নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

একুশে বইমেলা-২০২২ -এ ব্লগারদের প্রকাশিত বইসমূহ

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:১৬



***আপডেট: একুশে বইমেলা-২০২২ এর সময় বাড়ল, চলবে ১৭ মার্চ পর্যন্ত।

দেখতে দেখতে আবারও চলে এলো বইমেলা। বইমেলা বই প্রেমিদের কাছে আলাদা আবেগের জায়গা। যাদের বই প্রকাশিত হবে বা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম আর তথ্য প্রযুক্তির যাতাকলে কাগুজে বইয়ের ব্যবহার কমলেও সত্যিকারের বইপ্রেমিদের কাছে এখনো এর কদর কমেনি। বরং ছাপা বইয়ে যে মজা পাওয়া যায় তা পিডিএফ বইয়ে নেই। করোনা মহামারিরর এই সময়ে বইমেলা হবে কি হবে না এই চিন্তা করে সাহিত্যমনাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। বিশেষ করে যাদের বই প্রকাশিত হয়েছে তারা একটু বেশিই উদ্বিগ্ন ছিলেন বলেই আমার মনে হয়। তবে সেলফি প্রেমিদের এই যুগে বই মেলায় যে ভীর লক্ষ্য করা যায় তা যে কেবল স্ট্যাটাস আপডেট তা বলাই বাহুল্য। আশার কথা হচ্ছে সেলফে সাজিয়ে রাখার জন্য হলেও অনেকেই বই কিনছেন, তাতে করে প্রকাশনী সংস্থা আর লেখক মহোদয়গন কিঞ্চিত হলেও লাভবান হবেন। এই দৌড়ে অবশ্য ফেসবুক আর ইউটিউব সেলিব্রেটিরা এগিয়ে। সেখানে নতুনেরা খুব একটা স্থান পান না।

যাই হোক আজাইরা প্যাঁচাল রাইখা বইয়ের খোঁজ খবর দেয়া যাক। এই লিস্ট ক্রমাগত আপডেট হতে থাকবে।

(১) মনিরা সুলতানা:



বইয়ের নাম: বাসি বকুলের ঘ্রাণ
ধরন: কবিতা
মোট পৃষ্ঠা: ৬৪
মলাটমূল্য: ২০০ টাকা
প্রকাশনী : বুকিশ পাবলিকেশন্স
বইমেলা স্টল নম্বর: ৫৭৮, উড়কি (সোহরাওয়ার্দী উদ্যান এর মেইন গেট দিয়ে প্রবেশ করলে শুরুতেই তথ্য কেন্দ্রের পাশের সারি।)
রকমারী: বাসি বকুলের ঘ্রাণ




বইয়ের নাম: মন সায়র
ধরন: কবিতা
মোট পৃষ্ঠা: ৫৬
মলাটমূল্য: ১৮০ টাকা
প্রকাশনী : বুকিশ পাবলিকেশন্স
বইমেলা স্টল নম্বর: ৫৭৮, উড়কি (সোহরাওয়ার্দী উদ্যান এর মেইন গেট দিয়ে প্রবেশ করলে শুরুতেই তথ্য কেন্দ্রের পাশের সারি।)
রকমারী: মন সায়র

(২) নীল আকাশ (মহিউদ্দিন মোহাম্মদ জুনাইদ)



বইয়ের নাম: নমানুষ
ধরন: থ্রীলাম উপন্যাস
মোট পৃষ্ঠা: ১৭৫
মলাটমূল্য: ২৫০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ৩৪২-৩৪৩,শব্দশিল্প প্রকাশনী
রকমারী: নমানুষ


(৩) মৌরী হক দোলা:



বইয়ের নাম: পরিবেদন
ধরন: গল্প (সম্ভবত)
মোট পৃষ্ঠা: ৯৬
মলাটমূল্য: ২৩০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ১০৯, কুহক প্রকাশনী
রকমারী: পরিবেদন

(৪) হাসান মাহবুব: বেড়ালতমা



বইয়ের নাম: বেড়ালতমা
ধরন: উপন্যাস
মোট পৃষ্ঠা: ১৬৪
মলাটমূল্য: ২৮৫ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: পেন্ডুলাম পাবলিশার্স
রকমারী: বেড়ালতমা

(৫) জুবায়ের আহমেদ:



বইয়ের নাম: তারুণ্যের চোখে বঙ্গবন্ধু
ধরন: প্রবন্ধ
মোট পৃষ্ঠা: ১১২
মলাটমূল্য: ১৭৫ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ২৫৫, চিল্ড্রেনস পাবলিকেশন
রকমারী: তারুণ্যের চোখে বঙ্গবন্ধু




বইয়ের নাম: আমি বৃদ্ধ হতে চাই না
ধরন: গল্প
মোট পৃষ্ঠা: ৪৮
মলাটমূল্য: ১৫০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ২৫৫, চিল্ড্রেনস পাবলিকেশন
রকমারী: আমি বৃদ্ধ হতে চাই না

(৬) মলাসইলমুইনা: নাইমুল ইসলাম




বইয়ের নাম: অষ্টধা
ধরন: গল্প
মোট পৃষ্ঠা: ১৪৮
মলাটমূল্য: ৩৮০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ৪৪২-৪৪৪, জাগৃতি প্রকাশনী
রকমারী:


