নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

জীবনবোধ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫



***জীবনবোধ***

যতই তুমি ব্যস্ত থাকো পরিবারের সুখের আশে
শেষ বিদায়ে তোমার সাথে কেউ যাবেনা কবর দেশে!

সুখ সাগরে ভাবো যদি থাকবে মজে দুনিয়াতে
লোনা জলে মিটবে তৃষা? উঠবে যেদিন আখিরাতে!

শান্তি সুখের আবাসখানি পরকালে চাইলে পরে
জলদি করে আলোর পথে আসতে হবে আঁধার ছেড়ে!

চতুর্পাশে পাবে তুমি চোখ ধাঁধানো মোহ মায়া
এসব কিছুই মন ভোলানো মরীচিকা ভ্রান্ত ছায়া!

সময় গেলে আসবে যখন আচমকা এক দমকা হাওয়া
পূণ্যখাতা শূন্য হলে মিথ্যা হবে সকল পাওয়া!

অনেক সাধের প্রাণ পাখিটা উড়ে গেলে বুজবে আঁখি
থাকতে সময় পূণ্য করো আল্লাহতে ঈমান রাখি!

সত্য পথে সত্য কাজে নিত্য তোমার জীবন গড়ো
এখনো তো সময় বাকি খোদার কাছে তওবা করো!

ছবিসূত্র:গুগল....

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৯

আরোগ্য বলেছেন: চলুক কবিতার গাড়ি বিনা বাঁধায়। দারুণ হয়েছে স্যার।
+++++++++++++++
++++++++++
+++++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, আপনার এমন মন্তব্য আমাকে প্রেরণা জোগায় সব সময়। আজকে প্রথম মন্তব্যের জন্য আপনাকে বাড়তি অভিনন্দন। পোস্ট করার সময় আপনাকে বাম পাশে খুঁজছিলাম, দেখলাম না। ভাবছিলাম আপনি পরে আসবেন হয়তো। আপনার উচ্ছ্বসিত মন্তব্য, লাইক এবং প্লাস প্রদানে কৃতজ্ঞতা, ভালো লাগা। সদা আরোগ্য থাকুন পরিবারের সাথে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

নীল আকাশ বলেছেন: এত চমৎকার আর অসাধারণ কবিতার জন্য -
ধুসর বিবর্ন নিঃসঙ্গতার একাকিত্বে, করি শুধুই আর্তনাদ,
শুন্য হাতে নতজানু আমি, পার হবো কিভাবে পুলসেরাত!


আপনাকে আবার কবিতা লিখতে দেখে কিযে ভাল লাগছে......
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ, আপনার এমন মন্তব্যের জন্যই যেন অপেক্ষায় ছিলাম! আপনার কবিতা লেখার জন্য বারবার তাকিদ দেয়াটা আমার কবিতার প্রতি ভালোবাসার যে অনন্য প্রকাশ পেয়েছি তাতে আমি সত্যিই কৃতজ্ঞ। আপনার এমন প্রেরণা আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আল্লাহ আপনার জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করবেন। আল্লাহ আপনাকে জাননআতের বাসিন্দা করে দিবেন দোয়া করি।

পুলসিরাতের কঠিন পথে চাইলে পরে আলোর রেখা
কোরআন পড়ো কোরআন মানো পাবে তুমি সুখের দেখা!

পাপী যত এই জগতে পরবে কাটা পুলসিরাতে
পূণ্যবানের জন্য জানি সহজ হবে আখিরাতে!

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: মরীচিকা হবে....

কবিতা ভালো লেগেছে :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮

হাবিব বলেছেন: ঠিক করে দিয়েছি আর্কু ভাই, কবিতার প্রশংসায় পোস্টের লেখক অনুপ্রাণিত হলো।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: ঈশ্বরের পৃথিবীতে কে কিসে খুশী হয় বোঝা যায় না।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২০

হাবিব বলেছেন: পৃথিবীতে আদম সন্তানের কোন কিছুতেই পেট ভরবে না, মাটি ছাড়া!

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা। " পুণ্যখাতা শূন্য হলে মিথ্যা হবে সকল পাওয়া।" অসাধারণ ! লাগলো কবিতার লাইনটি।। ++

শুভকামনা ও ভালোবাসা হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯

হাবিব বলেছেন: পদাতিক দাদা, আপনার মন্তব্যের দেড়িতে উত্তর করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সারাদিন ব্যস্ত থাকার কারনে ব্লগে আসার সুযোগ হয়নি। আপনার কাছে কবিতা ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম। আলহাদুলিল্লাহ। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনার পরিবারের সাথে সতত সুখে থাকুন।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

বলেছেন: বাহ ---সত্যি অর্থপূর্ণ কবিতা



পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে;

পৃথিবীর সব রুপ লেগে আছে ঘাসে;

পৃথিবীর সব প্রেম আমাদের দুজনার মনে;

আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে।

জীবনানন্দ দাশ



শুভেচ্ছা ও শুভকামনা রইল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৩

হাবিব বলেছেন: আসসালামুআলাইকুম লতিফ ভাই। আপনার বই আজকে কিনলাম। তারপর বাসে আসতে আসতে বইটা পড়ে শেষ করলাম। আরো কিছু বই কেনার নিয়ত আছে শুক্রবারে। দারুণ লিখেছেন। সব কবিতায় সুন্দর হয়েছে। শনিবারের পর একটা পোস্ট দেয়ার ইচ্ছা আছে।

আপনার মন্তব্যের দেড়িতে উত্তর দেয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কবিতার প্রশংসায় বলবো, আলহামদুলিল্লাহ। তবে সবসময় প্রশংসা না করে কিভাবে ভালো করা যায় তাও বলবেন। আমি মন খারাপ করবো না মোটেই। আপনার বইয়ের জন্য শুভকামনা

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

বলেছেন: জয় হোক কবির, জয় হোক কবিতার ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫

হাবিব বলেছেন: কবির জয় না হলেও হবে। আমি চাই আল্লাহর প্রিয় পাত্র হতে। কবিতায় যদি কিছুটা হলেও আল্লাহর কথা স্মরণ করতে পারি স্বার্থকতা সেখানেই। আপনার এমন উচ্ছ্বসিত মন্তব্যে আমি কৃতজ্ঞ। ভালো থাকবেন প্রিয় বাই। শুভ রাত্রি।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৬

আরোহী আশা বলেছেন:
আসার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি.........
থেকো প্রভু এ জীবনে হয়ে চীর সাথি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

হাবিব বলেছেন: ভালো বলেছেন। অনেক ধন্যবাদ আরোহী আশা আপনার মন্তব্যের জন্য

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন:
দারুণ লিখেছেন। আমাদের সবার বোধোদয় হোক।
দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিতে হবে, অবশ্যই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

হাবিব বলেছেন: ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৪

নতুন-আলো বলেছেন: সুন্দর কবিতা। কবিতায় +++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ শুভরাত্রি

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৮

তারেক ফাহিম বলেছেন: প্রিয় স্যার,

গতকাল পোষ্টটি পোষ্টলগ্নে চোখে পড়ল, ব্যস্ততায় মন্তব্য করতে পারিনি।

সবকিছু এড়িয়ে গেলেও শেষ কাঁদে ছড়াটা এড়ানো সম্ভব নয়।

আমার বোধউদয় কামনা করি।

পাঠে মুগ্ধতা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২২

হাবিব বলেছেন: প্রিয় তারেক ফাহিম ভাই, শত ব্যস্ততার মাঝেও যে আমাকে সময় দিলেন সে জন্য কৃতজ্ঞতা আপনার প্রতি। আপনার কাছে কবিতা ভালো লেগেছে যেনে আল্লাহর শোকরিয়া আদায় করছি। আসলে সবটাই আল্লাহর ইচ্ছা। মন্তব্যের জন্য নতুন লেখার প্রেরণা পেলাম। সতত আরোগ্য থাকুন

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:



সুন্দর শব্দচয়ন। ভাল লেগেছে কবিতা। শুভ কামনা রইলো, আপনার জন্য। ++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, কাওসার চৌধুরী ভাই! আপনার এমন দারুন মন্তব্যে মনটা ভরে গেলো। আপনার জন্যও শুভকামনা। শুভ রাত্রি

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

নাহিদ০৯ বলেছেন: এত সুন্দর ভাবনা ছন্দে উঠে এসেছে। দারুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

হাবিব বলেছেন: ধন্যবাদ নাহিদ ভাই, আপনার চমৎকার মন্তব্যের জন্য। আপনার ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগলো। শুভ রাত্রি

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২

নজসু বলেছেন:



এই কথাগুলো মনে হলে মাঝে মাঝেই আমার চোখে পানি চলে আসে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

হাবিব বলেছেন: অন্তরে ঈমানের আলো দিয়ে ভরে যাক দোয়া করি প্রিয় সুজন ভাইয়ের জন্য। চোখের পানি দোযখের আগুন নিভানোর জন্য যথেষ্ঠ যদি তা আল্লাহর ভয়ে হয়। শুভ রাত্রি।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,


কবিতা যেন গজলে রূপ নিল।


আল্লাহ তা'য়ালা বলেন, 'হাসানাদ্দুনইয়া ওয়াল আখিরাহ" আমার কাছে তোমরা দুনিয়ার সৌন্দর্য অতপর আখেরাতের সৌন্দর্য কামনা কর।
আমরা জানি ঘরে খাদ্য আসে জমিতে ভাল ফসল ফলাতে পারলে, আর তাই তো আল্লাহ দুনিয়াকে দিয়েছেন যেন তার ইবাদতকারীরা দুনিয়ার সৌন্দর্য লাভের পর সেখান থেকেই আখেরাতের পাথেয় অর্জন করে নেয়।

