নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

বিয়ে: স্বপ্ন থেকে অষ্টপ্রহর

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১১



বিয়ে। দু’ অক্ষরের ছোট্ট একটি শব্দ। কিন্তু এর মাধ্যমে আমরা একটি সম্পর্কে আবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হই একসাথে পথ চলার। ভাগাভাগি করে নেই সুখ-দু:খের মুহুর্তগুলো। সাজিয়ে তুলি ছোট্ট বাগান। সংসার নামক এই বাগানটি আগাছা জন্মে জঙ্গলে পরিনত হতে পারে একটু ভুলের কারনে, সঠিক পরিকল্পনার অভাবে। বিয়ে নামক সুন্দর শব্দটি তালাকের মতো বিষাক্ত পরিনতির স্বীকার হওয়াটা মোটেই অস্বাভাবিক নয়। সুন্দর বাগান তো তখনই হয়, যখন আমরা আগাছা পরিষ্কার রাখি। ঠিক মতো সার, সেচ, যত্ন নিলেই তো ছোট্ট বাগানটি ফুলে ফুলে ভরে উঠে। আমাদের সংসারও তেমনি।

একটি বিষয় লক্ষ করেছেন কি! ছোটবেলা থেকে আমাদের মা-বাবা আমাদেরকে কত বিষয় শিক্ষা দিয়েছেন! কত আদেশ উপদেশ দিয়েছেন। কিন্তু কখনো কি বিয়ে নিয়ে কিছু বলেছেন? আমি- আপনি আমরা সবাই বিয়ে সম্পর্কে যা কিছু জেনেছি তার উৎস কি বলতে পারবেন? নাটক-সিনেমা, আমাদের চলচিত্র! এসবের মধ্যে জীবন গঠনের জন্য কতটুকু উপাদান আছে? আমরা নাটক সিনেমা দেখতে দেখতে ছেলেরা নিজেদেরকে নায়ক ভেবেছি, আর মেয়েরা নায়িকা। দেখেন তো, কতজন নায়ক-নায়িকা বাস্তব জীবনে সুখী। কতজনে সংসার করতে পেরেছে! তবুও তাদেরকে আইডল বানাবেন?

বিয়ের মাধ্যমে শুধুমাত্র দুটি মানুষ সম্পর্কে আবদ্ধ হন না। দুটি পরিবারের সদস্যরাও আবদ্ধ হন অনুপম এক সম্পর্কে। ছেলে-মেয়ে উভয়ের প্রচেষ্টা না থাকলে সম্পর্কগুলো একসময় বিষাক্ত হয়ে পড়ে। ছেলে বা মেয়ে, কারো চাইতে কারো দায়িত্ব কম নয়। ছেলে হলে তাকে একই সাথে তার পরিবার, স্ত্রী, স্ত্রীর পরিবার সবার খেয়াল রাখতে হয়। সংসার জীবনে বউ-শাশুড়ির ঝগড়া কথাটা যেন চিরন্তন সত্য। আপনার মার কাছে শুনে দেখবেন আপনার দাদীর কথা বলতে, আবার আপনার স্ত্রীর কাছে শুনবেন আপনার মায়ের দোষ ধরতে। এহেন পরিস্থিতিতে বাবাদের উচিত শক্ত হাতে পরিস্থিতি সামাল দেয়া। কিন্তু অধিকাংশ পরিবারের বাবারা চুপ থাকতেই বেশি পছন্দ করেন। এই তিক্ত মুহুর্তে পরিস্থিতি সামাল দেয়া সবার পক্ষে সম্ভব হয়ে উঠে না। এর জ্ঞান সবার মধ্যে থাকে না। সে ডাক্তার হোক অথবা ইঞ্জিনিয়ার।

উভয়ের মধ্যে ছাড় দেয়ার মানসিকতা না থাকলে সম্পর্কগুলো টিকে না। শাশুড়িকে বুঝতে হবে তিনিও একদিন বউ হয়ে এসেছিলেন। পরিবার ছেড়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগবেই। একটি চারাগাছ যখন এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে লাগানো হয় তখন সেই গাছটিরও সময় লাগে সেই স্থানের মাটির সাথে নিজেকে মানিয়ে নিতে। কোন কোন গাছের পাতা পর্যন্ত ঝরে যায় মানিয়ে নিতে গিয়ে। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে লালিত পালিত হওয়া একটা মেয়ের ক্ষেত্রেও বিষয়টি এরকমই। তাকে সময় দিতে হবে মানিয়ে নিতে। মেয়েটিকেও বুঝতে হবে এটা তার নিজের পরিবার থেকে আলাদা একটি পরিবার। অচেনা এই পরিবারকেই আপন কেরতে হবে তাকে। বিষয়টি যত সহজ ভাবে বললাম তত সহজ নয়। গাছের উদাহরণ থেকেই বিষয়টি সহজে অনুমেয়।