(৭) অরণ্য: অ রণ্য



বইয়ের নাম: এখন আমি নিরাপদ
ধরন: গল্প
মোট পৃষ্ঠা: ৮৮
মলাটমূল্য: ২৫০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ৪৬, জলধি
রকমারী: এখন আমি নিরাপদ

(৮) নয়ন বিন বাহার :



বইয়ের নাম: শেষ মানুষের কবর
ধরন: কবিতা
মোট পৃষ্ঠা: ৬৪
মলাটমূল্য: ২৬০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: রাজসিক প্রকাশন
রকমারী: শেষ মানুষের কবর

(৯) সানাউল্লাহ সাগর:



বইয়ের নাম: অনার্যের সাইকেল, উপাসনা শেষ হলে
ধরন: কবিতা
মোট পৃষ্ঠা:
মলাটমূল্য: ১৫০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ৪৩৫,৪৩৬, অনুপ্রাণন প্রকাশন
রকমারী:

(১০) কামরুন নাহার বীথি



বইয়ের নাম: ভ্রমণ গল্প কথা
ধরন: ভ্রমণ কাহিনী
মোট পৃষ্ঠা: ১৪১
মলাটমূল্য: ৩৮০
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: ১৪২, একরঙা এক ঘুড়ি
রকমারী: ভ্রমণ গল্প কথা

(১১) কায়সার খসরু


বইয়ের নাম: হিম শ্রাবণে একমুঠো জোনাকির উষ্ণতা
ধরন: ১৩টি ছোট গল্প
মোট পৃষ্ঠা:
মলাটমূল্য: ২৫০ টাকা
প্রকাশনী ও বইমেলা স্টল নম্বর: অন্যপ্রকাশ (ঢাকা), বাতিঘর (চট্টগ্রাম)
রকমারী: হিম শ্রাবণে একমুঠো জোনাকির উষ্ণতা

(১২) সাজিদ উল হক আবির



বইয়ের নাম: শহরনামা
ধরন: উপন্যাস
মোট পৃষ্ঠা:
মলাটমূল্য: ৪০০ টাকা
প্রকাশনা সংস্থা - মাওলা ব্রাদার্স
প্রাপ্তিস্থান - প্যাভিলিয়ন ২৯, সোহরাওয়ার্দী উদ্যান ( ঐতিহ্য, প্রথম প্যাভেলিয়নের সঙ্গে)
রকমারী: [link|https://www.rokomari.com/book/226614/sohornama|শহরনামা


(১৩) এম এ হানিফ



বইয়ের নাম: রুপিয়া
ধরন: গল্প
মোট পৃষ্ঠা: ৬৩
মলাটমূল্য: ১৫০ টাকা
প্রকাশনা সংস্থা - কাকলী প্রকাশনী
প্রাপ্তিস্থান - কাকলী প্রকাশনীর প্যাভিলিয়ন নং -০৩
রকমারী: রুপিয়া





বইয়ের নাম: আবছায়া
ধরন: উপন্যাস
মোট পৃষ্ঠা: ৮৩
মলাটমূল্য: ১৫০ টাকা
প্রকাশনা সংস্থা - কাকলী প্রকাশনী
প্রাপ্তিস্থান - কাকলী প্রকাশনীর প্যাভিলিয়ন নং -০৩
রকমারী: আবছায়া


(১৪) ফয়সাল রকি



বইয়ের নাম: কমলাখেকো তেলাপোকাটা এখনো চারপাশে ঘুরছেই
ধরন: গল্প
মোট পৃষ্ঠা: ৯৬
মলাটমূল্য: ৩০০ টাকা
প্রকাশনা সংস্থা - নৈঋতা ক্যাফে
প্রাপ্তিস্থান - ৫৩৪, নৈঋতা ক্যাফে
রকমারী: কমলাখেকো তেলাপোকাটা এখনো চারপাশে ঘুরছেই

(১৫) সাইয়্যেদ রফিকুল হক



বইয়ের নাম: গোয়েন্দা লালভাই
ধরন: গোয়েন্দা উপন্যাস
মোট পৃষ্ঠা: ৯৬
মলাটমূল্য: ১৬০ টাকা
প্রকাশনা সংস্থা - অনুপ্রাণন প্রকাশন
প্রাপ্তিস্থান -বইমেলা-২০২২-এ স্টল নাম্বার: ৪৩৫-৪৩৬
রকমারী: সাইয়িদ রফিকুল হক




বইয়ের নাম: হিজলগাছের রহস্যময় লোকটা
ধরন: অতিপ্রাকৃত উপন্যাস।।
প্রকাশনী: নোটবুক প্রকাশ।।
বইমেলা-২০২২-এ প্রাপ্তিস্থান ‘আকাশ প্যাভিলিয়ন’।
স্টল নাম্বার: ০৭

(১৬) রিম সাবরিনা জাহান সরকার




বইয়ের নাম: ক্যাফে বোহেমিয়ান
ধরন:
মোট পৃষ্ঠা:
মলাটমূল্য: টাকা
প্রকাশনা সংস্থা - মাতৃভাষা প্রকাশ
প্রাপ্তিস্থান -বইমেলা-২০২২-এ স্টল নাম্বার: ২৬৯-২৭০
রকমারী:

মন্তব্য ১২২ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



ব্লগার লেখকদের সাফল্য কামনা করছি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

হাবিব বলেছেন: আপনি কখনো কি বই প্রকাশ করার কথা ভেবেছেন?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সবাইকে অভিনন্দন।

বইমেলার ২য় সপ্তাহে আমার একটি বই আসছে, ইনশাআল্লাহ। :)

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

হাবিব বলেছেন: আপনার বই সম্পর্কে তথ্য দিতে পারেন, পোস্টে সংযুক্ত করে দেব

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

ফারহানা শারমিন বলেছেন: সবাইকে শুভেচ্ছা ও সবার জন্যে শুভ কামনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

হাবিব বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনার বই আসবে কবে?

