নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ডে-২০১৯: রিমাইন্ডার

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:২৩



ব্লগ ডে উপলক্ষে আমার মতো অনেকের মনেই আনন্দ বিরাজ করছে। সবাই প্রস্তুতি নিচ্ছেন দিনটিকে সুন্দর ভাবে উপভোগ করতে। সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে আমাদের ধারনা থেকেও সুন্দর হোক দিনটি, এমনটাই প্রত্যাশা করি। ইতোমধ্যেই অনেকেই রেজিস্ট্রেশন করেছেন। আমরা পোস্ট আকারে গল্পের জাদুকর নীল আকাশ এবং ব্লগপরি শায়মার কাছ থেকে জানতে পেরেছি। উৎসাহ দিয়ে ব্লগ ডে উপলক্ষে দারুণ কবিতা উপহার দিয়েছেন অন্যতম পরিচিত মুখ ছবি আপু এবং পদাতিক চৌধুরী

১) ব্লগ ডে একনজরে:

ক) ম্যাগাজিনে লেখা পাঠানোর শেষ সময়= ০৬ ডিসেম্বর ২০১৯।
খ) রেজিস্ট্রেশনের শেষ সময়= ১৪ ডিসেম্বর ২০১৯।

-- আসুন, শেষ সময়ের অপেক্ষা না করে দ্রুত রেজিস্ট্রেশন ও লেখা পাঠানোর মাধ্যমে আয়োজনের কাজকে তরান্বিত করি। মনে রাখবেন, এটা আমাদের সবার অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহন আমাদের অধিকার। অনুষ্ঠানটিকে সফল করা আমাদের দায়িত্ব।

২) ম্যাগাজিনে লেখা পাঠানো নিয়ে মনে যত প্রশ্ন:

প্রশ্ন: ব্লগে প্রকাশিত লেখা কি গ্রহনযোগ্য হবে:
উত্তর: না, পূর্বে ব্লগে বা কোথাও প্রকাশিত লেখা গ্রহনযোগ্য হবে না। যে লেখা একবার পড়া হয়েছে তার প্রতি আকর্ষন কমে যায়।

প্রশ্ন: একাধিক লেখা দেয়া যাবে?
উত্তর: একাধিক লেখা না দেয়ায় উত্তম। আপনি যে বিষয়ে ভাল লিখেন সে বিষয়েই লেখা পাঠান।

প্রশ্ন: চট্টগ্রামে বা সিলেটে কি এইবার আয়োজন হবে?
উত্তর: আমার মনে হয় আলাদা করে আয়োজন করলে আনন্দটা তেমন পাওয়া যাবে না। ব্লগ ডে ১৯ ডিসেম্বর হওয়ার পরও সবার কথা বিবেচনা করে ছুটির দিন দেয়া হয়েছে। যাদের শিফটিং ডিউটি তারাও আসতে পারেন একদিন অফ ডে চেঞ্জ করে। যেমন আমি আসবো ইনশাআল্লাহ। যারা দূর থেকে আসবেন তাদের থাকার ব্যবস্থা করা হবে। কিন্তু পূর্বেই কনফার্ম করতে হবে। "সম্মানিত চট্টলাবাসী ব্লগারদের দৃষ্টি আকর্ষন করছি" এই পোস্ট থেকে বিস্তারিত জানতে পারবেন।

প্রশ্ন: ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন নিলে হয় না?
উত্তর: কাভা ভাই বলেছেন: আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কয়েকটি জায়গায় গেলাম, তাঁরা জানাবে নাকি ডিসেম্বরের প্রথম সাপ্তাহে। আমরা তো আসলে এত দিন অনিশ্চয়তায় থাকতে পারি না। তাই নিজেদের সামর্থ্যের উপরই বেশি ভরসা করছি। এছাড়া যদি কেউ স্পন্সরের ব্যবস্থা করে দিতে পারে, তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব। দ্রষ্টব্য: আমিও কয়েক জায়গায় খোঁজ নিয়েছি। তারাও পরে জানাবে বলেছে।

প্রশ্ন: ম্যাগাজিন কি প্রিন্ট কপি হবে নাকি অনলাইন কপি হবে? নাকি উভয় প্রকার হবে? প্রিন্ট কপি হলে তা কি নিবন্ধনকৃত সবাইকে সরবরাহ করা হবে?
উত্তর: ম্যাগাজিনটি শুধু প্রিন্ট কপি হবে। যারা নিবন্ধন করবেন তাদের সবাইকে বিনামূল্যে সরবরাহ করা হবে।

আরো বিস্তারিত জানার জন্য: ব্লগ ডে উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনে লেখা জমা দেয়ার আহবান এবং ব্লগ ডে অনুষ্ঠানের খসড়া পরিকল্পনা।

৩) অনুষ্ঠানস্থলে যাবেন কিভাবে?



