নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

এহসান গ্রুপের ভন্ডামি, হেলিকপ্টার হুজুরের "মুনাফেক" ফতোয়া ও সরলমনা বাঙালী।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০১



নূরানী চেহারা আর হৃদয় গলানো বক্তব্যে বাংলাদেশের সরলমনা ধর্মপ্রান মানুষের অন্তরে ভালোভাবেই স্থান করে নিয়েছেন মাওলানা হাফিজুর রহমান ওরফে কুয়াকাটা হুজুর। তাকে কেউ কেউ আবার হেলিকপ্টার হুজুর বলেও চিনেন। মাহফিলে এক-দেড় ঘন্টা কথা বলার জন্য ওনাকে দিতে হয় মোটা অংকের টাকা। কিন্তু মাহফিল তো আর সারা বছর চলে না! শীতের মৌসুম ছাড়া তেমন একটা ইনকাম না থাকায় বাড়তি ইনকামের ধান্দা করেন। উপরি কামাই মোটেই খারাপ নয় তবে উনি যে বাংলার ধর্মপ্রাণ মানুষের টাকা নিয়ে ছিনিমিনি খেললেন তার কি হবে?

সম্প্রতি কথিত শিল্পগ্রুপ, হেলিকপ্টার হুজুরের ভাষায় যারা কিনা "জগতের জন্য রহমত", যাদেরকে নিয়ে বাড়তি প্রশ্ন করলে "মুনাফেক" হয়ে যাবে মানুষজন সেই রোহানী শিল্পগ্রুপের কর্ণধার রাগিব আহসান তার সাঙ্গ-পাঙ্গ সহ গ্রেপ্তার হয়েছেন। কিন্তু যার বক্তব্য শুনে লাখো মানুষ সুদবিহীন লভ্যাংশের আশায় বিনিয়োগ করলেন তিনি এখনো বহাল তবিয়তে।

খবরে দেখলাম ৫ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে পিরোজপুর ভিত্তিক কথিত এই এহসান গ্রুপ। এই প্রতিষ্ঠানের মালিক রাগীব আহসান কর্মজীবন শুরু করেন একটি এমএলএম কোম্পানি দিয়ে। সেখানেই মানুষ ঠকানোর সমস্ত কলা কৌশল রপ্ত করেন তিনি। আর বছর বছর জনপ্রিয় মওলানাদেরকে দিয়ে নিজের প্রতিষ্ঠানের সাফাই গাইয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেন তাদের জমানো মূলধন।

আমরা শর্টকার্টে বড়লোক হওয়ার স্বপ্ন দেখি। আমরা খুবই লোভী আর অলস জাতি। আমাদের লোভ আর সরল স্বপ্নকে পুজি করে গড়ে উঠে ইভ্যালি, ইঅরেঞ্জ, ইকমলা, ইজাম্বুরা ইত্যাদি ইত্যাদি প্রতিষ্ঠান। ওরা আমাদের সামনে মূলা ঝুলায়, আমরা সেই মূলার পিছনে ছুটতে ছুটতে নি:স্ব হই। দোষ কি শুধু ওদের। মূল দোষটা আমাদেরই। আমরাই ওদেরকে প্রতারণা করার সুযোগ করে দেই। ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের না ধরে পাছায় কাচা কঞ্চি দিয়ে লোভী বাঙালিকে পিটানো উচিত। ডেসটিনি গেলো, এসডিএস গেলো, আরো কতো হাবিজাবি নাম সর্বস্ব কোম্পানীকে টাকা দিয়ে ফতুর হলো জনগন তবুও শিক্ষা হলো না। বারবার ফাঁদে পা দিয়ে দিয়েও জ্ঞান হলো না। এহসান গ্রুপ নিলো হাজার কোটি টাকা। আবার কোন কোম্পানি এসে টর্নেডো, সাইক্লোন, আইলা, সিডর অফার চালু করলে হুমড়ি খাইয়া জনগন তাদের টাকা দিবো। আর গরীব মিসকিন দুই-চার পাঁচ টাকা ভিক্ষা চাইলে বলবে "মাফ করো''।