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০১

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: আপনি কখনো কি বই প্রকাশ করার কথা ভেবেছেন?

-ভেবেছিলাম, কিন্তু লিখিনি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন: টুকটুক করে লিখে ফেলেন। কাগজে লিখে রাখতে পারেন। প্রয়োজনে আপনাকে হেল্প করতে পারি।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৭

নজসু বলেছেন:



সবাইকে অভিনন্দন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন: আপনি কি লেখালেখি ছেড়ে দিলেন?

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, চেষ্টা করবো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১২

হাবিব বলেছেন: অগ্রিম শুভকামনা রইলো

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সানাউল্লাহ সাগর বলেছেন: সবার জন্য শুভকামনা।
https://www.somewhereinblog.net/blog/sanaullahpahloan/30332156

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৬

হাবিব বলেছেন: আপডেট করে দিয়েছি

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সবাইকে অভিনন্দন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৬

হাবিব বলেছেন: আপনার সনেট লেখার কি খবর?

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫১

খায়রুল আহসান বলেছেন: ব্লগার লেখকদের প্রতি আন্তরিক অভিনন্দন! তাদের প্রতেকের বইগুলো সাফল্য অর্জন করুক! কোন একদিন বইমেলায় যাবার ইচ্ছে আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৭

হাবিব বলেছেন: এ বছর কি আপনার কোন বই আসবে?

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:১২

সোবুজ বলেছেন: বই মেলা কতদিন চলবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৭

হাবিব বলেছেন: ১ মাস

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বইগুলোর নাম দেখে আমি মুগ্ধ হচ্ছি। ব্লগারগণ সত্যিই খুব ট্যালেন্টেড এবং ক্রিয়েটিভ। সবার জন্য অভিনন্দন ও শুভ কামনা থাকলো। আর হাবিব ভাইকেও অভিনন্দন ও শুভেচ্ছা এবারের পোস্টটির লেখক হবার জন্য।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৮

হাবিব বলেছেন: খলিলুর রহমান ভাই আপনার বই অনেকদিন থেকে পাচ্ছি না। আশা করি সামনে গানের বই পাবো

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪

কালো যাদুকর বলেছেন: সকল ব্লগারদের অভিনন্দন নতুন বই প্রকাশের জন্য। দেখলাম সকল বইই ১০০ থেকে ১৫০ পৃষ্ঠার মকে সীমাবদ্ধ ৷ সবাই নিজের নামেই বই লিখেছেন ৷
এই ব্লগে কি কোন প্রকাশক আছেন?
এই পেষ্টটি স্টিকি করা হয়। এবং আপডেট করা হোক বই মেলা শেষ না হওয়া পর্যন্ত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫১

হাবিব বলেছেন: নীলসাধু ভাই আছেন। প্রকাশনার নাম: একরঙা একঘুড়ি

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৬

রাজীব নুর বলেছেন: নতুন লেখকের প্রতি শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন- প্রচুর পরিশ্রম করতে হবে। পৃথিবীতে সব গল্পই লেখা হয়ে গেছে, কিছুই বাকি নেই। কেবল পুরনোকেই নতুন করে উপস্থাপন করা। একজন যখন লেখালেখি করতে আসবে পৃথিবীর তাবৎ লেখক তখন তার প্রতিদ্বন্দ্বী। সকলের সঙ্গে তাকে পাঞ্জা লড়তে হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫২

হাবিব বলেছেন: শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠিকই বলেছেন। আপনার কি খবর? নতুন কোন বই প্রকাশ করবেন কি ভবিষ্যতে?

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: লেখক বলেছেন: এ বছর কি আপনার কোন বই আসবে? - জ্বী না, নতুন কোন বই এ বছরে আসছে না। পুরনোগুলোই "রাওয়া পাবলিকেশন্স" এর স্টলে (স্টল নং ৬৭১, বাংলা একাডেমী প্রাঙ্গণ) পাওয়া যাবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৫৩

হাবিব বলেছেন: ঠিকআছে ভাইয়া, বইমেলাতে গেলে দেখবো ইনশাআল্লাহ

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: শুভকামনা রইল সবার জন্য। লিস্ট করে রাখছি কোনটা কোনটা কিনব।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১১

হাবিব বলেছেন: বেশি বেশি কিনুন, আমাকে দুই একটা গিফট দিতে চাইলে না করবো না।

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৭

নীল আকাশ বলেছেন: ১২. ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:০৪০
কালো যাদুকর বলেছেন: সকল ব্লগারদের অভিনন্দন নতুন বই প্রকাশের জন্য। দেখলাম সকল বইই ১০০ থেকে ১৫০ পৃষ্ঠার মকে সীমাবদ্ধ ৷ সবাই নিজের নামেই বই লিখেছেন ৷
এই ব্লগে কি কোন প্রকাশক আছেন?
এই পেষ্টটি স্টিকি করা হয়। এবং আপডেট করা হোক বই মেলা শেষ না হওয়া পর্যন্ত।