স্মার্ট ফোনের এই যুগে কাউকে হাতে ধরে জায়গা চিনানোর প্রয়োজন হয় না। শুধু ঠিকানা বললেই গুগল ম্যাপের সাহায্যে পৌঁছে যাবে। তার পরও একটু মাতাব্বরি করলাম।

স্থান: সংস্কৃতি বিকাশ কেন্দ্র।
ঠিকানা: ১, ই/১ পরিবাগ, রোড নম্বর-০২, ঢাকা-১০০০।

পথনির্দেশনা:

ঢাকার যে কোন জায়গা থেকে প্রথমে আসবেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের কাছে। ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে সাকুরা বার এন্ড রেস্টুরেন্ট দেখতে পাবেন। দূর থেকে আসলে এখানে দুপুর বেলার পেটপূজো সেরে নিতে পারেন। আমার মতো পয়সা কম থাকলে শাহবাগ কিনবা ফার্মগেট থেকে অল্প পয়সায় গরীবের পাঁচ তারকা মানের অনেক হোটেল পাবেন রাস্তার কাছে, সেখানে খেয়ে আসবেন। চিন্তা কি, বিকালে তো হালকা নাস্তা পাবেনই। যে কথায় ছিলাম, সাকুরা বার এন্ড রেস্টুরেন্ট থেকে ৫০ মিটার (ফার্মগেটের দিকে) সামনে এগিয়ে গেলে একটা সিএনজি স্টেশন পাবেন। তারথেকে আরো ১০ মিটার এগিয়ে পাবেন ব্যাংক এশিয়া এবং নার্সিং স্টুডেন্ট হোস্টেল। ব্যাংক এশিয়া এবং নার্সিং স্টুডেন্ট হোস্টেলের পাশ দিয়ে যে চকচকে পিচঢালা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে এগুতে থাকবেন। বেশি নয় মাত্র ৮০ মিটার সামনে এগুবেন। বেশি বিরক্ত লাগলে গান ধরতে পারেন “পিচঢালা এই পথটারে যতই দেখেছি, তার সাথে এই মনটারে বেঁধে নিয়েছি”। গানের দুই লাইন শেষ করার আগেই চোখে পড়বে জিএসপি ফাইন্যান্স এবং একটা মসজিদ। জিএসপি ফাইন্যান্স এবং মসজিদের মাঝখান দিয়ে যে সরু রাস্তা নদীর মতো প্রবাহিত হয়েছে তার শেষ হয়েছে ”সংস্কৃতি বিকাশ কেন্দ্র” নামক সমুদ্রে গিয়ে। আর এই রাস্তাটা দিগন্ত টাওয়ারের বিপরীতে।

বাস নির্দেশনা:

ক) মতিঝিল থেকে আসতে: নিউভিশন, ৪ নং এলাইক ট্রান্সপোর্ট ও বি আর টি সি আরটিকুলাটেড (Wi-Fi বাস) এবং ৮ নম্বর বাস
খ) কমলাপুর থেকে আসতে: সংকল্প,
গ) গুলিস্তান থেকে আসতে: বিআরটিসি আরিচা-পাটুরিয়াগামী বাস। অথবা, শুভযাত্রা করে আসতে পারেন। শুভযাত্রা বাসে আসলে নামতে হবে, শাহবাগ।
ঘ) মিরপুর থেকে আসতে: মিরপুর-ইউনাইটেড সার্ভিস লিঃ ও বিহঙ্গ পরিবহন লিঃ।
ঙ) গাবতলী থেকে আসতে: ৮ নম্বর বাস।

এছাড়া বিস্তারিত বাস নির্দেশনার জন্য এই লিংকে ঢুঁ মারতে পারেন: ঢাকার সিটি বাস সার্ভিস রুটগুলো

ভুল কিছু বলে থাকলে শোধরে দেয়ার অনুরোধ রইলো।

ছবি কৃতজ্ঞতা: কাজী ফাতেমা ছবি।

মন্তব্য ৭০ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: ধন্যবাদ ইসিয়াক

২| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৪

খায়রুল আহসান বলেছেন: খুব চমৎকার একটি কাজ করেছেন। অনেকেরই কাজে লাগবে। আন্তরিক ধন্যবাদ।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৪

হাবিব বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আশা করি আপনি অনুষ্ঠানে আসবেন

৩| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৩

নুরহোসেন নুর বলেছেন: স্যার আফসোস হচ্ছে,
বর্নীল ব্লগডে তে আমার মত অনেকেই থাকতে পারছে না।
তবে আমরা আশাবাদী একদিন আমরাও ব্লগডে তে আসতে পারবো।

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৫

হাবিব বলেছেন: কেন নুর হোসেন? আসতে পারবেন না কেন?

