নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

দেখে নিন সামুর ইমুজি ও তার ব্যবহার: উদাহরণ সহ.........

০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৩৬



দেশে খারাপ খবরের অভাব নাই। সরকারি তথ্যমতে আজকেও করোনায় ২৬১ জনের প্রাণহানি। জ্বীন-পরি সব গ্রেফতার হয়ে যাচ্ছে। বাংলাদেশ দল হেরেছে অষ্ট্রেলিয়ার কাছে। ভ্যাকসিন নেওয়ার জন্য জনগনের উচছে পড়া ভীর। গণপরিবহণ বন্ধ রেখে কারখানা চালু...... ইত্যাদি ইত্যাদি। পত্রিকাতে এমন আরো অনেক খবর আছে মন খারাপের। আমি পাসপোর্ট পাচ্ছি না এই খবর অবশ্য পত্রিকাতে নেই! থাকারও কথা না। এত্তো এত্তো সব খারাপ খবরের মাঝে একটু মুচকি হাসারও ফুসরত নেই। এই আয়োজনে একটু হাসি আসলেও আসতে পারে।

সবগুলোই আমার নিজস্ব ভাবনা। ব্লগের সবগুলো ইমুজি আমি নিজেও বুঝি-টুজি না ঠিক মতো। তারপরেও দিলাম। ব্লগের ইমুজি বিশেষজ্ঞদের কাছ থেকে যদি কিছু শিখতে পারি।

সামু ব্লগের ইমুজি সমগ্র:

১. :) নববধূ শ্বশুড় বাড়ি গিয়া এরকম হাসি দেন (মুখ ঢাকা হাসি ইমুজি)
২. :D হাসতে গিয়া বেখেয়ালে দাঁত দেখা ইমুজি ( নতুন জামাই হাসি দিয়া যখন রুমালের ফাঁক গলে দাঁত দেখান)
৩. B-) অট্টহাসি ইমুজি (কারো লুঙ্গি খুলে গেলে এমন হাসি দেন অনেকেই)
৪. ;) দুষ্টু হাসি ইমুজি (উদাহরণ আর কি দিতাম, মাথায় কিচ্ছু আসতেছে না। ;) )
৫. :( মন খারাপের ইমুজি ( কপালে আমার প্রেম জুটলো না বলে বন্ধু হতাশা প্রকাশ করে এই রকম মুড নিয়া)
৬. :(( মন ভীষণ খারাপ + কান্না পাচ্ছে ইমুজি ( চারিদিকে বিয়ের ডামাডোল অথচ আপনারে যখন কোন মেয়েই যখন ফ্রেন্ড রিকু না দেয়)
৭. X( রাগে গজগজ করে উঠা ইমুজি (আপনার প্রেম জুটে না আর বন্ধুরা প্রেমের হাফ সেঞ্চুরির গল্প শোনালে এমন ইমুজি দিবেন)
৮. :| রাগে দু:খে স্পিসলেস ইমুজি (কিতা কইতাম রে বাহে........ :| )
৯. X(( রাগে গালি দিতে ইচ্ছে করা ইমুজি
১০. :-/ মুখ ভ্যাঙানো ইমুজি
১১. :P বিটল হাসির ইমুজি
১২. :-* কনফিউজড ইমুজি
১৩. :#) ভয় দেখানোর ইমুজি
১৪. #:-S গোয়েন্দাগিরির ইমুজি
১৫. 8-| আমি সুন্দরি ইমুজি
১৬. B-)) বখাটে ইমুজি
১৭. :`> হ্যান্ডসাম ভাব নেওয়া ইমুজি
১৮. :``>> কিচ্ছু নাই, নাদান, গরীবি ইমুজি
১৯. :|| আমি আবার কি করলাম ইমুজি
২০. :> প্রথম প্রথম প্রেমে পড়া ইমুজি
২১. :-< হায় আল্লাহ! আমার প্রেমিকা অন্যের সাথে ভেগে গেল ইমুজি
২২. |-) প্রেমিকা ভেগে যাবার শোকে মদ খাইয়া মাতাল হবার ইমুজি
২৩. /:) প্রেমিকার শোক ভুইলা সন্যাসী হবার ইমুজি
২৪. :-B আমি ভদ্র পোলা, কিচ্ছু করিনাই (অথচ সব করছি) ইমুজি
২৫. B:-) ভদ্র পোলার থলের বিড়াল বের হয়ে যাওয়া ইমুজি
২৬. :-P সহপাঠিরা যখন ভদ্র পোলার গোপন রহস্য উন্মোচন করে তখন এমন হাসি মারে
২৭. B:-/ সুন্দরী ক্লাস মেটরে চোখ মারলে প্রতিপক্ষের থেকে এমন রিয়্যাকশন পাওয়া যায়।
২৮. :-& প্রেমের প্রস্তাব নাকচ হওয়ার পর মন ভেঙে খান খান হওয়া ইমুজি
২৯. :-0 মাটি কামড় দিয়ে সুন্দরীর পিছনে লেগে থাকা ইমুজি
৩০. !:#P প্রেমের প্রস্তাব পেয়ে বান্ধবীদের সাথে পার্ট নেওয়া সুন্দরীর ইমুজি
৩১. =p~ প্রেমে সফল হবার পর + বায়োলজি ক্যামিষ্ট্রি ফিজিক্স শেষ করে আসার পর বন্ধুদের সাথে আলোচনার এক পর্যায়ে হাসতে হাসতে গড়াগড়ি ইমুজি।