- না। আমার বই আরো বড়। ১৭৫ পৃষ্ঠা।
- আছেন, তবে ব্লগারদের বই উনি এখন ছাপাবেন কিনা আমি জানি না। নীলসাধু ব্লগার।
- স্টিকি করা হোক আমিও চাই। প্রতিবছর করা হয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৪

হাবিব বলেছেন:


আছেন, তবে ব্লগারদের বই উনি এখন ছাপাবেন কিনা আমি জানি না। নীলসাধু ব্লগার।
--- বই ছাপানো নিয়ে যে তিক্ত অভিজ্ঞতার স্বীকার হয়েছেন নীলসাধু ভাই তাতে মনে হয় না ব্লগারদের (বিশেষ করে নতুনদের) বই উনি ছাপবেন।

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৮

নীল আকাশ বলেছেন: সুপ্রিয় হাবীব ভাই, নিরন্তর কৃতজ্ঞতা।
কতদিন হলো আপনার সাথে দেখা হয় না!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৩

হাবিব বলেছেন: জুনায়েদ ভাই, ধন্যবাদ জানবেন। আগামী ২৫ তারিখ মেলায় যাবার একটা সম্ভাবনা রয়েছে। যদি আসেন দেখা হবে ইনশাআল্লাহ

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শীর্ষেন্দু মুখোপাধ্যায় ঠিকই বলেছেন। আপনার কি খবর? নতুন কোন বই প্রকাশ করবেন কি ভবিষ্যতে?

আমি দেশভাগ ও মুক্তিযুদ্ধ নিয়ে একটা লেখা শুরু করেছিলাম। সেই লেখাটা আজও শেষ করতে পারিনি। ৩/৪ বছর পার হয়ে গেল।
ফোটোগ্রাফী নিয়ে একটা লেখা শুরু করেছি, সেটাও শেষ করতে পারিনি। নতুন বই প্রকাশ করতে হবে- এরকম কোনো ইন্তা আমার মাথায় আসে না। কোনো তাড়া অনুভব করি না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪১

হাবিব বলেছেন: তাড়া অনুভব না করলেও আপনার কাছ থেকে ফটোগ্রাফী নিয়ে একটা বই অবশ্যই আশা করি

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৪৮

শোভন শামস বলেছেন: ব্লগার লেখকদের সাফল্য কামনা করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪২

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:২৬

মনিরা সুলতানা বলেছেন: ওরে এ হালকা লজ্জা আর অসাধারন এক আনন্দের মিশেল এক অনুভব! এ আনন্দ অপার অপরিসীম।
কৃতজ্ঞতা হাবিব ! জানি না আমার লেখা, প্রকাশনাগত ত্রুটি, অনান্য সীমাবদ্ধতা গুলো কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে পাঠক গ্রহন করবেন কিনা। জানি না ঠিক কতজনের আগ্রহ আছে! কিন্তু সব মিলিয়ে কাছের ব্লগারদের উৎসাহে সাহস করেই ফেল্লাম।

ছোট্ট একটা সংশোধনী ছিলো হাবিব। বই মেলায় উড়কি নামে স্টলে বই থাকছে। উড়কি “ র স্টল নাম্বার -৫৭৮
সোহরাওয়ার্দী উদ্যান এর মেইন গেট দিয়ে প্রবেশ করলে শুরুতেই তথ্য কেন্দ্রের পাশের সারি।
ওরে এ হালকা লজ্জা আর অসাধারন এক আনন্দের মিশেল এক অনুভব! এ আনন্দ অপার অপরিসীম।
কৃতজ্ঞতা হাবিব ! জানি না আমার লেখা, প্রকাশনাগত ত্রুটি, অনান্য সীমাবদ্ধতা গুলো কিছুটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে পাঠক গ্রহন করবেন কিনা। জানি না ঠিক কতজনের আগ্রহ আছে! কিন্তু সব মিলিয়ে কাছের ব্লগারদের উৎসাহে সাহস করেই ফেল্লাম।

ছোট্ট একটা সংশোধনী ছিলো হাবিব। বই মেলায় উড়কি নামে স্টলে বই থাকছে। উড়কি “ র স্টল নাম্বার -৫৭৮
সোহরাওয়ার্দী উদ্যান এর মেইন গেট দিয়ে প্রবেশ করলে শুরুতেই তথ্য কেন্দ্রের পাশের সারি।
শুভ কামনায় রেখো।



১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৫

হাবিব বলেছেন:





মনিরা আপু, আপনার বইয়ের ব্যবসায়িক সাফল্য কামনা করছি। তবে আপনার লেখার মান নি:সন্দেহে অনেক ভালো। বিশেষ করে আমার কাছে ভালো লাগে। সংগ্রহ করার আশা প্রকাশ করছি। আপনার জন্য শুভকামনা রইলো।

(আপডেট করে দিয়েছি পোস্ট)

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মলাসইলমুইনা বলেছেন: হাবিব,
আমার বইয়ের ফটোটাতো দেখি একেবারে আলাদা হয়ে গেছে অন্যদের চেয়ে ! তবে আমার বইয়ের এই একমেবাদ্বিতীয়ম ফটোটা না দিয়ে আমার লেখার প্রথম ফটোটা শুধু কভার পেইজের ফটোটা দিন। সেটা অনেক বেশি স্পষ্ট । এই ফটোটা বেশ ছোট আর অস্পষ্ট লাগছে । পোস্টের জন্য থাঙ্কস।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৫

হাবিব বলেছেন: ভাইয়া, পোস্ট আপডেট করে দিয়েছি। শুভকামনা রইলো

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সেলিম আনোয়ার বলেছেন: লেখকদের সাফল্য কামনা করছি...

