![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ব্লগে চলছে ছবিব্লগ প্রতিযোগিতা। ছবি তোলার হাত তেমন ভালো না আমার। অনেকেই দেখি দারুণ সব ছবি পোস্ট করছেন। প্রতিযোগিতার ঘোষনায় যদিও ইচ্ছা ছিল ছবিব্লগ করবো কিন্তু সবার ছবির কোয়ালিটি দেখে মনে হলো আমি এই সব ব্লগের কাছে নিতান্তই শিশু আমি। তাইতো ব্লগে ছবি দেবার চিন্তা বাদই দিয়েছিলাম। কিন্তু গুগল ড্রাইভ ঘেটে নিজের তোলা অনেক আগের ছবি পেলাম। আর তাইতো ভাবলাম অংশগ্রহন করি। যদিও এর আগে একটি ছবিব্লগ দিয়েছিলাম "কিছু ছবি কিছু কথা নামে", যা প্রতিযোগিতার জন্য নয়। আজকের ছবি ব্লগটি প্রতিযোগিতার জন্য দিলাম। যদিও ছবির কোয়ালিটি খুব একটা ভালো না। অংশগ্রহনই বড় কথা।
(১) মায়া
ওদের ভালোবাসায় প্রয়োজন নেই দিবসের
ফেসবুক টুইটারে নেই জ্বালাময়ী বক্তৃতা।
গল্পের উপমা আর কবিতার ছন্দে ঠাঁই শুধু
করুণ চাহনিতে জ্বলেপুড়ে ছাই মানবতা।
লাল কাপড়ে মোড়ানো বিড়িয়ানির পাতিলে
আশ্রয় দিনশেষে!!
(২) মুসাফির
কতদিন রবে যৌবন আর রবে তুমি কতকাল
কতকাল পাবে সম্মান আর বাতাসে উড়িবে পাল?
রূপের আগুনে পুড়ালে হাজারো অলি আর প্রজাপতি
কালের আঘাতে ঝরে যাবে তুমি ম্লান হবে তব জ্যোতি!!
(৩) অসহায়
ফুল দুটির জন্ম হয়েছে কালরাতে
প্রসব বেদনায় এখনো কাতর ওদের মা
এরই মাঝে এক ঝড়ে রক্তাক্ত মায়ের দেহ!
ছানাদুটি পাশে শুয়ে প্রার্থনা করে
"হে খোদা সরিয়ে দাও সব যাতনা মায়ের থেকে
বিনিময়ে নিয়ে নাও কচি দুটি প্রাণ"!!
(৪) স্বপ্ন আকাশ ছোঁয়ার
পেঁপে বৃক্ষ জানেনা কতদূর গেলে আকাশের দেখা পাবে
কতদূর আর মায়াবী মেঘের বাসা!
তবুও চলে তিল তিল করে হৃদয়ে বুনিছে আশা
আজ-কাল বা পরশু বিকেলে ছুয়ে দিবে
আকাশের রঙধনু আর মেঘেদের নীল ঝুটি!!
(৫) কোমলতা
কোমলতা মানে নিজের শক্তিতে বেঁচে থাকা
পৃথিবীকে জানিয়ে দেয়া যে আমিও পারি
আমিও ফনা তুলতে পারি সাপের মতো।
গোখরার মতো বিষদাঁত নেই তাতে কি
ফুস করতে তো নেই মানা!
প্রতিবাদের নামই কোমলতা
তেলবাজীতে রূক্ষতার খরখরে বীজ!!
(৬) মান-অভিমান
বৃষ্টিরা থেমে গেছে কিছুকাল আগে
আকাশে ঝলমলে রোদের সাথে বাতাসের মিতালি
সন্ধ্যে নামার আগে চারিদিকে ব্যস্ততার সুর
সূর্যটাও ব্যস্ত আলো নিভিয়ে দেয়ার কাজে।
শুধু ব্যস্ততা নেই আমাদের মাঝে
বাতাসের গন্ধও মেটে মেটে আর বিষাদ পাখিদের গুঞ্জন
উপভোগ্য ছিলনা আজ ভ্রমরের মধু আহরণ!
(৭) পার্থক্য
জৈষ্ঠ্য মাসে কারো কারো পৌষ
শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে বস্তি উৎখাতের আলাপন চলে
রোহিঙ্গারা থাকে এদেশের অতিথি হয়ে
দেশের সন্তানেরা আজ শরণার্থী!
