নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
আল্লাহর পূত নাম শুরুতে স্মরণ
করুণা আকর যিনি দয়ালু মহান।
সনেট-০১: সূরা গাশিয়াহ (আয়াত: ১-১৬)
বিষয়: পাপীদের শাস্তি ও পূণ্যবানদের সুসংবাদ।
_____________________________
এসেছে কি পয়গাম তোমার নিকট
আচ্ছাদিত ঘটনার (মহা কেয়ামত)?
সেদিন মলিন রবে অগনিত মুখ
কঠিন ক্লান্তিতে হবে চেহারা বিকট!
জ্বলন্ত অগ্নিতে তারা ঝলসাবে পুড়ে
ফুটন্ত ঝর্ণার জল পিপাসার তরে!
শুকনো কন্টকময় খাবারের ফল
না মিটবে ক্ষুদা তাতে সুপুষ্টি ও বল।
আলোকিত বহু মুখ কর্মের কারনে
সুউচ্চ জান্নাতে রবে সজ্জিত আসনে।
শুনবেনা বাজে কথা অসার বয়ানে
উন্নত আসন সেথা ঝর্ণা বহমান।
রাখা আছে পানপাত্র শত উপাধানে
বিছানো কোমল শয্যা আরাম শয়ান।
সনেট-০২: সূরা গাশিয়াহ (আয়াত: ১৭-২৬)
বিষয়: আল্লাহর সৃষ্টির কিছু নমুনা ও উপদেশ।
__________________________________
দ্যাখে নাকি কাফেরেরা উঠগুলো চেয়ে
পৃথিবীতে রাখা আছে কিরূপ সৃজনে!
দ্যাখে নাকি খুঁটি বিনা সুউচ্চ আকাশ
কিভাবে সুরক্ষিত সে নিখুত বুননে?
দ্যাখে নাকি চেয়ে ওরা পাহাড়ের দিকে
কিরূপে স্থাপিত সব নিখুত গাঁথুনে!
যমীনকে দ্যাখে নাকি দৃঢ় সমতল
কিরূপে বিছানো উহা (সুদুরের পানে)?
উপদেষ্টা তুমি শুধু উপদেশ দাও
তাদের উপরে তুমি প্রশাসক নও।
উপেক্ষায় উপদেশ ফিরাবে যে মুখ
দিবেন আল্লাহ তারে কঠিন সে দুখ।
নিশ্চয় ফিরতে হবে তারে মোর পাশে
হিসাব নিকাশ হবে আমার সকাশে।
সূরা গাশিয়াহ সম্পর্কে বিস্তারিত জানতে:
১) সূরা আল গাশিয়াহ - Surah Al-Gashiya (মক্কায় অবতীর্ণ - Ayah 26)
২) সূরা আল গাশিয়াহ: বিষয়বস্তুর বিবরণ
আমার অন্যান্য সূরা সনেটগুলো: Surah Sonnet
ছবি: অনলাইন থেকে নেয়া।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
হাবিব বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আসলেই, আমি যদি শুধু ইংলিশ মিডিয়ামে পড়তাম তাহলে হয়তো লিখতে পারতাম না এভাবে। আপনিও ভাল থাকুন..............
২| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
'আকাশ' হলো, দিগন্ত থেকে দিগন্ত অবধি, মানুষের দৃষ্টি গোচরের মাঝে শুন্যস্হান, উহাকে (শুন্যস্হান) ধরে রাখার জন্য খুঁটির দরকার নেই।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
হাবিব বলেছেন: মানুষের জ্ঞান এবং বিজ্ঞানের রকেট এখনো আকাশের সন্ধান পায়নি।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
কনফুসিয়াস বলেছেন: বর্ণনাতীত প্রশংসা। আল্লাহ আপনাকে উত্তম পুরষ্কার দান করুক। ভালবাসা অবিরাম।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১
হাবিব বলেছেন: জাযাকাল্লাহ......... আল্লাহ আপনাকেও কল্যাণ দান করুক
৪| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
ইসিয়াক বলেছেন: অতি চমৎকার।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
হাবিব বলেছেন: ধন্যবাদ রফিক ভাই
৫| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৫
সাইফ নাদির বলেছেন: বেশ চমৎকার
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
হাবিব বলেছেন: শুকরান জাযাকাল্লাহ
৬| ২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
শের শায়রী বলেছেন: ভালো লাগা জানিয়ে গেলাম।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
হাবিব বলেছেন: ভালো লাগা জানিয়ে খুশি করে গেলেন ভাই। আল্লাহ আপনাকে কল্যাণ দান করুন
৭| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
নুরহোসেন নুর বলেছেন: পবিত্র কোরআনের সূরা নিয়ে সনেট, ভাল লাগলো।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
হাবিব বলেছেন: আমার সব ধরনের পোস্টে আপনার মন্তব্য প্রেরণা দেয় অনেক।
৮| ২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
চাঁনমিয়া বলেছেন: ভালো লাগলো ।
২৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
হাবিব বলেছেন: ধন্যবাদ চাঁনমিয়া..... আল্লাহ আপনার মঙ্গল করুন
৯| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর সনেট পেলাম। দুটিই ভালো লেগেছে।
শুভকামনা জানবেন।
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৮
হাবিব বলেছেন: আপনার ও আপনার পরিবারের মঙ্গল কামনা করছি ......
