![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবিসূত্র: অন্তর্জাল
(১)
ফোনের ওপাশে আদরের মেয়ে এপাশে তাদের বাবা
ছোট্ট মেয়েটি জানবে কি করে বিষাক্ত শকুনীর থাবা!
যমের আঘাতে নিভে যায় রবি কন্যা হারালো ছায়া
চিৎকার করে কাঁদছেনা বাবা মনে তার কত মায়া!
মরণের ক্ষণে ভেসে উঠে চোখে মেয়েদের সোনা মুখ
কাঁপা কাঁপা কথা বাবার কন্ঠে ভিজে উঠে তার চোখ!
মেয়ে শুধালো ব্যাপার কি বাবা কাঁদিতেছ কেন তুমি
আসিবে কখন দিবে একে বলো ললাটে আদর চুমি!
এভাবেই নিভে শত বাবাদের জীবনের দ্বীপশিখা
আশ্রয় হারা কন্যা কি পায় বাবা দিবসের দেখা?
(২)
বাবা হারা মেঘ মায়ের আদরও থেকে গেল অধরাই
কেড়ে নিল কারা বাবা-মার স্নেহ নিষ্ঠুর দুনিয়ায়?
এত বছরেও পেল না বিচার মানবতা অসহায়
বাবা দিবসেও মেঘের আকাশ ঢেকে গেছে বর্ষায়!
সাগর-রুনিরা আজ শুধু স্মৃতি খবরের পৃষ্ঠায়
মানবাধিকারের ফাঁকা গর্জনে শয়তানও লজ্জায়!
হেরে গেছে দেশ হারেনি তো মেঘ আমরাও অপেক্ষায়
ক্ষমা চাবে ওরা নত মস্তকে লুটাবে মেঘের পায়।
২০ শে জুন, ২০২১ রাত ১০:০৭
হাবিব বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। লেখার প্রশংসায় প্রেরনা পেলাম। ভালো থাকবেন।
২| ২১ শে জুন, ২০২১ রাত ১২:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
(চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিতবেদন বুঝিতে পারে। কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে কভূ আশীবিষে দংশেনি যারে - কবি কৃষ্ণচন্দ্র মজুমদার) - যার বাবা নেই সে জানে বাবা হারানোর ব্যথা। কবিতা বেশ ভালো হয়েছে।
২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৩
হাবিব বলেছেন: সুন্দর মন্তব্য ও লেখার প্রশংসার জন্য অশেষ ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
৩| ২১ শে জুন, ২০২১ রাত ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার বাবা যেন থাকেন দুধে-ভাতে
২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৪
হাবিব বলেছেন: আপনার প্রার্থনা মঞ্জুর হোক।
৪| ২১ শে জুন, ২০২১ বিকাল ৫:৫২
মোঃমোজাম হক বলেছেন: মনের গভীরে ছুঁয়ে দিল
২১ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৮
হাবিব বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ জানবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০২১ রাত ৯:৪৮
ঢুকিচেপা বলেছেন: প্রথম ছবির কথাটাই ভীষণ কষ্টের।
ছবিকে কেন্দ্র করে রচিত দুটো কবিতাই চমৎকার হয়েছে।