নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

কিছু স্মৃতি কিছু প্রীতি

৩১ শে মে, ২০১৯ ভোর ৬:২৬



এইতো সেদিনকার কথা........ আয়েশার সাথে গেলাম এক কাপড়ের দোকানে। ঐ দোকানে এবারই প্রথম। মেয়েদের কাপড় কেনার উদ্দেশ্যে। ওসব কাপড় সাধারণত আয়েশা নিজেই কিনে। দোকানে ছিলো এক মহিলা বিক্রেতা। মহিলার সাথে কথাবার্তা বলে কিছু টাকা কম দেয়ার চেষ্টা করলাম। বললাম, আমি তো আপনার দোকান থেকেই কাপড় কিনি। কিছু কম রাখেন। আর যাবি কই...... মহিলা দেখি আমার চাইতেও চালাক......... "কি যে বলেন ভাই, আপনি তো মাঝে মাঝেই আমার কাছ থেকে কাপড় নেন, এজন্যই তো কম বলে দিছি......" এমন আরো কথা যাতে তিনি বুঝাতে চাইলেন আমি সপ্তাহে কমপক্ষে একবার তার দোকান থেকে ওসব কাপড় কিনি। আমিও তার কথায় হু, হ্যাঁ টাইপের সাঁই দিয়ে যাচ্ছিলাম। আর সেটাই যেন আমার জন্য কাল হলো......... পাশে দাঁড়ানো বউয়ের অগ্নিমূর্তি দেখে আমি তো ভয় পাবার বদলে হেসেই ফেললাম। সেই হাসি যেন কাটা ঘাঁয়ে নুনের ছিটা হলো। বহু কষ্টে তাকে বিশ্বাস করালাম, আমি ঐ দোকানে আগে কখনোই যাইনি.........।

মার্কেটে যাবার আগে ও বলেছিলো অনেক খিদে পেয়েছে। মার্কেট শেষ করে এখন বলছে কোন খিদে নেই........ কি মুশকিল! মনে হচ্ছে আগুনটা নিভলেও ধোয়া উড়ছে। আরেকটু পানি ঢালতে হবে। পানিতে কাজ না হলে বরফও লাগতে পারে। আগেই বরফের ব্যবহারে না গিয়ে ঠান্ডা পানিই ঢাললাম বেশি করে। ব্যাস.......কিছুক্ষণের মধ্যেই আগুন-ধোয়া সব নিভে পানি। হাফ ছেড়ে বাঁচলাম। হেড অফিস ঠান্ডা করে যুদ্ধজয়ী বীরের মতো লাগছে নিজেকে। আর কোন ঝামেলা চাইনা।

রেস্টুরেন্টে খাবার শেষ করে বসে আছি। এই রেস্টুরেন্টটাতে এর আগে আরো দুইবার এসেছি ওকে নিয়ে। কোনবারই বখশিশ দেইনি। আমার কথা হলো, ওরা এখানে চাকরি করে বেতন নেই। টাকার বিনিময়ে খাবার দেই। এমনতো নয় যে টাকা ছাড়া খাবার দিচ্ছে, কিছু বখশিশ না দিলে কেমন হয়। সেদিন টাকা নেয়ার সময় খুবই তাড়াহুড়া করছিলো ওয়েটার। মানিব্যাগ থেকে টাকা বের করে দিচ্ছিলাম। মনে হলো ঠিকি দিয়েছি। টাকাটা নিয়ে কাউন্টারে জমা দিতে গিয়ে ফিরে এসে বলে আমি নাকি ২০ টাকা কম দিয়েছি। কি মুশকিল........ কথা না বাড়িয়ে আরো বিশ টাকা বের করে দিলাম। দেয়ার সময় বললো, "হুজুররা এরকমই...........।" কথাটা আমি স্পষ্ট শুনলাম। আয়েশা একটু সামনে ছিলো বিদায় পুরোপুরি শুনেনি। সিঁড়ি দিয়ে নামার সময় বললো, "কি বললো ঐ বেটা"। আমার কথা শুনে ও তো ওয়েটারকে মারতে যাবে মনে হলো। কোনমতে ওকে থামিয়ে বললাম, "বাদ দাও তো।" মনে হলো স্বামীর জন্য কত দরদ........ যে কিনা একটু আগে আমার উপর রেগে ছিলো, তার এমন ভালোবাসা দেখে মনটা সত্যিই ফুরফুরে হয়ে গেলো।




