![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
(১)
গাঁয়ের ছেলে চলছে যেন পাখির মতো উড়ে
জন্ম কোথা হিসেব মিছে ইচ্ছে অনেক দূরে।
নাম না জানা ফুলের সাথে সখ্য অলির মতো
আপন মনে চলছে ওরা থাক না অভাব শত!
(২)
ছোট্ট খুকি মানছে না তো লাফিয়ে গেল বাঁধ
এমন করেই জীবন নদী পেড়িয়ে যাবে জানি
শক্ত হাতে আনবে রসদ গড়বে নিজের ছাদ
ওরাই সেরা আমরা ওদের আধেক বলে মানি।
(৩)
পিঠ বাঁকানো শক্ত শ্রম ও তীক্ষ্ণ মেধার জোড়ে
দস্যি ছেলের লাঠির ঘায়ে চলছে চাকা তেড়ে।
ঠিক লাইনে চলছে চাকা চাবুক খোকার হাতে
এরাই হবে সফল জয়ী জীবন চলার পথে ।
(৪)
দে তো দেখি একটুখানি তুই আর খাবি কত
খেয়েই নিলি সবটুকুনই কিপ্টে ছানা যত।
আমার সাথে আসিস আবার ভাব জমাতে তুই
কাঠাল পাতা দিচ্ছি না আর তুই আর আমি দুই!
(৫)
ছোট মোর নৌকায় যাত্রীরা সাবধান
উত্তরে ঘন মেঘ ধেঁয়ে আসে বান।
এগিয়ে চলছিই বৈঠার খোঁচাতে
আজীবন চলবো অভাবকে গোচাতে।
ছবি: সংগৃহীত।
১৭ ই জুন, ২০২১ রাত ২:০২
হাবিব বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন ভালো রাখুন।
২| ১৭ ই জুন, ২০২১ সকাল ৮:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৬
হাবিব বলেছেন: ধন্যবাদ আপু
৩| ১৭ ই জুন, ২০২১ সকাল ৮:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম ৪টা খুবই সাবলীল, বর্ণনায়, ছন্দে এবং ছবির সমন্বয়ে। ৫ নাম্বারটার ২য় লাইনটায় কিছু মাত্রা কম আছে, যদিও বিষয় বর্ণনায় বেশ ভালো।
শুভেচ্ছা রইল হাবিব ভাই।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৭
হাবিব বলেছেন: আমার লেখা পাঠ এবং বিশ্লেষণাত্মক মন্তব্যে প্রীত হলাম। পরবর্তীতে লেখার ক্ষেত্রে মনে থাকবে। আপনিও ভালো থাকবেন খলিল ভাই।
৪| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩৫
নীল আকাশ বলেছেন: লেখালিখিতে আবার ফিরে এসেছেন দেখে ভাল লাগলো।
বাচ্চা কেমন আছে?
কবিতা এবং ছবিগুলি খুব সুন্দর লেগেছে।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৬
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনিও ভালো আছেন নিশ্চয়। লেখার পজিটিভ মন্তব্যে উৎসাহ পেলাম।
৫| ১৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩৭
আমি সাজিদ বলেছেন: ভালো এসেছে ছবিগুলো। প্লাস।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৪
হাবিব বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই আপনার মন্তব্যের জন্য
৬| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন: আবার সরব হচ্ছেন খুব ভাল লাগলো।
১৭ ই জুন, ২০২১ রাত ১০:২৩
হাবিব বলেছেন: ইনশাআল্লাহ। দোয়া করবেন। মন্তব্যের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০২১ রাত ১:৪৯
জটিল ভাই বলেছেন:
ছড়ার সাথে ছড়িয়ে থাকা
শৈশবেরই ছবি,
মনটাকে জুড়িয়ে রাখা
ধন্যবাদ কবি