![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
বিশ্ববিদ্যালয়গুলো যখন সনদ বিক্রির দোকান হলো
নীতিকথা তখন সিনজি অটোরিক্সার পেছনে লেখা।
লাইব্রেরিতে বসে চাকরির বাজার ধরতে আগ্রহী তরুণ, আর
সাহিত্য চর্চার ক্ষেত্র হয়ে উঠলো পাবলিক টয়লেটের দেয়াল।
নদী-নালা-খাল-বিলে কালো কালো জল মনে করিয়ে দেয়
আমরা মাছে ভাতে বাঙালী।
জিপিএ যখন মেধা মাপার দাড়িপাল্লা বনে গেল
কোটার কবলে পরে ট্রেনে ট্রেনে কোলাকুলি করে উল্লাসে, আর
টিভি সেটের সামনে বসে তদন্ত কমিটির দুইশত পৃষ্ঠার প্রতিবেদন দেখে
হাততালি দেই উন্নয়ন বলে।
পদ্মা সেতুর প্রতিটি স্প্যান যখন খবরের কাগজে শিরোনাম হয়
নতুন করে পাতাল রেল বসানোর বিল পাস করে একনেক
আমলাদের ফেরির অপেক্ষায় লাশ হতে হয় এম্বুলেন্সে
পেঁয়াজও তখন বিক্রি হয় হালি ধরে, তাই
লজ্জায় ডিমগুলো মুরগির পেটেই থেকে যেতে চায়।
এমন সময় আমি হুজুগে বাঙালি উপাধি পাই
একশত টাকা ধরে লবন কেনার দায়ে।
সবকিছু এমন উল্টে কেন গেল একশত আশি ডিগ্রি এঙ্গেলে?
যে কবিতা ছিলো কুমারের হাতে মৃৎশিল্পের মত
যে কবিতায় নকশিকাঁথার মতো কারুকার্য শোভা পেত
মায়ের হাতে পিঠাপুলির মতো যার আকর্ষণ ছিল
যে কবিতায় বিদ্রোহ ঝরে ঝরে পড়তো
জেলে দেয়া হতো কবিদের
যে কবিতায় মাতৃভাষা এসেছে, এসেছে স্বাধীনতা
কোথা গেল সেই কবিতা?
কোথায় এর স্রষ্টারা!
কবিতা কেন আজ মানসিক রোগীর হাতে কাশের সিরাপ?
তবুও আশায় বুকবাঁধি......
জিইয়ে রাখি বেঁচে থাকার স্বপ্নটাকে।
স্বপ্নে দেখা সোনার বাংলা পাবার আশায় বেঁচে থাকি।।
ছবিঋণ: গুগল
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪১
হাবিব বলেছেন: স্বপ্নবাজ সৌরভ, আশার প্রতিফলন কবে দেখবো বলুন তো? প্রথম মন্তব্য ও প্লাস প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: আশাবাদী মানুষ মাত্রই স্বপ্ন দেখে। স্বপ্ন পুরোটা না হলেও কিছুটা তাকে লক্ষ্য পূরণে এগিয়ে নেয়। কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারকে।
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪
হাবিব বলেছেন:
চোখের কোনে জমে থাকা জল বরফ হবার আগে
মুছে দিও প্রিয়তম.......
যত্ন করে না হোক, ঠেকায় পড়ে........
তবুও তোমার পরশ চাই!
তবুও তোমাকে চাই।।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: আপনার এই কবিতা পড়ে আমার মধ্যে আবেগ জমেছে।
এই আবেগের কারনে এখনই একটা কবিতা লিখতে বসলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬
হাবিব বলেছেন:
আপনার মধ্যে দেশ নিয়ে অনেক ভাবনা, অনেক স্বপ্ন..........
তাইতো আপনার আবেগে দোলা লেগেছে।
মন থেকে, হৃদয় থেকে আপনার মতো করে যদি সবাই ভাবতো!
আহা!