১. এই ছবিটা আয়েশার ছোটবেলার। এই একটা ছবিই পেয়েছি। ওর মা বলে, ছোট বেলায় নাকি খুব বেশি লিপস্টিক দিতো। আয়েশা যখন রাগ করে তখন এই ছবিটা মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে বলি, "আমার লিপস্টিক খাওয়া পিচ্চি বউ"। আর তখনই ও হাসে। (বি:দ্র: এই ট্রিক্স শুধুমাত্র দূরে থাকলে কার্যকরী।)



২. মেয়েটি যে কি পাগলামি করে....... সেদিন দেখি Rapping পেপারে মোড়ানো একটা প্যাকেট আমার হাতে দিচ্ছে। এটাই প্রথম নয়। ও এর আগেও দিয়েছে.......। আমি যে খরচের টাকা দেই সেখান থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে এসব করে।



৩. আমার কাছে তার চাওয়াটা খুবই অল্প। কত কত জিনিস আছে খাবার, সেগুলো বাদ দিয়ে এই ছবিটা পাঠিয়েছে আমাকে নেয়ার জন্য। খুব নাকি খেতে ইচ্ছে করছে। বার্গার-পিৎজা, আরো কত খাবার আছে সেগুলো খেতে চাইবে না...... বড়জোর আইসক্রিম, চিপস। দুইটা ড্রিংকো কিনেও রেখেছি ওর জন্য। বাড়িতে যাবার সময় নিয়ে যাবো।



৪. ছবিটা এবারের শীতের। শীতে ছুটিতে যখন গ্রামে গেলাম তখনকার। বিকেলবেলা হাটতে বেড়িয়েছিলাম আয়েশাকে নিয়ে। সরিষা খেতে এসে একটু ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন করতে মন চাইলো। যেই ভাবা সেই কাজ। সরিষা ফুল হাতে নিয়েই কাজটা সারলাম। ছবিতে দেখতেই পাচ্ছেন, আয়েশা অবাক হওয়ার ভঙ্গি করছে। ছবির ক্যাপচার যে করেছে তিনি আমার চাচাতো বোন। তাকে এতো করে বললাম লুঙ্গি না তোলার জন্য........ কিন্তু সেটাই করেছে! ছবি তোলার পর দেখি হাতের সরিষা ফুল আর খেতের সরিষার ফুল মিলে মিশে একাকার..........

মন্তব্য ৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ। জীবন হোক সুন্দর।

৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৩৯

হাবিব বলেছেন: বড় ভাই, সক্কাল সক্কাল আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। পোস্ট করার জন্য আজকে সেহরি খেয়ে ঘুমাইনি। প্রতিদিন ভাবি যে পোস্ট করবো আর হয়ে উঠে না। আপনার প্রার্থনা মঞ্জুর হোক। ভালো থাকবেন সবসময়।

২| ৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি সেহরী খেয়ে আর ঘুমাই না। সামান্য সময় কাটাই নেটে। আপনার লেখা দেখে ভালো লাগলো। তবে আপনার পাসপোর্ট নিয়ে আপডেট জানতে আমার মতো অনেকেই আগ্রহী। তাদেরকে জানান।

শুভ কামনা। আজকের রোজা সুন্দর হোক।

৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৫২

হাবিব বলেছেন:




