![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...
যখন জীবনের পাশে প্রেম মেলে দিলে
সফেদ শাড়ির মত
উড়িবার আয়োজন ছিল পালকের ভরে
প্রনয় প্রলয় অবিরত।
জোনাকি রং চোখের পাতা প্রাজাপতি হয়ে
উড়ি উড়ি করে
ভিজেছি তোমার রূপালি মেঘের উষ্ণ জোয়ারে।
গোলপ ঘর শহরে যেতে পারিনি
নিয়েছি ঘুম ঘোর নিরবতা,
শুননি কি তুমি সে বাঁশির সুর?
ঘরছাড়া বালকের বুক চেরা কথা।
সবুজ জলের দেশ একেঁছি
ভাঙ্গা পেনসিলে আগাগোড়া,
আকাশ পাড়িনি দিতে শেষটানে
খোলাছাদ আধার পালকে মোড়া।
১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
ইমরান আল হাদী বলেছেন: যে স্বপ্ন, আশা, আকাঙ্খা মানুষ সাজায় তা
কখনো কখনো ভুল ভাবে আশে।তখন তার স্বপ্ন অর্থপূর্ণ হয়না
আর যা পায় তা অপূর্ণ আর মিথ্যে মনে হয়।
স্বেত কপত হল মানুষের স্বপ্ন, আর যাকে ভিত্তি করে স্বপ্নগুলি ডানা
মেলবে তা মিথ্যে হলে পবিত্র স্বত্বা কলুষিত হয়।
আর মিথ্যা সব সময়েই কালো।
প্রিয় সিগনেচার নসিব আপনাকে আমার ব্লগে স্বাগত।
শুভ কামনা রইল,ভাল থাকবেন।
২| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৬
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর কবিতা।
১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
ইমরান আল হাদী বলেছেন: পথিক ভাই শুভেচ্ছা নিবেন।
কবিতা ভাল লাগলো জেনে অনুপ্রাণিত
হলাম।
৩| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব সুন্দর ভাবধারা ও চমৎকার ছন্দের কবিতা! লিখে চলুন সতত।
২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৫
ইমরান আল হাদী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।
৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৮
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগল।
২২ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯
ইমরান আল হাদী বলেছেন: প্রামানিক ভাল আছেন?
আন্তরিক শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯
সিগনেচার নসিব বলেছেন: বেশ হয়েছে !!
সাদা কপতের কালো ডানা