নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলে যাব- তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।

হাবিব

বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।

হাবিব › বিস্তারিত পোস্টঃ

দেশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা

২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৪০



লাল-সবুজের পতাকার ছোট্ট এই দেশে সমস্যার অন্ত নেই। চোখ বন্ধ করে হাজারটা সমস্যা বলে দেয়া যায়। তবে গুরুতর সমস্যাগুলোর মধ্যে অন্যতম হলো বর্জ্য অবস্থাপনা তথা পরিবেশ দূষণ। আইসিডিডিআরবি'র একটি গবেষণায় দেখা গেছে দেশে ৩ কোটি ৬০ লাখ শিশুর শরীরে উচ্চমাত্রার সীসার উপস্থিতি রয়েছে ( ১০ মাইক্রোগ্রাম/ডেসিলিটার)। যদিও যক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিডিসি'র তথ্য মতে সীসার সর্বোচ্চ গ্রহনযোগ্য মাত্রা ৩.৫ মাইক্রোগ্রাম। সীসাদূষণ কবলিত জেলাগুলোর মধ্যে টাঙ্গাইল, খুলনা, সিলেট, পটুয়াখালী জেলার শিশুদের সীসা দ্বারা দূষণের হার সবচেয়ে বেশি। ব্যাটারী চালিত অটো রিকশার আধিক্য এবং মেয়াদ শেষে ফেলে দেয়া ব্যাটারী অপরিকল্পতিভাবে রিসাইক্লিং করার ফলে পরিবেশে সীসা ছড়িয়ে পরে। সীসা একটি মারাত্মক নিউরোটক্সিন যা শিশুদের ব্রেইন ডেভেলপমেন্টে ক্ষতিকর প্রভাব ফেলে।

এ তো গেলো সীসা দূষণের কথা। আমরা চারপাশে তাকালে দেখতে পাই ময়লার ভাগার। কোন সন্দেহ নেই যে এই বর্জ্য আমরাই তৈরী করছি। কিন্তু বর্জ্য ব্যবস্থাপনার মত গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের প্রচারণা নেই বললেই চলে। ছোট বড় সব শহরের বর্জ্য খোলা ফেলে রাখা হয় মহাসড়কের আশেপাশে। খোদ রাজধানীর কিছু এলাকার বর্জ্য সেকেন্ডারী ট্র্যান্সফার প্লান্ট যেন আরো দূষিত করছে চারপাশের এলাকাকে। দেশের সব শিল্পকারখানার বর্জ্য ইটিপির মাধ্যমে পরিশোধন করে পরিবেশে ছাড়ার কথা থাকলেও বাস্তবে সেটা করা হয় না। এসব কারখান তদারকির দায়িত্বে থাকা পরিবেশ অধিদপ্তর একটি নামকাওয়াস্ত সংস্থা। যারা তথাকথিত দুই চারটা মামলা আর জরিমানা আদায় করেই তাদের কর্বত্য পালন শেষ করে। ফলাফল দেশের সব নদীর পানি কালো কুচকুচে। ফসলী জমিগুলো ময়লা পানিতে তলিয়ে ফসল ফলানোর অনুপযোগী। সব দেখেও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো চোখে কালো চশমা পড়ে হাটে।



বর্জ্য ব্যবস্থাপনা সুস্ঠুভাবে করতে হলে একদম গোড়া থেকে সমাধান করতে হবে। পচনশীল এবং অপচনশীল বর্জ্য আলাদা করতে হবে। অপচনশীল বর্জ্য রিসাইক্লিং করতে হবে। পচনশীল বর্জ্য থেকে ব্যবহার উপযোগী জৈবসার উৎপাদন করার প্রকল্প হাতে নিতে হবে। তরল বর্জ্য অবশ্যই ইটিপির মাধ্যমে পরিশোধন করে বাইরে ফেলতে হবে। ছোট বড় সব শহরে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার অভাবে অতি সম্ভাবনাময় চামড়াশিল্প মরতে বসেছে। অদূর ভবিষ্যতে আরএমজি শিল্পও গলারকাটা হয়ে দেখা দিবে।

