![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
যতটা রঙ ধারণ করে নীল প্রজাপতির পাখা
যতটা রঙ প্রিজমের কাঁচে কিংবা রঙধনুর সাতরঙে
ততটা নয়, তার থেকেও রঙিন তুমি প্রিয়তমা!
যতটা ঘ্রাণ মেলে ধরে হাসনাহেনারা রাতের বুকে
গোলাপের পাপড়িতে কিংবা বকুলের সদ্য ফোটা ফুলে
ততটা নয়, তার থেকে বেশি ঘ্রাণে ভরিয়ে তোল হৃদয়ের বারান্দা!!
মরুবাসী তরুলতা জেগে উঠে বৃষ্টির দেখা পেলে
বাঙেরা ব্যস্ত হয়ে পড়ে প্রণয়ের সুখে
চাতকের তৃষ্ণা মিটে, কেটে যায় অপেক্ষার অবসান
আমিও তেমন!
জেগে উঠি, ক্লান্তিরা হেরে যায়, প্রশমিত হই উভমুখী প্রেমে!!
০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:২৪
হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইসাব। উভমুখী প্রেমের সংগা যে কি দেই চিন্তায় আছি। পরে দিবোনি।
২| ০৩ রা জুলাই, ২০২১ বিকাল ৩:৩৬
স্প্যানকড বলেছেন: সুন্দর হইছে । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৩:২৫
হাবিব বলেছেন: থ্যাঙ্কস ভাই সাব।
৩| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৯
হাবিব বলেছেন: থ্যঙ্কস ভাইসাব
৪| ০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৩
ফড়িং-অনু বলেছেন: হাবিব স্যার আমি আপনার প্রেমে পরে যাচ্ছি দপাস দপাস। টেনে তুলেন আমাকে। দারুন কবিতা।
০৫ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৮
হাবিব বলেছেন:
একি কথা শুনিলাম নিজ কর্ণে
প্রেম নাকি হয়ে গেল রঙিন বর্ণে!!
৫| ০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব
শুভকামনা
০৭ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪০
হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০২১ দুপুর ১২:৫৮
জটিল ভাই বলেছেন:
কথামালা অসাধারণ। তবে উভমুখী প্রেমের সঙ্গাটা কি হাবিব ভাই?