![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
একটি হৃদয় দাও এনে দাও
টাকা কড়ি নাও নিয়ে নাও
জলদি তারে চাই!
ভয় পেওনা নগদ নেব
শাপলা বেঁচে পয়সা দেব
তবুও যেন পাই!
ফুলের মতো পাখির মতো
হাসনাহেনা ঘ্রাণের মতো
সফেদ সাদা তুলার মতো
একটি হৃদয় চাই।
বাবুই পাখির বাসার মতো
প্রজাপতি ডানার মতো
ধলেশ্বরী জলের মতো
স্বচ্ছ হৃদয় চাই।
পদ্মা নদীর পলির মতো
জাফলংয়ের ঐ চায়ের মতো
চিত্রা হরিণ খুরের মতো
একটি হৃদয় চাই।
ঝর্ণা কলম কালির মতো
সৈকতের ঐ বালির মতো
পূর্ণিমার ঐ চাঁদের মতো
মনটা কোথায় পাই?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮
হাবিব বলেছেন:
চারিদিকে যে রকম নদী দূষণ
কেমনে থাকবে শুভ্র হৃদয় মন?
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন একটি হৃদয় পেতে বৃথা খোঁজা খুঁজি,
ধলেশ্বরী নদীর মতো লাগে শুভ্র হ্দয় পুঁজি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
হাবিব বলেছেন:
নদীর মতো হৃদয় আছে
কাঁশফুলের ও ছোঁয়া আছে
তবু মনে ভয়!
বর্ষা গেলে নদী মরা
শরৎ গেলে ফুলেও খরা
কেমনে কি যে হয়!
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১
মুক্তা নীল বলেছেন: একটি হৃদয় দাও এনে দাও
টাকা কড়ি নাও নিয়ে নাও
জলদি তারে চাই!
জলদি চাইলে তো জলদি সব হারিয়ে যায়। সবুর করেন,
ধৈর্যের ফল পাবেন। আমরা আপনাকে হারাতে পারবো না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
হাবিব বলেছেন: ঝিনুক যেমন করে মুক্তাটারে
বুকের ভেতর রাখে যতন করে
তেমন করে রাখলেই হারিয়ে যাবো না.......
আচ্ছা সবুর করলাম......
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
শুভকামনা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬
হাবিব বলেছেন:
হৃদয়ের লেনাদেনা
যদি মন মতো হয়
যত থাক ঝঞ্জাট
মনে তবু নাই ভয়।
কবিতার প্রশংসায় ধন্যবাদ নীলপরি আপু।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিবভাই,
বাহা ! বেশ লাগলো আপনার হৃদয় কথন । ++
শুভকামনা আপনার গোটা পরিবারবর্গকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৪
হাবিব বলেছেন: প্রিয় দাদা, আপনার প্রশংসাবাণী হৃদয় ছুয়ে দিল। আপনার ও আপনার পরিবারের জন্যও শুভকামনা।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত সুন্দর কবিতা।
মানুষের হৃদয় এখন ঝং ধরা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
হাবিব বলেছেন:
এতো মরীচিকা কেন মানুষের মনে
মন মতো প্রিয় তবে পাবে কোন ক্ষণে?
কবিতার প্রশংসায় সত্যিই আনন্দ পেলাম মাহমুদুর রহমান ভাই।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮
আরোহী আশা বলেছেন:
জলের মতো হৃদয় খানি চাইলে মেতে আপন করে
বার বছর থাকতে হবে চন্ডিদাশের বরশি ধরে।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৫১
হাবিব বলেছেন:
তাজমহলের জমি দেব
জমি-জমার খাজনা দেব
ইচ্ছা মতো বসতে দেব যদি তাকে পাই
তবুও আমি স্বচ্ছ হৃদয় চাই!
৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
আরোগ্য বলেছেন: এসব কি স্যার?
কবিতাটা আয়েশা ভাবীকে দেখাতে হবে। কয়টা হৃদয় চান
আসুন মন্ত্রী মহোদয়ের সন্তুষ্টির জন্য শিশুদের জন্য ছড়া লিখি।
হাট্টি মাটিম টিম,
তারা সংসদে পারে ডিম,
তাদের অদৃশ্য দুটি শিং,
তারা হাট্টি মাটিম টিম।
বড়দের পড়া নিষেধ, শুধু শিশুদের জন্য।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬
হাবিব বলেছেন:
দেখাইয়েন না দেখাইয়েন না, চাকরি থাকবে না দেখাইলে। ..
ডিম অনেক পারা হয়েছে, এখন তাপ দিতে হবে বাচ্চা ফুটানোর জন্য।
আসুন শ্লোগান দেই "শিশু বান্ধব ইন্টারনেট চাই"
৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:৫৭
হাবিব বলেছেন: শব্দের খরা.......
