নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

মাঝে মাঝে বিশ্বাসই হয় না যে বেঁচে আছি!

১০ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৬



শুক্রবার হাশেম ফুডে আগুনে পুড়ে মারা গেল ৫০ জন।
গত ১৫ বছরে আগুনের থাবায় ২ হাজার ৩১৭ জনের প্রাণহানি ঘটেছে সারাদেশে। আমরা মরে যাবার পড়ে আলোচনা চলে; বিল্ডিং কোড মানা হয়নি, ফায়ার হাইড্রেন্ট ছিল না, মেয়াদ উত্তীর্ণ কার্বনডাইঅক্সাইড পাউডার ইত্যাদি ইত্যাদি। নিহতরা পায় ১০/২০ বা পঞ্চাশ হাজার টাকা। মালিকদের কিছুই হয়না। কারণ ওনাদের দোষ নেই। ওনারা যে শ্রমিকদের প্রভু। খাওয়ান পড়ান, ইচ্ছা হলে মেরে ফেলেন। দূর্ঘটনার পর আলোচনা চলে কিছুদিন। তারপর সব স্বাভাবিক। আবার চালু হয় কারখানা। কিছুদিন পর আরো পোড়ালাশের সারিতে যোগ হয় নতুন কিছু নাম।

প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের প্রভু।
তাদেরকে আপা/ ভাইয়া ডাকা যাবেনা। স্যার বলে সম্মোধন না করলে আপনি দন্ডনীয় অপরাধ করছেন বলে বিবেচিত হবেন। স্যারেরা কত কষ্ট করে বিসিএস দিয়ে চেয়ারে বসেছেন। স্যার না ডাকলে ইজ্জত থাকে কি করে? তবে কাদেরকে স্যার বলতে হবে এই নিয়ে একটা প্রজ্ঞাপন জারী করলে মন্দ হয় না। না হলে তপন চন্দ্রের মতো অবস্থায় পরতে হয় কখন কে জানে!!

পুলিশ জনগনের বন্ধু।
যত দ্রুত সম্ভব পুলিশের আবদার মিটিয়ে দিন। বাড়িতে আপনার বাবা মুমূর্ষু না কি সেটা দেখা পুলিশের কাজ নয়। ওলিউল হয়তো একটু দর কষাকষি করেছিলেন বলেই লেট হলো। দুই ঘন্টা বসিয়ে রাখাতে আমি দোষের কিছু দেখি না। কত বড় সাহস ওলিউলের! পুলিশের মুখেমুখে কথ বলে!!

করোনায় মৃত নারীর গোসল করালেন ইউএনও।
ভয়ে কেউ কাছে না আসলেও এগিয়ে আসেন খালেদা আক্তার নামের একজন উপজেলা নির্বাাহী কর্মকর্তা। সবাই অমানুষ হয়ে যায়নি। এই জন্যই হয়তো পৃথিবী টিকে আছে।

কামরাঙ্গীরচরে অটোরিক্সার ব্যাটারী চার্জ দেয়ার সময় বিস্ফোরণ।
দূর্ঘটনায় মারা গেছেন স্বামী-স্ত্রী। দগ্ধ হয়েশেন বেশ কয়েকজন। দেশে প্রচুর পরিমানে ব্যাটারী চালিত অটোরিক্সা বাড়ছে। আরো বাড়বো। সচেতন না হলে ভয়ংকর হতে পারে। মেয়াদোত্তীর্ণ হলে রিপ্লেস করা জরুরী। এ ব্যাপারে একটা নীতিমালা থাকা জরুরী। রিকসা ভেঙে ফেলা সমাধান নয়।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ২১২ জন।
প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। আমরা এখনো ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সচেতন হতে হবে আরো। আমার কিছু হয়নি বলে যে স্বাস্থ্যবিধি মেনে চলবো না এমনটা ভাবা চলবে না। তবে লকডাউন আর শাটডাউনের প্রজ্ঞপনের হাস্যকর শর্তে করোনাও হাসে আমি নিশ্চিত। দোষ শুধু সরকারের না, আমাদেরও সচেতনতার অভাব।

