নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

আরিশের প্রথম জন্মদিন

১৬ ই জুন, ২০২১ রাত ১২:০৮



আমার ছেলে আরিশ রহমান।
আরিশ রহমান ছাড়াও ওর আরো একটা নাম রয়েছে। আসওয়াদ। নামটি রেখেছেন আরিশের নানু। আসওয়াদ নামে ডাকলে সাড়া দেয় বেশি। ছেলে আমার হাঁটতে শিখেছে প্রায় এক মাস হলো। বাসায় এক রুম থেকে আরেক রুম ঘুরে বেড়াবে সারাক্ষণ। ঘুমানোর আগ পর্যন্ত হাটতেই থাকবে। ছেলে আমার বেজায় শক্ত মাশাআল্লাহ! সহজে কান্না করে না। কখনো যদি দেয়ালে আঘাত পায় তাহলে দেয়ালকে মাথা দিয়ে আঘাত করতে থাকে। ইদানিং বেশ রাগ করা শিখে গেছে। কোন কিছু চাইলে যদি না পায় তাহলে কামড় বসিয়ে দেয়। এমন কামড় যে কামড়ের চোটে রক্ত বের হয়। আমি এবং আরিশের মা দুজনই বেশ কয়েকবার ওর কামড় খেয়েছি। শুধু যে রাগ করে কামড় দেয় এমনটিও নয়। মাঝে মাঝে কোন কারন ছাড়াই কামড় দেয়। আরিশের এখন উপরে নিচে মিলে দুই হালি দাঁত।

৯ জুন ২০২০ খ্রি: বিকাল ৪.১৫ মি.।
আমাদের ঘর আলো করে পৃথিবীতে আসে আমাদের প্রথম সন্তান। প্রথম বাবা হওয়ার অনুভূতি বলে বুঝানোর মত নয়। আরিশের আম্মু সব সময় বলত বাচ্চা হওয়ার সময় তোমাকে আমার পাশে চাই। আমিও চাইতাম যেন ওর পাশে থাকতে পারি। চাকরির সুবাদে ঢাকায় থাকতাম তখন। প্রেগনেন্সির সময়টাতে লকডাউন থাকায় ঠিকমত বাড়িতেও যেতে পারিনি। তবে ফোনের এপাশ থেকে ওকে সাহস যোগাতাম। আল্লাহর ইচ্ছায় আরিশ হওয়ার সময়টাতে ওর পাশে থাকতে পেড়েছিলাম। বাবা হওয়ার পর বুঝেছি একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট সহ্য করে!

৯ জুন ২০২১ খ্রি:।
আজ আমার ছেলের এক বছর পূর্ণ হলো। সেই জন্মের সময় থেকে এই পর্যন্ত একটু একটু করে বেড়ে উঠার সাক্ষী আমি। প্রথম বসতে শেখা, প্রথম দাঁত উঠা, প্রথম দাঁড়াতে শেখা, হাটতে শেখা এই সব কিছুই আমার সামনেই হয়েছে। উপভোগ করেছি প্রথম বাবা হওয়ার স্বাদ। উপভোগ করছি ওর প্রতিটা পদক্ষেপ। অফিসে আসার জন্য বাসা জামা কাপড় পড়তে দেখলেই কোলে উঠার জন্য পাগল হয়ে যায়। নামতেই চায় না সহজে। এই বয়সেই বাবার প্রতি ওর কত টান। আর অফিস থেকে বাসায় সে কি খুশি! ওর খুশি দেখে মনে হয় যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। জানিনা ছেলের জন্য কতটা মসৃণ করতে পারবো ওর চলার পথ। তবুও নিজের সর্বোচ্চটা দিতে কোন কার্পণ্য করবো না। মহান সৃষ্টিকর্তা ওকে নেক হায়াত দিক, এই কামনা করি সব সময়।

ছেলে হওয়ার আগে অনাগত ছেলেকে নিয়ে আমার লেখা কবিতা: আমি যখন বাবা হবো


বাবার কোলে আরিশ।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:১৭

আহমেদ জী এস বলেছেন: হাবিব স্যার,




অনেক বিরতির পরে আরিশকে কোলে নেয়া আপনার দেখা মিললো।

ভালো থাকুক সুস্থ্য থাকুক আরিশ। আরিশকে আশির্বাদ রইলো। আর শুভেচ্ছা রইলো একজন গর্বিত পিতার জন্যে।

১৬ ই জুন, ২০২১ রাত ১২:২০

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার প্রার্থনা কবুল হোক। আশা করি ভালো আছেন।

২| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: দীর্ঘ একদশক না কি একযুগ পর স্যার আবার আমাদের দেখা দিলেন। আমি বাবা হব বলে সেই যে গেলেন আর এলেন এত্তদিন পরে। ছোট্ট আরিশ অনেক মিষ্টি হয়েছে। অনেক আদর রইলো আরিশকে।সেই সঙ্গে বাবা-মা সহ গোটা পরিবারকে জানাই শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০২১ রাত ১২:৪৫

হাবিব বলেছেন:




দাদা ভালো আছেন নিশ্চয়। আসলাম আবার আপনাদের মাঝে।
অবশ্য আরো সপ্তাখানেক আগেই এসেছি। এসে পোষ্ট ও করেছি ২ টি কবিতা।
সেখানে আপনাকে খুঁজছিলাম, তবে পাইনি।

শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনারাও ভালো থাকবেন।

৩| ১৬ ই জুন, ২০২১ রাত ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আরিশের জন্য শুভকামনা।

১৬ ই জুন, ২০২১ রাত ১:২৬

হাবিব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

৪| ১৬ ই জুন, ২০২১ রাত ১:৩৭

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: শুভ জনমদিন আরিশবেবি।

১৬ ই জুন, ২০২১ রাত ৩:৫৩

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু

৫| ১৬ ই জুন, ২০২১ রাত ২:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: প্রকৃত মানুষ হোক আর সুস্থ হয়ে বেড়ে উঠুক এটাই চাওয়া। শুভ জন্মদিন।

১৬ ই জুন, ২০২১ রাত ৩:৫৩

হাবিব বলেছেন: আমিন, ছুম্মাআমিন। ধন্যবাদ ভাইয়া।

৬| ১৬ ই জুন, ২০২১ রাত ২:৩৮

আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন আরিশ !:#P

১৬ ই জুন, ২০২১ রাত ৩:৫৪

হাবিব বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৭| ১৬ ই জুন, ২০২১ রাত ২:৫৫

অপু তানভীর বলেছেন: আরিশ ! চমৎকার নাম তো !

আরিশকে শুভ জন্মদিন !

১৬ ই জুন, ২০২১ রাত ৩:৫৫

হাবিব বলেছেন: থ্যাঙ্কিউ ভাইয়া। ভালো থাকবেন।

৮| ১৬ ই জুন, ২০২১ ভোর ৬:০৬

ইসিয়াক বলেছেন: আরিশের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অনেক বড় হও।মানুষের মত মানুষ হও বাবু সোনা।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:০৯

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনার দোয়া কবুল করুন।

৯| ১৬ ই জুন, ২০২১ ভোর ৬:৫৩

নজসু বলেছেন:



অনেক অনেক দোয়া আর আদর রইলো ছোট্ট বাবার জন্য।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:১০

হাবিব বলেছেন: সুজন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ১৬ ই জুন, ২০২১ ভোর ৬:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুভ জন্মদিন আরিশ ! দোয়া করি সৃষ্টিকর্তা তাকে অনেক অনেক হায়াৎ দিন আর সে মানুষের মত মানুষ হয়ে বেড়ে উঠুক | গোটা পরিবারকে শুভকামনা।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:১১

হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন। সৃষ্টিকর্তা আপনার প্রার্থনা মঞ্জুর করুন।

১১| ১৬ ই জুন, ২০২১ সকাল ৮:৫০

কাওসার চৌধুরী বলেছেন:




আরিশের জন্মদিনে শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:১২

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কাওসার ভাই। আশা করি ভালো আছেন।

১২| ১৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪০

শেরজা তপন বলেছেন: শুভ জন্মদিন আরিশ!
ওর জন্য রইল শুভকামনা
ভাল থাকুক বাপ-বেটা

১৬ ই জুন, ২০২১ রাত ১০:১৩

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি ভালো আছেন।

১৩| ১৬ ই জুন, ২০২১ সকাল ১০:৪৪

ভুয়া মফিজ বলেছেন: আরিশ....আসওয়াদ, দু'টা নামই খুব সুন্দর। নাম দু'টার অর্থ কি?

