন্তব্যে!
কার লেখা কে পড়ে আর আমজনতা কি মনে করে, সেটা ব্লগে বেশির ভাগ ব্লগারই জানে........
এর আগেও একবার আপনার আর কাওসার ভাইয়ের জন্য আমি লিখেছিলাম একটা পোস্টের মন্তব্যে তারপরও
এর শিক্ষা হয়নি। আপনাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, এসব বস্তা পঁচা কথাবার্তায় পাত্তা দিবেন না। অল্পবয়সী মেয়েদের হাত নির্লজ্জের মতো ধরে টানাটানি করে আর দালালি করা ছাড়া আর কিছু পারে কিনা সেটা এর ব্লগে ঢুকলেই বুঝা যায়!
আপনি এই ব্লগের অন্যতম সেরা কবি, কেউ যদি আপনার কবিতা নিয়ে প্রশ্ন তুলে, আমি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চাই সে কতটা কবিতা বুঝে!
আমি আপনার পাশে সেফ হবার আগে থেকেই ছিলাম, যতদিন এই ব্লগে থাকবো, ততদিন ইনসাল্লাহ আপনার পাশেই পাবেন!
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০

হাবিব বলেছেন:





প্রিয় ভাই নীল আকাশ,

আশা করি ভালো আছেন। কয়েক দিন ধরে খুব ব্যস্ত সময় পার করছি। তবুও সব সময় আপনাদের মিস করি। আপনার কাছে ভালো লেগেছে যেনে আমার খুব আনন্দ হচ্ছে। বানান ঠিক করে দিলাম।

আপনার সহিহ তরিকা যে কাজ করেছে সেটা আমিও বুঝতে পেরেছি। কিছু মানুষ আসলে কোনদিনই পালটায় না। মাঝে মাঝে খুব হতাশ হই। আপনাদের মতো মানুষদের কাছে না পেলে হয়তো লেখা বাদই দিতে হতো। আপনি সেই শুরু থেকে যেভাবে পাশে আছেন সে ভাবেই পাশে থাকবেন আশা করি। উৎসাহ দেয়ার পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দিবেন।

আমার লেখা এখনো খুবই কাঁচা। আপনি মন্তব্যে যেভাবে তুলে ধরলেন আসলেই আমি অতোটা নই। ব্লগে এসেছিলাম অবসর সময় কাটানোর জন্য আপনারা যেভাবে মনে স্থান দিয়েছেন তাতে আমি খুবই মুগ্ধ। থাকতে চাই এমন ভালোবাসার মাঝেই। দোয়া করবেন। আপনার জন্যও দোয়া করি। আশা করি আগামী বই মেলায় আপনার বই হাতে পাবো।

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



এককথায় দারুন কবিতা। +++

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন প্রিয় নকীব ভাই। আপনার উপর শান্তি বর্ষিত হোক

১০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

নতুন-আলো বলেছেন:




কবুল করো হে দয়াময় জেগে উঠার গান
আবার জেগে উঠুক সবাই জাগুক নতুন প্রাণ

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

হাবিব বলেছেন:




জেগে উঠো বীর বাঙালি আসো আরেকবার
জালিম যত হঠাও তাদের কেউ পাবে না পার!

১১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

আরোহী আশা বলেছেন:




আসবে কবে সুখের সুদিন
বাজবে নতুন সুর?
আঁধার কেটে আসবে আবার
শুভ নতুন ভোর!

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

হাবিব বলেছেন:




যেদিন সবাই নিজেদেরকে আপন তেজে ধরবে মেলে
আসবে সেদিন সুখের সুদিন পাপীদেরকে ভরবো জেলে!

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

ঝিগাতলা বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে । আপনার জন্য শুভ কামনা। ভালো থাকুন সব সময়

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৮

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভ কামনা। সতত সুস্থ থাকুন

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২

সিগন্যাস বলেছেন: সিগন্যান্স নয় এটা হবে সিগন্যাস

৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯

হাবিব বলেছেন: দু:খিত ভাইয়া, ঠিক করে দিলাম। সিগন্যাস!

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।
+++++++++++++

শুভকামনা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

হাবিব বলেছেন: নীলপরি, আপনার এতো এতো প্লাস আমাকে মুগ্ধ করলো। আশা করি ভালো আছেন?

১৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিবভাই ,

বিলম্বিত আগমনের জন্য আবার ক্ষমাপ্রার্থী। কাল রাতে একটু আগেভাগে ঘুমিয়ে গেছিলাম ; যে কারণে আপনার পোস্টটি সময় পড়া হয়ে ওঠেনি।এখন দেখলাম আলোচিত ব্লগে ঢুকে গেছে । কবিয়াল দারুন হয়েছে। যথার্থ উত্তর কবিতা হয়েছে । কবিতায় দ্রোহ আছে।

শুভকামনা ও ভালোবাসা হাবিবভায়ের গোটা পরিবারবর্গকে ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

হাবিব বলেছেন: প্রিয় পদাতিক দাদা, আপনার মন্তব্যের বিলম্ব উত্তর দেয়ার জন্য দু:খিত।আসলো পোস্ট করেই গ্রামের বাড়ি চলে গিয়েছিলাম। সে জন্য পরের মন্তব্যগুলোর উত্তর করা হয়নি। পোস্ট করেই আপনার আগমনের অপেক্ষায় থাকি। আর যখন আপনি এসে মন মতো মন্তব্য করেন তখন আনন্দ লাগে খুব। আপনার জন্য ও আপনার পরিবারের জন্য সুস্থ থাকার দোয়া করি।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৭

শিখা রহমান বলেছেন: হাবিব আপনার কবিতা ও কবিতার বক্তব্য খুব ভালো লাগলো।

শুভকামনা কবি। ভালো থাকুন সবসময়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

হাবিব বলেছেন: শিখাপু, আপনার এমন সুন্দর মন্তব্য আমার আবেগকে আরো বাড়িয়ে দিলো। আপনার সবসময় পাশে থেকে এমন মন্তব্য করে আনন্দ দেন। শুভ রাত্রি জানবেন

১৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

জাহিদ অনিক বলেছেন: জাগানিয়া কবিতা-- ভালো লেগেছে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৯

হাবিব বলেছেন: কবির ভালো লাগা যে কতটা প্রেরণার তা আমি বেশ অনুভব করতে পারি। উৎসাহ পেলাম প্রিয় কবি

১৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই। পরিবার নিয়ে সুন্দর ও সুস্থ থাকুন সব সময়

দোয়া করবেন।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

হাবিব বলেছেন: আপনার ও আপনার পরিবারের জন্য দোয়া করি। আপনার প্রকাশনার ব্যবসার সফলতা কামনা করি রাজিব ভাই

১৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

নজসু বলেছেন:




জাগুন সবাই আগুন হাতে
হিজলতলীর গায়;
সাম্যের গান গেয়ে
যেথায় কেটে যায়।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

হাবিব বলেছেন:





মশাল আগুন হাতে আসুক বীর মুজাহিদ আজ
বাঙালিদের মাথায় আবার উঠুক দীপ্ত তাজ!

সুন্দর কাব্যিক মন্তব্যের জন্য অভিনন্দন প্রিয় সুজন ভাই।

২০| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
সুশীল, আফিম নেশায় ঘুমিয়ে গেছে
বিবেক গ্যাছে মরে
ভোগ বিলাস আর দুনিয়াদারীর
রসে আছে ভরে

জাত কুল মান সবই গ্যাছে
কি হবে তা দিয়ে?
দুর্নীতি আর স্বৈরাচারী
চলছে তা' দিয়ে!

এমনই হাল ধামা ধরায়
কে পুছে হায় আমজনতায়
ভুগছে তারা সেইই যাতনায়
মুক্তির যেন নাই উপায়!!!

জাগরণের গান গেয়ে যাও
তুমি অভয় কবি
জাগুক প্রাণে দ্রোহের আগুন
পুড়ুক তারা সবি।




০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

হাবিব বলেছেন:





প্রথমেই ধন্যবাদসহ অভিন্দন জানাচ্ছি এতো সুন্দর আর দূর্দান্ত কাব্যিক মন্তব্যের জন্য।
আমার দেরিতে উত্তর দেয়া নিয়ে মন খারাপ না করার অনুরোধ করছি ভৃগু দাদা।

পুড়ুক বাতিল মিথ্যা যত অত্যাচারের খর্গ
ভূলোক থেকে যাক চলে সব জালিম শাসকবর্গ!