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

হাবিব বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

নীল আকাশ বলেছেন: শব্দশিল্প বইমেলার স্টল নাম্বার ৩৪২,৩৪৩
২৫ তারিখে মেলায় আমি থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৬

হাবিব বলেছেন: আপডেট করে দিলাম ভাইয়া। যদি যাই তবে দেখা হবে ইনশাআল্লাহ

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৭:৩৩

মলাসইলমুইনা বলেছেন: হাবিব,
থাঙ্কস ফটোটা চেঞ্জ করে দেয়ায় । আপনার লেখাটা ব্লগের ফেসবুক পেইজে লিংক করে দেন প্লিজ । তাহলে যারা ব্লগে না আসতে পারছেন না এখন নানান কারণে কিন্তু ব্লগের ফেসবুকে ভিজিট করেন তারা ব্লগারদের বইয়ের খবর জানতে পারবেন আপনার লেখা থেকেই ।

২০ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

হাবিব বলেছেন: ঠিক আছে ভাইয়া, দিয়ে দিবো।

২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:২৩

জটিল ভাই বলেছেন:
জটিল পোস্টের জন্য জটিলবাদ স্যার।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫১

হাবিব বলেছেন: থ্যাঙ্কস ভাইয়া

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৪

শায়মা বলেছেন: বাহ! গুড জব ভাইয়া!!! :)

এক ডজন বই এর খবর এনেছো।

আর কই আর কই???

যারা লিখেছেন সবাই এইখানে তাদের বই এর খবর দিয়ে দিলেই সোনায় সোহাগা।

এই ব্লগ লেখক তৈরীর কারিগর...... :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫২

হাবিব বলেছেন: আপা, অনেকেরই বই বেরিয়েছে। তবে সবার মন্তব্য পেলে পোস্টে যোগ করতে সুবিধা হতো। আমি যতগুলো জানি যোগ করে দিয়েছি

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নতুন বইয়ের জন্য অভিনন্দন। সবার জন্য শুভকামনা। পোষ্টের জন্য ধন্যবাদ। নিয়মিত আপডেট আশাকরি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:৫৩

হাবিব বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

২৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:০৪

সোহানী বলেছেন: ধন্যবাদ হাবিব, দায়িত্বটা কাঁধে তুলে নেবার জন্য। আশা করি পোস্টটা স্টিকি করা হবে।

এরকম একটি পোস্ট ব্লগারদের মাঝে সম্পর্ক গাঢ় করে।

সবাইকে অভিনন্দন। সবার বই এর খবর জানা ছিল না, বিশেষকরে নাইমুল ভাইয়েরটা জানতাম না। কবে সংগ্রহ করতে পারবো জানি না, তারপরও আগ্রহ থাকলো। কোন একদিন ঠিকই খুঁজে নিবো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ আপা। সবার সফলতা কামনা করছি। ভালো থাকবেন। দোয়ার দরখাস্ত রইলো

২৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৯

কায়সার খসরু বলেছেন: ১৩ টি ছোট গল্প দিয়ে সাজানো আমার প্রথম গল্পগ্রন্থ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৪

হাবিব বলেছেন: অভিনন্দন আপনাকে। আপনার বইয়ের সফলতা কামনা করছি

৩০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:৩৯

মলাসইলমুইনা বলেছেন: জাদিদ সাহেব,
এই লেখাটা স্টিকি করে দিন । তাহলে নতুন ব্লগার/লেখকরা ব্লগে এসেই পোস্টটা দেখলে নিজেরাই তাদের বই এখানে এড করতে পারবেন । তাদের খুঁজতে হবে না । তাতে পোস্ট দাতা হাবিবের জন্যও মূল পোস্টে লেখাগুলো যোগ করে দেয়াটা সহজ হবে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

হাবিব বলেছেন: ভাইয়া, আপনার বইয়ের সফলতা কামনা করছি। ভালো থাকবেন।

৩১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:৪৭

সাজিদ উল হক আবির বলেছেন:

এই বইয়ের তথ্যটাও সংযুক্ত করে দিন দয়া করে। কষ্টসাধ্য কাজ স্বপ্রণোদিত হয়ে কাঁধে তুলে নেয়ার জন্য ধন্যবাদ, হাবিব ভাই।

উপন্যাস - শহরনামা (আমার ৭ম বই ও ১ম উপন্যাস)
প্রকাশনা সংস্থা - মাওলা ব্রাদার্স
প্রাপ্তিস্থান - প্যাভিলিয়ন ২৯, সোহরাওয়ার্দী উদ্যান ( ঐতিহ্য, প্রথম প্যাভেলিয়নের সঙ্গে)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৬

