নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আমার এখন কি করা উচিত? (হেল্প পোস্ট)

১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৮



গত ০৩/০১/২০১৯ খ্রি: তারিখে টাঙ্গাইল পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে দিয়েছিলাম। ডেলিভারি টাইপ রেগুলার। ডেলিভারি দেয়ার কথা ছিলো ২৪/০১/২০১৯ খ্রি: তারিখে, যা স্লিপের । কাগজে কলমের কথা বাদই দিলাম। একমাসের মধ্যে যদি পেতাম তবুও নিজেকে সান্ত্বনা দেয়া যেত। প্রায় সাড়ে চার মাস হতে চললো পাসপোর্ট পাবার কোন নামই নেই। একমাস পার হবার পরও যখন পাসপোর্ট পেলাম না তখন ঐ অফিসের একজনের নাম্বারে কথা বলে জানতে পারলাম হেড অফিসে পাসপোর্ট তৈরির মেশিন সমস্যার কারণে লেট হচ্ছে। সে আরো বললো, শুধু আপনার না, আরো অনেকেরই একই সমস্যা। তখন অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস দেখলাম যে প্রসেসিং হচ্ছে। ভাবলাম এটা কোন সমস্যা না, হয়তো হয়ে যাবে। এভাবে গেলো আরো একমাস! কোন পরিবর্তনই দেখলাম না পাসপোর্ট অনলাইন ভেরিফিকেশনে। তাই আর এটা নিয়ে কোথাও যোগাযোগ করিনি। আরো একমাস কেটে গেলো। তিনমাস পর, গত মার্চে আবার অনলাইন স্ট্যাটাস দেখে আমি তো পুরাই শক্ড! পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস "Pending For Demographic Justification." এই স্ট্যাটাস দেখার পর গেলাম টাঙ্গাইল পাসপোর্ট অফিসে, যেখান থেকে পাসপোর্টের আবেদন করেছি। তারা আমাকে জানালো পাসপোর্ট ডেমোতে আছে! আপনার তথ্যের সাথে আরেকজনের তথ্যের মিল পাওয়া গেছে। বারবার রিকুয়েস্ট করার পর একজন অফিসার আমার ডেলিভারি স্লিপের ফটোকপি রেখে যেতে বললেন। রেখেও আসলাম। দুই সপ্তাহ গত হলো। এখনো সেই একই স্ট্যাটাস!

কেউ কি আমাকে বলবেন এখন আমার কি করা উচিত?

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫৩

পদাতিক চৌধুরি বলেছেন: প্রচন্ড ব্যস্ত আছি । পোস্টটি দেখে জাস্ট হাজিরা দিয়েগেলাম। সময় পেয়ে আবার আসবো।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৪

হাবিব বলেছেন: আপনার প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় ভাই।

২| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৮

নাহিদ০৯ বলেছেন: আপনি কি ঘুষ দিয়েছেন?

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

হাবিব বলেছেন: ভাই, দুইবার নিজে নিজে এপ্লিকেশন জমা দেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু এসব ছাড়া সেটা পসিবল হয়নি। তারপরও এই অবস্থা।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪

আরোগ্য বলেছেন: কোন আইডিয়া নেই। দুঃখিত।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৭

হাবিব বলেছেন: বড় বিপদে আছি এইটা নিয়া। স্কলারশীপের জন্য আবেদন করবো সেটাও পারছি না।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খ জনক।

পুলিশ ভেরিফিকেশন হয়েছিল কি?
তারা কি টাকা চেয়েছিল কি?
আপনি দিয়েছিলেন কি?

তাতেই হয়তো সমস্যার শেকড় লুকানো!!




১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪৯

হাবিব বলেছেন: নিয়ম মতো সবই হয়েছে......যা দেবার দিয়েছি। কিন্তু তারপরেও...... :|

৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ডেলিভারি স্লিপ নিয়ে স্থানীয় ডিএসবি অফিসে যোগাযোগ করুন। যিনি ভেরিফিকেশনের দায়িত্বে আছেন তাকে পান্তা-ইলিশ কেনার ব্যবস্থা করে দিন।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫০

হাবিব বলেছেন: এখন তাই করতে হবে মনে হচ্ছে। কিন্তু তারপরেও কত দিন যে লাগবে?

৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আপনার পাসপোর্ট যদি জরুরী হয়, তাহলে একজন অভিজ্ঞ দালাল ধরেন, টাকা-পয়সা খরচ করেন আর যদি জরুরী না হয় তাহলে দোয়া-দরুদ পড়তে থাকেন। কোন একদিন পাসপোর্ট এসে যাবে। :)

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৩

হাবিব বলেছেন: গত সপ্তাহে কথা বলেছি একজনের সাথে কিন্তু সেও শিওর দিচ্ছে না। কিন্তু আগেই উৎকোচ চাচ্ছে। এখন মনে হয় আপনার সাজেশন্স অনুযায়ী দোয়া দরুদ পড়তে হবে। আবার যাব, সোমবারে গিয়ে দেখি কিছু হয় কিনা।

৭| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। ব্যক্তিগতভাবে আমারও পাসপোর্ট নেই। পার্মানেন্ট বাসা তৈরির পর ইচ্ছা আছে আগামী বছর পাসপোর্টের আবেদন করার।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৪

হাবিব বলেছেন: আপনি যেন আমার মতো সমস্যায় না পরেন, দোয়া করি।

৮| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: খুবই দুঃখজনক আশাকরি তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৫

হাবিব বলেছেন: সেটাই যেন হয়।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪২

নতুন নকিব বলেছেন:



পাসপোর্ট বিষয়ক পরামর্শের জন্য ব্লগার ইকারুসের ডানা -এর এই পোস্টটি গুরুত্বপূর্ণ-

[link|https://www.somewhereinblog.net/blog/icarusss/29712805|অনলাইনে যেভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) করবেন- A to Z ! [একটি ঝামেলাবিহীন পাসপোর্টের আত্মকাহিনী বা আমি যেভাবে খুব সহজেই পাসপোর্ট পেলাম] ]

এছাড়া এই লিঙ্কগুলোতেও খোঁজ নিয়ে দেখতে পারেন-

পাসপোর্ট কিভাবে করবেন । নতুন বাংলাদেশ পাসপোর্ট করতে হলে যা জানা দরকার

আমি একটা পাসপোর্ট করতে চাই। পাসপোর্ট করার জন্য আমাকে কি কি করতে হবে কোথায় যেতে হবে ? আর কতো টাকা লাগে পাসপোর্ট করতে কারোর জানা থাকলে সঠিক উত্তর চাই।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৬

হাবিব বলেছেন: লিংকগুলো দেখবো, যদি কোন কাজে লাগে। ধন্যবাদ নকিব ভাই, আমার জন্য কষ্ট করে লিংক দেয়ার জন্য।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৫

মাহমুদুর রহমান বলেছেন: এই বিষয়ে আমার কোন অভিজ্ঞতা নেই তবে যাদের আছে তাঁদের দৃষ্টি আকর্ষণ করছি।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৬

হাবিব বলেছেন: আপনি মাঝখানে কোথায় হারিয়ে গেছিলেন?

১১| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১

রাজীব নুর বলেছেন: ঘুষ দিতে হবে।
ঘুষ দেন নি তাই এই অবস্থা।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৭

হাবিব বলেছেন: কাল দিন পরে যাব অফিসে। আপনার কথা অনুযায়ী কাজ করে দেখি, যদি কিছু হয়।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা য‌দি আপনার জীব‌নের প্রথম পাস‌পোর্ট হয় তাহ‌লে পুলিশ আস‌বে বা‌ড়ি‌তে। অথবা পু‌লিশ আপনা‌কে থানায় ডাক‌বে। ভাগ্য অনুকু‌লে না থাক‌লে প্যাদা‌নিও খে‌তে পা‌রেন। পু‌লিশ তদ‌ন্তের পা‌রিশ্রমিক বাবদ নগদ নারায়ন চাই‌বে। ব্যক্তি বু‌ঝে এর হার হয়। য‌দি আপ‌নি এই পাস‌পোর্ট দি‌য়ে ইউ‌রোপ আ‌মে‌রিকা, কানাডা, অ‌স্ট্রে‌লিয়া যান তাহ‌লে ২০, মধ্যপ্রাচ্য বা মাল‌য়ে‌শিয়া‌তে কামলা দি‌তে যান তাহ‌লে ১০ আর নেহা‌য়েত ভার‌তে চি‌কিৎসার জন্য গে‌লেও ৫ লাগ‌বে। অ‌ভিজ্ঞ দালালই পা‌রে এই সব ঝা‌মেলা থে‌কে মু‌ক্তি দি‌তে। আমার ব্য‌ক্তিগত ধারণা, প্রথ‌মেই আপনার দালাল ধরা উ‌চিত ছিল। তা‌তে কুইক সা‌র্ভিস পে‌তেন। উনারা সহনীয় মাত্রায় সা‌র্ভিস চার্জ রা‌খেন। তা‌দের সেবায় জা‌তি ধন্য হ‌য়ে গে‌ছে।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪

হাবিব বলেছেন: আমি স্টুডেন্ট পাসপোর্ট করতে দিয়েছি, স্কলারশীপের আবেদন করবো বলে। একজন লোক ধরেই কাজটা করেছি। কিন্তু তবুও এই অবস্থা। এখন আবার শ' ১৫ টাকা চাচ্ছে। ভাবছি দিয়ে দেবো। কিন্তু আরো বেটার সমাধান খুঁছিলাম। ভাবছিলাম কারো যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে।

আসলেই তাদের সেবায় জাতি ধন্য।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হয়ে গেলে উহার সমাধান করতে হয়।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৯

হাবিব বলেছেন: সমাধান করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আবার চেষ্টা করবো, দেখি কিছু হয় কিনা....

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪০

অদৃশ্য বালক বলেছেন: আপনি দালাল দিয়ে কাজ করিয়ে ফেঁসে গেছেন। আমি তো করেছি নিজেরটা নিজেই, তবে শুধু পুলিশ ভেরিফিকেশনে কিছু দিতে হয়েছে। অপেক্ষা করুন আশা করি পেয়ে যাবেন।

১৩ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪২

হাবিব বলেছেন: কতদিন আর অপেক্ষা করবো, চারমাস তো গত হলো। প্রথমে নিজে নিজে জমা দেয়ার চেষ্টা করেছিলাম, নেয়নি। এই ভুল সেই ভুল.... বিভিন্ন ভুল ধরে। পরে সেই একই আবেদন নিয়েছে। এটাই হলো আমাদের সেবার ধরন!!!!

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৭

ব্লগার_প্রান্ত বলেছেন: দুঃখজনক

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪২

হাবিব বলেছেন: এখন ভালোই ভালো পাসপোর্ট হাতে পেলেই হলো।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৮

বলেছেন: সবুরে মেওয়াও ফল!!


সবুর করুন। আল্লাহ ভরসা।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৩

হাবিব বলেছেন: আর কতদিন সবুর করলে মেওয়া ফলবে ভাই?

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার কেসটা পাসপোর্ট অফিসের লোকই জটিল করে তুলেছে। সম্ভব বলে আপনার ডেলিভারি স্লিপের একটি কপি আমাকে দিন। আমার পরিচিত এক এজেন্ট আছেন( মালয়েশিয়াতে দালালকে এজেন্ট বলে)। তার কাছে আলাপ করে দেখবো আপনার সমস্যাটি কত গভীর।

আমি যত দূর শুনেছি আপনার পাসপোর্টের হালুয়া টাইট না করে আপনার হাতে আসবে না।

আমার মেইল ঠিকানাঃ [email protected]

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৪

হাবিব বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ ভাই, আমার জন্য যে কষ্ট করেছেন। আপনাকে মেইল করেছি। পাইলে জানাবেন।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পদাতিক চৌধুরি বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা। ব্যক্তিগতভাবে আমারও পাসপোর্ট নেই। পার্মানেন্ট বাসা তৈরির পর ইচ্ছা আছে আগামী বছর পাসপোর্টের আবেদন করার।

ভারতের পাসপোর্ট ব্যবস্থাপনা এখনো আমাদের চেয়ে অনেক ভালো। তারা ১০ বছর মেয়াদী পাসপোর্ট দেয়। তাদের পাসপোর্টের ওজনও চমৎকার।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৫

হাবিব বলেছেন: আমাদের দেশেও পাসপোর্টের মেয়াদ ১০ বছর করা উচিত। পাসপোর্ট করতে যে ঝক্কি ঝামেলা।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পাসপোর্ট করার সময় আপনার ছবি তুলেছিল কি? হতের আঙ্গুলের ছাপ নিয়েছিল কি? আপনার স্বাক্ষর নিয়েছিল কি? আপনার জন্ম নিবন্ধন কম্পিউটার প্রিন্টেড অনলাইনে তৈরী কিনা, তাতে প্রথমে জন্ম সাল সহ ১৭ ডিজিট কিনা? জাতীয় পরিচয়পত্র হলে প্রথমে জন্মসাল আছে কিনা। এই সব যদি সঠিক হয় তাহলে পাসপোর্ট তৈরী হবার কথা। আমি অলরেডি এক জন এজেন্টের সাথে আপনার ব্যাপারটি নিয়ে আলাপ করেছি।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৯