সেহরি খেয়ে না ঘুমানোই ভালো। আপনার আগের মন্তব্যের জবাবে অবশ্য পাসপোর্ট সম্পর্কে বলেছি। কোন খবর নাই। হেড অফিসে গেলাম তারা বললো কিছুই করতে পারবে না। যেখানে আবেদন করেছি সেখানে যেতে হবে। কি যে মুশকিল রে ভাই। কবে এর সুরাহা হবে বুঝতেছি না। অফিসের বাইরে দালাল টাইপের কয়েকজনের সাথে কথা বললাম তারাও এ ব্যাপারে সহায়তা করতে রাজি হলো না। ভাবতেছি ঈদের পর টাঙ্গাইল গিয়ে যে ১৫০০ টাকা চেয়েছে তার সাথে দেখা করবো। যদি কোন সুরাহা হয়! দোয়া করবেন। আপনার জন্যও শুভকামনা। আপনার দিন সুন্দর ও আনন্দময় হোক।

৩| ৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে ভেবেছিলাম ছবিগুলো গুগোল থেকে নেওয়া। পড়ে তো আমার চক্ষু চড়কগাছ।এ তো আর কোন ফিল্মি কায়দায় নয় বাস্তবে হল কোন শর্টফিল্মের ধারাবিবরণী। ভীষণ ভালো মানিয়েছে দুজনকে। এমন সুখানুভূতি বয়ে চলুক জীবনভর।

শুভকামনা ও ভালোবাসার প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।

৩১ শে মে, ২০১৯ সকাল ৭:০৪

হাবিব বলেছেন:



হা হা হা.......... যাই হোক, আপনার ধারণার সাথে ফলাফল উল্টো হওয়াতে ভীষণ মজা পেলাম। ফিল্মি স্টাইলে বাস্তব জীবন তুলে ধরা দেখে আপনার চক্ষু চরকগাছ আর আপনাকে সকাল সকাল পেয়ে আমিও যে আনন্দিত। অনেকদিন ধরে লিখবো লিখবো করে আর লেখা হয়না।

আপনার প্রার্থনা মঞ্জুর হোক। ভালোবাসা জানবেন দাদা ভাই। পরিবার নিয়ে সুখে থাকুন।

৪| ৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: সরষে ফুল দিয়ে প্রেম নিবেদনটি কিন্তু হেবি লেগেছে। হাহাহা

৩১ শে মে, ২০১৯ সকাল ৭:০৫

হাবিব বলেছেন: এই স্টাইলটা ম্যাডামেরই শিখিয়ে দেয়া.........কিন্তু স্টাইলে কিঞ্চিৎ ভুল আছে। বলুনতো কোথায়? :P

৫| ৩১ শে মে, ২০১৯ ভোর ৬:৫৭

চাঙ্কু বলেছেন: পড়েতো মনে হয় আপনারা দুইজনে সেইরাম আছেন। সব সময় এইরাম সুখে থাকুন।
পরেরবার সরিষা ক্ষেতে প্রেম নিবেদন করলে, একটা গোলাপ নিয়ে যাবেন ;)

৩১ শে মে, ২০১৯ সকাল ৭:০৮

হাবিব বলেছেন:




আলহামদুলিল্লাহ., আল্লাহ অনেক সুখে রাখছেন। আসলেই খুব ভালো আছি আয়েশাকে নিয়ে।
আপনার প্রার্থনা কবুল হোক ভ্রাতা।

পরেরবার সরিষা ক্ষেতে প্রেম নিবেদন করলে, একটা গোলাপ নিয়ে যাবেন... B-) B-) B-)
খুব ভালো পরামর্শ দিয়েছেন.........

৬| ৩১ শে মে, ২০১৯ সকাল ৭:১২

বলেছেন: জীবন হোক প্রেমময়, প্রীতিময় --

এতদিন জানতাম সরষে ভূত আছে এখন দেহি মানব মানবী আছে মধুর রঙে।

গোটা পরিবার নিয়ে ব্লগে আগমনে খুশি হলাম।।।

শুভ কামনানিরন্তর।।।

৩১ শে মে, ২০১৯ সকাল ৭:১৭

হাবিব বলেছেন:




আপনার প্রার্থনা মঞ্জুর হোক লতিফ ভাই।
এতদিন জানতাম সরষে ভূত আছে এখন দেহি মানব মানবী আছে মধুর রঙে। হা হা হা .........
সে তো শুধু পরিবার নয়, আমারই একটা অংশ...... অবিচ্ছেদ্য অংশ।