আসন্ন শীতে আবার জমবো মাহফিল। অলি আওলিয়াদের কাহিনী শুনে চোখের জলে দাড়ি ভিজাইবো ধর্মপ্রাণ মুসল্লিরা। কুয়াকাটা হুজুরেরা হেলিকপ্টারে চেপে এক ঘন্টার বয়ানে নিয়ে আসবেন লাখ টাকা। আবার নতুন করে গড়ে তুলবেন কোন এইসান গ্রুপ। আবার ঠকার জন্য তৈরী থাকো বাঙালী!!

কোন কথা হবে না। শুধু তালি হবে, তালি।

ছবি: জাগো নিউজ২৪.কম

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



ধর্ম নিয়ে যারা কথা বলে, তারা জেনে, কিংবা না জেনে ভুল ও মিথ্যা কথা বলে।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২০

হাবিব বলেছেন: আপনি ঠান্ডা মাথায় সত্য একখান কথা বলেছেন।

২| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঐ গ্রুপের লুট করা টাকার পরিমান আরও বেশী। সম্ভবত ১৭০০০ কোটি টাকা। এতো দিন পরে কেন কর্তৃপক্ষের নজরে আসলো।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২০

হাবিব বলেছেন: টাকার পরিমান একেক পোর্টালে একেক রকম দেখলাম। তদন্তে সব বেড়িয়ে আসবে। কর্তপক্ষকে ম্যানেজ করা কি কোন ব্যাপার বলেন!

৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:১৮

রানার ব্লগ বলেছেন: ধর্ম মানুষ কে বোকা ও জ্ঞ্যানহীন বানিয়ে রাখে আর এতে উৎসাহী দেয় এই সব ভন্ড কুকুররা।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২১

হাবিব বলেছেন: উনি প্রকাশ্য বক্তব্যে নিজেকে এহসান গ্রুপের লোক বলেছেন। বিচার ওনারও হওয়া উচিত।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২২

জুন বলেছেন: রংপুরের এক প্রাক্তন ক্রিকেট প্লেয়ার বর্তমানে ওয়াজ করে কয়েক মাসে গুম হয়েছিল, তাঁর দ্বিতীয় স্ত্রী মাদ্রাসার টিচার মামলা করেছিল । তাঁর কেস কি হলো ? আর নামটাই জানি কি ছেলেটার ভুলেও গেছি হাবিব স্যার ।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:২৫

হাবিব বলেছেন:




আমরা সবসময় গরম জিনিস পছন্দ করি।
প্রতিদিন নতুন নতুন ইস্যু নিয়া কথা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না।

আমিও তো ভুইলা গেছিলাম নামটা। আপনে কওনে মাথায় কলম খুচাইয়া মনে করার চেষ্টা করলাম।
ছেলেটার নাম আবু-ত্বহা।

হঠাৎ তার খবর জানতে চাওয়ার হেতু কি আপা?

কুয়াকাটা সম্পর্কে কিছু বলুন।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এইসব নিয়া চিন্তার কিছু নাই।

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৯

হাবিব বলেছেন: কেন ভাই?

৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৮

আহমেদ জী এস বলেছেন: হাবিব,




ঠিকই বলেছেন, বারবার প্রতারিত হওয়ার পরেও যে আহাম্মক জনতা আবারও প্রতারিত হওয়ার জন্যে লুঙ্গি খুলে দেয় তাদেরই পাছা
আগে কঞ্চি দিয়ে বেতিয়ে লাল করে দেয়া উচিৎ...........