হাবিব বলেছেন: ছবি তুলেছিল ,আঙ্গুলের ছাপ , স্বাক্ষর , জন্ম সাল সবই ঠিক আছে। সবই হয়েছিলো। কিন্তু তবুও............... আমি টাঙ্গাইল পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, ওরা বললো হেড অফিসে যোগাযোগ করতে। আমি ওখানে গিয়েই বা কি করবো। আপনার মাধ্যমে আমার উপকার হলে অনেক কৃতজ্ঞ থাকবো। ভালো থাকবেন সাজ্জাদ ভাই।

২০| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৪

মুক্তা নীল বলেছেন:
হাবিব স্যার,
আপনাকে ও পরিবারের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।
ডিসেম্বরে ধানবাড়ি মহেরা জমিদারবাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আপনার কথা মনে পাড়েছিল। আয়েশা আপার শরীর কেমন?

১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৩

হাবিব বলেছেন:




মুক্তা আপু, আপনি তো আমার বাড়ির কাছেই গিয়েছিলেন। আগে জানালে যেতে পারতাম।

আয়েশা আপা ভালো আছে। কিন্তু আমার কথা তো বললেন না? :| আমিও ভালো আছি।
আশা করি আপনিও কুশলেই আছেন।

২১| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: সাজ্জাদ ভাইয়ের লোক করে দিলে তো ভালোই, না হলে ডিএসবি অফিসে যোগাযোগ করুন।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৮

হাবিব বলেছেন: আচ্ছা ঠিক আছে, সুমন ভাই।

২২| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাই, মেইল চেক করুন। সমস্যা গুরুতর নয়। তবে ভয়ানক। চেক করে জানান।

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:০২

হাবিব বলেছেন: সাজ্জাদ ভাই, মেইল চেক করেছি। আমি ভোটার আইডি দিয়ে পাসপোর্টের আবেদন করেছি। আমি তো জন্মসনদ দেই নি। আমাকে বলা হয়েছে আমার তথ্যের সাথে অন্য কারো তথ্যের মিল আছে ..... তাহলে?

২৩| ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫০

খায়রুল আহসান বলেছেন: ছাত্রলীগের একজন পাতি নেতাকে হলেও ধরুন। সমস্যার সহজ সমাধান হয়ে যাবে।

১৫ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

হাবিব বলেছেন: তাই করতে হবে মনে হচ্ছে..... কিন্তু টাকা খসে যাবে

২৪| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার জন্ম নিবন্ধন সনদ ম্যানুয়ালি করা । উহাকে অনলাইনে আনতে হবে। আপনি চাইলে এই লিঙ্কে গিয়ে চেক করতে পারবেন। Check your Birth certificate

এই কারণে আপনার পাসপোর্ট হচ্ছে না। আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে আগে আপনার জন্ম নিবন্ধন সনদ অনলাইনে আনুন। তারপর উহার কপি পাসপোর্ট অফিসে জমা দিন। ইনশাআল্লাহ হয়ে যাবে।

১৫ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

হাবিব বলেছেন: অনলাইন করে দেখি হয় নাকি.....

২৫| ১৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

লেখক বলেছেন: সাজ্জাদ ভাই, মেইল চেক করেছি। আমি ভোটার আইডি দিয়ে পাসপোর্টের আবেদন করেছি। আমি তো জন্মসনদ দেই নি। আমাকে বলা হয়েছে আমার তথ্যের সাথে অন্য কারো তথ্যের মিল আছে ..... তাহলে?

আমার মনে হচ্ছে আপনার এনআইডি-তে ঝামেলা আছে। উহা্ও অনলাইনে চেক করা যায়। চেক করুন।

১৫ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

হাবিব বলেছেন: এনআইডি ভেরিফিকেশন করবো কিভাবে? কি ঝামেলা থাকতে পারে?

২৬| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:০২

নীল আকাশ বলেছেন: দালাল ধরলেই বিভিন্ন সমস্যা হয়। আমি আমার পরিবারের ৪টা পাসপোর্ট নিজে করিয়েছি এবং পরে আবার সবগুলি রিনিউ করিয়েছি। কোন দালাল লাগে নি। এখন সিস্টেম খুব সোজা। আপনার পোস্টের লেখা পড়ে মনে হলো পাসপোর্ট অফিসে ডাটা এন্ট্রী করার সময় কিছু ভুল তথ্য ঢুকিয়ে ফেলেছে বলেই আমার ধারনা। সেজন্য কনফ্লীক্ট করছে। পাসপোর্ট অফিসের প্রিন্ট আউট আপনার অরিজিনাল এন আই ডির সাথে ভাল করে মিলিয়ে দেখুন। স্মার্ট কার্ড কিংবা এন আই ডি থাকলে জন্ম সনদের কোনই দরকার হয় না। আমি তো জন্ম সনদ জমাই দেই নি।
ধন্যবাদ।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০