শাশুড়ি তার ছেলের বউকে যতই বলুক তুমি আমার মেয়ের মতো কিংবা ছেলের বউ শাশুড়িকে যতই বলুক আপনি আমার মায়ের মতো, প্রকৃত পক্ষে সম্পর্কগুলো তেমন হয় না। সত্যি করে বলতে গেলে তেমনটি হওয়াও উচিত নয়। মেয়ের স্বামী যেমন ছেলে হলে সম্পর্কের ভিত্তি ঠিক থাকে না তেমনি ছেলের বউ মেয়ে হলেও আসল সম্পর্কই টিকে না। যখন আপনি একটু ভুল করবেন তখন আপনার শ্বশুড়-শ্বাশুড়ি বলবে পরের ছেলে বা মেয়ে কখনো নিজের ছেলে-মেয়ের মতো হয় না। অবশ্য এর ব্যতিক্রমও আছে।

বিয়ে সম্পর্কে আপনার যথেষ্ঠ জ্ঞান না থাকলে স্বপ্ন থেকে অষ্টপ্রহর হতে সময় লাগে না। বরফের একভাগ পানির উপরে ভাসমান থাকে যা দৃশ্যমান আর দশভাগ পানির নিচে। বরফের এই ভাসমান অংশের মতো সংসার জীবন। আনন্দ হলো দৃশ্যমান এক ভাগ। আর বাকি দশভাগ সংগ্রাম। এক ভাগকে বাঁচিয়ে রাখতে নিরন্তর সংগ্রাম করে যেতে হয়। এ জন্যই হয়তো মনীষীরা বলছিলেন, “প্রেম মানে ডুবে ডুবে জল খাওয়া।”

কামনা করি, সবার জীবন সুন্দর হোক। জীবন সংগ্রামে স্বামী-স্ত্রী উভয়ের সহযোগী হলে জীবন নামের অথৈ সাগরে ভালবাসার চর জাগিয়ে তোলা কোন ব্যাপারই না।

ভুল কিছু বললে শোধরে দেবার অনুরোধ রইলো, যাতে সবাই মিলে সঠিক বিষয় জানতে পারি।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: ধুর মিয়া! হঠাৎ করে এসব কেন?
ভেবেছিলাম একটা সুন্দর গল্প থাকবে, তা না করে গুরুগম্ভীর কথাবার্তা। আমি চললাম তেপান্তরের মাঠে....

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

হাবিব বলেছেন: ইশরে......... ভুল হয়ে গেল। এবারের মতো মার্জনা করুন

২| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই
এই মানুষের ভীড়ে আমার সেই মানুষ নাই।।


প্রেম বলেন, বিয়ে বলেন সব এখন মেকী, রাংতা মোড়ানো্
সম্পর্কগুলো হয়ে গেছে বাণিজ্যিক তাই কোন কিছুতেই আর
প্রাণ নাই্। তাই ভাব ভালোবাসাও নাই। কারো স্বার্থে একটু
ব্যত্যয় ঘটলেই যবনিকা পতন। সামনে হয়তো আরো খারাপ
কিছু অপেক্ষা করছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৪

হাবিব বলেছেন:




এই বিশ্বে যা কিছু সৃষ্টি সুন্দর চির কল্যাণকর
অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর!

এই বাণী কি তবে মিছে হয়ে যাবে?

৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫

নুরহোসেন নুর বলেছেন: ধর্ম থেকে সরে গিয়ে কাল্পনিক জিনিসকে জীবনের অংশ করে যারা বিয়ে করে,
তাদের সংসার অস্হায়ী।
পিতা মাতার উচিত সন্তানকে সংসার ও বিয়ের ব্যাপারে উপদেশ দেওয়া।

শিক্ষানীয় পোস্ট, চমৎকার লিখেছেন।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৫

হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ নুর হোসেন

৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: তবে বিয়ে না করাই ভালো।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৬

হাবিব বলেছেন: যুদ্ধ ক্ষেত্রে থাকবেন অথচ যুদ্ধ না করে??