নদী বাঁচাও আন্দোলন না করে বর্জ্য শোধনাগার স্থাপন আন্দোলন করা বেশি জরুরী। একটু বৃষ্টিতেই ময়লাপানিতে রাস্তায় হাটার উপায় থাকেনা। সড়কে চলতে গেলে নাক ধরে হাঁটতে হয়। প্লীজ কিছু একটা করুন। উন্নয়নের ফাঁকাবুলি নয় আমাদের স্বস্তি দিন।

মন্তব্য ৩০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:



আপনার ঘরের আবর্জনা কোথায় ফেলেন?

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০০

হাবিব বলেছেন: পচনশীল (তরকারীর খোসা) বর্জ্য সব্জী বাগানে আর অপচনশীল বর্জ্য পৌরসভার লোকজন নিয়ে যায়

২| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৫

গেঁয়ো ভূত বলেছেন: রাস্তার ধারে পাহাড় সম বর্জ্যের স্তুপ হতে যেভাবে বিশ্রী দুর্গন্ধ ও জীবাণু ছড়াচ্ছে তা জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি এবং এটা একটা ক্রাইম। সামর্থ্য থাকলে এই ইস্যুতে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতাম।

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০১

হাবিব বলেছেন: সরকারের দায়সারা গোছের পদক্ষেপ ছাড়া ইফেক্টভি কোন কার্যক্রম চোখে পড়ে না। মামলা করাই উচিত

৩| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমান রাজনীতিবিদ আর ঘুষখোর আমলাদের দ্বারা কিছুই হবে না। এঁরা বিদেশ যাবে, দেখবে, শিখবে, শপিং করবে, তারপর নিজের দেশে এসে কিছুই প্রয়োগ করবে না...

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০২

হাবিব বলেছেন: আসলে কর্তাব্যক্তিদের কেউই দেশ নিয়ে ভাবে না।

৪| ২৬ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৬

পবিত্র হোসাইন বলেছেন: দেশের বর্জ্য অব্যবস্থাপনা দেখলে সত্যি ভয় লাগে। কি যে একটা অবস্থা!

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৪

হাবিব বলেছেন: শুধুমাত্র বর্জ্য অব্যবস্থাপনার কারণে নানান ধরনের ডিজিজে আক্রান্ত হয় লোকজন। ডেঙ্গু এর অন্যতম উদাহরণ। আমরা তো নদীর পানিকে দূষিত করে অনেক আগেই নদী মৎস সম্পদ ধ্বংস করেছি।

৫| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


বজ্য ব্যবস্থাপনার র্যাকিং নেই.?

২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:২৩

হাবিব বলেছেন: সম্ভবত লাস্টের দিক থেকে প্রথম অবস্থানে

৬| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৫৪

নেওয়াজ আলি বলেছেন: এই বর্জ অপসারণে কখনোই হাল হাল ছিলো বলে মনেই পড়ে না

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৩

হাবিব বলেছেন: আসলেই ভাই....খারাপ অবস্থা

৭| ২৬ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: এই বিষয়টা আমি কেন ভাববো? এটা নিবে ভাববে সিটি করপোরেসন।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৪

হাবিব বলেছেন: আপনি আমি ভাববো কারন সচেতনা অনেকাংশে দূষণ কমিয়ে আনতে পারে

৮| ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হাটা চলা করতে নাক চেপে ধরতে হয় এমন স্থানের সংখ্যা বেড়েই যাচ্ছে।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৫

হাবিব বলেছেন: এর থেকে বাঁচার উপায় কি?

৯| ২৬ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩২

আহমেদ জী এস বলেছেন: হাবিব,




যে দেশের বেশির ভাগ মানুষেরই মন- মানসিকতা নোংরা এবং ময়লা দুর্গন্ধ ছড়ায় সে দেশে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশাতো হতেই হবে!!!!!!!!!!!! :(
"বর্জ্য দূর কর" এমন আন্দোলন এখন দেশবাসীর একটাই দাবী হ্ওয়া উচিৎ!