কবিতায় প্লাস++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৬

হাবিব বলেছেন: তাজুল ভাই, আপনার এমন চমৎকার মন্তব্যের জন্য শুধু ধন্যবাদ যথেষ্ট নয়। আপনার জন্য জা্ন্নাতুল ফেরদাউসের দোয়া করছি। আমাদের সবাইকে এমন করে বুঝার তাওফিক দিন। কবিতার প্রশংসায় কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। শুভরাত্রি প্রিয় ভাই

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫০

বলেছেন:


আলাইকুম সালাম প্রিয় হাবিব ভাই,

আপনার এমন যাদুকরী ভালোবাসায় বিমুগ্ধ হলাম - আপনি ভালোবাসা থেকে আমার একটি বই কিনে পড়েছেন জেনে যতটুকু না ভালো লাগলো তার চেয়ে আশ্বস্ত হলাম আমার প্রিয় একজন কবি আমার কবিতার ভালোমন্দ দিকগুলো পরখ করবে।

প্রিয় তাজুল ভাই ও কাওছার ভাই আমার বই বুকে নিয়ে ছবি দিয়ে পুরা বুকটা সাগরের ন্যায় বিশাল করে দিলে আর আপনি ছবি দিলে সাগর মনে হয় মহাসাগরে রুপ নিতো।

ভালোবাসা অবিরাম।
নোট - ইদানীং আপনার কনিতায় কোন ভুল নেই শুধু পরিপক্বতার উদাহরণ। +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

হাবিব বলেছেন:




ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেষ থেকে বলছি......

ইদানীং আপনার কনিতায় কোন ভুল নেই শুধু পরিপক্বতার উদাহরণ
--আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অহংকার মুক্ত রাখুন।
খুউব ভালো লাগলো লতিফ ভাই এমন কথা শুনে।

প্রিয় তাজুল ভাই ও কাওছার ভাই আমার বই বুকে নিয়ে ছবি দিয়ে পুরা বুকটা সাগরের ন্যায় বিশাল করে দিলে আর আপনি ছবি দিলে সাগর মনে হয় মহাসাগরে রুপ নিতো।
--লতিফ ভাই, আমি শুধু ছবি না, বিশাল এক পোস্ট দেয়ার চিন্তা আছে।
শুধু এতটুকু বলবো, আপনার জন্য শুভকামনা নিরন্তর।

তবে কিছু সমালোচনাও করবো। সেটা ফ্রেন্ডলি নিবেন আশা করি।

নোট: আমার ভালো ক্যামেরা না থাকার কারনে হয়তো আমার ছবি দেবোনা, শুধু আপনার বইয়ের ছবি থাকবে।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৫

বলেছেন: আহ -- মনটা ভরে গেলো আপনার পোস্টের কথা শুনে --- অপেক্ষায় রইলাম।


সমালোচনা না হলে তো শিখতে পারবো না - আর তাই বিখ্যাত একজন মানুষের কথা বলি -
বোদলেয়ার বলেছেন---- ‘ 'প্রত্যেক কবি অনিবার্যভাবেই সমালোচক। একজন সমালোচক কবি হয়ে উঠলে আশ্চর্য হওয়া যতটা স্বাভাবিক তার চেয়ে বেশি আশ্চর্য হতে হবে যদি একজন কবির মধ্যে সমালোচক জেগে না থাকে।’

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৪

হাবিব বলেছেন: আপনার জন্য নিরন্তর দোয়া এবং ভালোবাসা থাকবে সব সময়। অনন্য এক উচ্চতায় নিজেকে নিয়ে যাবেন, প্রত্যাশা এমনটাই। আপনার পাশে থাকবো বন্ধু , শুভাকাঙ্খী ও সমালোচক হয়ে। আমার জন্যও দোয়া চাচ্ছি প্রিয় লতিফ ভাই

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

বলেছেন:


প্রথম আলো বন্ধু সভা কাভার পেজে - জীবনের ব্যাকরণ ও বায়োস্কোপ হাতে তাজুল ভাই ও কাওছার ভাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:১৭

হাবিব বলেছেন: লতিফ ভাই, এটা তো ছবি তোলা। আর আপনাদের বই নিয়ে প্রথম আলোর একটা রিপোর্ট দেখেছি অবশ্য। সতত সুস্থ থাকুন

১৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: কবিতাটি ভাল ছিল। +++

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ চালাক ভাইয়া, দেরিতে হলেও আপনি মন্তব্য করলেন। ভালো থাকবেন সবসময়

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: কবিতাটা অসাধারন হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

হাবিব বলেছেন: কৃতজ্ঞতা জানবেন মাহমুদুর রহমান ভাই, আপনার আগমন এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.