*** সংযুক্ত করতে পারেন আপনার ভাবনা। নামসহ পোস্টে সংযুক্ত করা হপে....****

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ সকাল ১১:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: সামুতে এত ইমুজি আছে খেয়ালই করিনি কোনদিন!
যাক আজকে আপনার মাধ্যমে তরজমা সহ সব জানতে পারলাম।
তার জন্য আপনাকে ধন্যবাদ ।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১২

হাবিব বলেছেন: আমি অবশ্য সব ইমুজির মানে বুঝিনা! চেষ্টা করলাম নিজের মতো করে। মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ সোহেল ভাই

২| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্যের জবাব দেয়ার সময় কিভাবে স্যার ইমোজিকে ব্যবহার করা যায়?

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১১

হাবিব বলেছেন: #:-S + 8-| এই দুই ইমুজির যোগফল হলো স্যার ইমুজি........ :P

৩| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই তাই জীবনটাই একটা ইমুজি হাবিব দা

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:১৩

হাবিব বলেছেন: হুম। মুখোশ আর মুখোশ!!

৪| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: আমি ঠিক এসব ইমুজি টিমুজি বুঝি না। এসব সম্ভবত চেংড়া পোলাপানের কাজ।

০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:০৫

হাবিব বলেছেন: আমি এখনো চেংড়াই আছি মনে হয়

৫| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ১৯. :|| আমি আবার কি করলাম ইমুজি

এইটা হবে - "আই কিচ্ছি?"।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৮

হাবিব বলেছেন: :P :P ওকে বস!

৬| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: ইমুজি সম্বন্ধে স্যারে শিক্ষা খারাপ হয় নি। বিনোদনের খোরাক তো আছে । !:#P

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:২৯

হাবিব বলেছেন: :> :> লইজ্জা পাইলাম

৭| ০৮ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: ১০ নম্বর তো আমি জানতাম অবাক হয়ে মুখ হা করার ইমুজি ! :D

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩১

হাবিব বলেছেন: তাইলে মনে হয় অবাক ইমুজি এইটা। আমারই রং অইছে।সরি বস ... 8-|

৮| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৮

স্প্যানকড বলেছেন: এখন আসল অনুভুতি ইমুজি কাইড়া নিছে ! কামটা ভালা করে নাই ! ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩২

হাবিব বলেছেন: ইমুজির মজা হইলো কথা না বলেও অনেক কিছুই বুঝানো যায়। :-B

৯| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৩৩

আরোহী আশা বলেছেন: B:-) B:-/

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১০

হাবিব বলেছেন: :-B

১০| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:১৩

তারেক ফাহিম বলেছেন: ইমোজের সজ্ঞা পড়ে হাসলাম অনেকক্ষন।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১১

হাবিব বলেছেন: B-) :P

১১| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৪

ফাহিমা আক্তার বলেছেন: ভাইয়া পাসপোর্ট পেতে হলে দরবেশ দরতে হয়।
দরবেশ ১০ দিনে সব হয়ে যাবে। :)

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১২

হাবিব বলেছেন: দরবেশ তো বহু টাকা চায়, লাখ টাকার উপরে। এতো টাকা কেমনে দিতাম?

