নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র।
প্রেয়সী, নেকাবটা টেনে দাও প্লীজ।
তোমার সৌন্দর্য্যের প্রভাবে গলে যাচ্ছে উত্তর মেরুর বরফ
সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে তিন সেন্টিমিটার!
তোমার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে আবহাওয়াবিদরা।।
চিন্তা করো না সখী!
এই দু:সময়েও আমি আছি তোমার পাশে!!
সমাজ থেকে বিতারিত হলে দুজনে চলে যাবো কাঞ্চনজঙ্ঘায়
তোমার উষ্ণতার ওমে দিব্যি কাটিয়ে দিব সহস্রাব্দ!!
২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১১
হাবিব বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি দুষ্টু-মিষ্টি মন্তব্যের জন্য...
ভাইয়া, আপনি বুলেট গতিতে মন্তব্য করে গোল্ডেন এ+ পেয়েছেন।
ব্লগের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে। যখন আমরা কয়েকজন মন্তব্য করতে পারাপারি করতাম, কার আগে কে মন্তব্য করে তা নিয়ে... ভালোবাসা রইলো
২| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:০১
পদাতিক চৌধুরি বলেছেন: করেছেন কি? সাধু সন্তরা এতদিন ধরে পাহাড়ের শান্ত পরিবেশে ঈশ্বরের সাধনায় সময় কাটাতেন। এখন সেখানে যদি আপনারা প্রিয়সি হাত দিয়ে সহস্রাব্দ বছর কাটাতে যান তাহলে সাধু সন্তরা কিন্তু অভিশাপ দিতে কসুর করবেন না। কবিতা সেরাম হইছে।
২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১৪
হাবিব বলেছেন: সাধু সন্যাসীরা অভিশাপ দেয়ার টাইম পাবেনা। তারা তো তাহার রুপের উত্তাপে মুহুর্তেই ভষ্ম হয়ে যাবে....
ভাইয়া, কবিতায় প্লাস প্রদানের জন্য খেজুর রসের পায়েসের দাওয়াত রইলো...
৩| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২০
পদাতিক চৌধুরি বলেছেন: সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে ঢাকাতে যাচ্ছি। দেখবো সত্যিই নলেন গুড়ের পায়ের মজুদ আছে কিনা। না পেলে কিন্তু খবর আছে
২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩০
হাবিব বলেছেন: ওকে ভাইয়ূ....দাওয়াত রইলো। আসবেন সপরিবারে।
৪| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৮
নেওয়াজ আলি বলেছেন: নেকাবটা খূলে দাও সখী একটা কাঠকুঠারির মত চুমা দিবো।
২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩১
হাবিব বলেছেন: যাহ দুষ্টু...............
৫| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৩
আরোগ্য বলেছেন: লেখক বলেছেন,
ব্লগের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে। যখন আমরা কয়েকজন মন্তব্য করতে পারাপারি করতাম, কার আগে কে মন্তব্য করে তা নিয়ে..
আহা কি দিন ছিলো স্যার। সে যেন সবুজ শৈশব। আমি সে সময়টা দারুণ মিস করি। কিছু ব্লগারদের তো দেখিই না। ভালো কথা মনে পড়েছে। শিখা রহমানের কোন খবর। ইদানীং শিখা আপুকে বেশ মনে পড়ে।
@পদাতিক চৌধুরি বলেছেন: সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতে ঢাকাতে যাচ্ছি। দেখবো সত্যিই নলেন গুড়ের পায়ের মজুদ আছে কিনা। না পেলে কিন্তু খবর আছে।
স্বাগতম ভাইটি, অপেক্ষায় রইলাম। তোমার পকেট কাটার জন্য । আর গুড়ের পায়ের আবার কি? তোমাদের ওখানকার কোন রেসিপি? আমরা তো পায়া আর পায়েস খাই।
২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩
হাবিব বলেছেন: শিখা আপুর খোঁজ পেলে জানাবেন। দারুণ সব কবিতা মিস করছি ওনার।
গুড়ের পায়ের না রে ভাই, পায়েস হবে ...হা হা হা ...ওটা টাইপু।
পকেট কাটার কাজে আমাকে নিতে পারেন।
৬| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫৫
অপ্সরা বলেছেন: হা হা পায়ের মানে পায়েস হবে। হা হা
যাইহোক কবিতা খুবই সুন্দর!
২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৪
হাবিব বলেছেন: বুঝেছি আপামনি......
কবিতার প্রশংসায় অশে ধন্যবাদ
৭| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
রসায়ন বলেছেন: আপনার কবিতাটা আপনার ভাবীকে দিচ্ছি দাঁড়ান, সে অনেক খুশী হবে
বড়ই সুন্দর কবিতা
২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫
হাবিব বলেছেন: কবিতার প্রশংসায় কৃতজ্ঞতা....
আমাদের ভাবী কি বললো কবিতা দেখে জানাবেন প্লীজ....
৮| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০২
রাজীব নুর বলেছেন: শুধু সখীর পাশে থাকলে হবে।
ধনী গরীব সব মানুষের পাশে থাকতে হবে।
২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭
হাবিব বলেছেন: ওকে জনাব ....... পরামর্শের জন্য ধন্যবাদ
৯| ২৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬
আহমেদ জী এস বলেছেন: হাবিব,
হা..হা... দারুন কবিতা হয়েছে।
দারুন হয়েছে সহব্লগার পদাতিক চৌধুরি আর নেওয়াজ আলির মন্তব্য।
২৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪১
হাবিব বলেছেন: ভাইয়া, আপনার দিলখোলা প্রশংসার জন্য অশেষ কৃতজ্ঞতা।
আপনি সহ আরো কয়েকজন আছেন ব্লগে যারা শুধু পোষ্ট না মন্তব্যও খুটিয়ে খুটিয়ে পড়েন। নেওয়াজ আলি এবং পদাতিক তাদের মধ্যে অন্যতম। এজন্যই তো বারবার ফিরে আসি ব্লগে। ভালো থাকবেন সবসময়।
১০| ২৯ শে নভেম্বর, ২০২২ রাত ৮:২৬
শেরজা তপন বলেছেন: বেশ বেশ অতদিন বাঁচার খায়েস থাকলে তাড়াতাড়ি যান না হলে কখন আবার কাঞ্চঞ্জঙ্ঘার বরফ আবার গলে যায়।
ওই খানে গিয়ে পোস্ট-টোস্ট দিয়েন কিন্তু- ঠিকাছে?
১১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: নারীর সৌন্দর্যের গরমে তাহলে উত্তর মেরুর বরফও গলে? বাহ, বেশ তো!
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৫৬
আরোগ্য বলেছেন: হা হা হা
আপনার কবিতার প্রথম লাইন পড়ে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেলো। সে একবার বলেছিলো তার বউ কোথাও গেলে " উফ গরম লাগছে " বলে নিকাব তুলে দেয়। আর সে বলে আহা মুখ ঢাকো। হয়তো বিরক্ত হয়ে এখন আর বলেনা। সুযোগ পেলে জিজ্ঞেস করে নিবো।
অনেক বছর পর আপনার পোস্টে প্রথম মন্তব্য করার সুযোগ পেয়েছি জানি না, পেরেছি কি না।
কবিতায় পেলাশ + ।