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৬

হাবিব বলেছেন: খুবই চিন্তা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য

১০| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৩

নাহল তরকারি বলেছেন: বিদেশ হলে এই ময়লা নাই হয়ে যেতো।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৭

হাবিব বলেছেন: ওয়াস্ট ম্যানেজমেন্ট খুবই দূর্বল আমাদের দেশে। একদম দায়সারা গোছের

১১| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

ফারহানা শারমিন বলেছেন: ভালো বিষয় নিয়ে লিখেছেন।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৮

হাবিব বলেছেন: অশেষ ধন্যবাদ ফারহানা

১২| ২৬ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৪

রেজাউল৮৮ বলেছেন: এক সামু ব্লগের ব্যবস্থাপনা ছাড়া তো আমি সকল ব্যবস্তাপনাতেই বেহাল অবস্থা দেখছি।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:২৮

হাবিব বলেছেন: সঠিক লোক সঠিক জায়গায় না থাকাতে এমন সমস্যা

১৩| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যখন আমি স্টুডেন্টগিরি করি, তখন ক্লাসে যাওয়া আসার পথ পরিবর্তন করে যেতাম। একটু হলেও দুর্গন্ধ থেকে বাঁচার চেষ্টা বলা যায় যাকে। মনে পরে, সিলেট শহরের একেবারে বুকের উপর দাঁড় করিয়ে রাখা ময়লার স্থুপের কথা! যদিও পরবর্তীতে তা সরানো হয়েছে। এমন করে সরানো হয়েছে সকল শহরের কপালের মধ্যখান থেকে ময়লার স্থুপ। তবে তা এমন জায়গায় নেওয়া হয়েছে, যেখানকার পাশ দিয়ে আপনি দ্রুত গামী গাড়িতে করে গেলেও আপনাকে শ্বাসকষ্টের রোগে ভুগতে হবে। যাই হোক, আমি যে আজ এটা বলছি, আমি'ই বা ক'দিন এর পরিবর্তনে কথা বলেছি! আমি কি পেরেছি, একদিন সেই ময়লার স্থানের পরিবর্তনের কথা বলতে।

আমাদের সকলেরই উচিত এখন এসকল সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের পথ তাদের সামনে তুলে ধরা। সেটা হতে পারে ক্ষুদ্রাকারে! কিন্তু প্রয়োজন আবশ্যক।

আপনাকে ধন্যবাদ, এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:৫৩

হাবিব বলেছেন: তাজুল ইসলাম ভাই, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ভাবলে খুবই হতাশ লাগে। কি হবে ভবিষ্যত??

১৪| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ৩:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
সব খাতেইতো এই দশা।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:৫৪

হাবিব বলেছেন: পঁচন পুড়ো শরীরেই।

১৫| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৭

মনিরা সুলতানা বলেছেন: এই বিষয়ে আমাদের নিজেদের অবহেলা, অজ্ঞতা ও কম নয়। সরকারী বিনে ও সঠিক স্থানে ময়লা ফেলা হয় না, পাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলি। পলিথিন উঠে গেলো, এখন আমার অবাধে চলছে, অকারণে ফেলছি যেখানে সেখানে। বেশির ভাব নদী ড্রেন এর জন্যে দায়ী উনারা। আর দৃশ্যমান উন্নয়নের বুলি কপচানো দের কে আর কী ই বা বলার আছে ? পুরো দেশ টা যেমন একনামে পরিচিত করাতে চায়, ঠিক সেই নামের মতন পুরো দেশের প্রতিটি খাত আজ নর্দমায়, উন্নয়ন নামের পলিথন সেখানে দৃশ্যমান।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ১১:৫২

হাবিব বলেছেন: যে সেক্টরের দিকে তাকাই তাতেই দেখি ময়লার ভাগার। আসলেই কঠিন অবস্থার মাঝে আছি আমরা।

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.