নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

গানের মানুষ শেখ সাদী খানের বিখ্যাত কিছু গান

২২ শে জুন, ২০২১ সকাল ৯:৩০



শেখ সাদী খান।
গানের মানুষ, সুর সম্রাট, সুর সাধক কিংবা গানের পাখি। যে নামেই তাকে ডাকা হোক, সব উপাধীই তাঁর জন্য মানান সই। অসংখ্য গানের সুরকার শেখ সাদী খান জন্মেছেন ব্রাহ্মনবাড়িয়া জেলায়। বেড়ে উঠেছেন সংগীত পরিরবারেই। সুর সাধক ওস্তাদ আয়েত আলী খাঁ তাঁর পিতা এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ তার চাচা। প্রথমে বেহালা ও তবলা শিখলেও যখন দেখলেন মানুষের নজরে আসতে পারছেন না তখনই শুরু করেন গান সুর করার কাজ। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সুর দিয়ে জয় করে নিয়েছেন মানুষের হৃদয়। আজও সেই স্থান ধরে রেখেছেন আপন কর্মগুণে।

গান মানুষের হৃদয়ের কথা বলে।
গানের মাধ্যমে যে বার্তা পৌঁছে দেয়া যায় তা আর কিছুতেই হয়তো সম্ভব নয়। কিন্তু বর্তমান সময়ের গানগুলো সেই ধারা খেকে অনেকটাই পিছিয়ে। শেখ সাদী খানের গানগুলো শুনলে মনে হয় চির নতুন চির সবুজ। যখনই শুনবেন নতুন মনে হবে। মনে হবে আপনারই মনের কথা। নিজের অজান্তেই গুনগুনিয়ে গেয়ে উঠবেন দু'-এক লাইন। হাজারো গানের মধ্য থেকে তাঁর কিছু বিখ্যাত গান এখানে তুলে ধরছি।

১. জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা
গীতিকার :মনিরুজ্জামান মনির
কণ্ঠশিল্পী : সাবিনা ইয়াসমিন

২. পৃথিবীতে প্রেম বলে কিছু নেই
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী :সুবীর নন্দী

৩. ওগো বিদেশিনী তোমার চেরি ফুল দাও
গীতিকার :মনিরুজ্জামান মনির
কণ্ঠশিল্পী : এন্ড্রু কিশোর

৪. ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না
গীতিকার :মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী : শাম্মী আখতার

৫. ডাকে পাখি খোলো আঁখি
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী : হৈমন্তী শুক্লা

৬. একি খেলা চলছে হরদম
গীতিকার :মুন্সি ওয়াদুদ
কণ্ঠশিল্পী :রফিকুল আলম

৭. তুমি রোজ বিকেলে
গীতিকার :মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী :কুমার বিশ্বজিৎ

৮. কাল সারারাত ছিল স্বপ্নের রাত
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী :বেবী নাজনীন

৯. আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা
গীতিকার :নজরুল ইসলাম বাবু
কণ্ঠশিল্পী :কুমার শানু

১০. আমার এ দুটি চোখ পাথর তো নয়
গীতিকার :জাহিদুল হক
কণ্ঠশিল্পী : সুবীর নন্দী

১১. শোনো সোমা একটু দাঁড়াও
গীতিকার :নজরুল ইসলাম বাবু,
কণ্ঠশিল্পী : হৈমন্তী শুক্লা ও কুমার বিশ্বজিৎ

১২. আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল
গীতিকার: মনিরুজ্জামান মনির
কণ্ঠশিল্পী: এন্ড্রু কিশোর

১৩. কেন ভালোবাসা হারিয়ে যায়
গীতিকার :মোহাম্মদ রফিকুজ্জামান
কণ্ঠশিল্পী :সুবীর নন্দী

১৪. তোমার চন্দনা মরে গেছে
গীতিকার: মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী: মিতালী মুখার্জি

(এখানে উল্লেখ করা হয়নি এমন কিছু গান যদি আপনার জানা থাকে তাহলে শেয়ার করতে পারেন। পোস্টে যুক্ত করে দিব)



শেখ সাদী খানের সংগীত পরিচালনায় যে সকল ছবি:


১৯৮০ এখনই সময় (প্রথম চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা।), কলমিলতা
১৯৮৩ মোহনা
১৯৮৪ প্রিন্সেস টিনা খান
১৯৮৫ মহানায়ক , সুখের সন্ধানে
১৯৮৬ পরিণীতা
১৯৯৫ বাবার আদেশ
১৯৯৬ পোকা মাকড়ের ঘর বসতি
১৯৯৭ হাঙর নদী গ্রেনেড
২০০৪ এক খন্ড জমি
২০০৬ ঘানি
২০১০ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
২০১১ মধুমতি , দুই পুরুষ
২০১২ রাজা সূর্য খাঁ
২০১৩ একই বৃত্তে
২০১৪ লাভ ইউ লাভ ইউ



পুরস্কার ও সম্মাননা:

শেখ সাদী খান দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও তিনবার বাচসাস পুরস্কার অর্জন করেন।

(১) জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - ঘানি (২০০৬)
-শ্রেষ্ঠ সুরকার - ভালোবাসলেই ঘর বাঁধা যায় না (২০১০)
(২) বাচসাস পুরস্কার
- সেরা সঙ্গীত পরিচালক - এখনই সময় (১৯৮০)
(৩) গীতিকার মাসুদ করিম সম্মাননা - (২০১৬)




বিবিধ:

(১) শেখ সাদীর খানের অজানা কথা
(২) শেখ সাদী খানের নিজের কন্ঠে গাওয়া গান
(৩) আমি বিপরীত বাতাসে কাজ করা লোক : শেখ সাদী খান
(৪) ৭০-এ শেখ সাদী খান, বললেন- মনের ভাবনায় সংখ্যা কিছু না


ভালো থাকুন, সুস্থ থাকুন।
আর একটা কথা। ছবি ব্লগ প্রতিযোগিতা চলছে।
সবাই বেশি বেশি ছবি দিন।
প্রতিযোগিতায় অংশ নিন। হ্যাপি ব্লগিং।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০২১ সকাল ৯:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর বিষয়ে অনেক কিছুই জানা ছিল না।

২২ শে জুন, ২০২১ সকাল ১১:১৪

হাবিব বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।

২| ২২ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

২২ শে জুন, ২০২১ সকাল ১১:১৬

হাবিব বলেছেন: পোস্ট সুন্দর হয়েছে জেনে খুশী হলাম। ভালো থাকবেন সবসময় আপু।

৩| ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




৭. তুমি রোজ বিকেলে
গীতিকার :মাহফুজুর রহমান মাহফুজ
কণ্ঠশিল্পী :কুমার বিশ্বজিৎ

৮০র দশকে প্রবল আকর্ষনের একটি গান ছিলো।

২২ শে জুন, ২০২১ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: নবম দশমে পড়ার সময় গানগুলো খুব শুনতাম। গানগুলো ছাড়া যেন অংকই মিলাতে পারতাম না।

৪| ২২ শে জুন, ২০২১ বিকাল ৩:৪৯

ঢুকিচেপা বলেছেন: বাংলাদেশের সংগীতাঙ্গনে খুব অল্পকিছু নক্ষত্রের মধ্যে শেখ সাদী খান একজন।
পোস্ট ছোট হলেও ভালো লেগেছে।

অপ্রচলিত দুইটি গান দিলাম, হয়তো অনেকের ভালো লাগবে।



২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫৭

হাবিব বলেছেন: আপনার দেয়া গান দুটি আমার কাছে নতুন। ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.