শুভকামনা আপনার জন্যও।


৭| ৩১ শে মে, ২০১৯ সকাল ৮:১৩

ভুয়া মফিজ বলেছেন: সরিষা খাওয়ার জন্য ক্ষেতে যাওয়ার দরকার কি? এরপর থেকে কেটে বাসায় নিয়ে আসবেন। বাসায় বসে আরাম করে খাবেন।
লুঙ্গি পরে প্রেম নিবেদনের আইডিয়াটা দারুন! পরেরবার একটা ভিডিও করে ফেলবেন। :P

মনে হয় বহুদিন পরে সামু'তে আসলেন? দিনকাল কেমন যাচ্ছে?

৩১ শে মে, ২০১৯ সকাল ৮:৪৬

হাবিব বলেছেন:




সরিষা খাওয়ার জন্য যাইনিরে ভাই, গেছিলাম ঘুরতে।
লুঙ্গি পরে প্রেম নিবেদনের আইডিয়াটা দারুন! পরেরবার একটা ভিডিও করে ফেলবেন। :P
আচ্ছা ঠিক আছে, ভিডিও করে আপলোড করে দিবো।

আলহামদুলিল্লাহ, দিনকাল ভালোই যাচ্ছে। তবে একটু ব্যস্ত এই আরকি..........
আশা করি আপনিও ভালো আছেন।

৮| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৩৩

এ.এস বাশার বলেছেন: মাশা-আল্লাহ্ সুন্দর.......
লেখনি এবং যুটি.....

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:০৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ বাশার ভাই। ভালো থাকবেন

৯| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৩৮

জুন বলেছেন: খুব সুন্দর ছবি আর রোমান্টিক আলাপন। অনেক ভালোলাগা রইলো হাবিব স্যার।

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১০

হাবিব বলেছেন: ধন্যবাদ জুন আপু, আশাকরি আপনি ভালো আছেন।

১০| ৩১ শে মে, ২০১৯ সকাল ৯:৪৮

চাঁদগাজী বলেছেন:


স্ত্রীকে নিয়ে সুখে থাকুন

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১১

হাবিব বলেছেন: আপনার প্রার্থনা মঞ্জুর হোক। আপনিও ভালো থাকবেন।

১১| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ ছবি তার সাথে সুন্দর দিনলিপি। আপনাদের দাম্পত্য জীবন সুখী হোক।

এই পোস্টটা পড়ে অনেকেরই কাজে লাগবে ;)

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১৪

হাবিব বলেছেন:




আর্কিও ভ্রাতা, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনার প্রার্থনা মঞ্জুর হোক।


এই পোস্টটা পড়ে অনেকেরই কাজে লাগবে ;)
--এমন পারিবারিক পোস্ট কারো উপকারে আসবে জেনে খুশি হলাম।

ভালো থাকবেন সবসময়।

১২| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১১

সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, প্রেম নিবেদনের ছবি ভালা পাইছি স্যার :D

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:১৭

হাবিব বলেছেন:




হা হা হা হা........... আপনি থাকলে আরো ভালো ছবি হতে।
প্রেম নিবেদন করতে গিয়ে আবেগের বসে একটু ভুল করেছি...... বলেন তো ভুলটা কি? :P

১৩| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:২৫

সাদা মনের মানুষ বলেছেন: আমি বলবো দুইটা ভুল, একেতো ব্লগে লুঙ্গি পড়ে এসেছেন অন্যত্র পুরো শর্ষে ক্ষেতই আপনার হাতে ;)

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৩১

হাবিব বলেছেন:



হা হা হা হা........ B-) B-)
দারুন পর্যবেক্ষণ।

১৪| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:২৫

রাজীব নুর বলেছেন: আপনি তো দারুন রোমান্টিক মানুষ।

৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৩২

হাবিব বলেছেন: হে হে হে.............

