![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি: হাসান রাজু
(১)
উরে যাবে পাখি সব মায়া ছেড়ে খাচাটাকে একা ফেলে
ফুরাবে যখন জীবনের স্বাদ সূর্য পড়িবে হেলে।
দেহটাকে খাবে পিঁপড়ার দল মাটিতে মিশিবে হাড়
কোথা যাবে বল ক্রোধ অহমিকা অযথাই হুংকার!
যেখানেই থাকো পাকড়াও হবে মরনের বেড়াজালে
সংযত কর ষড়রিপু তুমি যতক্ষণ দ্বীপ জ্বলে।
(২)
ঝড়ে যাওয়া মানে শেষ নয় যেন নতুনের হাতছানি
এর থেকে কিছু ভালো পেয়ে যাবে মুছে যাবে যত গ্লানি।
এত কিছু পেয়ে তবু কেন ডুবো হতাশার বেড়াজালে
শুকরিয়া কর হায়াতের লাগি নেয়ামত যেটুকু পেলে।
জুতার লাগিয়া ছলো ছলো আঁখি কিনতে কেন পারলেনা
যার দুটি পা হারিয়েছে তার কোথা পাবে সান্ত্বনা ?
(৩)
সাগরের মাঝে এত জল তবু তৃষ্ণা মিটেনা হায়
সেই একই জল খোদার রহমে মিঠে হয় বর্ষায়!
তলোয়ার হাতে যে ওমর চাই নবীর মস্তক নিতে
সেই ওমরের তরবারি চলে ঈমানের হক দিতে!
নিচু জমিতেই জলের আবাস ফলের বৃক্ষ ভারি
নরম জমিনেই ফসলের চাষ বেশি বাজে খালি হাড়ি!
২৩ জুন-২০২১ খ্রি: সকাল: ১১.১৫ মিনিট।
জমিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৪৯
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। লেখার প্রশংসা করার জন্য ধন্যবাদ আপু।
২| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩২
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫০
হাবিব বলেছেন: ধন্যবাদ কবি সাহেব। ভালো থাকবেন রফিক ভাই।
৩| ২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩৯
হাসান রাজু বলেছেন: আরে, রে রে..... । আমিতো প্রথমে নিজের পোস্ট মনে করে স্কিপ করে গেলাম। পরেরবার বুঝলাম এটা আমার পোস্ট না।
আনন্দিত হলাম, খুশি হলাম আপনার পোস্ট পড়ে। ছবিটা আপনার ভাবনাকে মন্থন করে অসাধারণ কিছু অনুভূতি যোগ করল।
ভালো থাকবেন। শুভ কামনা।
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৫২
হাবিব বলেছেন: হাসান ভাই, আপনাকে আমার পোস্টে স্বাগতম। আপনার ছবি ব্লগের সবগুলো ছবিই অসাধারণ কবিতার মতো। দেখলেই ছন্দ আসে। আপনার বাকি ছবিগুলো নিয়ে ভবিষ্যতে আরো পোস্ট করার ইচ্ছা আছে। ভালো থাকবেন সবসময়।
৪| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১:৩৬
হাসান রাজু বলেছেন: অপেক্ষায় থাকব। আপনাকে স্বাগতম সবসময়।
২৩ শে জুন, ২০২১ দুপুর ১:৩৯
হাবিব বলেছেন: ইনশাআল্লাহ।
৫| ২৩ শে জুন, ২০২১ দুপুর ২:৩৪
নিয়াজ সুমন বলেছেন:
ভালোলাগা ===
২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫৩
হাবিব বলেছেন: ধন্যবাদ জানবেন।
৬| ২৩ শে জুন, ২০২১ বিকাল ৩:৩০
জটিল ভাই বলেছেন:
জটিল ছবির সাথে জটিল কাব্য! একেই বলে জটিলৎকার
২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫৩
হাবিব বলেছেন: জটিলবাদ জানিয়ে গেলম ভাইজান।
৭| ২৩ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫২
কামাল১৮ বলেছেন: কবিতায় ভাব,ছন্দ এবং শব্দ একটু সেকেলে।আরেকটু আধুনিক হতে হবে।বেশি করে আধুনিক কবিতা পড়ুন।সাফল্য কামনা করি।
২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫৪
হাবিব বলেছেন: আচ্ছা ঠিক আছে। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
৮| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
নিচু জমিতেই জলের আবাস ফলের বৃক্ষ ভারি
নরম জমিনেই ফসলের চাষ বেশি বাজে খালি হাড়ি!
যথার্থ লিখেছেন। কবিতার প্রতিটি লাইন ব্যাখ্যাযোগ্য। আপনাকে অশেষ ধন্যবাদ।
২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৫৫
হাবিব বলেছেন: সকাল সকাল আপনার মন্তব্য পেলাম। ছড়াপাঠ এবং সুন্তর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ভাইজান।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২১ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ কী সুন্দর লেখা