নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

অতি মহীয়ান

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:২৩



আল্লাহর পাক নাম শুরুতে স্মরণ
করুনা আকর যিনি দয়ালু মহান।

সনেট-০১: সূরা আ'লা (আয়াত: ০১-০৯)
বিষয়: আল্লাহর ক্ষমতা ও মহিমা।

তাসবীহ পড় তুমি মহানের তরে
তোমার প্রতিপালক সুমহান অতি।
সৃষ্টি করেছেন যিঁনি সব, অত:পরে
সুবিন্যস্ত করে দেন উত্তম আকৃতি।
তাকদির গড়েছেন যিঁনি, তারপরে
হেদায়াত করেছেন সু-পথের প্রতি।
উদ্ভিদ সৃজিয়া যিঁনি তাকে অত:পরে
শুকনো খড়েতে দেন শেষ পরিনতি।

তোমাকে পড়িয়ে দেবো কোরা'ন যখন
ভুলবেনা তুমি আর কিছু অত:পরে।
আল্লাহ যেমন চান করেন তেমন
প্রকাশ্য-গোপন সব আল্লাহর তরে।
বোধগম্য করে দেবো সকল বিষয়
উপদেশ দিতে যেন ফলপ্রসু হয়।

সনেট-০২: সূরা আ'লা (আয়াত: ১০-১৯)
বিষয়: সফলকামীদের পরিচয় এবং অবিশ্বাসীদের পরিনতি।

যে লোকের মনে আছে আল্লাহর ভয়
উপদেশ গ্রহন সে করবে নিশ্চয়।
উপেক্ষা করবে যেই হতভাগাজন
প্রবেশ করবে যেথা আগুন ভীষণ।
অত:পর সেথা তার হবে না মরণ
বাঁচবেনা পূর্ণরূপে না পাবে জীবন।
নিশ্চয় সফলকাম হয়েছে সে জন
পরিশুদ্ধ করেছেন যে অন্ত:করণ।

নিজ পালনকর্তাকে যে স্মরণ করে
সালাত আদায় করে সেই অত:পরে।
ধরার জীবন তবু প্রাধান্য যে দাও
উত্তম ও চিরস্থায়ী আখেরাত, তাও!
পূর্বের কিতাবে সব আছে বিদ্যমান
ইব্রাহিম ও মূসার কিতাব প্রমান।

সরল অনুবাদ: সূরা আ'লা (আয়াত-১৯)

১. আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন
২. যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।
৩. এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন
৪. এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,
৫. অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।
৬. আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না
৭. আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।
৮. আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।
৯. উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,
১০. যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,
১১. আর যে, হতভাগা, সে তা উপেক্ষা করবে,
১২. সে মহা-অগ্নিতে প্রবেশ করবে।
১৩. অতঃপর সেখানে সে মরবেও না, জীবিতও থাকবে না।
১৪. নিশ্চয় সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়
১৫. এবং তার পালনকর্তার নাম স্মরণ করে, অতঃপর নামায আদায় করে।
১৬. বস্তুতঃ তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও,
১৭. অথচ পরকালের জীবন উৎকৃষ্ট ও স্থায়ী।
১৮. এটা লিখিত রয়েছে পূর্ববতী কিতাবসমূহে;
১৯. ইব্রাহীম ও মূসার কিতাবসমূহে।

সনেটীয় অনুবাদকৃত অন্যান্য সূরা:

১. সূরা নাবা: মহা সংবাদ
২. সূরা নাযি'আত:ডুব দিয়ে টানে
৩. সূরা আবাসা:ভ্রু-কুঞ্চনকারী
৪. সূরা তাকবীর:মহা সংকোচন
৫. সূরা ইনফিতার:মহাবিস্ফোরণ
৬. সূরা মুতাফফিফীন:মাপে যারা কম দেয়
৭. সূরা ইনশিক্বাক্ব:মহা বিদারণ
৮. সূরা বুরূজ:মজবুত দূর্গ
৯. সূরা ত্বারিক:উজ্জ্বল তারকারাজি
১০. সূরা ত্বীন: ডুমুরের শপথ
১১. আয়াতুল কুরসি:আয়াতুল কুরসি
১২. সূরা কাফিরুন:সূরা কাফিরুন
১৩. সূরা যিলযাল: মহাকম্পন