১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪১

হাবিব বলেছেন: জনগনের অতি লোভ এমন ভূইফোর প্রতিষ্ঠান তৈরী হয়। এখানে সব কিছুর সাথে যুক্ত হয়েছে অন্ধ বিশ্বাস

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

কামাল১৮ বলেছেন: অনেক এলাকার নামেই হুজুর আছে।হেমায়েতপুরী হুজুর কি আছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১১

হাবিব বলেছেন: থাকতেও পারে

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩১

রাজীব নুর বলেছেন: হুজুরদের আমি অপছন্দ করি।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১১

হাবিব বলেছেন: সবাই এক রকম নয়।

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৫৫

শেরজা তপন বলেছেন: এরা খুব সহজে ধর্মের নামে ধর্মপ্রান মানুষকে কনভিন্স করতে পারে- এদের এই অপরাধের জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১৩

হাবিব বলেছেন: এদেরকে আমৃত্যু কারাদন্ড দেয়া উচিত

১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৭

পদাতিক চৌধুরি বলেছেন: কয়েকটি কারণের মধ্যে অন্যতম ওয়াজ মাহফিলের নামে চাঁদার উৎপাতে একজায়গায় বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছি। সারাবছর জমির দালালী,কাটমানি,হুমকি দিয়ে পয়সা আদায় করে বছরে প্রেস্টিজ ইস্যু দেখিয়ে নিজেরাই নিজেদের অতিতের রেকর্ড ভেঙে সভা দিয়ে জুলুম করে টাকা আদায় করে।হুজুররা গভীর রাত পর্যন্ত বয়ান দেয়,মোটা অংকের টাকা হাতিয়ে চলে যায়। আয়োজকরা ফজরের নামাজের সময় ঘনিয়ে কাঁটায়।এই সমস্ত হুজুরদের আমার একেবারেই পছন্দ নয়।বিষয়টি এমন মস্তান মস্তানি করে টাকা আদায় করলো।আর এই দরবেশধারী মস্তানরা তাদের খেদমৎ নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে চম্পট দেয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১৪

হাবিব বলেছেন: ওরা প্রতারক, ধর্মকে পুজি করে জনসাধরনের সাথে ধোঁকাবাজী করে। তবে সবাই একরকম নয়।

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৪:২৫

নেওয়াজ আলি বলেছেন: সে নিজেই বাটপার।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:১৫

হাবিব বলেছেন: ওনি এহসান গ্রুপ সম্পর্কে যে ভাবে সাফাই গেয়েছেন সেটা একদমই উচিত হয়নি।

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জাতি হিসাবে আমরা কতটুকু সৎ ও নীতিবান ? সারা বিশ্বের সাথে তুলনা করার দরকার নেই, পাশের দুটো দেশের (ভারত ও মিয়ানমার) সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের তুলনা করুন - সেটা হচ্ছে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য। মিয়ানমার পাশ্চাত্য বিশ্বের অবরোধের মধ্যে থাকা সত্বেও এবং ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হওয়া সত্বেও এই দুটি দেশে দ্রব্য মূল্য অনেক সহনীয়। আমাদের দেশে পণ্যমূল্য আকাশচুম্বী কেন ? কেন ধর্মপ্রাণ মুসলিম দেশের সংযমের মাসে হুটহাট করে পেয়াঁজসহ খাদ্যমূল্যের দাম বেড়ে যায় ?

আমাদের সমাজের সকলপর্যায়েই চরম অসাধুতা ও লোভ-লালসা বাসা বেঁধে ফেলেছে। তাই রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, এমনকি সাধারণ জনগণের একাংশও দ্রুত বড়োলোক হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত। সেই সমাজেরই অংশ হিসাবে আমরা কিভাবে আশা করি ধর্মীয় নেতারাও সৎ ও নীতিবান হবেন ?

মাথায় পচন ধরা শুরু হয়েছে - এখন সেই পচন কোথায় ছড়ায় দেখার জন্য একটু অপেক্ষা করুন।

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৪৪

হাবিব বলেছেন: শরীরের সব জায়গাতে পচন, মলম লাগানোর জায়গা নাই। লোভ মানুষকে ধ্বংস করে দিবে।

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৬

নূর আলম হিরণ বলেছেন: উনার এই সাফাইয়ের যে ভিডিও দেখলাম এটা কি এহসান গ্রূফ কট খাওয়ার আগে না পরের?