১০| ২৯ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আসলেই, আমি যদি শুধু ইংলিশ মিডিয়ামে পড়তাম তাহলে হয়তো লিখতে পারতাম না এভাবে। আপনিও ভাল থাকুন...
আমার জন্য দোয়া করবেন।
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
হাবিব বলেছেন: ফিআমানিল্লাহ, আল্লাহ আপনাদের সুখী করুন, দুনিয়া ও আখিরাতে
১১| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২০
ইসমাঈল আযহার বলেছেন: জাযাকাল্লাহ
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
হাবিব বলেছেন: শুকরিয়া
১২| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৩৫
জুল ভার্ন বলেছেন: অসাধারণ সুন্দর! +
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৯
হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
১৩| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ
৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৩০
হাবিব বলেছেন: থ্যাঙ্কু আপু..........
১৪| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভালোলাগা +++++
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬
হাবিব বলেছেন: শুকরিয়া লিটন ভাই....... আল্লাহ আপনার মঙ্গল করুন
১৫| ৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৯
নতুন নকিব বলেছেন:
সুন্দর প্রচেষ্টায় মুগ্ধতা। +++
৩০ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:০০
হাবিব বলেছেন: জাযাকাল্লাহ খায়রান নকিব ভাই.......
১৬| ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:০২
আরোগ্য বলেছেন: অবশেষে বহুদিন পর আপনার সুরার সনেট পেলাম। আমার মন্তব্য ছাড়া সুরার সনেট অসম্পূর্ণ ।
বরাবরের মতো ভালোলাগা রেখে গেলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
হাবিব বলেছেন: মনে মনে আপনাকেই খুঁজছিলাম। পেয়ে ভালো লাগলো। আপনার কাছ থেকে বিশ্লেষণ ধর্মী মন্তব্য আশা করেছিলাম।
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৬
পদ্মপুকুর বলেছেন: রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।
যদি আপনি মাদরাসায় না পড়ে ইংলীশ মিডিয়াম স্কুলে পড়তেন তাহলে আজ এরকম সনেট লিখতে পারতেন না।
লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আসলেই, আমি যদি শুধু ইংলিশ মিডিয়ামে পড়তাম তাহলে হয়তো লিখতে পারতাম না এভাবে। আপনিও ভাল থাকুন..............
আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, নিচের এই কবিতাটা সুরা আদ দোহার বঙ্গানুবাদ, লিখেছেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত। হাবিব স্যারের জানার কথা, এটা আমাদের ক্লাস ফাইভে বা সিক্সে পাঠ্য ছিলো।
মধ্য-দিনের আলোর দোহাই ,নিশির দোহাই,-ওরে!
প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে।
অতীতের চেয়ে নিশ্চয় ভাল হবেরে ভবিষ্যৎ,
একদিন খুশী হবি তুই লভি’ তাঁর কৃপা সুমহৎ।
অসহায় যবে আসিলি জগতে তিনি দিয়েছেন ঠাই,
তৃষ্ণা ও সুধা,-দুঃখ যা ছিল ঘুচায়ে দেছেন তাই,
পথ ভুলে ছিলি,- তিনিই সুপথ দেখায়ে দেছেন তোরে,
সে কৃপার কথা স্মরনে রাখিস,- অসহায় জনে ওরে!
দলিসনে কভু; ভিখারী আতুর বিমুখ না যেন হয়,
তাঁর করুনার বার্তা ঘোষণা কর রে জগতময়।
হাবিব স্যার, ধন্যবাদ, সুন্দর প্রচেষ্টা।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১
হাবিব বলেছেন: আসলেই সবই আল্লাহর করুণা। তাঁর ইচ্ছা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক.........
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুক।
যদি আপনি মাদরাসায় না পড়ে ইংলীশ মিডিয়াম স্কুলে পড়তেন তাহলে আজ এরকম সনেট লিখতে পারতেন না।