আমি-আপনিও দেশপ্রেমিক।
চিপসের প্যাকেট খেয়ে রাস্তায় ফেলি আর ঢাকার জলাবদ্ধতা নিয়ে কলম ধরি! আমাদের মতো দু'মুখো মানসিকতার লোক আছে বলেই দেশটা পিছিয়ে।



ছবি: ফ্লিকার ডট কম

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।
সানে আমাদের ভয়াবহ দিন অপেক্ষা করছে সম্ভবতো।
বিশেষ করে আমার মতো মধ্যবিত্তদের জন্য অবস্থা বেগতিক হবে।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন: বেঁচে থাকাই যেন অষ্টমাশ্চর্য হবে ভাই।

২| ১০ ই জুলাই, ২০২১ দুপুর ২:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ইউ এন ও খালেদা আক্তারের কাছ থেকে আমরা মানবতার শিক্ষা নিতে পারি। উনি বিসিএস কর্মকর্তা হয়েও সাধারনের পর্যায়ে নেমে এসেছেন। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিন্তু তারা কোণঠাসা।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৯

হাবিব বলেছেন: শত শত খারাপের ভীরে এমন দু'একজনই আমাদের ভরসা।

৩| ১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৫

শায়মা বলেছেন: আমারও।

করোনাতে সব অর্ধেক হয়ে যাবে বাংলাদেশের মানুষ এমনই ভেবেছিলাম আমি। আজও বেঁচে আছি অবাক লাগে!

বেঁচে থাকারই তো কথা না।

১০ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৯

হাবিব বলেছেন: তবুও তো আমরা সচেতন হচ্ছি না। আমাদের গা ছাড়া ভাব কবে যাবে?

৪| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৭

কুশন বলেছেন: এই দেশে সুন্দর জীবনযাপন করা যাবে না। সুন্দরভাবে বাঁচতে হলে উন্নত বিশ্বে চলে যেতে হবে।

১১ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৮

হাবিব বলেছেন: আমরা নিজেরাই অসম্ভব করে তুলছি প্রতিনিয়ত

৫| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫

শেরজা তপন বলেছেন: জন সচেনতার গুরুত্বপূর্ণ পোস্ট-
তবে কারো খাছিলত পাল্টাবে বলে মনে হয় :(

১১ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩০

হাবিব বলেছেন: নিজের গা বাঁচাতে বাঁচাতে কবে যে গায়ে এসে পড়ে বুঝা মুশকিল।

৬| ১০ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আমরা পরিবেশসম্মত কিছু করতে অপারগ । আর দূষণ করার ওস্তাদ । একজন সুনাগরিকের পরিবেশ সচেতনতা সর্বাগ্রে দরকার । এ বিষয়ে বেশি থেকে বেশি লেখা দরকার ।

১১ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩২

হাবিব বলেছেন: চারিদিকে দূষণে দূষণে একাকার। বেঁচে থাকাই যে কষ্টকর হয়ে যাচ্ছে দিনদিন। প্রতিকার নাই এর। আমরা জন্ম থেকেই এমন।

৭| ১০ ই জুলাই, ২০২১ রাত ৯:২৯

জটিল ভাই বলেছেন:
অধিকংশ কথাই বলতে নেই, পাপ হবে। তবে শেষ লাইনে পিছিয়ে আছে না বলে টিকে আছে বললে হয়তো আমদের সঠিক মূল্যায়ণ হবে। আর পোস্ট বরাবরের মতো অসাধারণ স্যার! (ভয়ে ভাই বললাম না)

১১ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩৫

হাবিব বলেছেন:





একদিন এমন সব আবর্জনার স্তুপে পরেই আমরা হয়তো নি:শেষ হবো।
যে জীবনের ভয়ে কিছু বলছিনা, সে জীবন বাঁচানোটাও দায় হয়ে যাবে।

পোস্টের প্রশংসার জন্য ধন্যবাদ ভাইয়ূ।
কিন্তু ভয় পেলেন যে বড়!!!
আমি আবার কি করিলুম??

৮| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেচে থাকাটা এখন বিষ্ময় ও নেয়ামত।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৮

হাবিব বলেছেন: তাইতো শুকরিয়া প্রতিপালকের দরবারে। আমরাই আমাদের বেঁচে থাকবার স্থানগুলো নষ্ট করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.