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
রূপম রিজওয়ান বলেছেন: মুগ্ধতা! সালাম নিবেন।
অফ টপিক:স্টুডেন্ট লাইফে আমি এখনো ৬ জন 'হাবিব স্যার' পেয়েছি। সামুতেও নামটা দেখলে চোখ আটকে যায়।
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
হাবিব বলেছেন:
আপনার উপরও রহমত বর্ষিত হোক। আপনার চমৎকার মন্তব্যে আমিও মুগ্ধ।
আমার নাম নিয়ে ব্লগে প্রথম প্রথম অনেকেই আপত্তি করেছিলেন। তখন আমি আমার পরিচয় নামে একটা ব্লগ লিখেছিলাম। আপনার কথা শুনেও আবেগিত হলাম। ...
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৬
নুরহোসেন নুর বলেছেন: অসাধারণ লিখেছেন।
মুগ্ধতা ছুয়ে গেল হৃদয় গহীনে।
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
হাবিব বলেছেন: ধন্যবাদ নুরহোসেন, আপনি আমাকে সবসময় প্রেরণা দেন। আপনার প্রথম পাতায় আসার অপেক্ষায় রইলাম। বেশি বেশি লিখুন।
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮
অধীতি বলেছেন: এগুলো এখন নির্মোহ বাস্তবতা ছাড়া কিছুই না।আপনার কবিতার দীর্ঘশ্বাসে বন্ধী হলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৮
হাবিব বলেছেন:
হে মালিক, মুক্ত করো মুক্ত করো বলব না আমি
প্রার্থনা মনে মনে শত বিপদ মুসিবতে
ডরি না যেন আমি, লড়ে যেতে পারি যেন দিবসযামী।
দারুণ মন্তব্যে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো......খুব।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ রফিক ভাই।
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
রাজীব নুর বলেছেন: মানুষ যত উপরের দিকে উঠতে থাকে ততই বুঝি সে একা হতে থাকে! কর্তব্যের চাপে, ব্যস্ততার কোলাহলে, একে একে হারিয়ে যেতে থাকে সব চেনা-চেনা মুখ ! শ্বাশত এই কথাই যেন "পুতুল নাচের ইতিকথা"য় বলে দিয়েছেন অমর কথাশিল্পী মানিক বন্ধ্যোপাধ্যায়।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
হাবিব বলেছেন:
আপনার শব্দ চয়ন আর বাক্য গঠন আমাকে সবসময় মুগ্ধ করে। কি মসৃণ। প্রতিটি লাইন কবিতার মতো। যাই লিখেন পড়তে ইচ্ছে করে। যে বিষয় নিয়েই লিখেন বাক্য সাজানোর বদৌলতে তা অসামান্য হয়ে উঠে। আপনার নাম একদিন ব্লগ ছাড়িয়ে দেশের মানুষের মুখে মুখে থাকবে, এই প্রার্থনা করি।
৯| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
তারেক ফাহিম বলেছেন: কবিতা পড়ে দীর্ঘশ্বাস নেওয়া ছাড়া কিবা করার আছে।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
হাবিব বলেছেন:
এই জন্যই তো বলি, আশায় বেঁচে থাকা
পথ চেয়ে বসে থাকা।।
১০| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
ঝিগাতলা বলেছেন: কি আর হবে এসব লিখে........ শুধুই দীর্ঘশ্বাস।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১১
হাবিব বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন
১১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
রুমী ইয়াসমীন বলেছেন: "তবুও আশায় বুকবাঁধি......
জিইয়ে রাখি বেঁচে থাকার স্বপ্নটাকে।
স্বপ্নে দেখা সোনার বাংলা পাবার আশায় বেঁচে থাকি।।"
কবিতায় খুবই সুন্দর করে তুলে এনেছেন দেশের অসংগতিগুলো ভাইয়া সাথে দেশকে নিয়ে আশা ও স্বপ্ন দেখার কথাটাও বলেছেন যা পড়ে মুগ্ধ হয়ে।
আসলেই আমাদের সবারই দেশকে নিয়ে অনেক আশা ও স্বপ্ন পোষণ করি।
সবাই যে হালে নিজের স্বার্থটাই বড় করে দেখে, হয়তো দেখা যাবে ভবিষ্যতে এমন দিনও আসতে পারে তখন কেউ দেশকে নিয়ে বিন্দুমাত্র স্বপ্নও দেখবে না আশা তো দূরে থাক।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
হাবিব বলেছেন: দেশের সমস্যাগুলো যেমন হতাশ করে তেমন আবার কিছু বিষয় আমাকে আশান্বিতও করে। সবাই আখের ঘুঁচাতে ব্যস্ত থাকলে আপনার ধারনাাটাই সত্যি হবে আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
আরোহী আশা বলেছেন: মুগ্ধ হতেই হলো।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
১৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: টেলিভিশন
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
হাবিব বলেছেন: জ্বি, বাংলাদেশ টেলিভিশন। দেশের বারোটা বাজলেও যেখানে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়
১৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
জুল ভার্ন বলেছেন: আমাদের আশা করা ছাড়া আর করার কি ই বা আছে!