৫| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২২

জুনায়েদ বি রাহমান বলেছেন: নায়ক নায়িকাদের কেউ আদর্শ মনে করে বলে মনে হয় না। তবে ছেলেমেয়ে বা দর্শকদের জীবনে নায়কনায়িকা চরিত্রগুলো কিছুটা প্রভাব ফেলে।

সংসারে সুখী হতে হলে বাবা,মা, ভাইবোন, বউ, বাচ্চা অর্থাৎ পরিবারের সবাইকে যথটা সম্ভব বুঝে, নিজের দায়িত্ব পালন করা উচিত। দায়িত্বে অবহেলা করলে, এড়িয়ে গেলে ক্যাচাল লাগবেই। আমাদের পরিবার বা সংসারগুলোতে ক্যাচাল লাগার প্রধান কারণ পরিবারের সদস্যদের দায়িত্বে অবেলা।
এর থেকে মুক্তির পথ, ছোটদের সঠিক শিক্ষায় শিক্ষিত করা। দায়িত্ববোধ, নৈতিকতাবোধ তৈরি করা। এটা অবশ্যই অভিভাবকদের করা উচিত।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১৭

হাবিব বলেছেন: জীবনের এই বাস্তব শিক্ষাগুলো না পাবার কারনেই বিশৃংখলা সৃষ্টি হয়। আমরা না প্রাতিষ্ঠানিক না পারিবারিক, কোন স্থান থেকেই এই শিক্ষা পাই না।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ২:২০

শের শায়রী বলেছেন: নেন ভাই বিয়া নিয়ে মহামানবদের কিছু স্মরনীয় বানীঃ

Marriage is the only war where
one sleeps with the enemy.
Tommy Lee

After marriage, husband and wife become two sides of a coin; they just can't face each other, but still they stay together.
Al Gore

By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher.
Socrates

Woman inspires us to great things, and prevents us from achieving them.
Mike Tyson

The great question... which I have not been able to answer.... is, "What does a woman want?
George Clooney

I had some words with my wife, and she had some paragraphs with me.
Bill Clinton

"Some people ask the secret of our long marriage. We take time to go to a restaurant two times a week. A little candlelight, dinner, soft music and dancing. She goes Tuesdays, I go Fridays."
George W. Bush

"I don't worry about terrorism. I was married for two years."
Rudy Giuliani

"There's a way of transferring funds that is even faster than electronic banking. It's called marriage."
Michael Jordan

"I've had bad luck with all my wives. The first one left me and the second one didn’t.” The third gave me more children!
Donald Trump

Two secrets to keep your marriage brimming
1.. Whenever you're wrong, admit it,
2. Whenever you're right, shut up.
Shaquille O’Neal

The most effective way to remember your wife's birthday is to forget it once...
Kobe Bryant

You know what I did before I married? Anything I wanted to.
David Hasselhoff

My wife and I were happy for twenty years. Then we met.
Alec Baldwin

A good wife always forgives her husband when she's wrong.
Barack Obama

A man inserted an 'ad' in the classifieds: "Wife wanted". Next day he received a hundred letters. They all said the same thing: "You can have mine."
Brad Pitt

First Guy (proudly): "My wife's an angel!"
Second Guy: "You're lucky, mine's still alive."
Jimmy Kimmel

“Honey, what happened to ‘ladies first’?” Husband replies, “That’s the reason why the world’s a mess today, because a lady went first!”
David Letterman

“First there’s the promise ring, then the engagement ring, then the wedding ring...soon after.....comes Suffer...ing!
Jay Leno

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২০

হাবিব বলেছেন: শের শায়রী ভাইয়া...... অমর কিছু বাণী শুনানোর জন্য অনেক ধন্যবাদ। সব ক্ষেত্রে যে মেয়েরা ভালো কিছু অর্জনে বাধা হয় এমনটি কিন্তু না। সত্যি কথা বলতে, জীবনে যিনি যেমন পরিস্থিতির স্বীকার তিনি তেমন করে বিয়ে নিয়ে ভেবেছেন।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩৮

আরোগ্য বলেছেন: পারিপার্শ্বিক অবস্থার আলোকে দাম্পত্য জীবন নিয়ে পোস্ট দিতে চেয়েছিলাম। যেহেতু ব্যবহারিক জীবনের কোন অভিহিত নেই তাই দিতে পারছি না।
এতো সব ঝামেলা দেখে বিয়ে করতে ভয় পাই। :(


