![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
হাত-পা ব্যাথা করে
নাক দিয়ে পুঁজ পড়ে
কান দিয়ে মল ঝরে
ঝাড়-ফুঁতে কাজ করে!
পেটটা চুলকায়
বাঁদুরে কুল খায়
ম্যাথটা ভুল যায়
পড়া জলে সেরে যায়!
সংসারে সুখ নাই
ঘরে চাল-নুন নাই
কুপিতে তেল নাই
এক ফুঁতে যাবে ভাই!
পড়াতে মন নাই
পাড়াতে মান নাই
বাটাতে পান নাই
পড়া জল নিয়ে যাই!
মাথা টাক-চুল নাই
হাটুতে বল নাই
মুখে গোঁফ দাঁড়ি নাই
তাইতো জল খাই!
দাঁড়ায়না চেতনা
মনে খুব যাতনা
বউ ভাল্লাগেনা
জলপড়া ছাড়বেনা!
প্রমোশন পেতে চাও
সুদ-ঘুষ খেয়ে তাও
নিষ্পাপ হতে চাও
পড়া তেল নিয়ে যাও!
সহমত ভাইজান
সব দেবো যা চান
বাঁচাতে সম্মান
তেল-জল নিয়ে যান!
ফাঁকি দিতে টেনশন
প্রেমিকার পেতে মন
কাজ হবে করি পন
জলদি তেল লন!
হাত-পা-মাথাতে
চুল-দাঁড়ি-হাটুতে
পিঠটা বাঁচাতে
তেল দেন পাছাতে!
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন।
২| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
জে.এস. সাব্বির বলেছেন: এই দেখ কেরামতি
এক ফুঁতে কোটিপতি
কেরামতির জেল্লায়
হক্কলে চিল্লায়।
চিল্লায়া লাভ নাই
অত শত টাইম নাই
উপকার পেতে হলে
এসো তবে তেলে জ্বলে।
১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
হাবিব বলেছেন:
তেল-জল নিতে তাই
হক্কলে লাইন দেয়
মাইকে ফুঁ দেয়
সব রোগ সেরে যায়!!
৩| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
পদাতিক চৌধুরি বলেছেন: ঝাড়ফুঁক তুকতাক উপমহাদেশের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সরকারি উদাসীনতার কারণে এতদিন এরা যোগ্য মর্যাদা পায়নি। প্রতিবেশী দেশ থেকে দয়াকরে একটু শিক্ষা নিন। মোদির ভারতে যেমন গরুর দুধে সোনা মিলছে। ইসরোর বিজ্ঞানীদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে গরুর উপর রিসার্চ করে মহাকাশ যানকে কীভাবে চাঁদের পর মঙ্গল গ্রহে আছড়ে ফেলা যায়। নিন্দুকরা অবশ্য বলবে গল্পে গরু গাছে ওঠেছে। কিন্তু বাস্তব হল গরুমাতাকে শুধু গাছে নয়, মহাকাশে সুদূর মঙ্গল গ্রহে পৌঁছে দিয়ে সাফল্যের নিরিখে নাসার বিজ্ঞানীদের যে কয়েককদম পিছিয়ে ফেলে দিয়েছে তাতে জাতি হিসেবে আমরা স্লাঘা বোধ না করে পারিনা।
যে কারণে আপনাকেও পরামর্শ ঝাড়ফুঁক তুকতাককে হেলাফেলা না করে বরং দেশকালের গন্ডি অতিক্রম করে এক অপার গোমাতা-তুকতাক সর্বস্ব পৌরাণিক গ্লোব গড়ে তুলি। হাহাহা...
১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
হাবিব বলেছেন:
কি আর করি ভাই
চারিদিকে মন্দ
ভালো কাজে লোক নাই
চোখ আছে অন্ধ!!
৪| ১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে ....।
শুভসন্ধ্যা
১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৪
হাবিব বলেছেন:
শুকরিয়া তবুও
কিছু ভালো লেগেছে
এই কথ শুনে তাই
মনে সুখ জেগেছে!!
৫| ১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৪
সাইন বোর্ড বলেছেন: এসব ভন্ডামি এখনো আছে তাহলে ।
১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
হাবিব বলেছেন:
লোক আছে পিছনে
যাবে না তো ভন্ড
সাই দেয় তার সব
কর্মকান্ড।।
৬| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:০৯
কিরমানী লিটন বলেছেন: চমৎকার ছান্দসিক, খুব ভালোলাগা +++++
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার
৭| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
তারেক ফাহিম বলেছেন: চমৎকার হয়েছে ভাই।
১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৪
হাবিব বলেছেন: শুভেচ্ছা নিবেন তারেক ভাই
৮| ১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ দারুন হয়েছে
১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪২
হাবিব বলেছেন: থ্যঙ্কু থ্যঙ্কু আপুনি
৯| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: আজও মানুষ কত নির্বোধ!!!
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২
হাবিব বলেছেন: অন্ধ বিশ্বাস...... আল্লাহকেও ওরা এতো বিশ্বাস করে না
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হুজুগে বাঙালির মগজ আর বাড়বে না।