১৫| ৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: সুন্দর পোষ্ট ।

৩১ শে মে, ২০১৯ সকাল ১১:৪০

হাবিব বলেছেন: ধন্যবাদ নীলপরি

১৬| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৪

ওমেরা বলেছেন: স্বামী -স্ত্রীর পবিত্র বন্ধনে প্রেম করতে কোন বাঁধা নিষেধও না থাকলে শালীনতা থাকলে ভালো হয়। হাবীব স্যার আপনাকে আমি অশালীন বলছি না তবে নিজেদের স্বামী- স্ত্রীর কথা, ছবি এভাবে ব্লগে দেওয়া টাকে সমর্থনও করছি না।

আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল সারাজীবন যেন আপনারা সুখে শান্তিতে থাকেন।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০০

হাবিব বলেছেন:




ঠিক আছে আপু বুঝেছি....... এর পর পোস্ট দেয়ার ক্ষেত্রে বিষয়টি অবশ্যই মনে থাকবে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন সবসময়।

আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন।

১৭| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১:০০

মা.হাসান বলেছেন: হাবিব স্যার, মাঝখানে মনে হয় কিছু দিন আপনাকে দেখিনি। অবশ্য আমিও বেশ কিছুদিন ধরেই অনিয়মিত। ওই দোকানে আপনি যে আপনার বান্ধবীদের সঙ্গে আগে যান নি এমন মিথ্যে কথা ভাবি বিশ্বাস করে নিলে ভাবি কে খুব সরল মানুষ বলতে হবে। যে রেস্টুরেন্টে নিয়মিত যাই সেখানে অল্পস্বল্প টিপস দিলে ভালো সার্ভিস পেতে সুবিধা হয় বলে আমার অভিজ্ঞতা বলে। আপনাদের সংসার মধুময় হয়ে উঠুক

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০৩

হাবিব বলেছেন:




জ্বি ভাই, ঠিক বলেছেন। আমি অনেকদিন থেকেই ব্লগে অনুপস্থিত।

ধুর মিয়া, কি কন এই সব.......... X((

আচ্ছা ঠিক আছে, এর পর বখশিশ দেয়ার চেষ্টা করবো।

১৮| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১:১২

মুক্তা নীল বলেছেন:

মাশাআল্লাহ। খুব ভালো লাগছে দুজনকে দেখে। আর হ্যাঁ চুলগুলো মারাত্মক সুন্দর ঢেউ খেলানো।
দু'জনেই ভালো থাকুন ।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০৪

হাবিব বলেছেন:



শুকরিয়া.......
ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশংসার জন্য।
আপনিও ভালো থাকবেন সবসময়।

১৯| ৩১ শে মে, ২০১৯ দুপুর ১:১৩

নূর আলম হিরণ বলেছেন: আপনারা উভয় ভাগ্যবান, সুখী দম্পতি।

৩১ শে মে, ২০১৯ দুপুর ২:০৬

হাবিব বলেছেন: সত্যিই ভাই, আল্লাহ অনেক সুখে রাখছেন। আপনিও ভালো থাকবেন সবসময়।

২০| ৩১ শে মে, ২০১৯ দুপুর ২:১৮

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা হা আপনি বললেন বলে আবার আসতে হল।
পেশাদারী ভঙ্গিতে প্রেম নিবেদন করতে গেলে আপনার বাম হাতটা ডান হাতের কনুইতে ধরতে হবে। ডান হাতে একটা গোলাপ থাকবে। আর বসার ভঙ্গিমাটি হবে পিছনের পায়ে ভর করে সামনের বা ডান পা ভাজ করে মাটির সঙ্গে 45 ডিগ্রি কোণে বসা অবস্থায় প্রেম নিবেদন করতে হবে।
আপনি দুই হাঁটু ভাঁজ করে বসে প্রেম নিবেদন করছেন ফটো তোলার জন্য হাতে কোন ফুল নেই। তর্কের খাতিরে যদি ধরে নিই হাতে শর্ষের ফুল আছে, তাহলে কিন্তু ছবিতে অস্পষ্ট। এর জন্য কর্তৃপক্ষ দায়ী, পাঠক বৃন্দ দায়ী নহে হাহাহাহাহা।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৫