খুব সুন্দর করে সামাজিক অবক্ষয়ের দৃশ্যপট সাজিয়েছেন।
০১ লা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
হাবিব বলেছেন: আসলেই তাই, আমাদের আর কিইবা করার আছে। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে
১৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০
কিরমানী লিটন বলেছেন: জন্ম আমার মৃত্যু দিয়ে
তৈরী করা সাঁকো—
এইটা দিয়েও ঈশ্বর আমায়
পুলসিরাতে ডাকো?
আশা অনন্ত - আশা শেষ হলে মৃত্যুরা গান গায়। মুগ্ধ ভালোলাগার কবিতা ++++++
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০
হাবিব বলেছেন: দারুণ একখান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার
১৬| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪
আসোয়াদ লোদি বলেছেন: কবিতা কেন আজ মানসিক রোগীর হাতে কাশের সিরাপ?
দারুণ পংতি ! এক পংতিতেই বহু ব্যঞ্জনা।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২
হাবিব বলেছেন: আমার সামান্য কবিতার অসামান্য মূল্যায়নে অনেক অনেক ধন্যবাদ গ্রহন করুন। ভালো থাকবেন আসোয়াদ ভায়া......
১৭| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২২
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৩
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ নার্গিস আপু.........
১৮| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ!
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৪
হাবিব বলেছেন: রাজীব ভাই, আপনি যেমন সরল তেমনি আপনার কথাগুলোও। আপনি ভালো থাকুন, সুখে থাকুন সুরভী আপু, পরী আর পরিবার নিয়ে।
১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:২৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাস্তব দেশচিত্র। সহজসরল উপস্থাপন।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৫
হাবিব বলেছেন: বাস্তবের এই চিত্রের কোন পরিবর্তন কি কোনদিন হবে? কবে আসবে সেই দিন?
২০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: শুভ সকাল। হাবীব ভাই।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬
হাবিব বলেছেন: শুভ সকাল রাজীব ভাই। আপনার মনটা ভালো আছে আশা করি।
২১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: পরিবর্তন আসবে, যদি আমরা সর্বসাধারণ জেগে উঠি।
সচেতন হই
পরিবর্তন আনতে চাই
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২০
হাবিব বলেছেন: ঠিক বলেছেন। শুধু জাগলেই হবে না, পরিবর্তনের জন্য সচেতন ভাবে জেগে উঠতে হবে। সেজন্য দরকার সঠিক নেতৃত্ব
২২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৩
নীল আকাশ বলেছেন: আশাবাদী মানুষ মাত্রই স্বপ্ন দেখে। তবে এখন এইদেশে স্বপ্ন দেখাও পাপ!
ভালো লিখেছেন। সেই কবিতা কি লেখা শেষ?
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২
হাবিব বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় গল্পকার। জ্বি, সেই কবিতা লেখা শেষ। পাঠিয়েও দিয়েছি।
২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভাল লিখেছেন! আমি আবার 'যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ' এই আপ্তবাক্যে বিশ্বাসী। আশা এখনও ফুরিয়ে যায়নি।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
হাবিব বলেছেন:
কতদিন পর আপনার দেখা পেলাম।
আশাকরি ভাল আছেন।
আশা জিইয়ে রাখবো আর কতকাল!!
২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন: জ্বী মন ভাল আছে।
দোয়া করবেন।
০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
হাবিব বলেছেন: আলহামদুল্লিাহ। আল্লাহ আপনাকে হেফাজত করুক। আমার জন্যও দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার লিখেছেন !! ++
আশায় বেঁচে থাকি....