৪| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

জাহিদ হাসান বলেছেন: আমি ১০ কিলোমিটারের মধ্যে বাস করেও আসতে পারছি না।
কারণ আমাকে একটা কাজে গাজীপুরে থাকতে হবে ১৫ থেকে ২০শে ডিসেম্বর।
তবে ম্যাগাজিনের জন্য একটা কবিতা পাঠিয়েছি। আমার ডায়েরীতে লিখা ছিল।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫১

হাবিব বলেছেন: ম্যাগাজিনের জন্য লেখা পাঠিয়েছেন শুনে ভালো লাগলো। আপনাকে পেলে আরো খুশি হতাম।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৮

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ !!!!!! খুবই ভালো পোস্ট! ১০০ তে ২০০......

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫২

হাবিব বলেছেন: হা হা হা........ ১০০ তে ২০০ যদি হয় তাহলে জিপিএ কত হবে ম্যাম?

৬| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৩

রাজীব নুর বলেছেন: যেভাবে গুছিয়ে লিখেছেন এখন যে কেউ আসতে পারবে।
অন্ধ কানা হলেও অসুবিধা হওয়ার কথা নয়।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬

হাবিব বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। আমি ব্লগটি লেখার জন্য গতকাল সংস্কৃতি বিকাশ কেন্দ্র থেকে ঘুরে এসেছি। আমিও চিনতাম না। বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং সংস্কৃতি বিকাশ কেন্দ্র গুলিয়ে ফেলতাম। গতকালও সংস্কৃতি বিকাশ কেন্দ্র খুঁজতে গিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের গলিতে চলে গিয়েছিলাম। আমার মতো আর কেউ যেন এমন পরিস্থিতিতে না পড়েন সে জন্যই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার মূল্যায়ন আমাকে অনেক অনেক আনন্দ দিয়েছে। ভালো থাকবেন।

৭| ২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬

সাইন বোর্ড বলেছেন: ব্লগ ডে সফল হোক...

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭

হাবিব বলেছেন: আমরা সবাই সেটাই চাই। আপনার উপস্থিতি কামনা করছি।

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:০৬

আদৃতা মেহজাবিন বলেছেন: ব্লগ ডে সফল হোক। আপনি গুছিয়ে লিখেছেন। আন্তরিক ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৮

হাবিব বলেছেন: আপনার আন্তরিক মূল্যায়নের জন্য অনেক কৃতজ্ঞতা। আশা করি ব্লগ ডে-তে দেখা হবে।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৬

নীল আকাশ বলেছেন: এই তো কি সুন্দর করে পোস্ট দিয়েছেন। কি উপকারী পোস্ট। অসংখ্য ধন্যবাদ আপনার অবশ্যই প্রাপ্য।
আমার কথা মতো এই পোস্ট দেবার জন্য কৃতজ্ঞতা রইল।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

হাবিব বলেছেন: ধন্যবাদ নীল জুনায়েদ ভাই। আপনি বলার পর থেকেই ভাবছিলাম পোস্ট দিবো। কিন্তু আমি ভালো করে চিনতাম না জায়গাটা। গতকাল নিজে গিয়ে আগে চিনে এসেছি। তারপর পোস্ট দিয়েছি। সবাই যাতে নিজে নিজেই পথ খুঁজে পায়। আপনার আন্তরিক মূল্যায়নের জন্য অনেক অনেক ধন্যবাদ

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি রেজিস্ট্রেশন করেছি অনুষ্ঠানে থাকবো। দারুন ভাবে উপভোগ করবো ব্লগ ডে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। শুনে খুবই খুশি হলাম। ইনশাআল্লাহ দেখা হবে।

১১| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ, আপনার সুন্দর প্রচেষ্টার জন্য
............................................................
ব্লগ ডে '২০১৯ এর সফলতা কামনা করি।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০২

হাবিব বলেছেন: শুধু সফলতা কামনা করলেই হবে? আগে বলেন আপনি থাকছেন কিনা.............