হাবিব বলেছেন: অভিনন্দন ভাইয়া। পোস্ট আপডেট করে দিলাম।

৩২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে ধন্যবাদ আর সবাইকে অভিনন্দন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৬

হাবিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া

৩৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: মনে মনে এই পোষ্টটার অপেক্ষায় ছিলাম।
আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৮

হাবিব বলেছেন: কি কি বই কিনলেন তার একটা খবর দিয়ে যাবেন আশা করি, ভালো থাকবেন।

৩৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫৯

তোফায়েল ইসলাম বলেছেন: নতুন বই প্রকাশের জন্য সকল ব্লগারদের অভিনন্দন। সবার জন্য শুভকামনা। পোষ্টের জন্য ধন্যবাদ। নিয়মিত আপডেট আশাকরি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৯

হাবিব বলেছেন: এই পোস্টে কমেন্টস প্রাপ্ত সব বই আপডেট করা হবে। আপনার খোঁজে কোন বই থাকলে জানাবেন।

৩৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০০

আল আমিন হাসান সাদেক বলেছেন: পৃথিবীর বুকে জেনো এক টুকরো স্বর্গ । স্বপ্নের দেশ সুইজারল্যান্ড । Switzerland । DURBEEN BANGLA ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০০

হাবিব বলেছেন: ধন্যবাদ

৩৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫২

আহমেদ জী এস বলেছেন: হাবিব,



সবাইকে অভিনন্দন আর শুভেচ্ছা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০০

হাবিব বলেছেন: মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া

৩৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৭

জুন বলেছেন: হাবিব স্যার পোস্টটির জন্য আপনাকে ধন্যবাদ আর সবাইকে অভিনন্দন

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০২

হাবিব বলেছেন: জুন আপা........ আমি তো স্যার লেখা কবেই বাদ দিলাম, আপনি এখনো স্যার ডেকে চলেছেন। আপনার এমন সম্মোধন শুনে মুচকি হাসি আমি।

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৩৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সবাই কে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সামুর স্টল থাকা দরকার ছিল কিন্তু নেই আগামীতে হোক এ আশাই করি

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:১১

হাবিব বলেছেন: আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য

৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫০

এম এ হানিফ বলেছেন:
এবারের বইমেলায় আমার একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। বইটির তথ্য উপরে সংযুক্ত করলে কৃতার্থ হব।


বইয়ের ধরন- গল্পগ্রন্থ।
নাম- রুপিয়া।
প্রকাশক-কাকলী প্রকাশনী।
পৃষ্ঠা-৬৩
মলাট মূল্য-১৫০ টাকা।
বইমেলায় কাকলী প্রকাশনীর প্যাভিলিয়ন নং -০৩ এ পাওয়া যাচ্ছে। এছাড়াও পাওয়া যাচ্ছে অনলাইন রকমারী.কম এ।


এছাড়াও গতবার প্রকাশিত উপন্যাস- 'আবছায়া' পাওয়া যাচ্ছে কাকলী প্রকাশনীর ০৩ নং প্যাভিলিয়নে।
পৃষ্ঠা-৮০
মলাট মূল্য-১৫০ টাকা।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:১২

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার বইয়ের খবর পোস্টে যোগ করে দিয়েছি

৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৫৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সবাইকে অভিনন্দন।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:১২

হাবিব বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। ভালো থাকুন

৪১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২৭

শায়মা বলেছেন: গুড গুড !!

এবার সবার বইগুলি একসাথে দেখার সুযোগ হলো! :)

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:১৩

হাবিব বলেছেন: আপনার বই আসলে আরো ভালো লাগতো।

৪২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮

ঢাবিয়ান বলেছেন: ব্লগার নীলআকাশের এক কমেন্টে দেখলাম যে রাজীব নুর নামে নাকি একটি বই বেড়িয়েছে। বইটা বিস্তারিত সম্পর্কে জানতে আগ্রহ হচ্ছে।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:২৭

হাবিব বলেছেন:


রাজীব নূরের বই সমূহ:

১. বিকল্পহীন রবীন্দ্রনাথ
২.টুকরো টুকরো সাদা মিথ্যা

৪৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

ফয়সাল রকি বলেছেন:

কমলাখেকো তেলাপোকাটা এখনো চারপাশে ঘুরছেই
ফয়সাল রকি
প্রচ্ছদ: রায়হান শশী
পাওয়া যাবে: নৈঋতা ক্যাফে
স্টল নং: ৫৩৪
অমর একুশে গ্রন্থমেলা ২০২২।
রকমারী : লিংক

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:২৮

হাবিব বলেছেন: আপডেট করে দিয়েছি ভাইয়া

৪৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০৬

সভ্য বলেছেন: প্রথমে বইমেলায় যে সকল ব্লগার বই লিখেছেন তাদের জানাই সন্মান। বই লেখা অনেক বড় বিষয় আমার কাছে। বইমেলায় যাওয়া হতো যখন প্রয়াত স্যার হূমায়ুন আহমেদ বেচেঁ ছিলেন, আমি বইমেলায় যেতামই শুধু উনার বই কেনার জন্য। যদিও এখন অনেক নতুন নতুন লেখকদের লেখা দেখছি। আশা করছি এই ব্লগের ব্লগারদের লেখা বই কিনবো যদি জয়পুরহাটে পাওয়া যায় নতুবা আনিয়ে নিবো, বিশেষ করে মনিরা আপুর বই কিনবো। সকল লেখক ব্লগারদের সালাম জানিয়ে রাখছি।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:২৯

