নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
ঝড় নেই তবু উঠে বাতাসের ঘুর্ণি
মনে হয় ভেঙে যাক সব কিছু চুর্ণি!
রাগ নেই তবু তার সীমাহীন শক্তি
ক্রোধের অনলে নত প্রেমিকের ভক্তি!
সীমা নেই তুব লড়ি সীমানার জন্য
আধুনিক যুগে এসে তবু হই বন্য!
ঋণ নেই তবু যেন ধরে আনা বন্দি
অদৃশ্য এ শীকলেই রাখবার ফন্দি!
টান নেই তবু যেন শক্ত সে চুম্বকে
জাল নয় তবু পড়ি উত্তাল সে ছকে!
ঘুম নেই তবু আঁখি বার বার বন্ধ
গান নেই তবু যেন কি দারুণ ছন্দ!
স্বাদ নেই তবু তার সীমাহীন স্বাদ
ঘ্রাণ নেই তবু নাকে ঘ্রাণেদের ফাঁদ!
মেঘ নেই তবু শুনি বৃষ্টি রিনঝিন
বোধ নেই ফুটে থাক আস্ত আলপিন!
শীত নেই তবু কেন তনুতে কম্পন
তাহলে কি বলে একে সীমান্ত চুম্বন!
--------------------------------------
কবিতা:- চুমু
@হাবিব
৩০ জুন-২০২১। ময়মনসিংহ।
ছবি: কালেক্টেড।
৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:২৫
হাবিব বলেছেন:
হা হা হা ... ভালো বলেছেন... কিস কবিতা।
একটু ট্রাই করলাম আরকি।
চাঁদগাজী সাহেব লাইক দিয়া কি বুঝাচ্ছেন ভয়ে আছি!!
২| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:৩৫
জটিল ভাই বলেছেন: আপনার পোস্ট আর আভীর কমেন্ট পড়ে স্প্যানকডকে এই গানটা ডেডিকেট করতে মন চাইলো
৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৩২
হাবিব বলেছেন: সাধু সাধু
৩| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৩২
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: চমৎকার হইছে
৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৩৩
হাবিব বলেছেন: শুকরিয়া। ভালো থাকবেন।
৫| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৪:০৫
ইসিয়াক বলেছেন: জমজমাট হাই ভোল্টেজ কাব্য ।
০১ লা জুলাই, ২০২১ সকাল ৯:৩৯
হাবিব বলেছেন:
৬| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:১৭
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লাগল।
০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:১৯
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভালো লাগা জানানোর জন্য।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২১ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্প্যান কডের মত কিস কাব্য হাহাহা
খুব সুন্দর সনেট কবিতা