![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
"আস-সালাম" নামের ফজিলত
আস-সালামু শান্তির সকল আধার
বালা-মুসিবত যত সমান পাহাড়
জালিমের আগ্রাসন অসীম পাথার
দূর করে দিতে পারে সালামের গুণে।
ঈমানে সালাম রেখে যদি ভয় করো
অত্যাধিক পরিমানে তাকে যদি স্মরো
ফরজ নামায শেষে জিকিরটা ধরো
মুসিবত কেটে যাবে বড় হবে মানে।
শান্তি দাতা দয়াময় তাঁর বিধানেই
মানুষের ভালো হবে তাঁর অধীনেই
জ্ঞানপাপী কিছু লোক এসব না বুঝে।
শান্তি নাহি পাবে কোথা সালামকে ছাড়া
আত্মাহুতি যদি করো কান্না প্রাণ কাড়া
সালাম নামেই পাবে শান্তিধারা খোঁজে।
"আল-কুদ্দুস" নামের ফজিলত
আল-কুদ্দুস আল্লাহ সতত পবিত্র
মহান পবিত্রতায় ব্যধি মুক্ত করে,
সর্বদায় জিকিরে যে কুদ্দুস কে স্মরে
ঈমান তাহাতে রাখে আল্লাহর ডরে।
যদি চাও সম্মান ও সম্ভ্রান্তির সূত্র
যোহরের পড়ে স্মরো প্রতিদিন তুমি
করিতে চাইলে পূত হৃদয়ের ভূমি
থাকবেনা রোগ শোক তোমাদের ঘরে।
শিরকের কুলষিত মহা পাপ থেকে
মুক্তি মিলবেই জানি তাঁহাকেই ডেকে
অন্তরেও শান্তি পাবে ঈমানটা মেখে।
ঈমানের মধু স্বাদ চাও যদি খেতে
বেহেশত সুখ যদি চাও তুমি পেতে
কুদ্দুস মহান রব হবে মেনে নিতে।
সনেট কাব্যে আল আসমাউল হুসনা:
(১) "আল্লাহ, আর-রাহমান, আল-মালিক"
(২) "আল-মান্নান, আল- হান্নান, আদ-দাইয়ান"
ছবি সংগৃহীত
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:২১
হাবিব বলেছেন: চোখেরবালি,
পোস্টের প্রশংসার জন্য ধন্যবাদ আপনাকে।
২| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১২
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহর গুণবাচক নামগুলোরও অনেক ফজিলত। তার মধ্যে থেকে দুটো নিয়ে লিখেছেন। ভাল হয়েছে ।
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১৭
হাবিব বলেছেন: সেলিম আনোয়ার ভাই,
মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ইচ্ছা আছে সবগুলো নিয়েই সনেট লিখবো, বাকিটা আল্লাহর ইচ্ছা।
৩| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন আরও লিখুন
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:১১
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
৪| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:১৫
আরোহী আশা বলেছেন: দারুণ হয়েছে।++
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৮
হাবিব বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৫| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:১৫
নজসু বলেছেন:
মাশায়াল্লাহ প্রিয় ভাই।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২৩
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মঙ্গল করুক। ভালো থাকবেন সুজন ভাই
৬| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৩:২৫
ফাহিমা আক্তার বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন।
জাযা-কাল্লা-হু খইরান।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:২২
হাবিব বলেছেন: সুস্থ এবং নিরাপদ থাকুন সেই কামনাই করি।
৭| ০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৯
শেরজা তপন বলেছেন: পাসপোর্টের কোন সুরাহা হোল?
সনেট কবিতা বোঝার মত মাথায় পরিমানমত ঘিলু নাই- 'সতত হে নদ-' পড়ার পরে বুঝে গেছি!!!
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫৭
হাবিব বলেছেন: না স্যার কোন সুরাহা হয়নি। আমি তো খুবই সাধারণ ভাষায় লিখেছি। কঠিন শব্দ অবশ্য আমি জানিও না। সনেট লিখার চেষ্টা করছি মাত্র, জানি না কতটুকু সফল হচ্ছি
৮| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৪৯
খোলা জানালা। বলেছেন: আল্লাহর গুনগান এর চেয়ে সুন্দর লেখা আর কি হতে পারে। আল্লাহ আপনাকে বেশি বেশি গুনগান লিখার তৌফিক দিন আমাদেরকেও দিন সকল মুমিন মুসলমান এভাবেই আল্লাহর গুনগানে নিমগ্ন থাকুক। আমীন
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:৫৮
হাবিব বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। লেখার প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।
৯| ০৫ ই জুন, ২০২২ দুপুর ১:৫১
খায়রুল আহসান বলেছেন: পরম করুণাময় স্রষ্টার মহিমায় নামের চমৎকার দুটো সনেট পড়লাম। প্রচেষ্টা অব্যাহত রাখুন, আপনি পারবেন।
পোস্টে পঞ্চম প্লাস। + +
০৯ ই জুন, ২০২২ রাত ১২:৫২
হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। অনেকদিন হলো সনেট লিখি না। তবে আপনার এমন প্রাণখোলা মন্তব্যে আবার লিখতে ইচ্ছে করছে।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:১৭
চোখেরবালি বলেছেন: সুন্দর উপস্থাপনা