১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
ল বলেছেন: আসসালামু আলাইকুম -
একটা সফেদ ভালোবাসাময় হৃদয় দাও - এ আমার শত জনমের চাওয়া
বিনিময় যা আছের আমার হোক হাতছাড়া - হৃদয়বাজী রেখে আজ হৃদয় চাওয়া।
কবিতায় কিছু শব্দ চয়নে সাদামাটা দৃশ্যকাব্য রুপ - জলদি তারে, শাপলা বেঁচে এগুলো বড্ড বেখেয়ালি মনে হলো ---
ভালো থাকুন সবসময়।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:০১
হাবিব বলেছেন:
ওয়ালাইকুমুসসালাম, ভাই লতিফ।
আশা করি ভালো আছেন।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
বেখেয়ালে কত কিছুই যে আসে।
সবাইকে আসতে দিলাম।
নইলে আবার শব্দেরা হরতাল ডাকবে।
সতত সুন্দর থাকুন
১১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ২:৩২
চিত্রাভ বলেছেন: হৃদয় আমার প্রকাশ হল
অনন্ত আকাশে ।
বেদন-বাঁশি উঠল বেজে
বাতাসে বাতাসে ।
------ রবীন্দ্রনাথ ঠাকুর
আপনাকে শুভেচ্ছা জানাই ।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:০৩
হাবিব বলেছেন: সুন্দর কবিতাটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ চিত্রাভ। সবসময় সুস্থ থাকুন।
১২| ০১ লা মার্চ, ২০১৯ সকাল ৮:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,
শুভসকাল। গতকাল মন্তব্য করতে পারিনি; আসলে আমার পবিত্রীর ঠোঁটে ব্যস্ততার লিপিষ্টিক এতই বেশি ছিল যে, মুছতে মুছতে কিভাবে যে ঘুম চলে আসলো বুঝতে পারিনি।
আপনার কবিতাটা অসাধারণ হয়েছে ভাই।
হ্যা, এমন হৃদয় আসলেই পায়াওয়া বড় দায়
খোঁজুন, খোঁজতে থাকুন।
০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:০৬
হাবিব বলেছেন:
তাজুল ভাই, আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে।
লিপিস্টিক কি এখনো আছে নাকি সব মুছে ফেলেছেন?
কবিতার প্রশংসায় মুগ্ধ হলাম।
ভালো থাকবেন সবসময়।
১৩| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৫
ঝিগাতলা বলেছেন: ভালো লাগলো কবিতার ছন্দ এবং কথা। ধন্যবাদ
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৯
হাবিব বলেছেন: কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ।
১৪| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ১:৫৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
হাবিব বলেছেন: শুকরিয়া
১৫| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৪
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা গান আছে এমনঃ একটা মন চাই শুধু মানুষেরই মন, শাবনুর ঠোঁট মিলিয়েছেন সিনেমায়।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২১
হাবিব বলেছেন: শুনেছিলাম মনে হয়। মন্তব্যের জন্য ধন্যবাদ সাধু ভাই
১৬| ০১ লা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
না! মুছা হয়েছে।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
হাবিব বলেছেন: যাক শুকরিয়া, ঘুমানোর আগে তাও মুছতে পেরেছেন। লোকে দেখলে কি ভাবতো বলুনতো
১৭| ০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২১
আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,
জলের হৃদয়ের মতো টেউ তোলা ছন্দ নিয়ে লেখা দারুন একটি ছড়া।
হৃদয়ের সুন্দর সব উপমা।
০১ লা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
হাবিব বলেছেন:
জিএস ভাইয়া, আপনার এমন প্রশংসায় আমি ঢেউয়ের তালে ভাসছি।
আপনার মতো গুণী মানুষদের কাছ থেকে প্রশংসার পাশাপাশি সমালোচনাও আশা করি।
যাতে করে কিছু শিখতে পারি।
অনেক ভালো থাকবেন সবসময়।
১৮| ০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:০৬
জুন বলেছেন: হাবিব স্যার এমন একটা কবিতা লিখেছেন যা অত্যন্ত আবেগপূর্ণ।
ভালোলাগা রইলো।
+
০১ লা মার্চ, ২০১৯ রাত ৯:১৩
হাবিব বলেছেন:
জুন আপু, কবিতার এমন পঞ্চমুখ প্রশংসায় অনেক ধন্যবাদ জানবেন।
আপনার কাছে কবিতাটি ভালো লেগেছে জেনে খুশি হলাম।
কিছু সমালোচনা করলে আরো ভালো লাগতো!
পোস্টে লাইক এবং প্লাস প্রদানে নতুন লেখার প্রেরণা পেলাম।
আপু, আমার নতুন লেখা পড়তে পারেন: চলতে ফিরতে শিখি
সব সময় সুস্থ ও সুন্দর থাকুন স্বজনদের সাথে
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এমন একটি হৃদয় পেতে বৃথা খোঁজা খুঁজি,
ধলেশ্বরী নদীর মতো লাদে শুভ্র হ্দয় পুঁজি।