নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি সূত্র: ব্লগার শফিউল আলম চৌধূরীর "ছবি ব্লগঃ People at work - কর্মজীবি মানুষ" এর ছবিগুলো দেখে মাথায় আসা পংক্তিমালা গুছিয়ে লিখেছি। ছবিগুলো সেই ছবি ব্লগ থেকেই নেয়া।
(১)
জীবিকার খোঁজে অবিরত ছুটি বিশ্রামই বিলাসিতা
চোখ দুটি বুজে মেলিয়া ধরেছি জীবনের খেরোখাতা।
কোন এক ঝড়ে এলোমেলো সব মিলছেনা ঠাঁই তীরে
স্বপ্নগুলোকে হারিয়ে ফেলেছি কোটি মানুষের ভীরে!
পুরানোকে গড়ি নতুনের সাজে যদিও বা সেটা ফেলনা
আমার জীবনটা কেন তবে আজ অন্য হাতের খেলনা?
এরই মাঝে চলে ছোট ছোট কিছু স্বপ্নের জাল বোনা
মাথার এ ঘাম পুঁজি করে বাঁচি যদিও বা সেটা লোনা!
(২)
শীর্ণ শরীরে ধীর পায়ে চলি কাঁধের উপরে বোঝা
শক্ত করিতে অন্যের ঘর পিঠকে করেছি কোজা।
রোদে পুড়ে খাঁটি মাটির এ দেহ রাতদিন খেটে চলি
আহার যা জোটে তৃপ্ত তাতেই সদা শুকরিয়া বলি।
শ্রমের রুজিতে নেই কোন খাদ হালাল এর সবটাই
খোদার বিচারে প্রিয় হয়ে শুধু জান্নাত পেতে চাই!
ছোট এই মনে ফরিয়াদ রব আর কিছু নেই চাওয়া
তোমার খুশিতে চলি যেন সদা এটাই পরম পাওয়া!
(৩)
ফসলের মাঠে চারাগাছ যেন কৃষকের ছেলেমেয়ে
তাহাদের হাতে বেড়ে উঠে ওরা পরম যত্ন পেয়ে।
ছোট্ট শিশুরা বাবাদের পেয়ে খুশিতে আত্মহারা
কৃষককে পেয়ে শিশুর মতনই দুলে উঠে ছোট চারা!
বেড়ে উঠে ধান ভরে উঠে গোলা নেই কেন হাসি মুখে
ফসলের পয়গামে চিন্তার ভাঁজ চাপা কষ্ট যে তার বুকে।
কৃষকের সুখ মহাজন নেয় ঋণেতে বাঁধিয়া শির
ফসলের দাম রোজ রোজ কমে চিন্তাতে অস্থির!
---------------------------------------------------
১৯ জুন ২০২১ খ্রি:, শনিবার
ভালুকা, ময়মনসিংহ।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৯
হাবিব বলেছেন: প্রথম মন্তব্য এবং প্লাস প্রদানে অনুপ্রেরণা পেলাম। অনেক ধন্যবাদ আপু
২| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৩১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ এবং নিখুঁত তিনটি ছড়া। ৩ নাম্বার ছড়ার প্রথম লাইনের উপমা দেখে যারপরনাই চমৎকৃত ও মুগ্ধ। আবারও বলতে হচ্ছে - অসাধারণ।
১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫১
হাবিব বলেছেন: খলিল মাহমুদ ভাই, আপনার অসাধারণ মূল্যায়ন আমাকে মুগ্ধ করেছে!
৩| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:৪৯
জটিল ভাই বলেছেন:
চমৎকার! অসাধারণ!
১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫১
হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ জটিল ভাই
৪| ১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২৭
শেরজা তপন বলেছেন: স্যার বেশ ভাল লিখেছেন স্যার- মানে হাবিব স্যার!
১৯ শে জুন, ২০২১ বিকাল ৫:৫২
হাবিব বলেছেন: আপনার অসাধারণ মূল্যায়ন আমাকে প্রেরনা যোগায়। ভালো থাকবেন ভাইয়া
৫| ০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:৪২
শফিউল আলম চৌধূরী বলেছেন: অনুমতি না নিয়ে ছবি কপি করায় বিরক্ত হয়েছি।
আমার নিজের কবিতা ভালো লাগে না; সেজন্য কবিতার কাভারে আমার ছবি দেখে আরও বেশী বিরক্ত হয়েছি!
০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:২৬
হাবিব বলেছেন: দু:খিত। সরিয়ে ফেলবো শীগ্রই।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২১ দুপুর ১:০০
জুন বলেছেন: অসাধারণ লাগলো হাবিব স্যার।
ভালো লাগা রইলো।
+