হাবিব বলেছেন: আমি পাসপোর্ট অফিসে গিয়ে দেখেছি। ওখানকার দায়িত্ত্বরত অফিসারকে দিয়ে চেক করিয়েছি। ওনারা বললো আপনার এনআইডি কার্ডের তথ্যের সাথে পাসপোর্টের তথ্য ঠিক আছে। একা করতে গিয়েছিলাম। কয়েকবার ঘুরিয়েছে। এখন তো দেখতেই পারছেন কি সমস্যায় আছি।

২৭| ১৬ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: এনআইডি ভেরিফিকেশন করবো কিভাবে? কি ঝামেলা থাকতে পারে?

এমনও হতে পারে যেন এনআইডির ব্যক্তিগত নাম্বার টাইপ করতে ভুল করেছে। কিংবা উহা দুই নম্বরি আইডি। তবে বেসকি জিনিস হিসাবে জন্ম নিবন্ধন সনদ বেশী ভালো। কেননা, উহা আপনি খুব সহজে তৈরী করতে পারেন। চেক করতে পারেন।

১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫২

হাবিব বলেছেন: আবার গিয়ে দেখি কোন কাজ হয় নাকি। এনআইডি থাকতে জন্ম সনদ ওরা নেইনি। এনআইডির সাথে তথ্যের ও মিল আছে। নাম্বারও ঠিকআছে।

২৮| ১৬ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাই সা‌হেব, আপ‌নি মাইনক্যার চিপায় প‌ড়ে গে‌ছেন! মা‌টির সোনালী ব্যাংক থাক‌লে ৫ টাকার , ১০ টাকার ক‌য়েন জমা‌তে থাকুন। সম্ভবতঃ আপ‌নি বাংলা‌দে‌শের সব চে‌য়ে দামী পাস‌পোর্ট গু‌লোর এক‌টির (এধর‌নের দামী পাস‌পোর্ট যারা ইউ‌রোপে অবৈধ প‌থে গে‌ছেন তারা বাধ্য হ‌য়ে বানান।) মা‌লিক হ‌তে চ‌লে‌ছেন। টাকা পয়সা সাবধা‌নে খরচ কর‌বেন। ম‌নে রাখ‌বেন, টাকা যতক্ষণ আপনার হা‌তে আ‌ছে ততক্ষণ উহার মা‌লিক আপ‌নি। আল্লাহ সোবাহানা তায়ালা পাস‌পোর্ট অ‌ফি‌সের লোক‌দের‌কে সুম‌তি দিন। আ‌মিন। পাস‌পোর্ট পাবার পর বিস্তা‌রিত কা‌হিনী নি‌য়ে এক‌টি মেগা সি‌রিয়াল পোস্ট পড়ার অ‌পেক্ষা কর‌ছি।

১৭ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৬

হাবিব বলেছেন: মহা মুসিবতে পড়লাম মনে হচ্ছে। স্ট্যাটাস আর কি দিমু, পাসপোর্ট পাওয়া নিয়েই তো সংশয়! :|

২৯| ৩১ শে মে, ২০১৯ সকাল ৮:০৬

চাঙ্কু বলেছেন: আপনার পাসপোর্টের কিছু হল?

৩১ শে মে, ২০১৯ সকাল ৮:১২

হাবিব বলেছেন: না ভাই, কিছুই হয়নি এখনো.........

৩০| ৩১ শে মে, ২০১৯ সকাল ৮:৪৫

চাঙ্কু বলেছেন: দেশের একজন নাগরিক একটা সিম্পল পাসপোর্ট পেতে এত ভোগান্তি পোহাচ্ছে কিন্তু হাজার হাজার রোহিঙ্গারা বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশ গিয়ে বাংলাদেশের ইমেজের বারোটা বাজাচ্ছে কিন্তু পাসপোর্ট অফিস তাদের ব্যাপারে কিছু করতে পারে না।

আপনার জন্য খারাপ লাগছে। আশা করি সহসা পেয়ে যাবেন।

৩১ শে মে, ২০১৯ সকাল ৮:৫০

হাবিব বলেছেন:




এই ভোগান্তি যে কবে শেষ হবে............! আপনার আশাই যেন পূর্ণ হয়।

একদম ঠিক বলছেন ভাই। বাংলাদেশে রোহিঙ্গারা এখন রাজার হালে আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.