নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে--www.facebook.com/al.hadi.5099

ইমরান আল হাদী

নিভৃত চাষি, এক খন্ড জমির খোঁজে...

ইমরান আল হাদী › বিস্তারিত পোস্টঃ

চলে গেলে

০২ রা জুন, ২০২০ সকাল ১০:২২

তুমি চলে গেলে আমি মরে যাই -- কি যে
ভয়ে থাকি পথে কি ভীষণে পরো যদি
শিশুর মত শুধু তোমারে ডাকি পিছু ---
আর আমাকে আমি নিজে প্রবোধ দেই
আগাগোড়া তবু শিশু থাকি মানুষে না
খুলে ফেলি যদি বস্ত্রাদি মিছে পোষাকি
ফিরে যেতে পারি যদি দূর প্রাগিতি-হাস
নিভাতে পারি কিনা আগুন আবিষ্কার
শিকারে যেতে পারি ব্যাধ বেশে দুজনে
চেখে দেখি লাল ফলের বুনো আস্বাদ
শুধু স্মৃতি বিভ্রাট তুমি কবে হাওয়া
ছিলে তবে খেয়ে ছিলে এমন গন্দম
তবু তুমি চলে গেলে বসে থাকি ঠায়
বুকে নিয়ে আদম পাহাড় নিজ লংকায় ----


প্রতি চলার পথে খুলে দাও আগল
শ্বাপদেরও থাকে শিকার ও শিকারি
যদি মাটিতে না ছোঁয় মাথা ঠান্ডা ভূমে
কেমনে রাখিব ঠোটেঁ ঠোটঁ বাহানা চুমে
দাওয়াতের পথে এ কেমন রাহবার ----
ব্যাধি কালে আইউবের বিবি রহিমা
জানতে চেওনা এ রোগের দাওয়াই
সব ভার নিয়ে পৃথিবী দোলে মহাশূণ্যে
তবু ভার লাঘবে খচ্চরের পিঠে ওঠে
ভার --- কায়কারবার তবু কি মানুষের
যদি যাই চলে ভুলে অন্য নগরে ভ্রমে
উসর মরুভূমে ক্রমে মধ্য এশিয়ায়
রেখনা মনে তবে এই প্রশ্নের ধাঁধা ----
বুকের হাড়ে বাধা কার জিয়ন ভার ---

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২০ দুপুর ১২:১৫

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০২ রা জুন, ২০২০ দুপুর ১২:৫৫

ইমরান আল হাদী বলেছেন: আমার আগের লেখায় আপনা মন্তব্যের একটি প্রতিমন্তব্য দেয়া আছে সেটা দেখবেন।

২| ০২ রা জুন, ২০২০ দুপুর ১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা । ।

৩| ০২ রা জুন, ২০২০ দুপুর ২:৫০

এম এ হানিফ বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.