বৃষ্টির রিমঝিম জলে কবিতার পক্তি খোঁজে কবি
কাঁচা ছাউনিতে বসে ওদের আয়োজন চলে বারি ঠেকানোর
সংসদে চলে হাজার কোটি টাকার বাজেট অধিবেশন আর
নিচু ঘরে চলে পান্তা মরিচের আয়োজন!!
(৮) পথ গেছে বেঁকে
রাস্তা লুকিয়েছে বনের মাঝে
জীবনের নিয়ন্ত্রণ যদি না থাকে তোমার হাতে
হারিয়ে যাবে বনের গহীনে।
ফিরে আসবার পথ খুঁজে পাওয়া দুষ্কর
বাঁকা পথে যদি পাশে থাকো তুমি
হারিয়ে যাবার নেশা বারবার!!
(৯) অতৃপ্ত মন
কারো কারো পেট এর থেকেও বড়
কিছুতেই পূর্ণ হয় না উদর
ওরা গ্রাস করে নেয় ব্রিজ কালভার্ট আর পিচঢালা পথ
ওদের নি:শ্বাসে বিষাক্ত কার্বন মনোক্সাইড
বাতাসের মাঝে গন্ধহীন হয়ে কেড়ে নেয় বহু প্রাণ
মরে যাওয়া লাশের উপর চলে উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন
আমরা তাদের নেতা বানাবার আগেই
স্বঘোষিত নেতা হয়ে যায় ওরা,
আর- কিশোরেরা বন্ধি হয় ডিজিটাল নিরাপত্তা আইনে!!
(১০) অপার মহিমা
পাহাড়ের গায়ে জলরাশি যেন নববধূর পায়ে আলতা
শোভা পায় ওরা মেঘ পাহাড়ে যেন গাছে ঝুলে কচি চালতা।
(১১) রঙের দুনিয়া
কার বুকে কাটা তুমি কার বুকে রঙ্গন
কার বুকে খরা দাও কাকে দাও চন্দন?
২৬ শে জুন, ২০২১ রাত ৮:০৫
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন
২| ২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: ৫ নাম্বার ছবিটা সবচেয়ে ভালো।
২৬ শে জুন, ২০২১ রাত ৮:০৭
হাবিব বলেছেন: জেনে খুশি হলাম ভাই... অনেক ধন্যবাদ আপনাকে
৩| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
নজসু বলেছেন:
সবগুলো সুন্দর।
প্রিয় ভাই, অসহায় ফুল দুটির কান্না শুনেও ওদের মায়ের দেহ থেকে বাঁশটি সরিয়ে দিলেন না কেন?
২৬ শে জুন, ২০২১ রাত ৮:১২
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইজান.... পরে তো সরিয়ে ছিলাম ই
৪| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১
শেরজা তপন বলেছেন: ছবি আর কবিতা দুটো মিলেমিশে একাকার!!!!
দারুন
৫| ২৬ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৩১
শেরজা তপন বলেছেন: ছবি আর কবিতা দুটো মিলেমিশে একাকার!!!!
দারুন
২৬ শে জুন, ২০২১ রাত ৮:১৪
হাবিব বলেছেন: দারুণ মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময়
৬| ২৬ শে জুন, ২০২১ রাত ৮:২১
শায়মা বলেছেন: বাব্বাহ কবিতায় কবিতায় ছবিতায় ছবিতায়।
২৬ শে জুন, ২০২১ রাত ৮:৩৯
হাবিব বলেছেন: ছন্দময় মন্তব্যের জন্য ছন্দময় ধন্যবাদ আপু
৭| ২৬ শে জুন, ২০২১ রাত ৯:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: অনেকদিন পর চেনা ছন্দে পেলাম।
কবিতার সাথে ছবি বা ছবিতা ভালো হয়েছে।ছবি তুলতে পারিনা বলে বিনয় দেখানোয় আপনার উৎকৃষ্ট মানের পরিচয় পেলাম। পোস্টে লাইক।
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।
২৭ শে জুন, ২০২১ ভোর ৪:৫৯
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইজান সাথে থাকার জন্য। আপনার কাছ থেকেও ছবি ব্লগ আশা করছি
৮| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:১০
ঢুকিচেপা বলেছেন: কয়েকটা ছবি খুবই সুন্দর হয়েছে।
প্রতিযোগিতায় সাফল্য আসুক।
২৭ শে জুন, ২০২১ ভোর ৫:০০
হাবিব বলেছেন: জেনে আনন্দিত হলাম ভাই। ধন্যবাদ। আপনাকে
৯| ২৬ শে জুন, ২০২১ রাত ১০:২৫
ইসিয়াক বলেছেন: দারুণ সুন্দর।
শুভ কামনা রইলো।
২৭ শে জুন, ২০২১ ভোর ৫:০১
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ কবি ভাই
১০| ২৬ শে জুন, ২০২১ রাত ১১:০২
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবির বগ্ল
২৭ শে জুন, ২০২১ ভোর ৫:০১
হাবিব বলেছেন: শুকরিয়া
১১| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:০৩
শাহিন-৯৯ বলেছেন:
ছবিগুলো খুবই সুন্দর তবে স্টিকি পোষ্টে নিয়মাবলীগুলো আবার পড়ুন।
২৭ শে জুন, ২০২১ ভোর ৫:০২
হাবিব বলেছেন: কোন নিয়ম কি ভঙ্গ করলাম?