@ শের শায়রী বস, মন্তব্যেতো শুধু কয়েনের একদিক অর্থাৎ স্বামীর অভিমত ব্যক্ত হয়েছে, ফিলোসফার সৃষ্টিকারী স্ত্রীর মতামত তো ইতিহাস হয়েই রয়ে গেল। :P

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২২

হাবিব বলেছেন: আরোগ্য, পোস্ট অবশ্যই দিবেন। আপনার মতামত জানতে পারলে উপকৃত হবো। ভয় পেলে চলবে? যুদ্ধ ক্ষেত্রে তো বেঁচে থাকা যাবে না আজীবন। সুতরাং যুদ্ধ করে বীরের মতো মরেন...... না হলে বিপদ

৮| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৩৯

আরোগ্য বলেছেন: অভিহিত না বরং অভিজ্ঞতা হবে। টাইপো হয়ে গেছে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২২

হাবিব বলেছেন: বুঝে নিয়েছি ভাইয়ু

৯| ২৭ শে নভেম্বর, ২০১৯ রাত ২:৪৪

শের শায়রী বলেছেন: ভাইরে বিয়ার পর দুঃসহ অভিজ্ঞতা শুধু পুরুষদের ই হয়। নারীদের হবার কোন চান্স ই নেই :P @আরোগ্য

২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

হাবিব বলেছেন: দু:সহ অবস্থা কারোরই হবে না যদি সঠিক নির্দেশনা পাওয়া যায়। যিনি সাঁতার জানেন তিনি নদীর গভীরতা মেপে কি করবেন? ডানা থাকলে গাছের ডালের উপর ভরসা করতে হয় না

১০| ২৭ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৫৯

নীল আকাশ বলেছেন: By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, you'll become a philosopher. - Socrates
ইয়ে হ্যায় দিল্লীকা লাড্ডু খ্যায়ে ভি আচ্ছা, নেহি খ্যায়ে তো নেহি আচ্ছা!

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

হাবিব বলেছেন: আপনি কি দার্শনিক হয়েছেন নাকি সুখী হয়েছেন?

১১| ২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

বাকপ্রবাস বলেছেন: বিয়ে মানে ইয়ে
বর যায়
বউ নিয়ে।

২৭ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

হাবিব বলেছেন: মিতাজি, আপনি দেশে আছেন তাহলে........ কতদিন পর পেলাম আপনাকে! ব্যস্ততা কমেছে?

১২| ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:
খুব সুন্দর করে বিয়ে নিয়ে লিখেছেন ।
মুল্যবান লেখাটির জন্য ধন্যবাদ।

প্রসঙ্গক্রমে বলছি দিন কয়েক আগে একটি বেসরকারী টিভি নিউজে সচিত্র একটি খবরে দেখেছি কোন একজন লোক ২৮৬ টি বিয়ে করে শেষে ধরা খেয়েছে। সে নীজেকে উচ্চমানের বৈদেশিক ডিগ্রীধারী হিসাবে জাহির করে বিয়ে গুলি করেছে। শুনেছি সে নাকি আবার প্রতিটি বিয়েতেই উচ্চ মাত্রায় যৌতুক নিয়েছে। কারা কারা উচ্চ মাত্রায় যৌতুক দিয়ে বিদেশী পাত্রের কাছে মেয়ে বিয়ে দিয়েছে তাদের পরিচয় অবশ্য জানা যায়নি। তবে ধারনা করা যায় যারা তাদের মেয়েকে উচ্চ শিক্ষিত নামধারী কোন পাত্রের সাথে নীজ মেয়ের বিয়ে দিয়েছে তারা একেবারে অশিক্ষিত নয়। মানুষের লোভ আর অসেচনতা কোন পর্যায়ে গিয়েছে তা ঐ লোকের নির্বিগ্নে ২৮৬ টি বিয়ের মত একটি সামাজিক কর্ম সাধন অন্ধ কিংবা বিপন্ন ঐ সমাজকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়েছে। তাই বিয়ে সম্পর্কে সমাজ সচেতনতামুলক লেখালেখির প্রয়োজন দেখা দিয়েছে।

শুভেচ্ছা রইল

৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২১

হাবিব বলেছেন: মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। এ ব্যাপারে সচেতনতার অনেক অভাব রয়েছে। শুধু ঐ ব্যক্তি নয়..... আরো অনেক মানুষ আছে ডজন খানেক বিয়ে করে। আমারও বুঝে আসে না, মা-বাবারাও মেয়েকে কিছু না বুঝেই বিয়ে দিয়ে দেন এমন মানেুষের কাছে... এতো বেশি কেন লোভ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.