হাসি ফুটুক মাজলুম আর গরীব দু:খীর মুখে
অন্যয় সব দূর হয়ে যাক থাকুক সবাই সুখে!

২১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

তারেক ফাহিম বলেছেন: দারুন আহ্বান।

সৃষ্টিকর্তা আপনার প্রার্থনা কবুল করুন।


পাঠে একরাশ মুগ্ধতা প্রিয় কবি।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

হাবিব বলেছেন:




তারেক ফাহিম ভাই,
আপনার এমন উচ্ছ্বসিত মন্তব্যে আমি ভীষণ আপ্লুত হলাম।
আল্লাহ আপনার প্রার্থনাও কবুল করুন।

২২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,
কেমন আছেন?


কবিতা কিন্তু জাগিয়ে দিল।
ভালই লাগলো বলে গেলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

হাবিব বলেছেন: তাজুল ভাই, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি পরিবার নিয়ে। আশা করি আপনিও ভালো আছেন। উত্তর দিতে দেরি হয়ে গেল মনে কিছু করবেন না প্লীজ। সব সময় যেভাবে পাশে পাই ভবিষ্যতেও এমন করে কাছে পাবো আশা করি। আপনার উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক।

২৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

রাফা বলেছেন: চমৎকার ,এই আহ্বানে জেগে উঠুক বাঙালী আবার ৭১-এর মত।
সমস্যাগুলো চিন্হিত ।সমাধানে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
তা নাহলে নিজেদেরই ঠকতে হবে বারংবার।

ধন্যবাদ, হা. স্যার । কবিতায় আহ্বানের ডাকের জন্য।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

হাবিব বলেছেন:




অনেক ধন্যবাদসহ কৃতজ্ঞতা ভাই রাফা!
আপনার এমন উচ্ছ্বসিত মন্তব্য আমাকে দারুণভাবে আপ্লুত করলো।
প্রেরণা পেলাম খুব।
আপনার আশা যেন পূর্ণ হয়।
শুভ রাত্রি জানবেন ভাই।

২৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৪৫

বলেছেন: এই কবিতাই নিন্দুকের মুখে চপেটাঘাত পড়বে ---
নাতি পুতি হোক সবিই শ্রমের ফসল
উৎপাদন করতে সক্ষম হওয়া প্রয়োজন আছে - মানুষকে অতি সহজেই তীব্র নিন্দা করা যায় কিন্ত ভালো দিকগুলো সহজে কাঁনা চোখে পড়ে না।

রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হাল জামানার জাঃ ইকবাল সবাই পশ্চিমাদের কাছ থেকে ধার কারা লেখা লিখেছেন যা চ্যালেঞ্জ করারা কিছু নাই।

আমিও আজ শিখা রহমানের কবিতার আদলে আবারো একটা আহ্বান লিখলাম।


পড়ার অনুরোধ রইলো।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯

হাবিব বলেছেন:




প্রিয় লতিফ ভাই,
আপনার কথা আমাকে ভীষণভাবে নাড়া দিলো।
সাহসী কথা বলেছেন।
আমি আবার এতো শক্ত কথা বলতে পারি না।

কিন্তু আমার কথা হচ্ছে যারা ভালো কিছুতে প্রশংসা করতে পারে না
যারা মন্দ কিছুকে শোধরে দেয়ার যোগ্যতা রাখে না কিংবা
যোগ্যতা থাকা সত্যেও নিছক জ্ঞানের বড়াই করে বেড়ায় তারা কেন অযথা কথা বলে?
তাদের কথার পাত্তা না দেয়ায় ভালো।

আপনার কবিতা সব সময় আলাদা ফ্লেভারের হয়। ভালো লাগে খুব। আবনার জীবনের ব্যকরণ কেনার ইচ্ছা আছে। আপনার আগামী দিনের পথচলা সুন্দর হোক। আপনার জন্য সতত আরোগ্য থাকার প্রার্থনা করি।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ........

খোঁড়া হবে......
দেশদ্রোহী হবে.....

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

হাবিব বলেছেন: ধন্যবাদ আর্কু ভাই, ঠিক করে দিয়েছি। সতত সুন্দর থাকুন। শুভ রাত্রি

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭

গেছো দাদা বলেছেন: অনবদ্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ গেছোদাদা, সতত আরোগ্য থাকুন। আপনাকে জানাই শুভ রাত্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.