১২| ২৫ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভালবাসার সাগরে জোয়ার উঠেছে, এ জোয়ার তৃপ্ত করতে যেতে হবে পরিবাগে,
মিলনমেলার বাগানে।



আসুক সবাই, হোক সুন্দর ও প্রজ্জ্বলিত এক আড্ডা।
শুভকামনা সবার জন্য

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

হাবিব বলেছেন: দারুণ বলেছেন। আপনার সরব উপস্থিতি কামনা করছি তাজুল ভাই

১৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:


তথ্যের জন্য ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫

হাবিব বলেছেন: কারো একটু উপকার হলেও পোস্টটির স্বার্থক হবে। আপনাকেও ধন্যবাদ

১৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি চমৎকার করে গুছিয়ে লিখেছেন।
স্যার বলে কথা!
তথ্যের জন্য ধন্যবাদ।
ব্লগ ডে সফল হোক...

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭

হাবিব বলেছেন: নূর ভাই, আপনার আন্তরিক মূল্যায়ন এবং মন্তব্য যেমন আনন্দ পেয়েছি আপনার সরব উপস্থিতিতে তারচেয়েও বেশি আনন্দ পাবো। আশা করি এবার আর হা-পিত্যেশ ছড়া কাটবেন না।..........

১৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: কোথায় আপনি?
মন্তব্যের উত্তর দিচ্ছেন না!!

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩

হাবিব বলেছেন: রাজীব নুর ভাই, বিলম্বে প্রতিউত্তর করার জন্য দু:খিত। সুরভি আপু, পরি সহ আপনার উপস্থিতি কামনা করছি।

১৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ জানেন রিযিক আছে কি না :(
এত সরগরম আয়োজন নিয়ে মাতামাতি দেখে মেজাজটা গরম হই যায় বাই :(

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৪

হাবিব বলেছেন: আহারে আপু........ আপনি সন্ধ্যায় হলেও আমাদের সাথে যোগ দিয়েন। প্লীজ।

১৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

আরাফআহনাফ বলেছেন: ভাবছি যাবো কী যাবো না - আমি আবার চট্টগ্রামে থাকি কিনা তাই।
তবে যেভাবে বাৎলে দিলেন - এখন মন বলছে যেতে।
তথ্যের জন্য ধন্যবাদ।

প্রকাশনাটা হাতে পাওয়ার জন্য রেজিস্ট্রেশন করবো - যাই বা না যাই।

ব্লগ ডে সফল হোক - সবার সহযোগিতায়।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

হাবিব বলেছেন: সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলুন। আপনার থাকার ব্যবস্থাও হয়ে যাবে (ব্লগার নীলআকাশ ভাইয়ের পোস্ট থেকে বিস্তারিত জানতে পারবেন।) আপনার উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সন্ধ্যায় তো আরও যাওয়া যাবে না। কারণ কোথায় গেলে সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

হাবিব বলেছেন: তাইলে আর কি উপায়......ফ্যামিলিসহ আসেন। না হলে আপনার বাসার অনুষ্ঠান সন্ধ্যার পর করেন। সন্ধ্যা অবধি আমাদের সাথে থাকেন। অন্তত ব্লগ ডের ম্যাগাজিন নিতে আইসেন উবার ভাড়া কইরা........

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মিরপুর থেকে প্রচুর গাড়ী চলে
আপনার উল্লেখিত দুটো ছাড়াও বিকল্প, শিকড়, নারায়নগঞ্জ রুটে হিমাচল, মাওয়া রুটের স্বাধীন পরিবহন ইত্যাদি

যে কোন টাতেই আসা যাবে। মিরপুর থেকে ভাড়া নেবে ২৫ টাকা।
নামতে হবে পরিবাগ বললেও নামিয়ে দেবে, নয়তো শাহবাগ নেমে ব্রাকপুটে আসতে হবে।

আহা কি দারুন উৎসব উৎসব অনভুতি! :)

ব্লগ ডে সফল হোক

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫২

হাবিব বলেছেন: দারুণ সংযোজন........ আপনার উপস্থিতি কামনা করছি। আসলেই উৎসব উৎসব অনুভূতি। সফল হোক ব্লগ ডে-২০১৯

২০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: এবারও থাকার ইচ্ছে আছে তবে ২০ তারিখে রাজশাহীতে একটা প্রগ্রাম আছে দ্বিধায় আছি কোথায় যাবো।

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৮

হাবিব বলেছেন: রাজশাহীতে না গেলে যদি চলে তাহলে আসার অনুরোধ রইলো তারেক ভাই।

২১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২২

নজসু বলেছেন:





শুভকামনা রইলো প্রিয় হাবিব স্যার।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০২

হাবিব বলেছেন: ঐ মিয়া আগে কন আপনি কই আছেন? কত দিন আপনার মন্তব্য নাই.......... আপনি আসবেন না?