প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর অনেক কিউট হয়েছে আপনার ছেলে, যেন কিউটের ডিব্বা......মাশাল্লাহ!! :)

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২০

হাবিব বলেছেন:



আরিশ নামের অর্থ ধার্মিক এবং সাহসী বীর সৈনিক। (এটি ফার্সি শব্দ)
আসওয়াদ নামের অর্থ সফল বা বিজয়ী।

আলহামদুলিল্লাহ। দেখতে হবে না বাব যে কিউট... ;)

১৪| ১৬ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আরিশের জন্মদিনে শুভেচ্ছা।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২১

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

১৫| ১৬ ই জুন, ২০২১ দুপুর ১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আরিশের প্রথম জন্মদিনে
প্রাণঢালা শুভেচ্ছা।
আলোকিত মানুষ
হোক জন্মদিনে
এই প্রত্যাশা

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২১

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার প্রার্থনা কবুল হোক। আমীন

১৬| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৩:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাবা হওয়ায় অভিনন্দন।

আরিশের জন্য শুভকামনা, আলোকিত মানুষ হোক।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২২

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন।

১৭| ১৬ ই জুন, ২০২১ বিকাল ৫:০৮

তারেক ফাহিম বলেছেন: আরিশের জন্মদিনে শুভেচ্ছা।

বাপ-বেটার জন্য শুভকামনা।

অনেক দিন পর আপনাকে দেখতে পেয়ে ভালো লাগছে।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২৩

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ তারেক ভাই। আপনাকে পেয়ে আমারও ভালো লাগছে।

১৮| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:২১

মনিরা সুলতানা বলেছেন: মাশাআল্লাহ ! আরিশ ভাগ্যবান বাবাকে এত কাছে পাচ্ছে। আসলে সন্তানের মুখ অন্য রকম এক অনুভবের নাম।
জন্মদিনে আরিশের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা।

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২৫

হাবিব বলেছেন:



আলহামদুলিল্লাহ। আশা করি ভালো আছেন আপু।
দোয়া করবেন যেন আল্লাহ আমার ছেলেকে ভালো রাখেন।
আসলেই। সন্তানের মুখ দেখার চাইতে অন্য কিছু এত আবেগের হয়না।

১৯| ১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

জুন বলেছেন: মাশাআল্লাহ অনেক অনেক কিউট আরিশের জন্য রইলো অনেক দোয়া আর ভালোবাসা।
আপনাকে অভিনন্দন এত্ত সুন্দর একটি ছেলের পিতা হওয়ার জন্য সেই সাথে ভাবীকেও শুভেচ্ছা :)

১৬ ই জুন, ২০২১ রাত ১০:২৬

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার প্রার্থনা কবুল করুন। আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় এই দোয়া করি।

২০| ১৬ ই জুন, ২০২১ রাত ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন:

আরিশের প্রথম জন্মদিনে রইল একরাস শুভকামনা ।
কামনা করি তার জীবন হাসি খুশিতে ভরে খাকুক ।
আরিশের গর্বিত পিতার জন্য রইল শুভেচ্ছা ।

১৬ ই জুন, ২০২১ রাত ১১:০৬

হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া শুভকামনা জানানোর জন্য। আপনার প্রার্থনা কবুল হোক। আশা করি ভালো আছেন।

২১| ২৩ শে জুন, ২০২১ রাত ১১:৪৯

করুণাধারা বলেছেন: আরিশের জন্য অনেক শুভকামনা, ও যেন মা-বাবাকে সুখি করে, খুব ভালো মানুষ হয়।

আপনাকে ফিরে আসতে দেখে খুব ভালো লাগছে হাবিব স্যার।

২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫৮

হাবিব বলেছেন: আল্লাহুম্মা আমিন। প্রিয় ব্ল, পিয় সব ব্লগারদের ছেড়ে আর দূরে থাকতে মন চাইছিলো না আপু। পাশে থাকবেন আশা করি।

২২| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:২১

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম । ঈদের অনেক শুভেচ্ছা জানবেন। ভাতিজার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ নেক হায়াত দান করুক। হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ দুটোই যেন ঠিকমত আদায় করতে পারে দোয়া করি। তাক্কাব্বালাল্লাহু মিন্নী ওয়া মিনকুম।

২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:০৮

হাবিব বলেছেন: ওয়ালাইকুমুসসালাম। ভাইজান আপনার মন্তব্য পাই না অনেক দিন হলো। ব্লগে এসে দেখি আপনার সব পোস্ট সরিয়ে নিয়েছেন। জানিনা কি কারনে দূরে আছেন ব্লগ থেকে। তবে আশা করি আবার ফিরবেন। যেখানেই থাকুন, দোয়া করি ভালো রাখুন আল্লাহ তায়ালা।

ঈদ পরবর্তী শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.