ছন্দানোবাদকৃত সূরা সমূহ:

১.সূরা ফাতিহা:মুনাজাতে প্রার্থনাঃ ফাতিহা
২. সূরা ইখলাস:রবের পরিচয়ঃ ইখলাস
৩. সূরা নাস ও ফালাক:আশ্রয় চাই রবের নিকটঃ সূরা নাস ও ফালাক
৪. সূরা কাওসার:আল-কাওসার
৫. সূরা আর-রাহমান:পাপ-পূণ্যের প্রতিদান

সহজ স্বীকারোক্তি: সরাসরি শব্দানুবাদ নয়, ভাবানুবাদ। ছবিসূত্র: গুগল।

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৪০

আকতার আর হোসাইন বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম মর্যাদা দান করুক।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:৪৫

হাবিব বলেছেন:


আল্লাহ আপনার প্রার্থনা কবুল ও মঞ্জুর করুন।
ধন্যবাদ আকতার ভাই, প্রথম মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:৩৩

বলেছেন: মাশাল্লাহ, আল্লাহ সকলের মঙ্গল করুন।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩২

হাবিব বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা কবুল ও মঞ্জুর করুন।
ধন্যবাদ লতিফ ভই, প্রথম মন্তব্যের জন্য।
ভালো থাকবেন।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১০:৪৭

মাহমুদুর রহমান বলেছেন: সুবাহা'ন আল্লাহ।
আপনি খুব ভালো সনেট লিখেন আর এই বিষয়টা আমার খুব ভালো লাগে।
আল্লাহ আপনার মঙ্গল করুন।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৩

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ.. আল্লাহ আপনার অভিপ্রায় সফল করুন

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:২৩

আরোগ্য বলেছেন: অবশেষে সুরা সনেট পেলাম। সবার আগে মন্তব্য করতে না পারলেও সবার আগে লাইক দিয়েছি।

প্রথম সনেটের তুলনায় দ্বিতীয় সনেট অধিক ভালো লাগলো।

আল্লাহ আমাদের সকলকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬

হাবিব বলেছেন: আরোগ্য..। মন্তব্য প্রদান এবং প্রথম লাইক দেয়াতে অনেক ধন্যবাদ. .।
ভালো লেগেছে জেনে আমার ও ভালো লাগছে. ।
আল্লাহ আপনার মঙ্গল করুন

৫| ০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:৪৩

নতুন-আলো বলেছেন: প্রথমে তাওয়াঊয তাসমিয়া দিতে ভুলে গেছেন মনে হয়..। সুন্দর সনেট কবিতা

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৭

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় ভাই..। ঠিক করে দিবো

৬| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০

আরোহী আশা বলেছেন: মাশাআল্লাহ..। দারুন লাগলো

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৮

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আশা

৭| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৩৯

হাবিব বলেছেন: ধন্যবাদ রাজিব ভাই.. ভালো থাকবেন

৮| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪৯

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ভাবানুবাদ ভালো লেগেছে প্রিয় ভাই .

০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৪০

হাবিব বলেছেন: মন্তব্য প্রদান এবং কবিতার প্রশংসা করার জন্য ধন্যবাদ

৯| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৬

আখ্যাত বলেছেন: :
:

সবচাইতে ভালো বইয়ের অনুবাদক, কাব্যানুবাদক
আপনাকে সসম্মান সালাম

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

হাবিব বলেছেন: ধন্যবাদ আপনাকে বিখ্যাত ভাই। কিন্তু প্রধানমন্ত্রীর ছবির হেতু বুঝলাম না!