২২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার পোস্ট দিয়েছেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯

হাবিব বলেছেন: ধন্যবাদ সৌরভ দাদা........ ব্লগ ডের অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ

২৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আসন্ন ব্লগ ডের দামামা বেজে গেছে। চারিদিকে হৈ হৈ রৈ রৈ ভাব। দেশ-বিদেশে ব্লগারদের মধ্যে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। নাই বা আমরা অনেকেই পারলাম ব্লগ ডে-তে উপস্থিত তাই বলে থাকতে তাই বলে প্রায় প্রত্যেক দিনে এরকম একটি পোষ্টের মাধ্যমেও যে আমরা উপভোগ করতে পারি এবং এক অনাবিল আনন্দ-সেটাই বা কম কিসের। ধন্যবাদ হাবিব ভাই সুন্দর পোস্টটি পরিবেশন করার জন্য।
আসন্ন ব্লগ ডে-তে আয়োজক সহ অংশগ্রহণকারী সকল সদস্যবৃন্দকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন।

শুভকামনা জানবেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

হাবিব বলেছেন: আপনি যদি আসতেন কতই না আনন্দ করা যেত..........

২৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । সুন্দর পোস্টের জন্য।

যারা লেখা পাঠাবে কিন্তু নিবন্ধন করতে পারবে না বা নিবন্যেধন করবে না হেতু যেতে পারবেনা তারা কি ভাবে ম্যাগাজিন সংগ্রহ করবে।

একাধিক বিষয়ে ০১ জন কি সব লেখা পাঠাতে পাড়বে। ধরুক কবিতায় ০১টি, গল্পে ০১টি এভাবে সবকটিতে ০১টি করে ?

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫০

হাবিব বলেছেন:





কা_ভা ভাই বলেছেন: পরবর্তী সময়ে ঢাকা আসলে আপনি ম্যাগাজিন নিতে পারেন বা ঠিকানা দিলে চাইলে কুরিয়ারে পাঠিয়ে দিতে পারি .....

আর একটার বেশি লেখা না পাঠানোর পরামর্শ দিয়েছেন।

২৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩

জাহিদ হাসান বলেছেন: রেজিষ্টেশন ছাড়াই যদি হুট করে চলে আসি , তাড়ায়া দিবেন না তো?

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫

হাবিব বলেছেন: জাহিদ ভাই, আমাদের ব্লগ ডে এর অনুষ্ঠান সুন্দর ও পরিকল্পিত করার জন্য নিবন্ধন জরুরী। না হলে আমরা বুঝতে পারবো না কতজনের জন্য আয়োজন করতে হবে। নিবন্ধন করার নিয়মে বলা হয়েছে ৩০০ টাকা ফি এর কথা। আরো সহজ করে বলা হয়েছে যে, কেউ যদি ফি দিতে অপারগ হয় তাহলে যেন মেইল অথবা ফোন করে। সুতরাং আপনাদের আমাদের সকলের সহযোগীতায় ব্লগ ডে সুন্দর হোক এমনটায় চাওয়া ...... ২৭ নং মন্তব্যে আপনার উত্তর কা_ভা ভাই স্বয়ং দিয়েছেন।

২৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যদি সময়মত দেশে আসতে পারি তবে দেখা হবে আশা রাখি ।
..........................................................................................
যেন সফলতা পায় সেই চেষ্টা করবেন,
আমি দেশে থাকলে কিছুটা সহযোগিতা করার
চেষ্টা করতাম ।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

হাবিব বলেছেন: আপনার আগমনে আমাদের অনুষ্ঠান আপনার মন্তব্যের মতোই সেজে উঠুক, এই কামনা করি।

২৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
জাহিদ হাসান বলেছেন: রেজিষ্টেশন ছাড়াই যদি হুট করে চলে আসি , তাড়ায়া দিবেন না তো?

