নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

সনেট কাব্যে আল-আসমাউল হুসনার ফজিলত: "আল্লাহ, আর-রাহমান, আল-মালিক"

১১ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৭



(১) " আল্লাহ" নামের ফজিলত

আল্লাহ মহান রব তিনি ছাড়া নাই
এ ধরার সবকিছু সৃজিলো দয়ায়,
করুণাতে সব জীব বেঁচে পড়ে খায়
প্রতিটি নি:শ্বাসে তব তাঁর নামে বাঁচি।
আল্লাহর রহমেই ভূলোকে সবাই
সুস্বাস্থ্য পাবার তরে ফলমূল খায়,
শোকরিয়া আদায়েতে পাপ দূরে যায়
নিখুত পৃথিবী 'পরে তাঁর দয়া যাচি।

নিয়ত হাজার বার তাঁর প্রশংসায়
বাড়বে হিম্মত শক্তি ঈমানের নায়
বিচারে নাহি ভয় সে বেহেশত পায়।
আল্লাহকে ছাড়া সবে থাকে অজানায়
সব প্রাণ বেঁচে থাকে তব করুণায়
তবুও হওনা কেন নত তাঁর পায়?

(২) "আর-রাহমান" নামের ফজিলত

আর-রাহমান তিঁনি খোদা দয়াময়
দয়ার গুণে মানব পৃথিবীতে রয়,
অন্যকেহ তাঁর মতো দয়াবান নয়
তবুও সতত করি আল্লাহকে ভয়।
তাঁর প্রতি নিষ্প্রাণ যে তার হবে ক্ষয়
অন্য ধর্মগুলো যেন সব অপচয়,
মনে মনে মৃদু হেসে শয়তান কয়
আমার দলেতে আসো হবেই অক্ষয়।

দয়াময় গুণে সেই মুসিবত সারে।
নিরাপদ নও তুমি? ভয়টাও বাড়ে?
অমঙ্গল এসে যেন প্রাণটাও কাড়ে?
ঈমানে আল্লাহ নামে রহমান স্মরে
তিঁনিই সব বিপদ সমাধান করে
বিপদ বিহীন রাখে দুনিয়ার 'পরে।

(৩)"আল-মালিক" নামের ফজিলত

আল-মালিক আল্লাহ জগতের 'পরে
সকল ক্ষমতার সেঁ মহা অধিকারী,
জগতের বাদশাহী শুধুই তারই
তাবৎ সৃষ্টিতে তাঁর হুকুমাত জারি।
অল্প ক্ষমতাটা পেয়ে অস্থায়ী ভূলোকে
পেয়ে গেছে সব জেন ভেবে বসে লোকে,
এই ধারনাতে তারে রোগে ফেলে রাখে
সারবার রোগ নয় ওষুধ না থাকে।

এ নামের জিকিরেই ফজরের পরে
সূর্যদয়ের আগেই প্রতিদিন তাঁরে
ডেকে চলো। দারিদ্রতা- অভাবটাও সারে।
মালিকের ঈমানেই সতত কল্যাণ
ক্ষমতা সকল ধন তাঁর মহা দান
মালিকের দানে পাবে বেহেশতটারে।


**সনেট কাব্যে আল-আসমাউল হুসনার ফজিলতঃ "আল-মান্নান, আল- হান্নান, আদ-দাইয়ান"

মন্তব্য ১৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২১

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রিয়তে...

১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৭

হাবিব বলেছেন: আমার পোস্টটি পছন্দ করার জন্য আপ্লুত হলাম। ধন্যবাদ ভাইয়া।

২| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো শেয়ার

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৮

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইসাব।

৩| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪১

নজসু বলেছেন:



সেসময় শুরু করেছিলেন সনেট রচনা।
আচমকা থেমে গিয়েছিলো।
পুনরায় দেখে অনেক ভালো লাগছে প্রিয় ভাই।
অসাধারণ।

১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৯

হাবিব বলেছেন: সনেট রচনা আবারো শুরু করলাম। দোয়া করবেন সুজন ভাই। আশা করি ভালো আছেন।

৪| ১১ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৪

নতুন-আলো বলেছেন: অনবদ্য। জাজাকাল্লাহ খায়রান।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৮

হাবিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৫| ১১ ই জুলাই, ২০২১ বিকাল ৫:১১

নীল আকাশ বলেছেন: আপনাকে এখন নিয়মিত লিখতে দেখলে বেশ ভালো লাগে।

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:০৯

হাবিব বলেছেন: আপনি মনে হয় অনেক ব্যস্ত থাকেন! নিয়মিত পাইনা আপনাকে।

৬| ১১ ই জুলাই, ২০২১ রাত ১০:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



সনেট কাব্যকারে আল-আসমাউল হুসনার ফজিলত
আল্লাহ, আর-রাহমান, আল-মালিক
নিয়ে মহামুল্যবান কথা মালা ।

চিত্ত শুদ্ধ , সুকর্মে প্রেরণা আর দু:স্কর্মে বিরত থাকার
সচেতনতা জাগুক সকলের মনে এ কামনাই জাগে
কবিতাগুচ্ছ পাঠে ।

সুন্দর কবিতা গুচ্ছের জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১০

হাবিব বলেছেন: চমৎকার মন্তব্য অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ ভাইজান। ভালো থাকবেন সবসময়

৭| ১২ ই জুলাই, ২০২১ রাত ১২:৫৭

জটিল ভাই বলেছেন:
সুবহানআল্লাহ্....

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১০

হাবিব বলেছেন: শুকরান, জাযাকাল্লাহ

৮| ১২ ই জুলাই, ২০২১ ভোর ৫:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই জুলাই, ২০২১ সকাল ১১:১১

হাবিব বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.