১২| ০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৫:৪৫

রাকু হাসান বলেছেন:

এসব ইমোজির সঙ্গা একেক জনের কাছে একেক রকম।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৩

হাবিব বলেছেন: একদম ঠিক বলেছেন রাকু হাসান ভাই।

কতদিন পরে এলেন। আশা করি ভালো আছেন।

১৩| ০৯ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪৪

মৌরি হক দোলা বলেছেন: মজা পাইলাম।

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৪

হাবিব বলেছেন: :-B :-B :P

১৪| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৮

ভুয়া মফিজ বলেছেন: ভালো পোষ্ট দিসেন। অনেকের কামে দিবো। আমি অবশ্য বৃটিশ আমল থিকাই ইমোজি ব্যবহার করি!! :P

০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:২৪

হাবিব বলেছেন: আপনের আশায় আশায় থাইকা থাইকা পোস্ট প্রথম পাতা থেকে চইলা গেলো, আলোচিত পাতা থেকেও গেলো। আপনে না হইলে এমন পোস্ট দিয়া কি আরাম পাওন যায় কন? আপনে আইবেন, দুই চারটা মজার মজার কমেন্ট টমেন্টস করবেন তাইলে না জমবো লেখা।

১৫| ০৯ ই আগস্ট, ২০২১ দুপুর ২:৩৫

ভুয়া মফিজ বলেছেন: ভালো কইছেন। পৃথিবী যেইখানে প্যাটের ধান্ধায় ঘুরে, সেইখানে আমি কোন ছাড়? আমার তো সারাদিনই ঘুরা লাগে। ব্লগে সময় দিমু কখন? যাওবা একটু সময় পাইলে আসতে মন চায়, খালি দেখি ধর্মীয় পোষ্ট আর অশ্রাব্য কথাবার্তা। শ্যাষে টিকতে না পাইরা একটা পোষ্ট দিয়াই ফালাইলাম। দেখছেন নি?

অফিসে বইসা শান্তিমতোন ব্লগানো যায় না। কামের ফাকে ফাকে ব্লগাই.......তাও বেশীরভাগ সময় পারি না। মজার কমেন্ট করুম কোইত্থে!!! :(

০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:০৭

হাবিব বলেছেন:






ঠিকি কইছেন ভাই। কাজের ফাঁকে ফুকে ঢুকি ব্লগে আমিও। ব্লগে ইসলাম লইয়া যে উল্টা পাল্টা কথা চলে তাতে খারাপই লাগে। ওনাদের বুঝাইতে গেলে নিজেরই আবাল হইতে হয়।

আপনের পোস্ট নজরে পরছে। পইড়া মন্তব্য রাখমুনি। হরহরাইয়া মন্তব্য পাইতাছেন দেখলাম। বেশি উত্তেজিত হইয়েন না। এদেরকে কিছু বলা উলুবনে মুক্তা ছড়ানোর মতো।



অফিসে বইসা শান্তিমতোন ব্লগানো যায় না। কামের ফাকে ফাকে ব্লগাই.......তাও বেশীরভাগ সময় পারি না। মজার কমেন্ট করুম কোইত্থে!!!

আপনে এই কথা কইলে কেমনে হইবো। একবারে যে নিরস নিরস লাগে.........।

১৬| ০৯ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:৪২

আরোগ্য বলেছেন: কি স্যার পুরা পোস্টে তো প্রেমের পাঠ শিখাইছেন। :||
আকিকা ছাড়াই নিজের নাম বদলাইয়া দিলেন, নাম থেইকা 'স্যার ' খইসা পরলো কেন? B:-/

১০ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৩৫

হাবিব বলেছেন: ছাত্র না থাকলে স্কুল রাইখাই কি অইবো আর স্যার নাম রাইখাই কি অইবো কন......! তয় আপনের মন্তব্য পাইয়া বহুত ভালো লাগছে

১৭| ২৬ শে মে, ২০২২ বিকাল ৪:১৯

খায়রুল আহসান বলেছেন: এইসব 'ইমুজি' নিয়া আমিও খুব কনফিউশনে থাকি। তাই আমি শুধু একটাই ব্যবহার করি মাঝে মাঝে; প্রথমটা। কদাচিৎ পঞ্চমটাও ব্যবহার করে থাকি।

মজার পোস্টে নবম প্লাস। + +

০৯ ই জুন, ২০২২ রাত ১২:৪৮

হাবিব বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া, আমার পুরোনো পোস্টে মন্তব্য করার জন্য

১৮| ২৬ শে মে, ২০২২ বিকাল ৫:০৯

রোবোট বলেছেন: ফুস্টে খমেন্টে এতো বানামবুল তাকিলে খেমন করিয়া বলগ ফড়ি?

০৯ ই জুন, ২০২২ রাত ১২:৪৮

হাবিব বলেছেন: বানাম ঠিক করার জন্য তো আফনে আছেনই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.