![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ছবি: ভালুকা ডাকঘরের সামনে স্থাপিত ডাকবাক্স, ময়মনসিংহ।
(১) একলা জীবন
প্রয়োজন ফুরিয়ে গেছে ডাকবাক্সের
এখন আর খোলা হয়না রোজ বারোটায়
দেহ জুরে তার বেঁধেছে বাসা মরিচিকা
হলদে রঙের খামে তোমার চিঠিখানা আর নেই
তালা ঝুলানোই এখন যেন বিলাসিতা!
ছবি: নাম না জানা দুটি ফুল। ভালুকা পাইলট স্কুলের সামনে, ময়মনসিংহ।
(২)ক্ষনিকের অতিথি
একই বৃন্তে ফুটে থাকা সাদা দুটি ফুল
মেলে ধরে রূপ-রস প্রকৃতির মাঝে
হারিয়ে যায় তারা ক্ষণকাল শেষে
রেখে যায় কিছু স্মৃতি চলে যাওয়া প্রিয়দের মতো
কখনোই আর ফিরবেনা যারা বেলাশেষে!
ছবি: জাতীয় ফল। পোস্ট অফিস রোড, ভালুকা, ময়মনসিংহ।
(৩) তেলবাজ
তেলের দাম বৃদ্ধিতে খুশি কাঁঠালেরা বৈঠকে
এজন্ডা খুব বেশি নয় আজ
আলোচনা চলে আড়াই ঘন্টা ব্যপী
অবশেষে হাটে বিকায় তেলবাজদের মনোরঞ্জনে।
ছবি: টোকাই নারী। ভালুকা বাস টার্মিনাল, ময়মনসিংহ।
(৪) নারীশক্তি
এখনই জানান দিবে সকালের রবি
ভোরের নরম রোদ কড়া হয় ধীরে
নারীরাও ঠিক সূর্যের মতো যেন
ভেতরে তার অসীম শক্তিরা বাস করে!
ছবি: কালেক্টেড।
(৫) অবিরাম ছুটে চলা
জন্মের ক্ষণে শুক্রাণুরা ছুটে ডিম্বানুতে
শিশুকালে ছুটে চলে শৈশব পানে,
কৈশরে ছুটে জিপিএর পিছে পিছে
চাকরির পিছে ছুটে চলে যৌবনে।
টাকার পিছে ছুটে চলে আমৃত্যু
মাটি ছাড়া কিছুতেই পূর্ণ হয়না মানুষের পেট!
২৪ শে জুন, ২০২১ সকাল ১১:০৯
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু।
২| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১০
নীল প্রজাপ্রতি বলেছেন: শেষ ছবিটা
২৪ শে জুন, ২০২১ সকাল ১১:১১
হাবিব বলেছেন:
৩| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:২৪
নিয়াজ সুমন বলেছেন: প্রথম ছবিতে সোনালী দিনের গৌরবের কথা মনে করিয়ে দিচ্ছে...
২৪ শে জুন, ২০২১ সকাল ১১:২৭
হাবিব বলেছেন: সোনালী স্মৃতি আজ হারাবার পথে।
৪| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গুড
২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:১৪
হাবিব বলেছেন: থ্যাঙ্কস
৫| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৫১
ওমেরা বলেছেন: ভালো।
২৪ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৮
হাবিব বলেছেন: ধন্যবাদ
৬| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:৩৫
শেরজা তপন বলেছেন: ৪ নম্বর ছবি আপনার হইলে পুরস্কার পাইতেন
ছবির সাথে কবিতাগুলো বেশ হয়েছে
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১০
হাবিব বলেছেন:
৭| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:১৯
রোকসানা লেইস বলেছেন: প্রথম ছবিটা দেখে পুরানো স্মৃতি মনে পরে গেল। সুন্দর ছবি।
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১০
হাবিব বলেছেন: সোনালী স্মৃতি আজ হারাবার পথে।
৮| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ছবির সাথে কবিতাগুলো দুর্দান্ত হয়েছে। পোস্টে +++
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১২
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন সবসময়
৯| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০৭
সামিয়া বলেছেন: সুন্দর
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১২
হাবিব বলেছেন: ধন্যবাদ আপু
১০| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩২
সোহানী বলেছেন: এরকম বাঁকা চামচ পাইলা কই ????
গভীর ভাবনার ছবি ব্লগে ভালোলাগা।
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১৫
হাবিব বলেছেন: ছবি কালেক্টেড আপু। ভালো লাগায় অনুপ্রেরণা পেলাম।
১১| ২৪ শে জুন, ২০২১ রাত ৮:৩১
কালো যাদুকর বলেছেন: "অবিরাম ছুটে চলা" দারুন আইডিয়া।
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১৬
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাই
১২| ২৫ শে জুন, ২০২১ রাত ১:১৫
ঢুকিচেপা বলেছেন: ছবি এবং কবিতা সুন্দর হয়েছে।
৫ নম্বর কবিতায় বাস্তবতাই ফুটে উঠেছে।
২৫ শে জুন, ২০২১ সকাল ১১:১৯
হাবিব বলেছেন: পোস্টের প্রশংসায় প্রেরনা পেলাম... অনেক অনেক ধন্যবাদ ভাই
১৩| ২৫ শে জুন, ২০২১ সকাল ৭:৩৪
ডঃ এম এ আলী বলেছেন:
সবগুলি ছবিই খুব সুন্দর ।
ছবির সাথে কবিতার মিল
সেটও হয়েছে মুগ্ধকর ।
যতদুর জানি নাম না জানা
ফুল দুটির নাম কস্তরী ।
বেশ সুবাসিত ফুল ।
খালের ধারে বিলের ধারে
ফোটে অবহেলে । তবু
তাদের কপাল ভাল ঠাই
পেয়েছে এই ছবি ব্লগে।
শুভেচ্ছা রইল
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৪
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনার অসাধারণ মন্তব্যের জন্য
১৪| ২৫ শে জুন, ২০২১ দুপুর ১২:২০
জটিল ভাই বলেছেন:
সুন্দর ছবি। ভাই তাহলে ভালুকা আছেন
২৫ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
হাবিব বলেছেন: কর্মসূত্রে ভালুকায় ভাই
১৫| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৩০
হাসান রাজু বলেছেন: ছবি+কবিতা=ছবিতা ভালো লেগেছে ।
২৬ শে জুন, ২০২১ সকাল ১১:৪৩
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
১৬| ২৬ শে জুন, ২০২১ দুপুর ১২:০৯
জুন বলেছেন: বাহ সুন্দরতো হাবিব স্যার
+
২৬ শে জুন, ২০২১ রাত ৮:১৬
হাবিব বলেছেন: আপনার প্রেরনাদায়ক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন
১৭| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর
২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:০২
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ কবি
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০২১ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবি ব্লগ ও কথা