১২| ২৭ শে জুন, ২০২১ রাত ১২:৫৭
অপু তানভীর বলেছেন: কোমলতা ছবিটা বেশি পছন্দ হল ।
২৭ শে জুন, ২০২১ ভোর ৫:০২
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ অপু ভাই। ভালো থাকবেন
১৩| ২৭ শে জুন, ২০২১ সকাল ৭:০৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: প্রকৃতি খুবই ছন্দময়।
ছবিগুলো খুব সুন্দর হয়েছে।
২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৩৬
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভারো থাকবেন।
১৪| ২৭ শে জুন, ২০২১ সকাল ৯:১৪
নীল আকাশ বলেছেন: ছবি এবং কবিতা ভালো লেগেছে।
২৭ শে জুন, ২০২১ সকাল ৯:৩৬
হাবিব বলেছেন: শুকরিয়া। ভাল থাকবেন সব সময়।
১৫| ২৭ শে জুন, ২০২১ সকাল ১০:৫২
মলাসইলমুইনা বলেছেন: আপনার ফটোর হাত ভালোই আছে । ফটোও সুন্দর উঠেছে । ফটোগুলো আরেকটু বড় করে দিলে আরো ভালো লাগতো মনে হয় ।
২৭ শে জুন, ২০২১ সকাল ১১:১৬
হাবিব বলেছেন: ছবির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। পরবর্তীতে আবারো চেষ্টা করবো। ভালো থাকবেন সবসময়।
১৬| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৫৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর
২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:০৩
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময়।
১৭| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৩
রোকসানা লেইস বলেছেন: ছবি গুলো ভালো লাগল । সাথে লেখাও
শুভকামনা
২৮ শে জুন, ২০২১ সকাল ১০:১২
হাবিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোকসানা লেইস আপু। ভালো থাকবেন।
১৮| ২৭ শে জুন, ২০২১ দুপুর ১:১৮
সামিয়া বলেছেন: ছবি এবং কবিতা দুটোই ভালো লেগেছে
২৮ শে জুন, ২০২১ সকাল ১০:১২
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া আপু।
১৯| ২৭ শে জুন, ২০২১ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্পাইডার রোজ, ৯ ও ১০ ভালোলাগলো।
২৮ শে জুন, ২০২১ সকাল ১০:১৪
হাবিব বলেছেন: জেনে খুশি হলাম মাইদুল ভাই
২০| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৩৮
কাওসার চৌধুরী বলেছেন:
চমৎকার সব ছবি।
২৮ শে জুন, ২০২১ সকাল ১০:১৪
হাবিব বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন কাওসার ভাই।।
২১| ৩০ শে জুন, ২০২১ রাত ২:০৬
জটিল ভাই বলেছেন:
সুন্দর ছবি ও কথা
৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৫৩
হাবিব বলেছেন: শুকরিয়া। জটিল ভাই আশা করি ভালো আছেন।
২২| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৫
জহিরুল সরকার বলেছেন: সবগুলো ছবি ভালো লাগল। (৩) অসহায়— অসম্ভব সুন্দর।
০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৮
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। পাশে থাকবেন। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুন, ২০২১ বিকাল ৫:২৩
মোস্তফা সোহেল বলেছেন: ছবির সাথে লেখা গুলোও ভাল হয়েছে।+++