হাবিব বলেছেন: ধন্যবাদ ভাই, বই পড়ে রিভিও দিয়েন

৪৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১০:৪৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন:
বইয়ের নাম: গোয়েন্দা লালভাই
ডিটেকটিভ উপন্যাস।।
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন।।
বইমেলা-২০২২-এ স্টল নাম্বার: ৪৩৫-৪৩৬

বইয়ের নাম: গোয়েন্দা লালভাই
ধরন: ডিটেকটিভ উপন্যাস।।
প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন।।
বইমেলা-২০২২-এ স্টল নাম্বার: ৪৩৫-৪৩৬

বইয়ের নাম: হিজলগাছের রহস্যময় লোকটা
ধরন: অতিপ্রাকৃত উপন্যাস।।
প্রকাশনী: নোটবুক প্রকাশ।।
বইমেলা-২০২২-এ প্রাপ্তিস্থান ‘আকাশ প্যাভিলিয়ন’।
স্টল নাম্বার: ০৭

আমার এ বই দুটো সংযুক্ত করলে খুশি হবো।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:২৯

হাবিব বলেছেন: অভিনন্দন ভাই। আপনার বইয়ের সফলতা কামনা করছি

৪৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৮:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সর্বশেষ খবর পেলাম মেলার সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৭ তারিখ পর্যন্ত মেলা চলবে। বিষয়টি পোস্টে এড করে দিন। অনেকের উপকার আসবে হাবিব ভাই। B:-)


সকল ব্লগারদের জন্য ও তাদের গ্রন্থগুলোর জন্য শুভকামনা থাকলো।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

হাবিব বলেছেন: থ্যাঙ্কস ভাই। আপডেট করে দিয়েছি

৪৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩০

শেরজা তপন বলেছেন: দারুন দারুন সব বই!
সব ব্লগার লেখকদের অভিনন্দন!

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:৩০

হাবিব বলেছেন: আপনার বইয়ের অপেক্ষায় আছি

৪৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪০

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এই অধমেরও একখানা বই আসিতেছে অতি আস্তে ধীরে। নাম, 'ক্যাফে বোহেমিয়ান '. এই অধমেরও একখানা বই আসিতেছে অতি আস্তে ধীরে। নাম, 'ক্যাফে বোহেমিয়ান '.
এই অধমেরও একখানা বই আসিতেছে অতি আস্তে ধীরে। নাম, 'ক্যাফে বোহেমিয়ান '. এই অধমেরও একখানা বই আসিতেছে অতি আস্তে ধীরে। নাম, 'ক্যাফে বোহেমিয়ান '.

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:৩১

হাবিব বলেছেন: দারুণ দারুণ। আপনার বইটি পাঠের অপেক্ষায় রইলাম।

৪৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৯:৪২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মন্তব্যটা কি গুনে এতবার প্রতিধ্বনি হয়ে গেল বেমালুম।

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:৩২

হাবিব বলেছেন: উৎস এবং প্রতিফলকের মধ্যবতী দূরত্ব ১৬.৬ মিটার এর কম হলে প্রতিধ্বনি সৃষ্টি হয়... B:-)

৫০| ০১ লা মার্চ, ২০২২ দুপুর ২:০২

সানাউল্লাহ সাগর বলেছেন: Click This Link

০১ লা মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩

হাবিব বলেছেন: আপনার বইটির তথ্য এখানে মন্তব্যে এড করে দিন প্লিজ। তারপর আমি পোস্টে যোগ করে দিবো

৫১| ০৩ রা মার্চ, ২০২২ দুপুর ১:৪২

সাবিনা বলেছেন: কোনটা রেখে কোনটা নিবো তাই ভাবছি

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৩

হাবিব বলেছেন: সবগুলো কিনে নেন

৫২| ০৫ ই মার্চ, ২০২২ দুপুর ১:২০

নীলসাধু বলেছেন: ব্লগার হামিদ আহসান - এমন মানবজীবন, নির্বাচিত আমেরিকান গল্প (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার রেজা ঘটক - চিঠির ডায়েরি, বাংলা গানের এপার ওপার, গপ্পো নয় সত্যি (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার কামরুন নাহার - গল্প কবিতা কথা (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার ফেরদৌসা - আমেরিকার পথে পথে (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
নীলসাধু - নগরে সাধু (বিদ্যাপ্রকাশ, স্টল নাম্বার- ৫৭-৬০))
সামুর ব্লগ সংকলন, ঋদ্ধ, লেখাঝোখা (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার শায়মা - কঙ্কাবতীর কথা, অল্প দু একটি কপি আছে স্টলে (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ- শবনম যার প্রচ্ছদ করেছে জাদিদ। সেই কাভারের ছবি এঁকেছে বিদুষী শায়মা। (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার মোজাম্মেল কবির - মনের ঘরে (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার রোকসানা লেইস - আকাশের চিঠি (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার অগ্নি সারথি - অহল্যা, নজরবন্দি (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)
ব্লগার লীনা জামবিল - গারোদের উৎপত্তি, সমাজ ব্যাবস্থা কৃষ্টি-সংস্কৃতি, বিবাহ ও মাতৃসূত্রীয় প্রথা (এক রঙা এক ঘুড়ি, স্টল নাম্বার- ১৪২)


