![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
(১) শীত
চারিদিকে কুয়াশার পয়গাম ধ্বনি
বসবে শীতের বুড়ি চারিদিকে খুব
শীতল ঠান্ডায় জমে জনপদ চুপ
উত্তরে শীতের ভয়ে জুবুথুবু শুনি।
শিশু ও বৃদ্ধরা সবে কাবু হয়ে গুনি
প্রভু নাম, যাতে করে শীতের তীব্রতা
কিছু যেন কম হয় দু:খের বারতা
দ্রুত যেন পার হই ভয়াবহ লগ্নি।
যারা আছে ধনবান আমাদের দেশে
সাহায্যের হাত যদি প্রসারিত করে
গরিবেরা ফিরে পাবে কিছু সুখ ঘরে।
আবেদন নিবেদন সকলের তরে
বিপদ-আপদে রও দু:খীদের পাশে
শীতকালে কোন প্রাণ নাহি যেন নাশে।
(২) পিঠাপুলি
শীতের সকালে পড়ে পিঠাপুলি ধুম
মনটা খুশিতে ভরে খেজুরের রসে
ভাপাপিঠা খেয়ে যাই চুলা পারে বসে
পিঠাপুলি ঘ্রাণে ভাঙে তাড়াতাড়ি ঘুম।
খেলা সাথীদের সাথে ভোগ করি ওম
মেতে উঠে চলে যাই আগুন পোহাতে
মাঝে মাঝে বাবা এসে বকে দেয় তাতে
কখনো বা পুড়ে যেত শরীরের লোম।
শীত আসে দেশে দেশে আসেনা শৈশব
পিঠাপুলি স্বাদ পাব কোথা গেলে বল
নিরবে কৈশোর খুঁজি করি অনুভব।
শহরের দূষণ ছেড়ে গ্রামে যাই চল
খেজুরের তাজা রস আর পিঠাপুলি
হারানো শৈশব পেতে বাড়ি যাই চলি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
হাবিব বলেছেন:
সেই শীত চলে গেছে নাই আজ ছেলে বেলা
কবিতায় খুঁজি তাই মজাদার পিঠে খেলা।
কবিতার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ আপু
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৪
রাজীব নুর বলেছেন: শীত এসে পড়েছে। রাতে ফ্যান ছেড়ে কম্বল গায়ে দেই। কম্বলটা একেবারে মোলায়েম।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৯
হাবিব বলেছেন: শহরে শীত নাই তবে আমাদের গ্রামে অনেক শীত
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: শীত উষ্ণ শুভেচ্ছা কবি দা
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩২
হাবিব বলেছেন: ধন্যবাদ কবি ভাই।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩০
শিখা রহমান বলেছেন: হাবিব আপনার কবিতা এই প্রবাসে বৃষ্টিভেজা শীতের দিনে খেজুরবনের গন্ধ আর ভাপাপিঠার ওম নিয়ে এলো।
চমৎকার লিখেছেন কবি। শুভকামনা নিরন্তর।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩
হাবিব বলেছেন: বাহ, দারুণ বলেছেন সব্যসাচী আপু। ভালো থাকবেন প্রবাসে।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতায় প্লাস।
রস খাবেন সাবধানে। ইবুলার ভয়!
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
হাবিব বলেছেন:
অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার। শুভসন্ধ্যা ...
ঠিক আছে, সাবধানে খাব.......।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পিঠে পুলির সোনালী দিন
হয়ে গেছে বাসি,
কেড়ে নিছে আদর সোহাগ
ভেজাল সর্বনাসি।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১
হাবিব বলেছেন:
পিঠা ফুরালো আদর ফুরালো ভেজাল পণ্যে বাজার ভরে
কোথা গেলে পাব সেই স্বাদ কিভাবে আনবো ধরে?
৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শহরে শীত নাই তবে আমাদের গ্রামে অনেক শীত
শহতে শীত আসিতেছে।
০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২১
হাবিব বলেছেন: গ্রাম আর শহরের শীতের মধ্যে অনেক ফারাক। শুভ সন্ধ্যা ভাইজান
৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
জুল ভার্ন বলেছেন: কবিতায় শীতকালীন গ্রামবাংলার ঐতিহ্য ফুটে উঠেছে।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৬
হাবিব বলেছেন: শুভ সকাল
৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০
নুরহোসেন নুর বলেছেন: গ্রামে প্রচুর ঠান্ডা, ২টা কম্বল জড়িয়ে ঘুমাই!
আপনার সনেট ঠান্ডা বাড়িয়ে দিলো কিনা কে জানে!
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭
হাবিব বলেছেন: হা হা হা হা .................।
১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার লাগলো শীতের সনেট।
প্রথমটাতে জবুথবু হবে কিনা ভাবতে বলবো।
শুভকামনা প্রিয় হাবিব ভাইয়ের গোটা পরিবারবর্গকে।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
হাবিব বলেছেন: আপনি ঠিক বলেছেন, জবুথবু হবে। শুভ সকাল প্রিয় দাদা। ভালো থাকবেন পরিবার নিয়ে
১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৯
ST COVER SONG বলেছেন: ভাইয়া অনেক সুন্দর লিখো তুমি।
০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২২
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল আহা সেই যশোরের রসপিঠা ।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১
হাবিব বলেছেন: আপনার বাসা কি যশোর নাকি? কবিতার প্রশংসার জন্য অনেক অনেক ধন্যবাদ
১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫
রূপম রিজওয়ান বলেছেন: আপনার কি খবর হাবিব স্যার ভাইয়া? খোঁজ-খবর নাই কোন
আজকে স্কুলের এক হাবিব স্যার(স্টুডেন্টলাইফে এখনো পর্যন্ত পাওয়া ৬ হাবিব স্যারের একজন) কল দিয়েছিলেন। তাই আপনার কথা মনে হলো।
ভালো আছেন আশা করি।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
হাবিব বলেছেন: রূপম ভাইয়া, আমি ভাল আছি আল্লাহর রহমতে। ব্যস্ততার কারনে ব্লগে আসা হয় না। মোবাইল থেকে ব্লগ এখনো ভালোভাবে চালানো যায় না বলে তেমন মন্তব্য করা হয় না। অচিরেই একটা পোস্ট করবো ইনশাআল্লাহ। আপনি এত এত হাবিব স্যারকে চিনেন ........ ???? তাদের সাথে আমাকে মনে করেছেন জেনে আনন্দিত হলাম। আশা করি আপনিও ভালো আছেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই শীত সেই পিঠা সেই আগুন পোহানোর আর নাই
শীতও নাই পিঠাও নাই খেজুরের রসও নাই
কাব্য সুন্দর হয়েছে খুব