হাবিব বলেছেন: হা হা হা...... আপনার পর্যবেক্ষণ একদমই ঠিক। হাতে ফুল ছিলো........ কিন্তু হলুদে হলুদে মিশে গেছে।

২১| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৩:২৮

ভুয়া মফিজ বলেছেন: বলেছেন, সরিষা খাওয়ার জন্য যাইনিরে ভাই, গেছিলাম ঘুরতে।

আর ৪ নং এ লিখেছেন, সরিষা খেতে এসে একটু ফিল্মি স্টাইলে প্রেম নিবেদন করতে মন চাইলো। ক্ষেতে লিখলে আর এই ভুল বোঝাবুঝিটা হতো না। :P

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: আচ্ছা আচ্ছা বুঝেছি, ভুলখানি আমার চোখে ধরা পড়েনি............

২২| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৪:২৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !
অনেক অনেক শুভ কামনা আপনাদের জন্য।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৬

হাবিব বলেছেন: ধন্যবাদ আপু

২৩| ৩১ শে মে, ২০১৯ বিকাল ৫:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আয়েশা দেখি কেশবতি কইন্যা! মাশাল্লাহ ।
শুভ কামনা ।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৭

হাবিব বলেছেন: ঠিকই বলেছেন গিয়াস উদ্দিন লিটন ভাই।

২৪| ৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

মেঘ প্রিয় বালক বলেছেন: বেঁচে থাকুক ভালবাসা,আপনাদের আগামী পথচলা শুভ হোক,শুভকামনা জানিবেন।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৭

হাবিব বলেছেন: আল্লাহ আপনার প্রার্থনা মঞ্জুর করুন। আপনিও ভালো থাকবেন

২৫| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:০০

নাসির ইয়ামান বলেছেন: ওমেরার সাথে একমত!
এভাবে গৃহকর্ত্রীকে উপবেশন না করলেও পারতেন!

যেমন 'মাশরাফি দা'নির্বাচনী প্রচারণায় স্ত্রীকে মডেলের মতো "ডিস্প্লে" করেছিলো!

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৮

হাবিব বলেছেন: আপনাদের সাথে আমিও একমত। ভালো থাকবেন

২৬| ০১ লা জুন, ২০১৯ রাত ২:২০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্টে ভাল লাগা। ভাল থাকুন হাবিব স্যার। ঈদের আগাম শুভেচ্ছা জানবেন।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:০৯

হাবিব বলেছেন: অনেকদিন পর ব্লগে এসেছি। আশা করি ভালো আছেন। আপনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে গেলাম। ভালো থাকবেন সুজন ভাই

২৭| ০১ লা জুন, ২০১৯ ভোর ৬:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিল পরিশোধের কাউন্টারে পরিশোধ করার ব্যবস্থা থাকলে মনে হয় আপনার ২০ টাকা লস হতো না।
ওয়েটার আপনাকে বিল দেবে। আপনি চলে যাবার সময় সেই বিল পেমেন্ট কাউন্টোরে জমা দিয়ে চলে যাবেন। তারা আপনাকে রশিদ দেবে।

০১ লা জুন, ২০১৯ দুপুর ১:১০

হাবিব বলেছেন: আপনি সবসময় আমাকে সুপরামর্শ দেন। সব সময় ভালো থাকবেন সাজ্জাদ ভাই

২৮| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:০৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ! চমৎকার। আপনাদের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দের হোক, ভালোবাসাময় হোক।

