নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সনেট: কর্মফল

১৩ ই জুন, ২০২১ রাত ৯:৪২



মানুষ কি মনে করে পেয়ে যাবে ছাড়
ঈমান এনেছি আমি এই সাক্ষ্য দিয়ে?
জেনে দেখ গত যারা তাদেরকে নিয়ে
পরীক্ষা ছাড়া কেউ পায়নি তো পার।
পরিতৃপ্ত যারা ছিল দ্বীন সুধা পিয়ে
প্রলয় দিনের ভয় থাকবেনা তার,
দুনিয়াতে গড়ে যারা পাপের পাহাড়
উঠবে বিচার দিনে খালি হাত নিয়ে।

ঈমান আনবে যারা মন্দ হতে ফিরে
অটল থাকবে যারা তাহার উপরে
পাপগুলো মিটে যাবে ভাল কাজ দ্বারা
শ্রেষ্ঠ প্রতিদান পাবে নেক কাজে তারা।
একাই ভোগতে হবে পাপের ফসলে
পূণ্যের এক চুলও যাবেনা বিফলে।

--------------------------------------

সূত্র: সূরা আনকাবূত (১-৮) অবলম্বনে।
সরল অনুবাদ: আলিফ-লাম-মীম। মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। যারা মন্দ কাজ করে, তারা কি মনে করে যে, তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফয়সালা খুবই মন্দ।যে আল্লাহর সাক্ষাত কামনা করে, আল্লাহর সেই নির্ধারিত কাল অবশ্যই আসবে। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যে কষ্ট স্বীকার করে, সে তো নিজের জন্যেই কষ্ট স্বীকার করে। আল্লাহ বিশ্ববাসী থেকে বে-পরওয়া। আর যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাদের মন্দ কাজ গুলো মিটিয়ে দেব এবং তাদেরকে কর্মের উৎকৃষ্টতর প্রতিদান দেব।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২১ রাত ১১:৫৮

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্.....

১৫ ই জুন, ২০২১ রাত ১০:৪৪

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ

২| ১৪ ই জুন, ২০২১ রাত ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার লিখেছেন।
এর আগে দেখেছি আমাদের ছবি আপু কিছু সনেট লিখেছিলেন।

১৫ ই জুন, ২০২১ রাত ১০:৪৫

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাই। ছবি আপু মাঝে মাঝে লিখেন। সনেট কবিও লিখতেন নিয়মিত।

৩| ১৪ ই জুন, ২০২১ রাত ৩:৩৫

সোহানী বলেছেন: বহুদিন পরে দেখলাম স্যার।

১৫ ই জুন, ২০২১ রাত ১০:৪৫

হাবিব বলেছেন: আশা করি ভালো আছেন আপু

৪| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: মাশাল্লাহ, চমৎকার লিখেছেন।

১৫ ই জুন, ২০২১ রাত ১০:৪৬

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.