০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৪

হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইয়া

৫৩| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মলাটমূল্য শব্দটা বুঝলাম না। মূল্যর সাথে এর তফাত কি হাবিব ভাই?
প্রত্যেকটি বইএর প্রচ্ছদ নান্দনিক। এতো সুন্দর প্রচ্ছদ যারা করেছেন, তাঁদের নামটি উল্লেখ থাকলে আপনার পোস্টটি আরো সমৃদ্ধ হতো। সাথে অঙ্গসজ্জা/অলংকরণ যিনি করেন তাঁর নামটিও দিয়েন, নইলে পোস্ট অপূর্ণ রয়ে যায়। শুভকামনা রইলো।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৮

হাবিব বলেছেন:




বইয়ের দামের পাশে লেখা দেখবেন ২৫% কিংবা ৩০ % ছাড় দেয়। এই ছাড় দেয়া হয় মূলত বইয়ের কভারে লেখা মূল্য থেকে। কভারে লেখা মূল্যকে মলাটমূল্য বলা হয়।


প্রত্যেকটি বইএর প্রচ্ছদ নান্দনিক। এতো সুন্দর প্রচ্ছদ যারা করেছেন, তাঁদের নামটি উল্লেখ থাকলে আপনার পোস্টটি আরো সমৃদ্ধ হতো। সাথে অঙ্গসজ্জা/অলংকরণ যিনি করেন তাঁর নামটিও দিয়েন, নইলে পোস্ট অপূর্ণ রয়ে যায়।

-- আপনি হয়ত ঠিক বলেছেন ভাইয়া, এটা আসলে সময় সাপেক্ষ

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ

৫৪| ০৮ ই মার্চ, ২০২২ সকাল ১০:৫৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: মলাটমূল্যের ব্যাখ্যা পেয়ে প্রীত হলাম। ধন্যবাদ হাবিব ভাই।
কষ্ট করে পোস্ট যখন দিলেন, প্রচ্ছদ ও অলংকরণ শিল্পীর প্রতি অবিচার করবেন কেন ভাই? অনুগ্রহপূর্বক এডিট করে ওটুকুও দিয়ে দিয়েন। আপনার আরেকটু কষ্ট ও সময় ব্যয়ে পোস্টটি কিন্তু সমৃদ্ধ হবে। ভালো থাকবেন।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৫

হাবিব বলেছেন: আমি খুবই দু:খিত ভাইয়া, এই তথ্যগুলো লেখক না দিলে সংগ্রহ করা কঠিন। আমি রকমারিতে খোজ করেছিলাম বাট এমন তথ্য সেখানে দেয়া নেই

৫৫| ০৮ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭

জুল ভার্ন বলেছেন: আজ মনিরা সুলতানা আপুর মন সায়র এবং বাসি বকুলের ঘ্রাণ বই দুটো হাতে পেয়েছি। পড়া শেষ হলে বইয়ের রিভিউ লিখতে চেষ্টা করবো।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৭

হাবিব বলেছেন: আপনার বুক রিভিউয়ের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এতে অনেক পাঠকেরই বই সম্পর্কে ধারনা নিতে সুবিধা হবে। ভালো থাকবেন ভাই

৫৬| ০৯ ই মার্চ, ২০২২ সকাল ১০:৩৮

মরুর ধুলি বলেছেন: সকল লেখক ও তাদের বইয়ের সফলতা কামনা করছি।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৭

হাবিব বলেছেন: মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ আপনাকে

৫৭| ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৫

যুবায়ের আহমেদ বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয়।

১৩ ই মার্চ, ২০২২ সকাল ৮:৫৮

হাবিব বলেছেন: আপনার সফলতা কামনা করছি ভাইয়া। ভালো থাকবেন

৫৮| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৫

ছদকার ছাগল বলেছেন: হুম

১৭ ই মার্চ, ২০২২ রাত ৩:৩৯

হাবিব বলেছেন: ধন্যবাদ

৫৯| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪৬

তানভীর রাতুল বলেছেন: Click This Link

১৭ ই মার্চ, ২০২২ রাত ৩:৪০

হাবিব বলেছেন: পৃষ্ঠা খুঁজে পাওয়া যায়নি!

৬০| ১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫১

তানভীর রাতুল বলেছেন: Click This Link

১৭ ই মার্চ, ২০২২ রাত ৩:৪১

হাবিব বলেছেন: পৃষ্ঠা খুঁজে পাওয়া যায়নি!

৬১| ১৫ ই মার্চ, ২০২২ রাত ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ একটা কাজ করেছেন হাবিব ভাই। ব্লগারদের বই গত বছর দুয়েক আগে প্রায় পঞ্চাশটির উপরে দেখেছিলাম। সেই তুলনায় এবার সংখ্যাটি যথেষ্ট কম। তবুও আমরা আশাবাদী ব্লগারদের বই পাঠক প্রিয়তা পাবে। প্রত্যেক ব্লগার লেখককে জানাই শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও।

১৭ ই মার্চ, ২০২২ রাত ৩:৪২

হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ ভাইজান। দোয়া চাই। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.