না, রেজিস্ট্রেশন না করে কেউ যদি চলে আসেন, তাহলে তাঁকে তাড়িয়ে দেয়ার প্রশ্নই আসে না। বরং ক্ষমা চেয়ে বলব, যদি আগে জানাতেন তাহলে আপনার আপ্যায়নের কোন ত্রুটি থাকত না। আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই ব্লগ ডের অনুষ্ঠানে।

যদিও স্টিকি পোস্টে এই বিষয়ে স্পষ্টভাবে বলে দেয়া আছে, তবুও আবার জানাচ্ছি - এখানে রেজিস্ট্রেশন ফিস বা টাকার বিষয়টি মুখ্য নয়। মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহন আপনার অধিকার। কিন্তু যেহেতু ব্লগ দিবসের অনুষ্ঠানে খাওয়াদাওয়া সহ এবং অন্যান্য আয়োজন রয়েছে, সেই সব আয়োজন সঠিকভাবে সম্পন্ন করার জন্যই নিবন্ধন করতে হবে।

ধন্যবাদ আপনাকে। আশা করি দেখা হবে ব্লগ দিবসের অনুষ্ঠানে।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

হাবিব বলেছেন: জাদিদ ভাই, আপনার বিনয়ী ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। অনুষ্ঠান সুন্দর হোক এমনটাই চাওয়া আমাদের সবার। অনুষ্ঠানে সর্বোচ্চ উপস্থিতি কামনা করছি। জাহিদ হাসান ভাইয়ের আগমন আশা করছি। ব্লগ ডে সুন্দর হোক।

২৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @হাবিব ভাই, আপনার এই তথ্য বহুল পোস্টটি খুব কাজের হয়েছে। অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে ব্লগ ডের অনুষ্ঠানে।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২২

হাবিব বলেছেন: ইনশাআল্লাহ, দেখা হবে ব্লগ ডের অনুষ্ঠানে। আপনার আন্তরিক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬

কিরমানী লিটন বলেছেন: অনেক তথ্যবহুল ও প্রয়োজনীয় পোষ্ট। এর জন্য আপনাকে স্পেশাল থ্যান্কস। ভালোবাসা প্রিয় হাবিব ভাই। দেখা হবে- অপেক্ষায় রইলাম.....

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪১

হাবিব বলেছেন: স্পেশাল থ্যাঙ্কস দেয়ার জন্য কৃতজ্ঞতা লিটন ভাই। আমিও অপেক্ষায় রইলাম- দেখা হবে ইনশাআল্লাহ।

৩০| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব নুর ভাই, বিলম্বে প্রতিউত্তর করার জন্য দু:খিত। সুরভি আপু, পরি সহ আপনার উপস্থিতি কামনা করছি।


ইনশাল্লাহ।
আল্লাহ যদি চাহে!

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪০

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ, খুবই খুশি হলাম। ব্লগ ডে নিয়ে একটা পোস্ট দিন রাজীব ভাই

৩১| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

ডঃ এম এ আলী বলেছেন:
খুবই প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ পোষ্ট।
ব্লগ ডে'র সাফল্য কামনা করছি ।

শুভেচ্ছা রইল

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আলী ভাই....... আপনি অনুষ্ঠানে থাকলে খুশি হবো

৩২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:০০

তারেক ফাহিম বলেছেন: তথ্যবহুল পোষ্ট।

পোষ্ট পড়তে পড়তে ব্লগডে উদযাপন আনন্দ অনুভব করছি।

আসাতে পারলে ভালো লাগতো, চেষ্টায় আছি।

২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭

হাবিব বলেছেন: সে কি কথা...... আপনি থাকবেন আশা করি। ব্লগ ডে-তে দেখা হবে ইনশাআল্লাহ

৩৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৫

আমি তুমি আমরা বলেছেন: ব্লগ ডে সফল হোক।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৯

হাবিব বলেছেন: আপনার আগমন আশা করছি।

৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:১৯

নীলসাধু বলেছেন: বাহ। কি সুন্দর পোষ্ট
ইনশাআল্লাহ আসছি আমি
দেখা হবে সবার সাথে।

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৫

হাবিব বলেছেন: নীলসাধু ভাইয়া, আপনার চমৎকার আন্তরিক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানাই। আপনি আসছেন জেনে খুবই খুশি হলাম। আশা করি দেখা হবে ব্লগ ডে-তে ইনশাআল্লাহ

৩৫| ২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: হুম..... কি আর করা পরবর্তী ছবি সহ সবার অনুভূতির পোস্টের অপেক্ষায়। :(( :((

২৬ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৮

হাবিব বলেছেন: জ্বি আপু, আপনিসহ যারা দেশের বাইরে থাকেন তাদেরকে আমরাও মিস করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.