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:১৯

হাবিব বলেছেন: উনার ওই মাহফিলের বক্তব্য শুন্যে মানুষ দলে দলে টাকা রেখেছে এহসান গ্রুপে। এইসান গ্রুপ আয়োজিত এক মাহফিলে তিনি এসব কথা বলেছেন। ভিডিও কট খাওয়ার অনেক আগের।

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০২

জুল ভার্ন বলেছেন: ছোট হোক বড়ো হোক প্রতারণা নিন্দনীয়। তবে আমি হলফ করে বলতে পারি- কথিত ১৭ হাজার কোটি সাকুল্যে কয়েকশত কোটি টাকা হবে কিনা সন্দেহ। কারন, যারা প্রতারণা আবিস্কার করে তারা সব সময়ই ফুলিয়ে ফাপিয়ে প্রচার করে-পরে দেখা যায় "পর্বতের মুসিক প্রসবণ"!

১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২১

হাবিব বলেছেন: আমিও আপনার সাথে একমত। এত টাকা হবে না হয়তো। তবে কয়েকশত কোটি টাকা নিশ্চিত। গরীবের টাকা সব। সবগুলোই সাধারণ মানুষের টাকা। এদের বিচার হওয়া প্রয়োজন।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৩৯

নূর আলম হিরণ বলেছেন: এই লোকেরও এখন ব্যাংক হিসাব স্থাবর অস্থাবর সম্পদের তদন্ত করা উচিত। তদন্ত করে রিপোর্ট জনসম্মুখে দিয়ে এমন একটি মাহফিল আয়োজন করে তাকে বক্তব্য বলতে দেওয়া দরকার।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৯

হাবিব বলেছেন: কিন্তু সরকার মহাশয় তা করবেন না।

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বার বার ভুল করা ভালো লক্ষন নয়।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২০

হাবিব বলেছেন: ভুল নয় এগুলো। এসব লোভ

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২০

সপ্তম৮৪ বলেছেন: ঠিইইইইইক

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২০

হাবিব বলেছেন: মওলানারা বরাবরই ঠিক কথাই বলেন। শ্রোতারাও ঠিক ঠিক বলে মুখে ফেনা তুলেন

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:১৪

নীল আকাশ বলেছেন: আমি সবসময় এইসব ওয়াজ মাহফাইল বক্তিতা দিয়ে বেড়ানো হুজুরদের আপদমস্তক ভণ্ড বলি। টাকা পয়সা নিয়ে এভাবে ধর্মের বানী প্রচার ইসলামে নিষিদ্ধ।

তবে হুজুরদের মার্কেটিং গাই হিসেবে ব্যবহারের আইডিয়া চমকপ্রদ। এখন থেকে অনেকেই এই কনসেপ্ট ইউজ করবে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:২২

হাবিব বলেছেন: ওসব বক্তাদের কথায় ও কাজে মিল নেই। ওরা ইসলামের কথা মুখে বলে কিন্তু মানে না।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:২০

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে এক জনকে বলেছে, ‘ওরে বাটপার, ওরে চিটার’। অবশেষে দেখাগেল সে নিজেই সেটা।

২২ শে সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:৪৪

হাবিব বলেছেন: তারপরেও কি তিনি শুধরাবেন কিংবা ভুলের ক্ষমা চাইবেন?

২০| ২৬ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৪

খায়রুল আহসান বলেছেন: ধর্ম নিয়ে প্রতারণার কত রকমের 'রকমফের' আছে, তা বাঙালিদের সমাজে বিচরণ না করলে বোঝার উপায় নেই।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৭

হাবিব বলেছেন: একদমই ঠিক বলেছেন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.