০২ রা জুন, ২০১৯ সকাল ৯:০৮

হাবিব বলেছেন: আপনার প্রার্থনা মঞ্জুর হোক। আমিন। ভালো থাকবেন জাহিদ ভাই

২৯| ০১ লা জুন, ২০১৯ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,



দারুন ভালোবাসাময় দাম্পত্য।
সর্ষের রংয়ে মেখে রঙিন হোক আপনাদের জীবন।

০২ রা জুন, ২০১৯ সকাল ৯:০৯

হাবিব বলেছেন: সুন্দর করে উইশ করার জন্য ধন্যবাদ ভাইয়া। আপনিও ভালো থাকবেন সবসময়।

৩০| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যদি ওয়েটারের আপ্যায়নে সন্তুষ্ট হয়ে থাকে বকশিশ দিতে চাইলে সেটা আলাদাভাবে দিতেই পারেন। তাদের আচরণ আমার কাছে বেশী ভালো লাগেনি।

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৩

হাবিব বলেছেন: আপনার কথা একদমই ঠিক আছে, এখন থেকে তাই করবো..........

৩১| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!

দারুন লাগলো আপনাদের খূনসুটি, ভালবাসার পর্ব!

কারো নজর না লাগে আপনাদের ভালবাসায়! দূরের ট্রিকে মজা পেলাম!

অগ্রিম ঈদ মোবারক

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৪

হাবিব বলেছেন:




হা হা হা..........

আপনার মন্তব্যে আমি বেশ মজা পেলাম। অগ্রিম ঈদ মোবারক

৩২| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:০৮

নজসু বলেছেন:

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৩

হাবিব বলেছেন: সুজন ভাই, দেরি হয়ে গেলো........ তবুও বলছি অগ্রিম ঈদ মোবারক, ঈদ-উল আযহার জন্য

৩৩| ০৫ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩৫

আরোগ্য বলেছেন:

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১১

হাবিব বলেছেন: ঈদ মোবারক....... ঈদু-উল আযহার জন্য........ অগ্রিম

৩৪| ১১ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫০

নজসু বলেছেন:



ভালোবাসা মানেই পাগলামী।
পাগলামী পোষ্টে লক্ষ কোটি ভালোবাসা রইল প্রিয় হাবিব ভাই।

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৬

হাবিব বলেছেন: ভালোবাসাময় হোক আপনার ও আপনার অনাগত জীবন সঙ্গীর সংসার । দাওয়াত পাবো আশা করি।

৩৫| ১৩ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৩

নীল আকাশ বলেছেন: ওমেরা আপু খুব ভাল একটা কথা বলেছে। আশা করি সেটার মর্মাথ আপনি বুঝতে পারবেন।
তবে লুঙ্গি পড়ে প্রেম নিবেদনের স্ট্যাইল জটিল হয়েছে, তাও আবার নিজের বৌকে!
ভাল থাকুন, সুখী থাকুন সব সময়। আয়েশা ভাবীকে আমার ছালাম পৌছে দিবেন।
ধন্যবাদ।

১৭ ই জুন, ২০১৯ রাত ৮:১৭

হাবিব বলেছেন:




ঠিক আছে ভাই, মনে থাকবে।

তবে লুঙ্গি পড়ে প্রেম নিবেদনের স্ট্যাইল জটিল হয়েছে, তাও আবার নিজের বৌকে!
---- হা হা হা হা..

আপনার প্রতিও সালাম রইলো। ঠিক আছে পৌঁছে দেবো।

৩৬| ২৭ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৮

ইসিয়াক বলেছেন: খুবই মধুময় আবেগের প্রকাশ
প্রেম হোক পরিনয় এই অভিলাষ।
ধন্যবাদ।

০৩ রা জুলাই, ২০১৯ রাত ৮:৩৯

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ইসিয়াক.......... ভালো থাকবেন

৩৭| ০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৪৯

খায়রুল আহসান বলেছেন: প্রীতি থাকলেই স্মৃতি থাকে।
এভাবেই চিরকাল মিষ্টি মিষ্টি সুখ নিয়ে বেঁঁচে থাকুন!
ভালবাসাময় পোস্টে প্লাস + +।

০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৫৮

হাবিব বলেছেন:




আপনার প্রার্থনা যেন মালিক কবুল করে নেন।
আপনিও ভালো থাকবেন পরিজনদের সাথে।
উচ্ছ্বসিত প্রশংসার জন্য আমি আনন্দিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.