১০| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় হাবিবভাই,

গতকাল থেকে খুবই সমস্যা হচ্ছে। ইচ্ছামত ব্লগে ঢুকতে পারছি না। এত বিরক্ত নিয়ে ব্লগিং করতে ইচ্ছা হচ্ছে না। জানিনা সমস্যা যে কবে মিটবে!
বরাবরের মতো সবগুলোই সুন্দর হয়েছে
যিঁনি মানে বুঝতে পেরেছি । কিন্তু আলাদাভাবে চন্দ্রবিন্দুর ব্যবহার কি সিদ্ধ?

আপনি ও আপনার পরিবারের উপর রহমত বর্ষিত হোক।



০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

হাবিব বলেছেন:




প্রিয় পদাতিক দাদা, আপনার আগমনে খুশি হলাম। আপনার মতো অনেকেই এই সমস্যায় আছেন। সনেট কবি, সুজন (নজসু) ভাই সহ অনেক পরিচিত জন ব্লগে নেই। আপনি মোবাইলে Puffin Browser ব্যবহার করতে পারেন। তাতে খুব ভালোভাবেই ব্লগে প্রবেশ করতে পারবেন। আর পিসি থেকে প্রবেশ করতে চাইলে ভিপিএন ব্যাবহার করতে পারেন। আশা করি আপনার সমস্যা সমাধান হবে।

কবিতার প্রশংসায় মুগ্ধতা জানবেন।
"যিঁনি" শব্দে চঁন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে সম্মানী বুঝানোর জন্য।
যেমন আমরা "তিঁনি" শব্দ লেখি। আশা করি বুঝাতে পেরেছি।

আপনার ও আপনার পরিবারের উপর শান্তি বর্ষিত হোক

১১| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫০

মাহমুদুর রহমান বলেছেন: লেখক বলেছেন: আলহামদুলিল্লাহ.. আল্লাহ আপনার অভিপ্রায় সফল করুন
আমীন।

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

হাবিব বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান ভাই। ভালো থাকবেন

১২| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

বৃষ্টি বিন্দু বলেছেন:
আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুন কবি ভাইটি।

সুন্দর তোমার লেখা, আসলেই প্রশংসা করার মত।
শুভকামনা থাকলো তোমার জন্য।



০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

হাবিব বলেছেন:



বৃষ্টি বিন্দু আপুটি, আপনার সুন্দর মন্তব্য এবং
মিষ্টি করে ভাইটি বলার জন্য অনেক অনেক খুশি হলাম।

আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন। আমিন।
ভালো থাকবেন পরিবার-পরিজন নিয়ে।
শুভসন্ধ্যা।

১৩| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

নতুন নকিব বলেছেন:



অশেষ দুআ আপনার জন্য। পোস্টে +++

০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন:



আল্লাহ আপনার দোয়া কবুল করুন।
আপনার জন্যও দোয়া করি।
আল্লাহর অশেষ রহমত লাভে ধন্য হোন।

পোস্টের প্রশংসার জন্য অনেক ধন্যবাদ নকিব ভাই।

১৪| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

আখ্যাত বলেছেন: :
ছবিটা কুরআন শরীফের
সাথে প্রধানমন্ত্রীর ছবি

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৭

হাবিব বলেছেন: জ্বি ভাই, বুঝতে পেরেছি।ধন্যবাদ

১৫| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পবিত্র কুরআন শরীফ এঁর আয়াতের উদ্বৃত্ত থেকে লেখা আপনার সনেটগুলো আমাকে মুগ্ধ সবসময়, আমি শ্রদ্ধা ভরে পড়ে যাই। এবারের দুটোও খুব সুন্দর কথামালায় সাজিয়েছেন, ভালো লাগলো। নিশ্চয়ই আল্লাহ আপনার পূণ্য বৃদ্ধি করে থাকবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

০৬ ই মার্চ, ২০১৯ রাত ১০:১৯

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ, অসাধারন মন্তব্য এবং লেখার প্রশংসায় মুগ্ধ হলাম।
আল্লাহ আপনাকেও সমান পূণ্যের অংশীধার করুন। আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.